Savar Correspondent
2025 Best Junior Doctor Program held at Presidency School near Radio Colony Bus Stand in Savar Municipal Area.
A mini doctor program was held in the school building on Thursday morning.
Dr. Dr. Aminul Islam and Dr. Shaikhul Kabir were present as guests and learned judges.
Dr. Aminul Islam, Head of the learned Judges said that every year children are developing their talent by participating in the Little Doctor program and all of them have performed well within a period of time, he thanked the school authorities for taking such an initiative.
Principal of Laboratory College and Principal Adviser of Presidency School Md. Jahangir Alam and Adviser of Presidency School Nadia Noor Juis along with teachers and parents were also present. Principal Sabira Yachmin of General Planning and Presidency School.












গতকাল শনিবার (৬)এপ্রিল এসব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন এবং অসহায় ও দুঃস্থ পরিবার এ ঈদ সামগ্রী পেয়ে খুশি।

গ্রেপ্তারকৃতরা হলো সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার মোঃ মোস্তফার ছেলে কিশোর গ্যাং গ্রুপ ‘‘ভাই-ব্রাদার গ্রুপের’’ প্রধান মোঃ লতিফ ওরফে লেট লতিফ (১৯), শাহীবাগ চৌরাস্তা এলাকার ইয়াসিন খানের ছেলে গ্রুপের সক্রিয় সদস্য আনোয়ার হোসেন ওরফে সোহান খান (১৬), চাপাইন-সিআরপি এলাকার মোঃ মাসুদ প্রধানের ছেলে মোঃ ছাদিক হাসান মুনতাসির (১৫), শাহীবাগ এলাকার মো: আব্দুল্লাহর ছেলে সিরাজুল ইসলাম (১৯)। তারা ভাই-ব্রাদার নামীয় কিশোর গ্যাং গ্রুপ গঠন করে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য রাজু আহমেদের নেতৃত্বে পথসভা রূপ নেয় জনসভায়। এসময় সড়কের রাজু মার্কেট এর দু’পাশ থেকে ফুল ছিটিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয় স্থানীয় এলাকাবাসীসহ শত শত কর্মী-সমর্থক এতে উপস্থিত হয়।
এ সময় সেখানে নৌকা প্রতীকের প্রার্থী ডা. এনামুর রহমানের সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উওর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আশুলিয়া থানা যুবলীগের সহ-সভাপতি মোশারফ হোসেন খান , বিরুলিয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মন্ডলসহ স্থানীয় অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা এ সময় ডাক্তার এনামুর রহমান বলেন বর্তমান সরকার সারাদেশের ব্যাপক উন্নয়ন করেছে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে পুনরায় নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকার কে পুনরায় বিজয়ী করতে হবে, আমরা যেখানে যাচ্ছি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন এক জন জনপ্রতিনিধি জনগণের প্রতিনিধি সাধারণ মানুষের সম্পর্কে খোঁজ খবর রাখবে, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে যাবে তিনি সংসদ থাকাকালীন ৬৮ কোটি টাকারও অবকাঠামো রাস্তা ঘাট উন্নয়ন করেছ ডা: এনামুর রহমান করেছেন।