Blog

  • আশুলিয়ায় দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের শেষ দিন আজ,লাখো মুসুল্লির অংশগ্রহন

    আশুলিয়ায় দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের শেষ দিন আজ,লাখো মুসুল্লির অংশগ্রহন

    আশুলিয়ায় দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের শেষ দিন আজ,লাখো মুসুল্লির অংশগ্রহনসাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:প্রতিবছরের ন্যায় এবারও ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় বাইপাইল ডিইপিজেড সংলগ্ন ১৬ একর জায়গা জুরে লাখো মুসুল্লিদের সমাগমে দু-দিন ব্যাপী

    বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলনের শেষ দিন আজ শুক্রবার । আজ শেষ দিন শুক্রবার গুরুত্বপূর্ণ দিন হওয়ায় লাখো মুসুল্লির সমাবেত হয়েছে এ ইসলামী তাবলীগী জমঈয়তে। দুপুরে জুম্মা’র নামাজে অংশগ্রহনে পর মনোযোগ সহাকারে শুনছেন বয়ান।

    দেশ ও বিদেশের আন্তর্জাতিক ইসলামী বক্তারা এ তাবলীগী জমঈয়তে অংশগ্রনে মহাসম্মেলনে বয়ান অনুষ্ঠিত হচ্ছে ।

    সাউদী আরবের ইসলামী বক্তাসহ কয়েয়কটি দেশের নামকরা ইসলামী আমন্ত্রিত বক্তা রয়েছেন , দেশগুলোর মধ্যে জর্দান,নেপাল,ভারত,ইন্ডিয়া,মিশর।
    এসব দেশের বক্তারা বয়ান করার সময় বাংলায় অর্থ বুঝিয়ে দিচ্ছেন।

    আজ দ্বিতীয়দিন বিদেশ হতে আমন্ত্রিত ইসলামী বক্তারা বয়ান করছেন তারা হলেন,মিশরের আল ইস্কান্দারিয়ার ইউনিভার্সিটির প্রফেসর শাঈখ ড.তলা’আত আব্দুর রাজ্জাক মাহমুদ যাহরান,ভারতের জামি’আ  ইমাম বুখারীর শাঈখ আব্দুর রাকীব বুখারী আল মাদানী,অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীস এর আমীর শাঈখ আসগর আলী আস সাহাফী আল মাদানী।

    প্রথমদিন বিদেশ হতে আমন্ত্রিত অতিথি যারা ইসলামী বয়ান করেন তারা হলেন,
    সাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী,জর্ডানের দাঈ শাঈখ ডা.উসামা আতায়া আল উতাইবী,নেপালের জমঈয়তে আহলে হাদীসের সভাপতি শাঈখ আব্দুল হাই মুহাম্মদ হানীফ মাদানী।

    দু- দিন ব্যাপী মহাসম্মেলনে আরো উপস্থিত রয়েছেন,মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আওলাদ হোসেন,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারি জেনারেল ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।
    সভাপতিত্ব করছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি ড.আব্দুল্লাহ ফারুক।

  • আশুলিয়ায় দু-দিন ব্যাপী শুরু হলো দেশ ও বিদেশের আন্তর্জাতিক ইসলামী বয়ানে দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন

    আশুলিয়ায় দু-দিন ব্যাপী শুরু হলো দেশ ও বিদেশের আন্তর্জাতিক ইসলামী বয়ানে দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন

    আশুলিয়ায় দু-দিন ব্যাপী শুরু হলো দেশ ও বিদেশের আন্তর্জাতিক ইসলামী বয়ানে দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন বক্তব্য রাখছেন। 

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
    প্রতিবছরের ন্যায় এবারও ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় বাইপাইল ডিইপিজেড সংলগ্ন ১৬ একর জায়গা জুরে দু-দিন ব্যাপী শুরু হলো দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলন । বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে দা’ওয়াহ ও তাবলীগী অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার( ৯) মার্চ বিকেল থেকে চলবে শুক্রবার (১০) মার্চ রাত্রি পর্যন্ত। দেশ ও বিদেশের আন্তর্জাতিক ইসলামী বক্তা থাকছেন এ তাবলীগী জমঈয়তে।
    সাউদী আরবের ইসলামী বক্তাসহ কয়েয়কটি দেশের নামকরা ইসলামী বক্তা বয়ান করবেন, দেশগুলোর মধ্যে জর্দান,নেপাল,ভারত,ইন্ডিয়া,মিশর।
    এসব দেশের বক্তারা বয়ান করার সময় বাংলায় অর্থ বুঝিয়ে দিবেন।

    প্রথমদিন বিদেশ হতে আমন্ত্রিত অতিথি যারা ইসলামী বয়ান করেন তারা হলেন,
    সাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী,জর্ডানের দাঈ শাঈখ ডা.উসামা আতায়া আল উতাইবী,নেপালের জমঈয়তে আহলে হাদীসের সভাপতি শাঈখ আব্দুল হাই মুহাম্মদ হানীফ মাদানী।

    প্রথমদিনের আমন্ত্রিত দেশীয় ইসলামী আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন,
    প্রফেসর ড.মুহম্মদ লোকমান হোসেন,
    প্রফেসর ড.আহমাদুল্লাহ ত্রিশালী,শাঈখ সাইফুদ্দিন বেলাল মাদানী,উপাধ্যক্ষ আব্দুল্লাহ গযন্ফর,শাঈখ আব্দুল্লাহ আল মাহমুদ,শাঈখ মাসউদুল আলম আল উমরী,শাঈখ মুহাম্মদ ইব্রাহীম,আব্দুল হালীম মাদানী,শাঈখ আব্দুল্লাহহিল কাফি মাদানী, শাঈখ হাফিজ হুসাইন বিন সোহরাব,শাঈখ ড.কাউসার এরশাদ মাদানী, শাঈখ ড.রেজাউল করীম মাদানী,শাঈখ মুহাম্মাদ এহসান উল্লাহ,শাঈখ ইসহাক বিন এরশাদ মাদানী,শাঈখ আনীসুর রহমান আনাস মাদানী সহ আরো অনেকে।

    দ্বিতীয়দিন বিদেশ হতে আমন্ত্রিত ইসলামী বক্তা তারা হলেন,মিশরের আল ইস্কান্দারিয়ার ইউনিভার্সিটির প্রফেসর শাঈখ ড.তলা’আত আব্দুর রাজ্জাক মাহমুদ যাহরান,ভারতের জামি’আ  ইমাম বুখারীর শাঈখ আব্দুর রাকীব বুখারী আল মাদানী,অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীস এর আমীর শাঈখ আসগর আলী আস সাহাফী আল মাদানী।

    দ্বিতীয় দিনের আমন্ত্রিত দেশীয় ইসলামী আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখবে তারা হলেন,প্রফেসর ড.আ.ব.ম সাঈফুল ইসলাম সিদ্দিকী,অধ্যাপক ড.মুহাম্মদ রঈসুউদ্দিন শাইখ মোফাযযল হুসাইন মাদানী,শাঈখ ড.মুহাম্মদ শহরল্লাহ্ খান মাদানী,শাঈখ ড.ইমাম হোসেন,অধ্যক্ষ গোলাম কিবরিয়া নূরী,শাঈখ আবু আদেল মুহাম্মদ হারুন হুসাইন,শাঈখ আব্দুন নূর বিন আবু সাঈদ মাদানী,শাঈখ মুহাম্মদ আব্দুল মাতীন,অধ্যাপক ড.বারকুল্লাহ বিন দুরুল হুদা আইয়ুবী,শাঈখ নূরুল আবসার, শাঈখ আব্দুল্লাহ বিন শাহেদ মাদানী,শাঈখ আব্দুর রব আফফান মাদানী,শাঈখ ড.যাকারিয়া
    আব্দুল জলীল মাদানী,ড.মোহাম্মদ হেদায়েত উল্লাহ সহ আরো অনেকে।
    শুক্রবার জুমু’আর খুৎবা বয়ান করবেন,
    সাউদী আরবের ধর্ম মন্ত্রনালয়ের প্রখ্যাত দাঈ শাইখ মাহিরবিন যফির আল কাহ কাহতানী।

    দু দিন ব্যাপী মহাসম্মেলনে আরো উপস্থিত থাকবেন,মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আওলাদ হোসেন,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারি জেনারেল ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।
    সভাপতিত্ব করবেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি ড.আব্দুল্লাহ ফারুক।

  • শিক্ষার্থীকে বই উপহার দিল সাভার মডেল থানা পুলিশ

    শিক্ষার্থীকে বই উপহার দিল সাভার মডেল থানা পুলিশ

    নিজস্ব প্রতিবেদক,সাভার: ঢাকা জেলার সাভার মডেল থানার পক্ষ থেকে অসচ্ছল এক শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়েছে। বুধবার রাতে বই শিক্ষার্থীর মায়ের হাতে তুলে দেন ওসি।

    জানা গেছে, অন্যদিনের মতই থানায় ব্যস্ত সময় কাটাচ্ছিলেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন। নিয়মিত এই কর্মতৎপরতার মাঝেই থানার এক পুলিশ সদস্যের মাধ্যমে জানতে পারেন একজন দরিদ্র শিক্ষার্থী সামর্থ্যের অভাবে বই কিনতে পারছে না।

    তিনি মূহুর্তেই তার শ্রেণী বিভাগ জেনে নিয়ে ওই শিক্ষার্থীর বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম,কে অবগত করলে থানার পক্ষ থেকে বই উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন । নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীটির পক্ষ থেকে তার মা থানায় আসলে অফিসার ইনচার্জ ওসি এবং পুলিশ পরিদর্শক অপারেশন তার হাতে তুলে দেন গাইড সহ নবম শ্রেণীর সব বই।

    বই দেয়ার সময় শিক্ষার্থীটির মাকে বলা হয়, যে কোন সমস্যায় সে যেন নিঃসংকোচে ওসির সাথে যোগাযোগ করেন এবং ছাত্রীটি যেন ভালো ভাবে পড়ালেখা করে দেশের সেবা করার যোগ্যতা অর্জন করে। এসময় ওই শিক্ষার্থীর মা আপ্লুত হয়ে উপস্থিত সাংবাদিকদের জানান, “শুনেছি পুলিশ জনগণের বন্ধু , আজ তার প্রমান পেলাম। মেয়ের পাশে দাড়ানোর জন্য তিনি ধণ্যবাদ জানান সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাকে”।

    প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক কাজের এমন নজির স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির প্রশংসা করেছেন অনেকে।

    এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন বলেন, এক পুলিশ সদস্যের মাধ্যমে জানা যায় সামর্থ্যের অভাবে একজন ছাত্রী বই কিনতে পারছে না। বিষয়টি ওসি স্যারকে জানালে তিনি থানার পক্ষ থেকে ওই শিক্ষার্থীর পুরো বইয়ের সেট উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। পরে ওই শিক্ষার্থীর পক্ষ থেকে তার মা বইগুলো সানন্দে গ্রহণ করেন।

  • সাভারে নয়াবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট ইসরাফিলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    সাভারে নয়াবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট ইসরাফিলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    সাভার পৌর রেডিও কলোনী  নয়াবাড়ি এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট ইসরাফিলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

    শেখ এ কে আজাদ,প্রতিবেদক,সাভার:
    ঢাকার সাভারে দশ (১০) কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ মার্চ) গভীর রাতে সাভারের রেডিও কলোনী বাসস্ট্যান্ডে সংলগ্ন নয়াবাড়ি এলাকা থেকে মো. ইসরাফিল অপু (৩০) নামের ওই যুবককে গ্রেফতার করে ডিবি। মঙ্গলবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। গ্রেফতার মো. ইসরাফিল অপু ভোলা জেলার সদর উপজেলার মাঝিরহাট গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। বর্তমানে তিনি সাভারের মজিদপুর ইটখোলা এলাকায় ভাড়ায় বসবাস করতেন। ওসি রিয়াজ উদ্দিন জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে এবং আমার নেতৃত্বে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের এসআই মো. আনোয়ার হোসেন ডিবির ফোর্সসহ সাভার মডেল থানাধীন রেডিও কলোনী নয়াবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দশ (১০) কেজি গাঁজাসহ ইসরাফিল অপু নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছে দীর্ঘদিন যাবৎ তিনি কুমিল্লা ও নারায়নগঞ্জ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার ও এর আশেপাশের এলাকায় খুচরা বিক্রি করতো। গ্রেফতার যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সাভারে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

    সাভারে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

     

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:

    শুক্রবার ৩ মার্চ সন্ধ্যায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে এক মাদক কারবারি গ্রেতার হয়েছে। গ্রেফতারের সময় তার নিকট ৪০০ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি (উত্তর)
    এস আই মোঃ আনোয়ার হোসেন। তিনি জানান ডিউটিরত অবস্থ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়া থানার সাধু পাড়া এলাকা হইতে
    মোঃ ফুতাক (১৯), পিতা-মৃত নুর মোহাম্মদ, মাতা-মর্জিনা বেগম, সাং-জিলানজা, পারহাউজ দক্ষিন হাজীপাড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার কে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

    ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ, মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) প্রতিবেদক ৪০ পিস ইয়াবাসহ আসামীকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

    ভিডিও ফুটেজ..

  • সাভার পৌর ইমান্দিপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২ শতাধীক কম্বল বিতরণ (ভিডিও)

    সাভার পৌর ইমান্দিপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২ শতাধীক কম্বল বিতরণ (ভিডিও)

    সাভার পৌর ইমান্দিপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২ শতাধীক কম্বল বিতরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি।বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ কম্বল বিতরণ করা হয়েছে।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার:
    সাভারে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দুইশতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২) মার্চ সকালে সাভার পৌর সাত নম্বর ওয়ার্ডের ৬ নং ইমান্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরীব ও দুঃখী,প্রতিবন্ধী পুরুষ-মহিলাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র ও সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গনি,সাভার পৌর প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা,ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুদ চৌধুরী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন ওসাধারন সম্পাদক মো: ফজল হক,৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মো: আব্বাস আলী,সাভার পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো:মমতাজুল হক জনি
    । অনেকের মধ্যে আরে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো:উসমান গনি।

    গরীব ও দুঃখী,প্রতিবন্ধী পুরুষ-মহিলাদের মাঝে কম্বল বিতরণকালে ছবিটি।

    অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র-সহ-সভাপতি ও ঢাকা জেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উপদেষ্টা মো:হান্নান আলী।

     

  • সাভারের কোন্ডা স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

    সাভারের কোন্ডা স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

    সাভারের কোন্ডা স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে  দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরষ্কার বিতরণ করেন।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক:সাভারে কোন্ডা স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২ রা মার্চ বৃহস্পতিবার বনগাঁও ইউনিয়ন এর কোন্ডা স্কুল এন্ড কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান (এমপি)। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ,কোন্ডা স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক কলিম উদ্দিন।এসময় আরো উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বাতেন, মেহেদী হাসান মদিন, নিজাম উদ্দিন, আরিফুর রহমান মিন্টু এবং খবির উদ্দিন,সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার ও মীমা আক্তার, বনগাঁও ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল, বনগাঁও ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আবুল কালাম আজাদ সৌরভ, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ কোন্ডা স্কুল এন্ড কলেজ এর শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    ভিডিওচিত্রের রিপোর্ট..

  • সাভারের রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত

    সাভারের রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:

    বুধবার (০১) মার্চ বিকেলে সাভারের রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজে’র গভর্ণিং বডির চেয়ারম্যান ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো: ইমরান।
    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার প্যানেল মেয়র ও সাভার পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা।অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেম সাঈদুর রহমান,আতিকুর রহমান আতিক,সাঈদ,নজরুল ইসলাম নজরুলসহ আরো অনেকে।
    রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজে’র অধ্যক্ষ এইচ এম শাহ আলম মিঞ্জা ও উপাদক্ষ অরুপ চক্রবর্তী
    সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     

  • স্বচ্ছ্বতা জবাবদিহিতায় যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে বাংলাদেশ: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

    স্বচ্ছ্বতা জবাবদিহিতায় যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে বাংলাদেশ: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

    ফাইল ফটো

    সত্যেরসংবাদডেক্স:তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বচ্ছ্বতা জবাবদিহিতায় বাংলাদেশ অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে।

    সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘এনআইএমসি মিডিয়া এওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো: মাহমুদুল হোসাইন খান বিশেষ অতিথি এবং যুগ্মসচিব আয়েশা আক্তার, ইউরোপীয় ইউনিয়নের এটাশে ফানি ফারমাকি (Fani Farmaki), ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টম মিসিওসিয়া (Tom Miscioscia) এবং ‘প্লাটফর্ম ফর ডিভালপমেন্ট’ প্রকল্পের টিম লিডার আরসেন স্টেপনিয়ান (Arsen Stepnyan) সম্মনীয় অতিথির বক্তৃতা দেন।

    ড. হাছান বলেন, ‘বাংলাদেশে যখন নির্বাচন হয়, সেটি স্থানীয় সরকার নির্বাচন, মেয়র নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন যেটিই হোক, তখন সমস্ত প্রার্থীর ট্যাক্স বা আয়করের ফাইল জমা দিতে হয়। অথচ ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন শেষ করেছেন কিন্তু আজ অবধি ট্যাক্স বা আয়করের ফাইল জমা সম্পন্ন করেননি। সুতরাং এ ধরনের স্বচ্ছতার ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে আছি। আমাদের দেশে কেউ এটা ফাইল না করে পারে না।’

    সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার সুশাসনের ওপর জোর দিচ্ছে বিধায় ক্যাবিনেট ডিভিশনের অধিনে এই প্রকল্পটি নেওয়া হয়েছে, কারণ তারা মানুষকে জানাচ্ছে সরকারের দপ্তরে কিভাবে এবং কি কি সুবিধা মানুষ পেতে পারে। অনেক কিছু সম্পর্কে মানুষ জানে না। যেমন তথ্য অধিকার আইন অনেক সাধারণ মানুষ জানে না। এমন কি অনেক সাংবাদিকও ভালো মতো জানে না। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠন করার পর এ আইন সংসদে পাস হয় এবং সে আইন বলে তথ্য কমিশন গঠিত হয়। তথ্য কমিশন গঠিত হওয়ার পর এ পর্যন্ত ১ লাখ ১০ হাজারের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।’

    ‘কোনো দপ্তরে গিয়ে ফাইলের পাতা চুরি করার প্রয়োজন নাই বা কোনো দপ্তরে গিয়ে সেখানে কাউকে ম্যানেজ করে তথ্য জানার দরকার নাই’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেকে সরকারি কিম্বা বেসরকারি কোনো দপ্তরে গিয়ে তথ্য না পেয়ে তথ্য কমিশনের মাধ্যমে আবেদন করেছে এবং কমিশন তা নিষ্পত্তি করেছে। এ রকম বহু নজির আছে। কিন্তু আইন না জানার ফলে তথ্য চুরি করার চেষ্টা হয়, সরকারি অফিসে পিয়ন, দারোয়ান বা যে ফাইলের ফটোকপি করে তার কাছ থেকে তথ্য নেওয়া হয়, সে জন্য তাদের ম্যানেজ করা হয় এবং তারা ম্যানেজ হয়ে দিয়েও দেয়, যা সমীচীন নয়। এগুলোর প্রয়োজন আছে বলে মনে করি না কারণ আমাদের তথ্য অধিকার আইন আছে। তথ্য অধিকার আইনেও যদি আপনি না পান তাহলে আদালত রয়েছে।’

    তথ্যমন্ত্রী হাছান বলেন, ’বিশ্বের প্রতিটি দেশেরই কিছু রাষ্ট্রীয় গোপনীয়তা থাকে যা প্রকাশযোগ্য নয়, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, যুক্তরাজ্য বলুন, সবদেশেই। কিন্তু আমাদের দেশে এতটি ভুল ধারণা হচ্ছে, সবকিছু ‘পাবলিক’ হতে হবে, যা ঠিক নয়, মানুষকে এটিও জানাতে হবে।’

    ‘আমাদের সরকার সবকিছুতে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করেছে’ উল্লেখ করে তিনি বলেন, আজ থেকে ১২-১৪ বছর আগে কোনো জায়গায় টেন্ডার ফেললে সেই টেন্ডার বক্স ছিনতাই, মারামারি গোলাগুলি, মৃত্যু-আহত এগুলো নিয়মিত ঘটনা ছিল পত্রিকার পাতায়। এখন সবকিছু অনলাইন, ই-টেন্ডারে হয়। ই-টেন্ডারিং একটা স্বচ্ছতা নিশ্চিত করেছে। এ সময় ই-ফাইলের পাশাপাশি কাগজের ফাইলও দরকার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, ই-ফাইলিং অবশ্যই আমাদের কাজে গতি এনেছে, আমি বিদেশে বসে ই-ফাইল সই করি এবং প্লেনে বসে ফাইল সই করেছি এমনও হয়েছে। কিন্তু সংরক্ষণের জন্য কাগজের ফাইলও দরকার আছে।’

    অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগ গৃহীত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ব্রিটিশ কাউন্সিলের ‘প্লাটফর্ম ফর ডিভালপমেন্ট’ প্রকল্পের আওতায় সারাদেশের ১৫০ জন সাংবাদিককে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণ শেষে নির্বাচিত ১০ জনকে তাদের রিপোর্টিংয়ের জন্য ‘এনআইএমসি মিডিয়া এওয়ার্ড’ স্মারক প্রদান করেন মন্ত্রী।

  • সাভারে ভ্রাম্যমাণ আদালতের তিনটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

    সাভারে ভ্রাম্যমাণ আদালতের তিনটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:

    ঢাকার অদূরে সাভারে তিনটি ইটভাটাকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১ লাখ টাকা জরিমানা করেছেন সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুর, বাহেরচর ও আউয়াল মার্কেট এলাকায় এবিএম, এবিএন ও বিসিএম ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে (রোববার) সাভারের ভাকুর্তা ইউনিয়নে তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অভিযানকালে দেখা যায়, এবিএন ইটভাটা কর্তৃপক্ষ তাদের লাইসেন্সে উল্লেখিত জমির চেয়ে বেশী জমি ব্যবহার করে তাদের ভাটা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, তারা কৃষিজমির ‘টপ সয়েল’ ব্যবহার করে ইট তৈরী করছে। এজন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    ভ্রাম্যমাণ আদালতেরনির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এবিএম নামের আরেকটি ইটভাটায় অভিযান পরিচালনা কালে দেখা গেছে, তাদের জমির পরিমাণ ১ একর থাকলেও তারা ৩ একর জায়গা নিয়ে ভাটা কার্যক্রম পরিচালনা করছে। এই অনিয়মের কারণে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, বিসিএম নামের ইটভাটা কর্তৃপক্ষ তাদের ভাটা কার্যক্রম পরিচালনায় মাটির উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে ব্যর্থ হয়। তাছাড়া তাদের কাগজপত্রের মেয়াদও শেষ হয়ে গেছে। উল্লেখিত কর্মকাণ্ডগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অপরাধের ফলে বিসিএম এর স্বত্বাধিকারীকে উক্ত আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন।

    অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।