Category: বিনোদন

  • সাভারের আশুলিয়ায়  নিউ পার্সোনা বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে

    সাভারের আশুলিয়ায়  নিউ পার্সোনা বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে

    সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় নিউ পার্সোনা বিউটি পার্লার কেক কেটে শুভ উদ্বোধন  করা হয়েছে।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ
    সাভারের আশুলিয়ায় নিউ পার্সোনা বিউটি পার্লারের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া হেয়ন গার্মেন্টস সংলগ্ন হাসান টাওয়ারের নিচতলায় অত্যাধুনিক এ বিউটি পার্লারের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ বাদল শেখ বিউটি পার্লারটির উদ্বোধন করেন ।

    নিউ পার্সোনা বিউটি পার্লারের কর্ণধার জান্নাতুল ইসলাম সুমি জানান, আশুলিয়ায় নারী সাজের নতুন কিছু উপহার দিতেই আমাদের এ অগ্রযাত্রা তাদের। বিউটি পার্লারে সূদুর ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ প্রাপ্ত একদল দক্ষ কর্মী নিয়ে কাজ করবে। এছাড়া এখানে পাওয়া যাবে ইন্ডিয়া ও থাইল্যান্ড থেকে আমদানিকৃত উন্নতমানের কসমেটিকস্।

    তিনি আরও জানান, দক্ষ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ হিসেবে গড়ে তোলা হবে বিউটিশিয়ান পার্লারের মাধ্যমে।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
    এসময় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ঢাকা জেলা ব্যুরো চীফ সাংবাদিক আলমাস হোসেন, দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান, সাবেক যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মন্সুর ভূঁইয়া, মোহাম্মদ আমজাদ হোসেন, জুয়েল রানা, সোহেল রানা, সাইফুল ইসলাম, শাহাবুদ্দিনসহ আরো অনেকে ।

  • Untitled post 833

    কলেজ পড়ুয়া মেয়েরা হোটেলে ঘন্টা চুক্তিতে এসব কি করছে? জেনে নিন এক্ষেত্রে কি করা উচিত

    সংবাদডেক্সঃ
    সাবধান হতে প্রত্যেক অভিভাবকের ভিডিওটি দেখা উচিৎ। বাবা-মায়ের সবচাইতে প্রিয় হলো নিজের সন্তান। আর সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাবা-মা সব কিছুই করতে পারেন। তাই ছোটবেলা থেকেই চেষ্টার কোনো কমতি থাকে না কোনো কিছুর। পড়াশোনা, খেলাধুলা, আদব-কায়দা শেখানো, সামাজিকতা শেখানোসহ খুঁটিনাটি সব বিষয়েই খেয়াল রাখেন তারা। কিন্তু আপনি কি খেয়াল করছেন যে আপনার সন্তান বয়সের সাথে সাথে সবার সাথে মিশতে শিখছে কিনা?

    কলেজ পড়ুয়া মেয়েরা ঘন্টা চুক্তিতে আবাসিক হোটেলে এসব কি করছে? বার বার সংবাদ হচ্ছে। শতর্ক থাকতে হবে অভিভাবকদের।

    সবার শেখার ক্ষমতা একরকম না। আর তাই কিছু শিশু একটু দেরীতে শিখে। বিশেষ করে একক পরিবারে কর্মজীবি বাবা-মায়ের সন্তানদের সবার সাথে মিশতে সমস্যা হওয়া, সমবয়সী শিশুদের সাথে খেলতে না চাওয়া, কথা কম বলা, বাসায় মেহমান এলে পালিয়ে যাওয়াসহ আরো নানা রকম সমস্যা হতে পারে।

    এক্ষেত্রে শিশুর প্রয়োজন বাবা-মায়ের সহযোগিতা। অনেক ক্ষেত্রে বাবা মায়েরা সন্তানকে এসব কারণে বকা দেন কিংবা অন্য শিশুর সাথে তুলনা করেন। এতে সন্তানের আত্মবিশ্বাস আরো কমে যায় এবং সমস্যা প্রকট আকার ধারণ করেন।

    *জেনে নিন এক্ষেত্রে কি করা উচিত।

    খেলনা ছাড়া কিছু খেলা খেলুন সন্তানের সাথে। যেমন ছোঁয়াছুঁয়ি, কানামাছি, ইচিং-বিচিং, লুকোচুরি ইত্যাদি। এই ধরণের খেলাগুলো নিয়মিত খেললে আপনার সন্তান আপনার সাথে আই কন্টাক্ট করতে পারবে সহজেই এবং আপনি কি বলছেন সেটা অনুসরণ করতে পারবে।

    আপনার সাথে সহজভাবে খেলতে পারলে কাছের আত্মীয়দের কিংবা বন্ধুদের বলুন তার সাথে এভাবে খেলার জন্য। ধীরে ধীরে সহজভাবে মিশতে শিখে ফেলবে আপনার সন্তান।

    সূত্র-অনলাইন

  • মাহেন্দ্র ক্ষণ অপেক্ষায় সূর্য গ্রহন ‘রিং অফ ফায়ার’ নিকট থেকে দেখল মধ্যপ্রাচ্যের দুবাই

    মাহেন্দ্র ক্ষণ অপেক্ষায় সূর্য গ্রহন ‘রিং অফ ফায়ার’ নিকট থেকে দেখল মধ্যপ্রাচ্যের দুবাই

    • আন্তর্জাতিক সত্যেরসংবাদডেক্সঃ

    যে সময়ের জন্য বেশ কিছুদিন ধরে অপেক্ষা করেছিল গোটা বিশ্ব। ২০১৯ সালের শেষ তথা দশকের শেষ সূর্যগ্রহণ উপস্থিত ২৬ ডিসেম্বর। আর এমন দিনে যে আরব সাম্রাজ্যের দুবাই অভাবনীয় একটি দৃশ্য ১৭২ বছর পর দেখবে, তা আগেই ভবিষ্যদ্বাণী করা ছিল। একনজরে দেখে নেওয়া যাক, দুবাইয়ে ‘রিং অফ ফায়ার’ কেমন ছিল।

    শান্ত স্নিগ্ধ ছায়া তাক লাগানো দৃশ্য!
    সূর্যের তেজ যেন ঢেকে দিয়েছে চাঁদের শান্ত স্নিগ্ধ ছায়া। আর সেই ছায়ার চারপাশ দিয়ে বেরিয়ে আসছে দৃপ্ত এক আলো! এই অপূর্ব দৃশ্যই ‘রিং অফ ফায়ার’। যা নিয়ে গত কয়েক মাসে বহু আলোচনা হয়েছে জ্যোতির্বিজ্ঞানী মহলে।

    ‘রিং অফ ফায়ার’আলোর আংটি!অবশেষে উপস্থিত সেই মাহেন্দ্র ক্ষণ।
    দুবাই এদিন সকালেই সাক্ষী থাকে এক ‘রাতের’। যে রাতের কালো অন্ধকারের মধ্যে আকাশে মগাজাগতিক এক দৃশ্য জন্ম নেয়। আর সেটাই ‘রিং অফ ফায়ার’। সূর্যের ওপর চাঁদের ছায়া, আর তার মাঝ খান দিয়ে বেরিয়ে আসছে সূর্যের আলোর দৃপ্তি। এই অপূর্ব দৃশ্য ১৭২ বছর পর ফের দেখল আরব দুনিয়ার এই শহর।

    নজর ছিলো শুরুর সময়!
    যখন এই গ্রহণ শুরু হয়, তখন সকলেরই নজর ছিল দুবাইয়ের দিকে। কার্যত ইতিহাসকে আরও একবার বাস্তবের মাটিতে দেখতে পেয়েছে দুবাই। আর সেই ১৭২ বছরের পুরনো দৃশ্য ফের একবার ২০১৯ সালের শেষ সূর্যগ্রহণে উঠে আসতেই তা ক্যামেরাবন্দি হয়।

  • কেবল মাত্র ব্যবসায়ীক ভাবে সফল হলেই টেলিভিশন চালানো সম্ভব না মালিকদের উদ্দেশে সাভারে এক পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান

    কেবল মাত্র ব্যবসায়ীক ভাবে সফল হলেই টেলিভিশন চালানো সম্ভব না মালিকদের উদ্দেশে সাভারে এক পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান

    কেবল মাত্র ব্যবসায়ীক ভাবে সফল হলেই টেলিভিশন চালানো সম্ভব না মালিকদের উদ্দেশে সাভারে এক পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভারঃ
    কেবল মাত্র ব্যবসায়ীক ভাবে সফল হলেই টেলিভিশন চালানো সম্ভব না,মালিকদের পরিচালনগত অজ্ঞতার কারনে টেলিভিশন চ্যানেলে অস্থিরতা বিরাজ করছেঃ সাভারের রেডিওকলোনি মডেল স্কুলে পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এ কথা বলেন।

    লাইন্সেস নেওয়ার আগে টেলিভিশন চ্যানেল মালিকদের অনেকেরই পরিচালনাগত অভিজ্ঞতা ছিলো না। আজ টেলিভিশন পরিচালনায় যারা ব্যর্থ- লাইন্সেস নেওয়ার আগে তারা কি তখন বুঝে নিয়ে ছিলেন? একটি টেলিভিশন চ্যানেল কিভাবে পরিচালনা করতে হয় সেই দক্ষতা ও অভিজ্ঞতা তাদের ছিলো কিনা সেই প্রশ্নও তুলেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান।
    তিনি আরো বলেন সাংবাদিকসহ কলাকুশলীরা বেকার ও চাকুরিচ্যুত হচ্ছেন।

    বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনী মডেল স্কুলের তিন দশক পূর্তি ও পূনর্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সাথে প্রশ্নের জবাবে তিনি তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান বলেন, টেলিভিশন চালাতে দক্ষতা যোগ্যতা ও অভিজ্ঞতা জরুরী। না জেনে না বুঝে চালাতে গেলে পরিনতি এমন হবে বলেও মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই আরো শতাধিক চ্যানেল আবেদন মন্ত্রণালয়ে জমা পড়েছে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, কেবল মাত্র যাদের টেলিভিশন চালানোর অভিজ্ঞতা দক্ষতা ও যোগ্যতা রয়েছে তাদের আবেদন গুলোই বিবেচনা করা হবে।

    অনুষ্ঠানে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, সারাদেশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের মন্ত্রণালয়ে প্রচুর শীত বস্ত্র ও শুকনো খাবার রয়েছে। সেগুলো আমরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে দেওয়া হবে।

    এর আগে তিন দশক পূর্তি ও পূনর্মিলনী উপলক্ষে সকালে স্কুল মাঠে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। অনষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
    সারাদিন দিনটা ছিলো সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপভোগ করার মত দিন ।

    অনুষ্ঠান শেষে শিল্পীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বর্ণাঢ্য আয়োজনে সকাল আট থেকে রাত বারোটা পর্যন্ত চলে অনুষ্ঠান কার্যক্রম।

    অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা।
    অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ধামরাইয়ের সংসদ সদস্য বেনজীর আহমেদ, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, প্রধান প্রকৌশলী আহম্মদ কামরুজ্জামান, এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ড.কামরুল আহসান ,স্কুলের প্রধান শিক্ষক এইচ এম শাহ আলম মিঞা, সহকারী প্রধান শিক্ষক অরুপ চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
    সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আরো অনেকে।
    অনুষ্ঠান শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন । গান পরিবেশনা করেন এস আই টুটুলসহ গুনী শিল্পীরা।

  • ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাভারের রেডিও কলোনি মডেল স্কুলে পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে-

    ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাভারের রেডিও কলোনি মডেল স্কুলে পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে-

    বুধবার সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাভারের রেডিও কলোনি মডেল স্কুলের তিন দশক পূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে।

    সন্ধ্যায় আলোচনাসভা অনুষ্ঠানে ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুুর রহমান সহ অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন।

    উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ও অধ্যায়নরত ছাত্র-ছাত্রী,অভিবাবক ও শিক্ষক-শিক্ষিকা এবং বহিরাগত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আলোচনাসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
    আয়োজকরা সকলকে শৃঙ্খলা রাখতে অনুরোধ করেছেন। আইন-শৃঙ্খলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    বিজ্ঞপ্তি

  • অতিরিক্ত ইয়াবা সেবনে “এ লেভেল”র এক ছাত্রীর কক্সবাজারে মত্যু

    অতিরিক্ত ইয়াবা সেবনে “এ লেভেল”র এক ছাত্রীর কক্সবাজারে মত্যু

    কক্সবাজার প্রতিনিধিঃ

    কক্সবাজারে বেড়াতে এসে অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে স্বর্না রশিদ (২২) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।শুক্রবার ভোরে কক্সবাজারের একটি হোটেলে এই ঘটনা ঘটে। স্বর্না রশিদ প্রাইভেটে ব্রিটিশ কাউন্সিলে “এ লেভেল” এ অধ্যয়নরত ছিল। কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের মতে তিনি অতিরিক্ত ইয়াবা সেবন করেছিলেন।
    পুলিশ এ ঘটনায় ওই ছাত্রীটির প্রেমিক ওয়ালী আহমদ খানকে গ্রেফতার করে গতকালই কারাগারে পাঠিয়েছে।

    জানা গেছে, স্বর্ণা রশিদ (২১) নামের ওই মেধাবী ছাত্রী তার বন্ধু-বান্ধবের সাথে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। তারা ছিলেন সংখ্যায় ১০/১১ জন। শুক্রুবার সকালে কক্সবাজার পৌঁছে হোটেল জামান নামের একটি হোটেলে তারা কক্ষ ভাড়া নেন। বিকালে সৈকত ভ্রমণ শেষেই হোটেল কক্ষে ফিরে বন্ধু-বান্ধব সবাই বসে যান মাদক সেবনে। সন্ধ্যার পর পরই মাদকের ঘোরে হুঁশ হারিয়ে ফেলেন মেধাবী ছাত্রী স্বর্ণা রশিদ। তাকে নিয়ে যাওয়া হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে।

    জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান-‘ সন্ধ্যার পর মেয়েটিকে জরুরি বিভাগে যখন আনা হয় তখন আমি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিটে ভর্ত্তি দিয়েছিলাম। কিন্তু তারা ঢাকায় ফিরে যাবার কথা বলে সিটে ভর্ত্তি না হয়ে ফিরে যান হোটেল কক্ষে।’
    ডাঃ শাহীন আরো বলেন, সঙ্গীরা মাদকসেবী মেয়েটিকে নিয়ে যাবার বেশ কিছুক্ষণ পর আবারো হাসপাতালে আসেন। তখর রাত আনুমানিক সাড়ে ৯ টা। ডাঃ শাহীন মেয়েটিকে পরীক্ষা করে দেখেন ততক্ষনে তার প্রাণ বায়ু নিভে গেছে। ডাঃ শাহীনের মতে বেশী পরিমাণে (ওভার ডোজ) ইয়াবা সেবন করায় তার মৃত্যু হয়েছে।
    ব্যাপারটি নিয়ে তাৎক্ষনিক হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে স্বর্ণাকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠিদের অনেকেই পালিয়ে যান। তবে পুলিশ আটক করতে সক্ষম হন ওয়ালী আহমদ খান নামের এক তরুনকে। আটক ওয়ালী ঢাকার ২২ সিদ্ধেশ্বরী রোডের মনিমান টাওয়ারের বাসিন্দা আলী রেজা খানের পুত্র। পুলিশ তাকে সন্দেহজনক ধারায় আদালতে সোপর্দ্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।
    পুলিশ জানিয়েছেন, স্বর্ণা রশিদ রাজধানী ঢাকার কোতোয়ালী চকবাজারের ৭ নম্বর বেগম বাজার এলাকার ধনাঢ্য ব্যবসায়ী হারুন উর রশিদ পাপ্পুর কন্যা। কক্সবাজার সদর মডেল থানার উপ পরিদর্শক মোঃ শরীফ উল্লাহ স্বর্ণার পারিবারিক সুত্রের বরাত দিয়ে আরো জানান, মূলত স্বর্ণা তার মামার বাড়ীতে যাবার কথা বলেই বন্ধুদের সাথে কক্সবাজার চলে আসেন।
    শুক্রুবার রাতে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর খবর পেয়ে গতকাল সকালে ব্যবসায়ী বাবা সহ পরিবারের আরো কয়েক সদস্য ছুটে আসনে কক্সবাজারে। পুলিশের উপ পরিদর্শক জানান, মেয়েটি বাড়ীতে মিথ্যা তথ্য দিয়ে চলে আসেন কক্সবাজারে। শোকাহত বাবার আফসোসের যেন শেষ নেই। তিনি কন্যার শোকে বার বার মুর্ছা যাচ্ছিলেন। গতকাল লাশের ময়না তদন্ত শেষে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

  • বিজয়ের মাসে সাভারে বায়োস্কোপ থিয়েটারের মুক্তিযুদ্ধু ভিত্তিক নাটক উদ্বোধনী হবে ‘এবারের সংগ্রাম’

    বিজয়ের মাসে সাভারে বায়োস্কোপ থিয়েটারের মুক্তিযুদ্ধু ভিত্তিক নাটক উদ্বোধনী হবে ‘এবারের সংগ্রাম’

    • শেখ এ কে আজাদঃ

    বিজয়ের মাস ডিসেম্বরে বায়োস্কোপ থিয়েটার মঞ্চে নিয়ে আসছে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক ‘এবারের সংগ্রাম’। নাটকটি বায়োস্কোপ থিয়েটারের চর্তুথ প্রযোজনা হবে। এর আগে এবছর ফেব্রয়ারীতে বায়োস্কোপ থিয়েটার মঞ্চায়ন করেছে শেত রাক্ষস নাটকটি।

    সাভার উপজেলা মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজতি সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটকটির উদ্ভোধনী প্রদর্শনী হতে যাচ্ছে। এছাড়াও বিজয়ের মাস উপলক্ষে আগামী ১৭ এবং ২৭ ডিসেম্বর বায়োস্কোপ থিয়েটার এই নাটকটির আরও দুটি প্রদর্শনী করতে যাচ্ছে। অধ্যাপক মমতাজউদদীন আহমদের রচনায়  নাটকটির নির্দেশনা দিয়েছেন রফিকুল ইসলাম রফিক ।

    এবারের সংগ্রাম নাটকটি পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নিপীড়ন ও ষড়যন্ত্রের খন্ডচিত্র। পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তারা ষড়যন্ত্রের জাল বুনে নিরীহ বাঙালির উপর যেসব সিদ্ধান্ত চাপিয়ে দিতে চেয়েছিলো, সেসব সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তীকালে বাঙালিদের প্রতিবাদ ও প্রতিরোধের বহিঃপ্রকাশ নাটক- এবারের সংগ্রাম।

    নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোঃ তোফাজ্জল হাসেন মায়া, সোহানুর রহমান সৈকত, জায়েদুল তামিম, ইসরাত জাহান মুনমুন, মোঃ সুজন ইসলাম, সুমাইয়া আক্তার সারা, মোঃ রাসেল, জান্নাতুল ফেরদৌস, কাজী আজমেরি হক জয়া, আদনান শাহ্রিয়ার আদিত্য, আদিব শাহ্রিয়ার, এম এম সাখাওয়াত হোসেন নয়ন ,আইরিন সুলতানা ও রাকিবুল ইসলাম রাব্বি।

    বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক পারভীন ইসলাম জানান এ নাটকগুলো দেখার জন্য সকলকে আমন্ত্রন রইলো। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকগুলো দেখলে সকলের স্বাধীনতা সম্পর্কে জ্ঞান বাড়বে।