Blog

  • সাভারে পুলিশের সহায়তায় চুরি যাওয়া ২ লাখ টাকা ফেরত পেয়েছে ভুক্তভোগী

    সাভারে পুলিশের সহায়তায় চুরি যাওয়া ২ লাখ টাকা ফেরত পেয়েছে ভুক্তভোগী

    নিজস্ব প্রতিবেদক,সাভার:ঢাকার সাভারে একটি বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরের স্ট্রীলের আলমারী ভেঙ্গে চুরি হওয়া স্বর্ণ বিক্রির অর্থ এবং নগদ টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

    একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর উন্নত প্রযুক্তি ব্যবহার করে চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া চোর সিদ্দিক মিয়া (৪০) ঢাকা জেলার সাভার পৌরসভার বাড্ডা ভাটপাড়া এলাকার মৃত আলম মিয়ার ছেলে।

    এ সময় চুরি হওয়া স্বর্ণ বিক্রির অর্থ মিলিয়ে নগদ ২ লাখ টাকা চোরের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে সেই টাকা আদালতের মাধ্যমে ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়েছে।

    শুক্রবার (৫ মে) সকালে  নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা,পিপিএম।

    এর আগে ৯ এপ্রিল গভীর রাতে সাভার পৌরসভার মধ্যপাড়া এলাকার ডি-৯/৩ ঠিকানার মোঃ হাবিবুর রহমানের বাড়িতে জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় ওইদিনই সাভার মডেল থানায় অজ্ঞাত নামে চুরির মামলা হলে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ।

    সূত্র জানায়, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত চোর সিদ্দিক মিয়াকে সনাক্ত করা হয়। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাভার মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির আহমেদ।

    পরবর্তীতে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আসামীর স্বীকারোক্তি অনুযায়ী এবং দেখানোমতে চুরিকৃত নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণ বিক্রির নগদ ৮০ হাজার টাকা আসামীর নিজ বাসা থেকে জব্দ করে পুলিশ।

    আদালতের এক আদেশের পর বৃহস্পতিবার (৪ মে) সাভার মডেল থানার ওসির অফিস কক্ষে মামলার বাদী হাবিবুর রহমানকে চুরি হওয়া নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং চুরি হওয়া স্বর্ণ বিক্রির ৮০ হাজার টাকা মিলিয়ে সর্বমোট ২ লাখ টাকা জিম্মায় প্রদান করা হয়।

    দ্রুত সময়ে চুরি হওয়া ২ লাখ টাকা পেয়ে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির আহমেদ সহ সাভার মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী হাবিবুর রহমান।

    এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম  বলেন, শুধু এই ঘটনা নয়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রত্যেকটি মামলায় আসামি গ্রেফতারের পাশাপাশি মালামাল উদ্ধারে পুলিশ দায়িত্বশীল ভূমিকা রাখে।

  • সাভারের রাজ্জাক প্লাজায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

    সাভারের রাজ্জাক প্লাজায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

    সাভার বাসস্টান্ডে বহুতল বিপণী বিতান রাজ্জাক প্লাজার দোকান মালিক ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদুল ফিতরের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার জিতেছেন আব্দুল করিম নামের এক গার্মেন্টস শ্রমিক। প্রথম পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি মোটরবাইক। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান প্রথম পুরস্কারপ্রাপ্ত যুবককে নিজে টেলিফোন করে শুভেচ্ছা জানান। এ সময় প্রতিমন্ত্রীর ফোন পেয়ে প্রথম পুরস্কার অর্জনকারী ওই গার্মেন্টস শ্রমিক আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তিনি পুরুস্কার জিতে নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

  • সাভারে আলমনগর এলাকায় ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক “মত বিনিময় সভা অনুষ্ঠিত

    সাভারে আলমনগর এলাকায় ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক “মত বিনিময় সভা অনুষ্ঠিত

    শেখ এ কে আজাদ, সাভার : “ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল” এই শ্লোগানকে সামনে রেখে সাভারে ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক “মত বিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার দুই মে ঢাকার অদূরে সাভারের আলমনগরের সুগন্ধা হাউজিংয়ে উপজেলা সেটেলমেন্ট অফিস সাভার শাখার আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় সাভারের সহকারী সেটেলমেন্ট অফিসার সুশান্ত কুমার রায়ের সভাপতিত্বে ও পেশকার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপ-সচিব মো. আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।

    অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, কাউন্দিয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।

     

  • সাভারের বলিয়াপুর এলাকায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে দূর্বৃত্তদের হামলা আহত ৩ জন, প্রায় ৩;লক্ষ টাকার মালামাল লুট

    সাভারের বলিয়াপুর এলাকায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে দূর্বৃত্তদের হামলা আহত ৩ জন, প্রায় ৩;লক্ষ টাকার মালামাল লুট

    সাভারের বলিয়াপুর এলাকায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে দূর্বৃত্তদের হামলা আহত ৩ জন, প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করেছে দূর্বৃত্তরা।-সত্যেরসংবা

    শেখ এ কে আজাদ,প্রতিবেদক,,সাভার:
    সাভারের বলিয়াপুর এলাকায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে হামলা আহত ৩ জন, ডিসের সংযোগ ক্যাবল তার,মূল্যবান মেশিনসহ স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। দূর্বৃত্তদের ৪ জনের নামে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানালেন ভুক্তভোগি ডিস ব্যবসায়ী মুহাম্মদ জহিরুল ইসলাম (৫৫)।
    সাভারের বলিয়াপুর এলাকায় ডিস ব্যবসায়ী মুহাম্মদ জহিরুল ইসলাম জানান তিনি দীর্ঘদিন যাবৎ নিজ এলাকায় সরকারী অনুমোদন বৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করে আসছে।সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার প্রধান আসামী তাজুল ইসলাম তার এলাকা বনগাঁও ইউনিয়নের বলিয়াপুরে প্রভাব বিস্তার করে তার সংযোগের ক্যাবল তার,মেশিন যন্ত্রপাতি খুলে নেয়াসহ বিভিন্নসময় সংযোগ তার বিচ্ছিন্ন করে আসছিলো।
    গত ১৮ এপ্রিল রাত আনুমানিক রাত ৮ টার সময় সাভারের বলিয়াপুরের টেকেরবাড়ী মেডিকেলে নিকটে থেকে সংযোগ তার খুলে নিচ্ছে এমন সংবাদ পেলে ঘটনাস্থলে যায়, ঐ সময় উৎপুতে থাকা দৃর্বৃত্তদলের তাজুল ইসলামের বাহিনীসহ ৪/৫ জন পিছন থেকে তাদের হাতে ধারালো এন্টিকাটার দিয়ে অতর্কিত হামলা চালিয়ে হাত, হাতের তালু-নখে,কপালসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে আহত করে এবং তার সাথে থাকা তার ছোট ভাই দৃষ্টিপ্রতিবন্ধী আলিম (৩৫)কে চর থাপ্পর মেরে দূরে সরে দেয়। পরে দৃষ্টি প্রতিবন্ধী ভাইয়ের ডাক চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে তার দৃষ্টি প্রতিবন্ধী আলিমের ভাবীর শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে ।তার গলায়, কানে থাকা স্বর্ণালংকার নিয়ে দূর্বৃত্তরা দ্রুত ঐ ঘটনাস্থল ত্যাগ করার আগেই তাদের সাথে থাকা ডিসের সংযোগ ক্যাবল তার,মেশিনসহ প্রায় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঐ সময়
    তাদেরকে দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগি ডিস ব্যবসায়ী মুহাম্মদ জহিরুল ইসলাম।
    আসামীরা হলেন,১.তাজুল ইসলাম (৫৫), পিতা-মৃত-মহিজ উদ্দিন ২.মোহাম্মদ নয়ন (২৬),পিতা-তাজুল ইসলাম ৩.মো:লিমন (৩৮) ও মিনহাজ,পিতা-অজ্ঞাতদের আসামীকরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোক্ত ব্যক্তিরা এখন প্রাননাশের হুমকিতে তারা স্থানীয় প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলাটি দ্রুত রুজু করতে দৃষ্টি আকর্ষন করেছেন।
    এ ব্যাপারে সাভার মডেল থানার এস আই মোখলেছুর রহমান প্রতিবেদককে জানান লিখিত অভিযোগ করেছে উভয় পক্ষ তবে একটি মামলা রুজু হয়েছে আরো দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • শান্তিপূর্ণ পরিবেশে একযোগে সাভারে এসএসসি ও সমমানের ১৭ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত

    শান্তিপূর্ণ পরিবেশে একযোগে সাভারে এসএসসি ও সমমানের ১৭ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত

    এ কে আজাদ, প্রতিবেদক, সাভার থেকে: রোববার (৩০)এপ্রিল সকাল ১০টায় থেকে ১ টা পর্যন্ত সারা বাংলাদেশের ন্যায় সাভারে কঠোর নিরাপওায় এস এস সি ও (ভোকেশনাল/কারিগরির এবং সমমানের দাখিল পরীক্ষা অনষ্ঠিত হয়েছে। কঠোর নিরাপত্তা, সুষ্ঠ ও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সাভার উপজেলায় ১৭ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

    সাভার উপজেলা মাধ্যমিক সূত্রে জানা যায়, সাভার উপজেলায় এবার ১৭ টি কেন্দ্রে মোট ছাত্র-ছাত্রী প্রায় ১৪৬১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে এবং পরীক্ষার প্রথমদিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।

    ১৭ টি কেন্দ্রে এর মধ্যে সরেজমিনে গিয়ে তিনটি কেন্দ্রের পরীক্ষার্থী উপস্থিত ও অনুপস্থিত জানা গেছে ১.সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১১০ জন পরীক্ষার্থীর অংশ গ্রহনের মধ্য ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ২. সাভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৪৯ জন পরীক্ষার্থীর অংশ গ্রহনে ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ৩.রেডিও কলোনী মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৭৭৬ জন পরীক্ষার্থীর অংশ গ্রহনে গ্রহনের মধ্য ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

    ১৪ টি কেন্দ্রের মধ্য পরীক্ষার্থী উপস্থিত এর কথা জানলেও ও অনুপস্থিত জানা যায়নি এসব কেন্দ্রগুলোতে ৩. বি.পি.এ.টি.সি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৭৮১ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৪. মিরপুর মফিদ-ই আম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৩৯ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৫. জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬১০ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৬. সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৯১৮ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৭.আলহাজ্ব জাফর বেপারী হাই স্কুল কেন্দ্রে ৯১৮ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৮. আশুলিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২৯৬৭ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ১০. দোসাইদ অধন্য স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১৩৮১ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন অংশগ্রহন ১১.বেপজা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৪৬ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন অংশগ্রহন ১২.মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৭৮ জন পরীক্ষার্থীর অংশগ্রহন ১৩.নয়ারহাট গনবিদ্যাপিঠ কেন্দ্রে ৯৬৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহন ১৪. তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৯৭ জন পরীক্ষার্থীর অংশগ্রহন ১৫.কোন্ডা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬৫ জন (ভোকেশনাল/কারিগরির) পরীক্ষার্থীর অংশগ্রহন এবং দুটি মাদ্রাসা কেন্দ্রে রয়েছে তার মধ্য ১৬. সাভার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৭৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহন ১৭. গাজীরচট মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহন ।

    সাভার উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোছা: রানী বেগম জানান, এবারে এস.এস.সি ও (ভোকেশনাল/কারিগরির,সমমানের দাখিল পরীক্ষায় সাভার উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্য ছাত্র-ছাত্রী প্রায় ১৪৬১৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে এবং কি মোট ১৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।

    রোববার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন এবং দ্বায়িত্ব পালন করেছেন। সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল হক প্রতিবেদক জানান, শান্তিপূর্ণভাবে ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম আইনসৃঙ্খলা ঠিক রাখতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

    সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব পিটার গমেজ জানান,নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রায় শতভাগ পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।.রেডিও কলোনী মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ও কেন্দ্র সচিব এইচ এম শাহআলম জানান এ কেন্দ্রে সশৃঙ্খলভাবে পরীক্ষা অনষ্ঠিত হয়েছে এসময় কেন্দ্রটিতে দ্বায়িত্বপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুস সিহাদ,মেডিকেল টিম এর মেহেদী বাশার ও কামরুন্নাহার দ্বায়িত্বপালন করেছেন। সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শেখ মোঃ রফিকুজ্জামান জানান কেন্দ্রটির ভিতরে প্রশাসনের সহযোগিতা ছিল এবং শন্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এসময় সাভার উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো: খালিদ হোসেন দ্বায়িত্ব পালন করেছেন।

    সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্্েরট মো:ইসমাইল হোসেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন প্রতিবেদককে জানান, আইনসৃঙ্খলা ঠিক আছে এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    এছাড়া পরীক্ষা শান্তিপূর্ণ ও সুন্দর করার লক্ষে যানজট নিরসন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, কেন্দ্রে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পুলিশ ফোর্স নিয়োগ এবং প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি ও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য তদারিকার কমিটি থেকে এ ঘোষনা করা হয়। এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, প্রতিটি কেন্দ্র সচিব ও পরীক্ষা সংশ্লিষ্টদের নির্দেশনা রয়েছে সাভার উপজেলায় এস.এস.সি ও (ভোকেশনাল/কারিগরির,সমমানের দাখিল পরীক্ষা কেন্দ্রগুলোতে নকল মুক্ত পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছিলেন।

  • সাভারে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ ,পরীক্ষার্থী সংখ্যা ১৪৬১৮ জন

    সাভারে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ ,পরীক্ষার্থী সংখ্যা ১৪৬১৮ জন

    সারাদেশের ২৯ হাজার ৭৯৮ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ ছাত্রছাত্রী অংশগ্রহন

     সাভারে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ,পরীক্ষার্থী সংখ্যা ১৪৬১৮ জন । ছবি-সত্যেরসংবাদ

    এ কে আজাদ,প্রতিবেদক, সাভার থেকে: আজ রোববার সকাল ১০টায় থেকে সারা বাংলাদেশের ন্যায় সাভারে কঠোর নিরাপওায় এস এস সি ও (ভোকেশনাল/কারিগরির এবং সমমানের দাখিল পরীক্ষা শুরু হচ্ছে । কঠোর নিরাপত্তা, সুষ্ঠ ও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সাভার উপজেলায় ১৭ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
    সাভার উপজেলা মাধ্যমিক সূত্রে জানা যায়, সাভার উপজেলায় এবার ১৭ টি কেন্দ্রে মোট ছাত্র-ছাত্রী ১৪৬১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে এবং পরীক্ষার প্রথমদিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা হবে।

    ১৭ টি কেন্দ্রে এর মধ্যে ১.সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২২৭ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন করবে ২. সাভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৮০ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৩. বি.পি.এ.টি.সি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৭৮১ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৪. মিরপুর মফিদ-ই আম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৩৯ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৫. জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬১০ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৬. সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৯১৮ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৭.আলহাজ্ব জাফর বেপারী হাই স্কুল কেন্দ্রে ৯১৮ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৮. আশুলিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২৯৬৭ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ৯. রেডিও কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১২ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন ১০. দোসাইদ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১৩৮১ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন অংশগ্রহন ১১.বেপজা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৪৬ জন পরীক্ষার্থীর অংশ গ্রহন অংশগ্রহন ১২.মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৭৮ জন পরীক্ষার্থীর অংশগ্রহন ১৩.নয়ারহাট গনবিদ্যাপিঠ কেন্দ্রে ৯৬৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহন ১৪.তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৯৭ জন পরীক্ষার্থীর অংশগ্রহন ১৫.কোন্ডা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬৫ জন (ভোকেশনাল/কারিগরির) পরীক্ষার্থীর অংশগ্রহন এবং দুটি মাদ্রাসা কেন্দ্রে রয়েছে তার মধ্য ১৬. সাভার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৭৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহন ১৭. গাজীরচট মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

    সাভার উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোছা: রানী বেগম জানান, এবারে এস.এস.সি ও (ভোকেশনাল/কারিগরির,সমমানের দাখিল পরীক্ষায় সাভার উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্য ছাত্র-ছাত্রী ১৪৬১৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে এবং কি মোট ১৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
    রোববার স্থানীয় জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম ও সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল হকসহ ঢাকা-১৯ সাভার আসনের সংসদ সদস্য,দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে।

    এছাড়া পরীক্ষা শান্তিপূর্ণ ও সুন্দর করার লক্ষে যানজট নিরসন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, কেন্দ্রে নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পুলিশ ফোর্স নিয়োগ এবং প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি ও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য তদারিকার কমিটি থেকে এ ঘোষনা করা হয়। এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, প্রতিটি কেন্দ্র সচিব ও পরীক্ষা সংশ্লিষ্টদের নির্দেশনা রয়েছে সাভার উপজেলায় এস.এস.সি ও (ভোকেশনাল/কারিগরির,সমমানের দাখিল পরীক্ষা কেন্দ্রগুলোতে নকল মুক্ত পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছিলেন।

    শিক্ষা মন্ত্রণালয়ে’র সূত্রে,এবার এ পরীক্ষায় সারাদেশের ২৯ হাজার ৭৯৮ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। এবারও সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। তবে তাদেরকে ১০০ নম্বরেই প্রশ্ন করা হবে। আর পরীক্ষার সময়ও থাকবে পূর্ণ তিনঘণ্টা। সব বিষয়েই পরীক্ষা নেওয়া হচ্ছে।
    জানা গেছে, এবার পরীক্ষার্থীর মধ্যে ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন এসএসসির। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৫ হাজার ১২১ জন। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৯৯৩ জন এবং ছাত্র ১ লাখ ৫১ হাজার ১২৮ জন। আর কারিগরি বোর্ডে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯৭ হাজার ৩৩৪ ও ছাত্রী ৩০হাজার ৪৩৩জন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

  • সাভারের বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কে ঈদ আনন্দ জমে উঠেছে

    সাভারের বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কে ঈদ আনন্দ জমে উঠেছে

    শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার : ঢাকার অদূরে সাভার বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন নিয়ে বিনোদন নিতে আসায় পার্কটিতে উপচেপড়া ভিড়।বিনোদন পার্কটি ২০১৬ সালে ৪ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। মনোরম পরিবেশে এই পার্কটিতে রযয়েছে ক্যাবলকার, টয়া ট্রেন, জায়ান্ট হুইল, প্যাডেল বোট, ফুড কোর্টসহ বিনোদনের নানা ব্যবস্থা। এর মধ্যে শিশু-কিশোরদের পদচারণায় মুখর সবকটি রাইডের শিশু-কিশোররা হুমড়ি খেয়ে পড়েছে। এছাড়াাও রয়েছে নানা জীবজন্তু ও পশু-পাখির ভাস্কর্য। পার্কে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসা পরিবার-পরিজন বলেছেন তারা খুবই আনন্দ পেয়েছে আবার আগামীতেও পার্কটিতে বিনোদন নিতে আসবে বলে জানান তারা। পার্কটির মালিক ও তত্ববধানকারী বিশিষ্ট ব্যবসায়ী রইস উদ্দিন আহমেদ বলেন, করোনাকালীন ক্ষতি হয়েছে তবে ঢাকার নিকটে বিনোদন পার্ক হওয়ায় এবারে ঈদে দুর-দূরান্তের,নিকটের মানষগুলো বিেিনাদন নিতে আসছে,বিনোদন নিতে আসা পার্কে সকল রাইডার ঠিক আছে,রয়েছে নিরাপত্তার ব্যবস্থা।

  • ঈদে দর্শানার্থীদের ভিড় আলাদীন্স পার্কে

    ঈদে দর্শানার্থীদের ভিড় আলাদীন্স পার্কে

    শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার:

    ঢাকার অদূরে ধামরাইয়ের সিথিতে আলাদীনস আমিউজমেন্ট পার্কে ঈদের দিন থেকেই দর্শানার্থীদের উপচেপড়া ভিড় বাড়ছে।এলাকায় নিরিবিলি শান্ত,সুন্দর আবহাওয়া পরিবেশে পরিবারের সকলকে নিয়ে একটু আনন্দে সময় কাটানোর জন্য পার্কটিতে এবারের ঈদে নতুন সাজে সেজেছে। দিনের পর দিন জনপ্রিয় হয়ে উঠেছে পার্কটি। ধামরাইয়ের কুল্ল্ াইউনিয়নের সিথি এলাকার ২৭ একর জমির উপর আলাদীনস নামে ধামরাইয়ের এক সৌখিন ব্যবসায়ী নির্মাণ করেছেন এ আলাদীনস আমিউজমেন্ট পার্ক এবং আলাদীনস ওয়াটার ওয়ার্ল্ড নামে বিনোদন কেন্দ্রটি জমে উঠেছে।এ পার্কটিতে বিনোদন ও আনন্দ দেয়ার জন্য ১২ডি ডায়নামিক সিনেমা হল, হাইড্রেলিক পেন্ডুলাম, স্পিড স্পিনিং কার, বাম্পার কার, বুল রাইডস, ট্রেন, ডাবল ডেক কেরোসেল, সুপার সুয়িং, মিনি সুইস ড্যান্সিং, ইনফ্লাটেবল কিংডম, জাম্পিং হর্স, কিডি বল গান, মিনি গেমস, কনি রাইডস জোন, প্যাডেল বোট, ভুতুড়ে বাড়ি ঝর্ণা। এছাড়াও রয়েছে আনন্দ দেয়ার জন্য বিভিন্ন নিদর্শন রয়েছে। এর মধ্যে শিশু-কিশোরদের পদচারণায় মুখর সবকটি রাইডের শিশু-কিশোররা হুমড়ি খেয়ে পড়েছে। পার্কে বেড়াতে আসা লোকজনদের একটি বাড়তি আনন্দ দিতে পার্কটিকে নতুনভাবে সাজিয়েছে বলে জানান পার্কের মালিক মো: আলাউদ্দীন। এ পার্কটি টিকিট মূল্যে-রাইডার নির্ধারণ করা হয়েছে ৩৫০টাকা থেকে ৫৫০ টাকা । তবে ড্রাই পার্ক ও ওয়াটার ওযাল্ডে প্রবেশ মূল্যে ভিন্ন রকম রয়েছে। পরিবার-পরিজনের জন্য রয়েছে রিসোর্ট সেন্টার। এখানে প্রতি ঈদেই প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়ে থাকে। এ পার্কটি ধামরাই ঢুলিভিটা ও জয়পুরা দক্ষিণ কেলিয়া হয়ে কার্পেটিং সড়ক দিয়ে, যে কোনো গাড়ি নিয়ে সহজে প্রবেশ করা এবং সাভার নামা থেকে ৮-১০ কিলোমিটারের পাকা রাস্তা সহজে যাওয়া যায়।

     

  • সাভারে পৌর চার নম্বর ওয়ার্ডে ঈদপূর্বমূহুর্তে টিসিবির পন্য বিতরন কার্যক্রম

    শেখ এ কে আজাদ,সাভার:

    সাভার পৌর ৪ নম্বর ওয়ার্ডে টিসিবির পন্য বিতরণে কাউন্সিলর মো:নূরে আলম সিদ্দিকী নিউটন।

    বৃহস্পতিবার ১৯ এপ্রিল সকাল থেকে টিসিবির পন্য বিতরন করেন চলবে সন্ধ্যা পর্যন্ত। ঈদুল ফিতর আগ মূহর্তে সরকার নায্যমূল্য টিসিবির পন্য বিতরন করেন জানালেন সাভার পৌর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো:নূরে আলম সিদ্দিকী নিউটন। তিনি আরো বলেন
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ১০ কেজি করে চাল সাভার পৌর সভায় ৯ টি ওয়ার্ডের একযোগে বিতরণ করছে কর্তৃপক্ষ।

  • সাভারে বাঁশবাড়ি শিশু যুব কল্যান সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন ও ইফতারের আয়োজন

    সাভারে বাঁশবাড়ি শিশু যুব কল্যান সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন ও ইফতারের আয়োজন

    শেখ এ কে আজাদ,সাভার:

    সাভাূরের উৎসব প্লাজায় অবস্থিত বাঁশবাড়ি শিশু যুব কল্যান সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন করা হয়।বুধবার সন্ধ্যায় সংগঠনের সদস্য,আশে-পাশের গরীব দু:খী মানুষের মাঝে প্রায় ৫০০’শত পুরুষ – মহিলাদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরন কার্যক্রম চলে।গরীব দু:খী মানুষ ইফতার খেয়ে ও ঈদ সামগ্রী পেয়ে তারা খুশি।ঈদ সামগ্রী এর মধ্য ছিল পোলার চাল,লাচ্ছা সেমাই ও চিনি। রোজাদারদের ব্যক্তিদের জন্য সারা মাস ব্যাপি ইফতারের আয়োজন করে সংগঠনটি। এসময়

    সাধারন সম্পাদক সূবর্ণা ঘোষ, কোষাদক্ষ ইপি সাহা,সভাপতি তুষার ঘোষ উপস্থিত ছিলেন।