আশুলিয়ায় দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের শেষ দিন আজ,লাখো মুসুল্লির অংশগ্রহনসাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:প্রতিবছরের ন্যায় এবারও ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় বাইপাইল ডিইপিজেড সংলগ্ন ১৬ একর জায়গা জুরে লাখো মুসুল্লিদের সমাগমে দু-দিন ব্যাপী
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলনের শেষ দিন আজ শুক্রবার । আজ শেষ দিন শুক্রবার গুরুত্বপূর্ণ দিন হওয়ায় লাখো মুসুল্লির সমাবেত হয়েছে এ ইসলামী তাবলীগী জমঈয়তে। দুপুরে জুম্মা’র নামাজে অংশগ্রহনে পর মনোযোগ সহাকারে শুনছেন বয়ান।
দেশ ও বিদেশের আন্তর্জাতিক ইসলামী বক্তারা এ তাবলীগী জমঈয়তে অংশগ্রনে মহাসম্মেলনে বয়ান অনুষ্ঠিত হচ্ছে ।
সাউদী আরবের ইসলামী বক্তাসহ কয়েয়কটি দেশের নামকরা ইসলামী আমন্ত্রিত বক্তা রয়েছেন , দেশগুলোর মধ্যে জর্দান,নেপাল,ভারত,ইন্ডিয়া,মিশর।
এসব দেশের বক্তারা বয়ান করার সময় বাংলায় অর্থ বুঝিয়ে দিচ্ছেন।
আজ দ্বিতীয়দিন বিদেশ হতে আমন্ত্রিত ইসলামী বক্তারা বয়ান করছেন তারা হলেন,মিশরের আল ইস্কান্দারিয়ার ইউনিভার্সিটির প্রফেসর শাঈখ ড.তলা’আত আব্দুর রাজ্জাক মাহমুদ যাহরান,ভারতের জামি’আ ইমাম বুখারীর শাঈখ আব্দুর রাকীব বুখারী আল মাদানী,অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীস এর আমীর শাঈখ আসগর আলী আস সাহাফী আল মাদানী।
প্রথমদিন বিদেশ হতে আমন্ত্রিত অতিথি যারা ইসলামী বয়ান করেন তারা হলেন,
সাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী,জর্ডানের দাঈ শাঈখ ডা.উসামা আতায়া আল উতাইবী,নেপালের জমঈয়তে আহলে হাদীসের সভাপতি শাঈখ আব্দুল হাই মুহাম্মদ হানীফ মাদানী।
দু- দিন ব্যাপী মহাসম্মেলনে আরো উপস্থিত রয়েছেন,মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আওলাদ হোসেন,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারি জেনারেল ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।
সভাপতিত্ব করছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি ড.আব্দুল্লাহ ফারুক।


বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে দা’ওয়াহ ও তাবলীগী অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার( ৯) মার্চ বিকেল থেকে চলবে শুক্রবার (১০) মার্চ রাত্রি পর্যন্ত। দেশ ও বিদেশের আন্তর্জাতিক ইসলামী বক্তা থাকছেন এ তাবলীগী জমঈয়তে।

গ্রেফতার মো. ইসরাফিল অপু ভোলা জেলার সদর উপজেলার মাঝিরহাট গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। বর্তমানে তিনি সাভারের মজিদপুর ইটখোলা এলাকায় ভাড়ায় বসবাস করতেন। ওসি রিয়াজ উদ্দিন জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে এবং আমার নেতৃত্বে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের এসআই মো. আনোয়ার হোসেন ডিবির ফোর্সসহ সাভার মডেল থানাধীন রেডিও কলোনী নয়াবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দশ (১০) কেজি গাঁজাসহ ইসরাফিল অপু নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছে দীর্ঘদিন যাবৎ তিনি কুমিল্লা ও নারায়নগঞ্জ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার ও এর আশেপাশের এলাকায় খুচরা বিক্রি করতো। গ্রেফতার যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র ও সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গনি,সাভার পৌর প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা,ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুদ চৌধুরী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন ও
সাধারন সম্পাদক মো: ফজল হক,৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মো: আব্বাস আলী,সাভার পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো:মমতাজুল হক জনি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান (এমপি)। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ,কোন্ডা স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক কলিম উদ্দিন।এসময় আরো উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বাতেন, মেহেদী হাসান মদিন, নিজাম উদ্দিন, আরিফুর রহমান মিন্টু এবং খবির উদ্দিন,সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার ও মীমা আক্তার, বনগাঁও ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল, বনগাঁও ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আবুল কালাম আজাদ সৌরভ, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ কোন্ডা স্কুল এন্ড কলেজ এর শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
