Blog

  • ধামরাই ও আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ জুয়ারী ও ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ

    ধামরাই ও আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ জুয়ারী ও ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ

    জিরো ট্রলারেন্স বাস্তবায়নের লক্ষে’
    ধামরাই ও আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ জুয়ারী ও ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার :
    ধামরাই উপজেলার বাইশাকান্দা এলাকায় এক গোপন
    সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের
    এস আই মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে
    একটি চৌকষ টিম অভিযান চালিয়ে জুয়াখেলার সরঞ্জাম এবং নগদ টাকা সহ ০৪ জুয়ারী গ্রেফতার । বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ের বাইশাকান্দা থেকে
    তাদেরকে গ্রেফতার করে।
    -গ্রেফতাকৃতরা হলেন,মোঃ বজুল হোসেন (৪২), পিতা-মৃত মঙ্গল আলী, মাতা-মরিয়ম, সাং-যাদবপুর, থানা-ধামরাই, জেলা-ঢাকা। মোঃ মকবুল হোসেন (৪০), পিতা-মৃত লালচান, মাতা-বায়লা, সাং-ভুরাইল, বাইশাকান্দা, থানা-ধামরাই, জেলা-ঢাকা। আয়নাল (৪৫), পিতা-মৃত বদর উদ্দিন, মাতা-আমেনা, সাং-ভুরাইল, বাইশাকান্দা, থানা-ধামরাই, জেলা-ঢাকা।রাশেদুল ইসলাম (২২), পিতা-মৃত হান্নান,মাতা-কদবানু,সাং-কদমতলী, বাইশাকান্দা, থানা-ধামরাই, জেলা-ঢাকাদের জুয়া খেলার ১ টি বান্ডেলে থাকা ৫২(বায়ান্ন) টি তাস এবং জুয়ার বোর্ডে থাকা সর্বমোট ২,০৯০ (দুই হাজার নব্বই) টাকা সহ ৪ জুয়ারীদের গ্রেফতার করেছে।

    অপর দিকে বৃহস্পতিবার
    গভীর রাতে আশুলিয়া থানার বলিভদ্র এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এস আই মোঃ জহিুরুল ইসলাম এর নেতৃত্বে
    একটি চৌকষ টিম অভিযান চালিয়ে
    ০২ (দুই) কেজি গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    ঢাকা জেলা উত্তর ডিবি’র অফিসার ইনচার্জ, মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) শুক্রবার (৩১) মার্চ দুপরে আমাদের প্রতিবেদককে আসামীদের গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছে।

    সরকারের জিরো ট্রলারেন্স ঘোষনার বাস্তবায়নের লক্ষে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)’এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-এর সেবা সরাসরি তত্ত্বাবধানে ঢাকা জেলা উত্তর ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) অভিযান অব্যাহত রেখেছেন।

    উক্ত আসামীদের বিরুদ্ধে ধামরাই ও আশুলিয়া থানায় দুটি মামলা রুজু করা হয়েছে।

     

  • সাভারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০০০ পিস ইয়াবা ও চার কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ

    সাভারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০০০ পিস ইয়াবা ও চার কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ

  • সর্যোদয়ের সাথে সাথে লাখো মানুষের শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের শহীদবেদী

    সর্যোদয়ের সাথে সাথে লাখো মানুষের শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের শহীদবেদী

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার :

    রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিবসটির সুচনা লগ্নে সাভার জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদী সর্যোদয়ের সাথে সাথে লাখো মানুষের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ফুলে ফুলে ভরে উঠবে। সুর্যোদয়ের সঙ্গে-সঙ্গে প্রথমে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

    দিবসটির সুচনা লগ্নে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, বিদেশি কুটনৈতিকবৃন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন,স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়সহ নানা শ্রেণি-পেশার মানুষ।
    ঢাকার আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত নেতাকর্মীদেরব ব্যানার ফেস্টুন ছেয়ে গেছে।

    রবিবার সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করার সময় তাঁদের সেখানে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে স্মৃতিসৌধ প্রাঙ্গন সর্ব সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।

    ছাব্বিশে মার্চ উপলক্ষে ধোয়া-মোছা ও প্রস্তুতির জন্য জনসাধাণের জন্য প্রবেশ বন্ধ রয়েছে স্মৃতিসৌধে। ইতিমধ্যেই সকল প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে।
    স্মৃতিসৌধের ধোয়া-মোছা ও রঙ-তুলির কাজও শেষ হয়েছে। বিভিন্ন ফুলের গাছ সাজানোসহ স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিক রূপে। দিবসটি পালনে সব প্রস্ততি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ।

    মাসব্যাপী চলা পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে এ কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলেছে মাসব্যাপী। ধোয়া-মোছা ও রং তুলির কাজও শেষ হয়েছে।

    সাভার জাতীয় স্মৃতিসৌধের যাবতীয় প্রস্তুতি সম্পন্নের কথা উল্লেখ করে সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান গতকাল বলেন, ’২৬ মার্চ উদযাপনে যাবতীয় প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।’

    জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাভারের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, ‘এদিন ভোরে রাস্তার দুই পাশে দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবেন।’

    জাতীয় স্মৃতিসৌধসহ এর আশেপাশে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি বলেন, ‘ইতিমধ্যে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকায় গোয়েন্দা নজরদারী বাড়ানো এবং পুলিশ ওয়াচ টাওয়ার স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এদিন সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবেন।

     

  • সাভারে কাউন্দিয়া চারটি সড়কের নির্মাণ কাজ উদ্বোধন

    সাভারে কাউন্দিয়া চারটি সড়কের নির্মাণ কাজ উদ্বোধন

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার : সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সড়কে নির্মাণ প্রকল্পের আওতায় উন্নয়নের জন্য ৪টি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা ১৪ আসনের এমপি আগা খান মিন্টু।

    এসময় তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এই নির্মাণ কাজে ব্যয় হবে ৫ কোটি টাকা।
    এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলার চেয়ারম্যান ও সাভার উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব, ভার্কুতা ইউনিয়নের চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান রকিব আহমেদ, সাভার উপজেলা প্রকৌশলী তুরুন কুমার বার, ঢাকা মিরপুর হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয় সভাপতি মাজহারুল কবির মিধাতসহ আরও অনেকে।

  • ধামরাই বাটুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ মাদক কারবারি ডিবির হাতে গ্রেফতার

    ধামরাই বাটুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ মাদক কারবারি ডিবির হাতে গ্রেফতার

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:

    ধামরাই উপজেলায় বাটুলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলার ডিবি (উত্তর) এস আই মোঃ সহিদুল ইসলাম।
    সোমবার (২০) মার্চ সন্ধ্যায় গ্রেফতারকৃত মোঃ বিল্লাল হোসেন ওরফে বিল্লু (৩৬), পিতা-মৃত শুকুর আলী, সাং-ঝাউবাদা, থানা-ধামরাই, জেলা-ঢাকা এর নিকট ০১ কেজি ৫০০ গ্রাম (এক কেজি পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে চৌকস ডিবি পুলিশ।
    ঐ আসামীর বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
    ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ,মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সাভারে ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার

    সাভারে ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক সাভার থেকে: সাভারের চাপাইন এলাকার লালটেক থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার। সোমবার গভীর রাতে চাপাইন লালটেক এর এক ডোবা থেকে লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

    লাশটির ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
    পুলিশের তদন্ত কর্মকর্তা প্রতিবেদককে জানান,কে বা কারা মেরে ফেলে রাখে গেছে তদন্ত করে বলা যাবে এ নিয়ে একটি মামলা দায়ের প্রস্ততি চলছে।

  • টঙ্গী সাভার কেরানীগঞ্জ ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হতে চলছে

    সত্যেরসংবাদ ডেস্ক: ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হতে চলেছে এর পার্শ্ববর্তী শহর টঙ্গী, সাভার ও কেরানীগঞ্জ। অত্যাধুনিক বাসযোগ্য শহর হিসেবে ঢাকাকে গড়ে তুলতে এটি সহায়ক হবে বলে জানিয়েছেন সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক। ২০ মার্চ সোমবার বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জরিপ অধিদফতরের শীর্ষ এ কর্মকর্তা এ কথা বলেন। তিনি বলেন, আকাশ আলোকচিত্র ধারণের মাধ্যমে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকার বৃহৎ স্কেলের টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রণয়ন করার জন্য জরিপ অধিদফতর থেকে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কারণ টঙ্গী, সাভার ও কেরানীগঞ্জ বাইরে হলেও ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হতে চলেছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জরিপ অধিদফতরের নেওয়া ‘আকাশ আলোকচিত্র ধারণের মাধ্যমে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকার বৃহৎ স্কেলের টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রণয়ন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সেমিনার ছিল এটি। সেমিনারে জরিপ অধিদফতরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক বলেছেন, এ প্রকল্পের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন কাজে নিয়োজিত সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও গবেষণা সংস্থাকে ঢাকা শহরের সর্বশেষ ভূ-স্থানিক তথ্য-উপাত্ত সমৃদ্ধ বৃহৎ স্কেলের (১:২,৫০০) জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ডাটাবেজসহ ডিজিটাল মানচিত্র সরবরাহ করা সম্ভব হবে। এর মাধ্যমে ঢাকাকে অত্যাধুনিক বাসযোগ্য শহর হিসাবে গড়ে তোলার জন্য সহায়ক হবে। ঢাকা নগরীকে আধুনিক, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য করতে এবং সকল ধরনের নাগরিক সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। এ যাত্রায় বাংলাদেশ জরিপ অধিদফতরের ভূ-স্থানিক তথ্য-উপাত্ত এক নতুন মাত্রা যোগ করবে। তিনি বলেন, ড্যাপ অনুযায়ী ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকার আয়তন আনুমানিক এক হাজার ৫২৮ বর্গ কিলোমিটার। ২০০৩ সালে বাংলাদেশ জরিপ অধিদফতরের ধারণ করা আকাশ আলোকচিত্রের মাধ্যমে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকার ১২২টি ১:৫,০০০ স্কেলের মানচিত্র প্রণয়ন করেছে। ওই মানচিত্র ব্যবহার করে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নাধীন আছে। এ মানচিত্রগুলো পুরনো বিধায় এর সাহায্যে পরিকল্পনাবিদদের চাহিদা পূরণ করা যাচ্ছে না। ইতোমধ্যে শহরের জনসংখ্যা ও অবয়ব অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে ঢাকা শহরের পার্শ্ববর্তী শহর টঙ্গী, সাভার ও কেরানীগঞ্জ ঢাকা সিটি করপোরেশনের বাইরে হলেও ঢাকা সিটি করপোরেশনের সাথে যুক্ত হতে চলেছে। ঢাকা শহর ও তৎপার্শ্ববর্তী শহরগুলোতে শিল্পায়ন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রত্যন্ত এলাকা হতে বিপুল সংখ্যক লোক কর্মসংস্থানের জন্য ঢাকায় ছুটে আসছে। ড্যাপ-এর সফল বাস্তবায়নের জন্য নগরীর উন্নয়নের সাথে জড়িত সকল সংস্থা ও সর্বোপরি জনসাধারণের সমন্বিত প্রচেষ্টা এবং উদ্যোগ একান্তভাবে প্রয়োজন। বর্তমানে ঢাকাবাসী নানা সমস্যায় জর্জরিত। যানজট, জলাবদ্ধতাসহ অন্যান্য নাগরিক সমস্যায় প্রতিনিয়ত নাকাল হচ্ছে মানুষ। যত্রতত্র কলকারখানা স্থাপনের কারণে পরিবেশ দূষণ হচ্ছে। নদী, খাল, জলাশয় ভরাট, ও নির্বিচারে কৃষিভূমি ধ্বংস করে আবাসিক এলাকায় পরিণত করা হচ্ছে। ডিটেইল্ড এরিয়া প্লান মূলত সমাজের সকল স্তরের মানুষের চাহিদা এবং চিন্তাভাবনার একটি মিশ্র প্রতিফলন। এটি বাস্তবায়িত হলে ঢাকা শহরের সামগ্রিক উন্নয়নে একটি সাম্যাবস্থা তৈরি হবে বলে আশা করা যায়। আর ড্যাপ-এর সফল বাস্তবায়নের জন্য ‘আকাশ আলোকচিত্র ধারণের মাধ্যমে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকার বৃহৎ স্কেলের টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রণয়ন’ প্রকল্প থেকে প্রাপ্ত ডাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, জরিপ অধিদফতরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এবং ভূ-স্থানিক তথ্য-উপাত্ত ব্যবহারকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

  • জয় বাংলা শ্লোগান দিয়ে দিবালোকে প্রকাশ্য হামলায় সমিতির অফিসে ব্যাপক ভাংচুর করেছে দূর্বত্তরা,আহত-৫

    জয় বাংলা শ্লোগান দিয়ে দিবালোকে প্রকাশ্য হামলায় সমিতির অফিসে ব্যাপক ভাংচুর করেছে দূর্বত্তরা,আহত-৫। বৃহস্পতিবার দৃষ্টি প্রতিবন্ধীদের মানববন্ধন শেষে এ ঘটনা ঘটে।

    নিজস্ব প্রতিবেদক,সাভার:
    সাভারের অন্ধ কল্যান সংস্থা মার্কেটের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে দিবালোকে সন্ত্রাসীদের প্রকাশ্য হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে দূর্বত্তরা।এসময় সন্ত্রাসী হামলায় আহত হয় অন্তত ৫ জন।
    ব্যবসায়ীরা জানান, মার্কেটিতে আধিপত্য বিস্তার নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী আইয়ুব আলী এবং ড. হারুনের মধ্যে বেশ কিছু দিন ধরে বিবাদ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আইয়ুব আলীও তার সহযোগীরা বৃহস্পতিবা (২৩) মার্চ বিকেলে অন্ধ মার্কেটের সামনে অবস্হান নিয়ে মার্কেট সন্ত্রাসমুক্ত করতে অপরপক্ষের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে একপর্যায়ে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি অন্ধ মার্কেটের তৃতীয় তলায় অবস্হিত ব্যবসায়ী কল্যান সমিতির কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালায়। এসময় কার্যালয়ে থাকা শুকুর আলী, ইব্রাহীমসহ অন্তত ৫জন আহত হয়। পরে ঘটনাস্হল থেকে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক সাহা।
    এদিকে, সাভার অন্ধ মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বাহাদুর ইসলাম ইমতিয়াজ জানান, আইয়ুব আলী ও তার সহযোগীরা দীর্ঘ দিন ধরে মার্কেটের দখল নিতে মড়িয়া হয়ে উঠেছে। এর ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পিতভাবে বিকেলে নাটকীয় মানববন্ধন শেষে বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে আহত করে ব্যবসায়ীদের।

  • সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ৩ ডাকাত গ্রেফতার  করেছে ডিবি পুলিশ

    সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ৩ ডাকাত গ্রেফতার  করেছে ডিবি পুলিশ

    নিজস্ব প্রতিবেদক সাভার থেকে: ডিবি (উত্তর)ঢাকা জেলা এর অভিযানে ডাকাতি গ্রুপের ০৩ জন ডাকাত গ্রেফতার। গত ৩০ ফেব্রয়ারি রাতে সাভারের কাকাবো এলাকায় মোঃ বিল্লাল হোসেন(৩২) এর ভাড়া বাসায় অজ্ঞাতনামা ডাকাত রা প্রবেশ করে তার এবং তার স্ত্রীর হাত-পা বেধে ঘরের স্বর্নালংকার সহ বিভিন্ন দামী মালামাল ডাকাতি করে নিয়ে যায়।এরপর মোঃ বিল্লাল হোসেন (৩২) সাভার মডেল থানায় বাদী হয়ে সাভার মডেল থানার মামলা নং-৮৬,তাং-৩১/০৩/২০২২ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড দায়ের করেন।

    পরবর্তীতে উক্ত মামলাটি ডিবি (উত্তর), ঢাকা জেলার উপর ন্যাস্ত করে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা সরাসরি তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাজীব হোসেন এর একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে সোমবার ( ২০) মার্চ ভোরে মামলার আসামী গ্রেফতাকৃত সুমন আলী (২৩), পিতা-মোঃ খোরশেদ আলী, মাতা-রিতা আক্তার, সাং-হীরানদী কুল্লা মধ্যপাড়া, আলী বাড়ী, থানা-ধামরাই,জেলা-ঢাকা।সোবহান (২০), পিতা-মোঃ সালেক, মাতা-শানু বেগম, সাং-বিরুলিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা। শান্ত (১৭), পিতা-নুর মোহাম্মদ, মাতা-শাহনাজ, সাং-বিরুলিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা (ভাসমান) দের গ্রেফতার করে হেফাজতে গ্রহন করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাহারা ডাকাতির ঘটনাটি স্বীকার করে। ঐ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    উক্ত ডাকাতির ঘটনায় আরো কারা জড়িত আছে সে ব্যাপারে তদন্ত অব্যাহত আছে বলে জানা ডিবির অফিসার্স ইনচার্জ ।

  • সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার :

    সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে মোট ৭৬.১ কেজি গাঁজা এবং ৮,৮২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান আটক করা হয়।

    রোববার (১৯ মার্চ) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানায় র‍্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

    এর আগে শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত ও (রোববার) ভোরে আশুলিয়া থানাধীন বাইপাইল ও জামগড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

    র‌্যাব জানায়, রবিবার ভোর ৫টার দিকে বাইপাইলে অভিযান চালিয়ে ১৬.১ কেজি গাঁজা ও ৮,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, কুমিল্লার মো. আরিফ হাছান (৩৩) ও মো. শরিফ মিয়া ওরফে শরিফ ফকির।
    অন্যদিকে শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে অপর এক অভিযানে আশুলিয়ার জামগড়া এলাকায় ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাভার্ড ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার মো. জুয়েল মিয়া (৩৫) ও মো. আওলাদ মিয়া (২৭)।

    এ বিষয়ে র‍্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান প্রতিবেদককে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় খুচরা বিক্রেতা ও পাইকারি ডিলারদের কাছে বিক্রি করে আসছিলো।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।