শেখ এ কে আজাদ,সাভার থেকে:
বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫) অক্টোবার বিকেলে সাভার পৌরসভা থেকে এক বিক্ষোভ মিছিল বেড় হয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশে হাতে হাত ধরে শতাধিক মহিলা শ্রমিকরা মানববন্ধনে অংশগ্রহন করেন। পরে সাভার পৌরসভা প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন (বমসা) এর সাধারণ সম্পাদক শেখ রোমানা ।
এসময় প্রধান অথিথি তার বক্তব্যে শেখ রোমানা বলেন, অভিবাসী শ্রমিকদের বৈধ ও নিরাপত্তা গমন নিশ্চিয়তা করা সহ বিভিন্ন কথা তিনি তুলে ধরেন এবং কি সরকারের নিকট বিভিন্ন দাবী পেশ করেন তারা, শ্রমিকরা যেন তারা ঠিকমতো বেতন পায় এবং কি কর্মঘন্টা ঠিক করে ব্যবস্থা করে সরকার। তিনি আরো বলেন সংগঠনটির পক্ষে অভিবাসীদের জন্য কাজ করে যাচ্ছেন তার প্রতিফলন ইতিমধ্যে পেয়েছেন অনেকে।
সংগঠনটির পক্ষে তাদের দাবি ছিল বিদেশি অভিবাসী শ্রমিকের বৈধ ও নিরাপত্তায় গমন করা, সরকারের অনুমোদনপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশের প্রেরণ করা, বিদেশি অভিবাসী শ্রমিকদের কাজের জন্য কোম্পানি নিশ্চয়তা দেওয়া, দেশে ও বিদেশে দালালের হয়রানি বন্ধ করা, বিদেশি কর্মরত অবস্থায় শ্রমিকের বোনাসের ব্যবস্থা করা, বিদেশের জেলখানায় বাংলাদেশী শ্রমিকদের বন্দি অবস্থা থেকে মুক্ত করা এবং নিজ দেশে ফেরত আনা, অভিবাসী শ্রমিকদের কর্মঘন্টা ও ন্যায্য মজুরি পাওয়ার ব্যবস্থা করা, বিদেশে কর্মকালীন সময়ে অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষার দেওয়ার ব্যবস্থা করা,বাংলাদেশে ও বিদেশে অভিবাসী শ্রমিক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও দেশে শিশু, গৃহ- কর্মীর নির্যাতন আত্মহত্যা, হত্যা,নির্যাতনের শিকার হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা।
বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন (বমসা) এর সাভার এড়িয়ার কো অর্ডিনেটর সুলতানা পারভীন,জিএমসি কমিটির (বমসা) এর সহ-সভাপতি সিএমসি কমিটির মনিরুল ইসলাম,( বমসা) এর ফিল্ড কর্মকর্তা এলিজ ও শাহানাজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। মানুষের জন্য ফাউন্ডেশন এর কারিগরী সহযোগিতা প্রদান করে।
Leave a Reply