Blog

  • সাভারে মাদক অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    সাভারে মাদক অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    সাভারের জাদুরচর এলাকায় মাদক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ রাজুকে গ্রেফতার করেছে ঢাকা জেলার ডিবি উত্তর পুলিশ।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
    সাভারে মাদক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শক্রবার দিবাগত গভীর রাতে সাভারের তেঁতুলঝোড়ার জাদুরচর এলাকা থেকে ঢাকা জেলা ডিব উত্তর এর এস আই মোঃ সহিদুল ইসলাম, পিপিএম সঙ্গীয় ফোর্সসহ ঐ এলাকায় গোপর সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
    মাদক কারবারি হলো,মোঃ রাজু (৩১), পিতা-মোঃ দেলোয়ার হোসেন,মাতা-তাসলিমা, সাং-সদরদী, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর।
    ডিবি সূত্রে,বর্তমানে মাদক কারবারি মোঃ আজিম উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া,জাদুরচর এলাকা থেকে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো,এসময় তার নিকট থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়।
    উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

     

  • আজ একুশে ফেব্রুয়ারি

    আজ একুশে ফেব্রুয়ারি

    লেখক: মুহাম্মদ হোসাইন উদ্দিন

    দুই হাজার বাইশ সালের
    আজ একুশে ফেব্রুয়ারি
    শত আয়োজন শত ব্যস্ততা
    কর্মসূচিতে আছে প্রভাত ফেরি।

    ফুলে ফুলে ভরে যাবে
    সারা দেশের শহীদ মিনার
    ঠিক একটি বছর পর
    একুশ ফিরবে আবার।

    একুশের আগমনে জেগে ওঠে
    সমগ্র বাঙালি পাড়া
    বেশভূষায় আসে পরিবর্তন
    যেন ব্যাপক তাড়া।

    শিল্পীর তুলি হয়ে যায় প্রস্তুত
    শহীদ মিনারে লিখতে বর্ণমালা
    রং ঝলসে যাওয়া শহীদ মিনার
    রঙের ঝলকে হয়েছে উজালা।

    সালাম জব্বার রফিক বরকত
    তোমাদেরকে জানাই সালাম
    তোমাদের আত্মত্যাগে আমরা
    বাংলা ভাষা পেলাম।

    জেলায় জেলায় বিভাগে কেন্দ্রে
    বসেছে বইয়ের মেলা
    ফুলের দোকানগুলোতে আজ
    ফুল কেনার বেলা।

    শত শত বইয়ের দোকান
    লক্ষ হাজার বই
    লেখক আসছেন পাঠক আসছেন
    সেথায় পড়ে রই।

    ফেব্রুয়ারি যখন আসে আমাদের
    যায় চেতনা বেড়ে তারপরে সব ভুলে যাই
    যায়না জাগানো নেড়ে।

    তবু ও আসুক ফেব্রুয়ারি
    একমাস পাবো তাকে
    স্মরিব আমরা সভা সেমিনারে
    ভুলে যাবনা যাকে।

    ভাষার তরে যারা দিয়েছেন জীবন
    করবো তাদের দোয়া
    হৃদয় স্পন্দনে থাকে যেন সদা
    ভালোবাসার ছোঁয়া।

    আর এক সপ্তাহ পর সব আয়োজন
    থামবে তাড়াতাড়ি
    জাগো বাঙালি জাগো
    আজ একুশে ফেব্রুয়ারি।

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আস্তানায়ে পাক দরবারে মুসাবীয়া সাভার দায়রার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আস্তানায়ে পাক দরবারে মুসাবীয়া সাভার দায়রার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ও শহীদ দিবস উপলক্ষে ৭৬ তম হায়াতী রহমানিয়া অর্থাৎ শাহী খোশরোজ মূসাবীয়া আস্তানায়ে পাক দরবারে মুসাবীয়া সাভার দায়রার উদ্যোগে সেম-আ দোয়া -মাহফিল অনুষ্ঠিত।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ৭৬ তম হায়াতী রহমানিয়া অর্থাৎ শাহী খোশরোজ মূসাবীয়া,আস্তানায়ে পাক দরবারে মুসাবীয়া সাভার দায়রার উদ্যোগে সাভার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনাসভা,মিলাদ,এবাদতে সেম-আ ও দোয়া মাহফিল ২১ ফেব্রয়ারী ৮ ফাল্গুন ২৯ রজব রোজ মঙ্গলবার বাদ মাগরিব সাভার থানা বাসষ্ট্যান্ড বংশাই সুপার মার্কেট অনুষ্ঠিত হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.আব্দুল কাইয়ুম আজহারী।
    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এরশাদুত তবলীগ কমিটি
    হাটহাজারী চট্রগ্রাম ও শাখা দায়রা সাভার এর সেক্রটারী, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আহমেদ।

    এসময় আরো অন্যন্য দরবারী ওলেমায়ে কেরাম,ওলি,শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানটি পরিচালনা ও আয়োজনে করেন ইন্তেজামিয়া কমিটি আস্তানায়ে পাক দরবারে মুসাবীয়া হাটহাজারী চট্রগ্রাম ও এসিস্ট্যান্ট সেক্রেটারী সাভার শাখা দায়রা এর মো: সাইদুর রহমান জীবন।

  • সাভারে সন্ত্রাসী হামলায় আহত পরিবহন ব্যবসায়ী চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিনের মৃত্যু

    সাভারে সন্ত্রাসী হামলায় আহত পরিবহন ব্যবসায়ী চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিনের মৃত্যু

    নিজস্ব প্রতিদেবক,সাভার থেকে:

    সাভারের হেমায়েতপুর এলাকায় সন্ত্রাসী হামলায় আহত পরিবহন ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় অভিযুক্ত ফয়সালকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেছেন নিহত শাহাবুদ্দিনের স্ত্রী।

    বুধবার (২২ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টার দিকে সভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ভাইজার মো. ইউসুফ আলী।

    মামলার এজাহার সুত্রে জানা যায়, নিহত শাহাবুদ্দিন (৪০) একজন পরিবহন ব্যবসায়ী ছিলেন তার ব্যবসা নিয়ে স্থানীয় রকিবুল ইসলাম ফয়সাল (২৮) তার বাবা কিয়াম উদ্দিন (৬০), শহিদুল্লাহ (৩০) ও জাহাঙ্গীর হোসেনের (৩৫) সাথে বিরোধ চলে আসছিলো।

    এর আগে অভিযুক্তরা হয়রানির উদ্যেশ্যে শাহাবুদ্দিনের নামে বিভিন্ন থানায় মিথ্যা মামলা দায়ের করলে তদন্তে তা মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ আদালতে মামলার বাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।

    এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার (১৮ ফেব্রুয়ারী) হেমায়েতপুর পিকআপ স্ট্যান্ড এর সামনের রাস্তায় অবস্থান কালীন রাত আনুমানিক আটাটার সময় ধারালো অস্ত্র নিয়ে বিবাদীরা শাহাবুদ্দিনের উপর অতর্কিতভাবে হামলা চালায়।

    এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসা মোসলেম উদ্দিন মুসা এবং মো. শাহিনের উপরেও হামলা চালানো হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার হাসপাতালে নেয়া হয়।

    এ বিষয়ে স্থানীয় তেঁতুলঝোড়া ইউপি সদস্য পলাশ জানান, অভিযুক্ত ফয়সাল নিহত শাহাবুদ্দিনের কাছে চাঁদাদাবী করে আসছিলো সেই চাঁদার টাকা না দেয়ায় তার উপর এই হামলা চালানো হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

    এ ব্যাপারে সাভারের হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সাভারের শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন উদ্বোধন

    সাভারের শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন উদ্বোধন

    সাভারের শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা নতুন ভবন উদ্বোধন  ও ২৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।ছবি:সত্যের সংবাদ

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
    সাভার পৌর জামসিং এলাকার শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবন ও ২৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। একুশে ফেব্রয়ারি মঙ্গল বিকেলে চারতলা নতুন ভবন ও ২৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    চারতলা নতুন ভবন উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান

    ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থী মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
    ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি সভাপতি মো: রমজান আহম্মেদ।
    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মোল্লা,বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদের ও আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন,সাভার উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা:কামরুন্নাহারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় শুকুরজান-জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:নওশের আলীসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবগবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাভারে এক নারী মাদক ব্যবসায়ীকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    সাভারে এক নারী মাদক ব্যবসায়ীকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:সাভারে এক হাজার পিস ইয়াবা ট্যবলেট সহ ০১ (এক) জন কুখ্যাত মাদক গ্রেফতার করেছে ঢাকা উত্তর ডিবি পুলিশ।

    ঢাকা জেলার ডিবি উত্তরে এস আই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন ডিউটি করাকালে গোপন সংবাদ এর ভিত্তিতে সাভার পৌর আনন্দপুর,গেন্ডা এলাকায় বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করেছেন।
    ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ, মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)’র নির্দেশে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ২১ ফেব্রয়ারি সকাল আনুমানিক সকাল সাড়ে আটটার সময় সাভার পৌরসভার আনন্দপুর এলাকায় গেন্ডা ল্যাব স্টার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এর সামনে হতে মোসাঃ সালমা আক্তার (৩০), পিতা-মৃত আঃ মালেক, মাতা-সালেহা বেগম, স্বামী-দেলোয়ার হোসেন, সাং-মুসলেমাবাদ, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ। বর্তমানে পৌর এলাকার গেন্ডা ৫ নং গেট বখতিয়ার এর বাড়ী বসবাস করে এ মাদক ব্যবসা পরিচালনা করতেন তিনি। ঐ সময় ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে পুলিশের হেফাজতে রাখেন।
    এর বিরুদ্ধে মাদক আইনে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

  • সাভারে একটি হাসপাতালের অবহেলা ভূল সিদ্ধান্তের কারনে নারীর মৃত্যু

    সাভারে একটি হাসপাতালের অবহেলা ভূল সিদ্ধান্তের কারনে নারীর মৃত্যু

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার :সাভারের পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভূল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি ডাক্তার এবং হাসপাতাল কতৃপক্ষের অবহেলা ও ভূল সিদ্ধান্তের কারনে রোগীর মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

    সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে এসব অভিযোগ তোলেন নিহতের স্বামী হাজী আব্দুল মান্নান ও তার মেয়ের জামাই হুমায়ুন। এর আগে রবিবার গভীর রাতে সাভার থানা স্ট্যান্ড এলাকার পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

    নিহত ওই রোগীর নাম নাহার (৪৮), তিনি সাভারের ইমান্দিপুর চৌরাস্তার হাজী আব্দুল মান্নানের স্ত্রী। দীর্ঘ দিন ধরে তিনি জরায়ু টিউমার রোগে ভুগছিলেন।

    নিহতের স্বামী মান্নান বলেন, গত শুক্রবার আমার স্ত্রী নাহারকে সাভারের পলাশ হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার বলেন অপারেশন করতে হবে। পরে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার করে দেখা যায় রোগীর রক্ত চাপের সমস্যা। এজন্য অপারেশন একদিন পরে করার সিদ্ধান্ত নেয় তারা। অপারেশন তারা করেছে তবে রোগীকে মেরে ফেলেছে। তাদের হাসপাতালে কোন ডাক্তারই থাকে না। ডিউটি ডাক্তার নামে দুই জন ডাক্তার ডিউটি করেন। আর যদি সিজার, ও অন্যান্য অপারেশন করতে হয় তারা ডাক্তার ভাড়া করে আনেন। আমার স্ত্রীর অপারেশন করেছেন ডা. পলাশ। তাকেও খবর দিয়ে আনতে হয়েছে। যদিও তার মালিকানাধীন ও তার নামেই এই হাসপাতাল।

    রোগীর মেয়ের জামাই হুমায়ুন খান বলেন, হাসপাতাল কতৃপক্ষ ও ডাক্তারের গাফিলতির জন্য আমার শ্বাশুড়ি মারা গেছেন। অপারেশনের পরে রোগীকে বেডে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে তারা আবারও অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এর কারন কি? এর অর্থ কি দাঁড়ায়। তাদের অপারেশনে ভূল কিছু হয়েছিল। পরে তারা এনাম মেডিকেলের আইসিইউতে নিয়ে যায়। তারা প্রথমেই আবার ওটিতে না নিয়ে আইসিইউতে নিলে হয় তিনি বেঁচে থাকতেন। তিনি পলাশ হাসপাতালেই মারা গেছেন। মারা যাওয়ার পরে আইসিইউ এর পরামর্শ দেন হাসপাতাল কতৃপক্ষ। তারা আমাদের সাথে নানা ধরনের নাটক করে কালক্ষেপন করেছেন। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।

    এব্যাপারে হাসপাতালের ম্যানেজার এমএ কাশেম বলেন, ভূল চিকিৎসার ব্যাপারে আমি জানি না। তবে হাসপাতালে ডিউটি ডাক্তার সবসময় থাকেন। এব্যাপারে ডাক্তাররাই ভাল বলতে পারবেন।

    তবে এই রোগীর চিকিৎসক সৈয়দ মোকাররম হোসেন পলাশের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।

    এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, এব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে বলে শুনেছি। আমরা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেবো। যদি ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু হয় তাহলে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • গাইবান্ধা  বাড়ি যাবার পথে গোবিন্দগঞ্জের দুই কলেজছাত্রী নিখোঁজ

    গাইবান্ধা  বাড়ি যাবার পথে গোবিন্দগঞ্জের দুই কলেজছাত্রী নিখোঁজ

     

    গাইবান্ধা শহরের ‘ছালমা মঞ্জিল’ নামের মেস থেকে গোবিন্দগঞ্জ নিজ বাড়িতে যাবার পথে দুই কলেজ ছাত্রী নিখোঁজের অভিযোগ উঠেছে। এ ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি তাদের।

    সোমবার (৬ ফেব্রুয়ারি) তাদের কোনো সন্ধান পায়নি বলে জানিয়েছে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।গত (২ ফেব্রুয়ারি) তারা নিখোঁজ হবার পর পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়রী করা হয়।

    নিখোঁজ দুই ছাত্রীর বাবা রউফ মন্ডল ও আব্দুল লতিফ সরকার জানান, রিফাত জান্নাত ও লাবিবা খাতুন দুজনই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। জান্নাত গাইবান্ধা সরকারি কলেজে এবং লাবিবা সরকারি মহিলা কলেজে পড়াশুনা করেন। তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও পাড় সোন্দইল গ্রামে। একই এলাকার হওয়ায় তারা একসঙ্গে গাইবান্ধা শহরের পলাশপাড়ার ‘ছালমা মঞ্জিল’ নামের মেসে থাকতেন।

    গত (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা বাড়ি যাওয়ার উদ্দেশে একসাথে মেস থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে রওনা হন। কিন্তু দীর্ঘসময় পরও বাড়ি গিয়ে না পৌঁছায় মোবাইলে যোগাযোগ করা হলে দুজনেরই মোবাইল তখন থেকে বন্ধ পাওয়া যায়।

    লাবিবা খাতুনের বাবা আব্দুল লতিফ সরকার বলেন, মেয়ে দুজনের কোন খোঁজ না পাওয়ায় বাড়িতে কান্নাকাটি চলছে। আমরা কোন কুলকিনারা পাচ্ছি না। আমরা দুই পরিবারের আত্নীয় স্বজন থেকে পরিচিত এমন কোন জায়গা নেই যে খোঁজ নেইনি। কোথায়ও পাওয়া যাচ্ছে না।

    এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ওই ছাত্রীদের নিখোঁজ দেখিয়ে থানায় দুটি পৃথক জিডি করেছে অভিভাবক। তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

  • বর্তমান সরকারের সময় শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে :ত্রান প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান

    বর্তমান সরকারের সময় শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে :ত্রান প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান

    সরকারের সময় শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

    শনিবার দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে ৬৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশের সকল প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও বলেন তিনি।
    সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • সময় টিভির বার্তাপ্রধান বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    সময় টিভির বার্তাপ্রধান বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    সময় টিভির বার্তাপ্রধান বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে সাভারের আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাভার ও ধামরাই উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
    সত্য সংবাদ প্রচার করায় সময় টিভির বার্তাপ্রধান মুজতবা দানিশ এর বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
    শনিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাব চত্তরে এ মানব বন্ধনে নেতৃত্ব দেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের ঢাকা ব্যুরোর সাংবাদিক মোজাফফর হোসেন জয়।
    মাবনবন্ধনে সাংবাদিকগন অনতিবিলম্বে মুজতবা দানিশ এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবী জানান।
    এ সময় অরো বক্তব্য রাখেন আশুলিয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এশিয়া টেলিভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম লিটন, যমুনা টিভির মাহফুজুর রহমান নিপু, চ‍্যানেল ২৪ এর অপুওহাব, আর টিভি ও সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ আরো প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।।