আজ একুশে ফেব্রুয়ারি

লেখক: মুহাম্মদ হোসাইন উদ্দিন

দুই হাজার বাইশ সালের
আজ একুশে ফেব্রুয়ারি
শত আয়োজন শত ব্যস্ততা
কর্মসূচিতে আছে প্রভাত ফেরি।

ফুলে ফুলে ভরে যাবে
সারা দেশের শহীদ মিনার
ঠিক একটি বছর পর
একুশ ফিরবে আবার।

একুশের আগমনে জেগে ওঠে
সমগ্র বাঙালি পাড়া
বেশভূষায় আসে পরিবর্তন
যেন ব্যাপক তাড়া।

শিল্পীর তুলি হয়ে যায় প্রস্তুত
শহীদ মিনারে লিখতে বর্ণমালা
রং ঝলসে যাওয়া শহীদ মিনার
রঙের ঝলকে হয়েছে উজালা।

সালাম জব্বার রফিক বরকত
তোমাদেরকে জানাই সালাম
তোমাদের আত্মত্যাগে আমরা
বাংলা ভাষা পেলাম।

জেলায় জেলায় বিভাগে কেন্দ্রে
বসেছে বইয়ের মেলা
ফুলের দোকানগুলোতে আজ
ফুল কেনার বেলা।

শত শত বইয়ের দোকান
লক্ষ হাজার বই
লেখক আসছেন পাঠক আসছেন
সেথায় পড়ে রই।

ফেব্রুয়ারি যখন আসে আমাদের
যায় চেতনা বেড়ে তারপরে সব ভুলে যাই
যায়না জাগানো নেড়ে।

তবু ও আসুক ফেব্রুয়ারি
একমাস পাবো তাকে
স্মরিব আমরা সভা সেমিনারে
ভুলে যাবনা যাকে।

ভাষার তরে যারা দিয়েছেন জীবন
করবো তাদের দোয়া
হৃদয় স্পন্দনে থাকে যেন সদা
ভালোবাসার ছোঁয়া।

আর এক সপ্তাহ পর সব আয়োজন
থামবে তাড়াতাড়ি
জাগো বাঙালি জাগো
আজ একুশে ফেব্রুয়ারি।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *