Blog

  • আশুলিয়ায় ফার্মেসিতে হামলা, যুবককে কুপিয়ে জখম

    আশুলিয়ায় ফার্মেসিতে হামলা, যুবককে কুপিয়ে জখম

    আশুলিয়ায় ফার্মেসিতে হামলা, যুবককে কুপিয়ে জখম

    জিল্লু, প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক ফার্মেসিতে ঢুকে আনোয়ার হোসেন লকেট (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও ছুড়িকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী মুমূর্ষু অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে আশুলিয়ার পলাশবাড়ি কাঁঠালতলার এলাকার সাহীন ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

    ভুক্তোভোগী আনোয়ার হোসেন লকেট মানিকগঞ্জের দৌলতপুর চরকাটা ইউনিয়নের মোঃ সাজাহান আলীর ছেলে৷

    ভুক্তভোগীর ভাই সামসুল জানান, বিকালে তিনি ও তার ভাই লকেট তার পলাশবাড়ির দোকানে বসে ছিলো। এসময় ইমরান, হারেজ ও ঢুলি কালামসহ আরও ১০/১৫ জন অতর্কিত ভাবে তাদের উপর হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে কয়েকটি কোপ ও ছুরিকাঘাত করে লকেকটকে। পরে লকেটকে নিয়ে মুমূর্ষু অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে৷

    এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনা স্থলে যাই। পরিদর্শন শেষে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতিও চলছে।

  • আশুলিয়ায় বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

    আশুলিয়ায় বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

    আশুলিয়ায় বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

    আশুলিয়ায় বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া কয়েক হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

    ১৭ ই ফেব্রুয়ারী ২০২১ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাড়ইপাড়া ও কাঠাল এলাকায় অভিযান চালায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটড।

    এসময় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে প্রথমে বারই পাড়া এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে দেয়া দুই শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    এরপর ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাঠাল বাগান এলাকায় অভিযান চালানো হয়।

    সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    এলাকার ভুক্তভোগীরা জানায়, প্রায় এক বছর আগে আশুলিয়ার এসব এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় এলাকার প্রভাবশালী দেওয়ান আমজাদ হোসেনে। অবৈধ গ্যাস সংযোগের কারণে একদিকে দেশের জাতীয় সম্পদ লুট হচ্ছে আর অন্যদিকে সরকার প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে।

    এসময় স্থানীয় ভুক্তভোগীরা আরো বলেন
    আওয়ামী লীগের পোস্ট পদবি ব্যবহার করে ক্ষমতার দাপট দেখিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।অবৈধ গ্যাস সংযোগকারী এই আমজাদ হোসেনকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জোর দাবি জানান ভুক্তভোগীরা।

    এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সাভার ও আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

  • সাভারে চাঞ্চল্যকর রোহান হত্যার মূল আসামীর মধ্যে আরও এক আসামী আটক

    সাভারে চাঞ্চল্যকর রোহান হত্যার মূল আসামীর মধ্যে আরও এক আসামী আটক

    সাভারে চাঞ্চল্যকর রোহান হত্যার মূল আসামীর মধ্যে আরও এক আসামী আটক

    সত্যেরসংবাদঃ
    সাভারে রোহান হত্যা মামলার এজাহারভূক্ত ১১ নম্বর আসামি দুদুল (২৫) কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
    ১১ ফেব্রুয়ারি দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।
    এর আগে ১০ ফেব্রুয়ারি গভীর রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেপ্তার দুদুল ব্যাংক কলোনী এলাকার আইয়ুব আলীর ছেলে। সে কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য বলে জানা গেছে।
    পুলিশ জানায়, চাঞ্চল্যকর রোহান হত্যাকান্ডের পর থেকে দুদুলসহ বাকি আসামিরা গা ঢাকা দেয়। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দুদুলের অবস্থান শনাক্ত করে ব্যাংক কলোনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল জানান, গ্রেপ্তার আসামি দুদুলকে ৫ দিনের রিমান্ড চেয়ে দুপুর আদালতে পাঠানো হয়েছে।
    প্রসঙ্গত, শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকার মুড়ি মটকা রেস্তোরাঁর সামনে রোহানকে ছুরিকাঘাত করে হত্যা করে হৃদয়সহ কয়েকজন কিশোর। পরে রাতেই হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।

    এদিকে রোহান হত্যার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নিহতের বাবা আব্দুস সোবাহান।
    আসামিরা হলো- ছোট অমরপুরের হাশেমের ছেলে রাহিদ (১৯), ঘোড়াদিয়া মল্লিকেরটেক এলাকার ঝন্টু মিয়ার ছেলে হৃদয় (১৯), বেঁদে পল্লি পোড়াবাড়ি এলাকার আতিকুর রহমানের ছেলে আসিফ (১৮), ৪ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ার রাকিবুল ইসলাম রকি (২০), ছোট অমরপুর এলাকার ভোমর মিয়ার ছেলে হৃদয় (১৯), অমরপুর এলাকার লুকুছের ছেলে আমিরুল (১৯), একই এলাকার ইয়াউলের ছেলে রবিউল (১৯), কামালের ছেলে আপন (২০), কাত্তারের ছেলে শিখর (১৯), পোড়াবাড়ি এলাকার নুরুর ছেলে সজিব (২০), ব্যাংক কলোনী এলাকার আইয়ুবের ছেলে দুদুল (২২), কর্ণপাড়া এলাকার মাহবুবুর রহমানের ছেলে সিয়াম (২১), তালবাগ এলাকার সুফিয়ান হৃদয় (২১), আব্দুলের ছেলে ডানু (২৭) ও ব্যাংক কলোনী এলাকার মাদ্রাসা মসজিদ সংলগ্ন এলাকার সাজ্জাদসহ (২১) অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জন।

  • সাভারে স্কুল ছাত্র রোহান হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

    সাভারে স্কুল ছাত্র রোহান হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

    সাভারে স্কুল ছাত্র রোহান হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

    সত্যেরসংবাদঃ
    সাভারে কিশোর গ্যাংয়ের হাতে খুন হওয়া স্কুল শিক্ষার্থী রোহান হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিকে মানববন্ধ করেছে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীরা। বুধবার দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় আয়োজিত মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, নারী ও শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন পাঁচ শতাধিক লোকজন।
    মানববন্ধন চলাচলে বিভিন্ন ফাঁসির দাবিসহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো প্রেসক্লাব এলাকা। এসময় সাভার থানা রোডের বঙ্গবন্ধু চত্বর থেকে সাভার কলেজ এবং আশপাশের রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাড়িয়ে নির্মম এ হত্যাকান্ডের প্রতিবাদ জানায় অংশগ্রহনকারীরা। সকলের মুখে একই দাবি রোহানকে নির্মমভাবে কুপিয়ে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করা।
    আয়োজিত মানববন্ধন থেকে রোহানের বাবা আব্দুস সোবাহান বলেন, গত ৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় আমার ছেলে রোহানুল ইসলাম রোহানকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং লিডার হৃদয় ও তার সহযোগীরা। হৃদয়ের সাথে আমার ছেলের কোন সম্পর্ক কিংবা বিরোধ না থাকলেও একটি মেয়ের কারনে আমার ছেলেকে খুন হতে হয়েছে আমি তার বিচার চাই।
    তিনি আরও বলেন, আমাদের কর্ণপড়া এলাকার জমি ব্যবসায়ী হাজী এহসান উল্লার বড় মেয়ে মাইদা হাসান আমার ছেলেকে পছন্দ করলেও রোহান তাকে প্রত্যাখান করে। পরবর্তীতে ব্যাংককলোনী এলাকার এ্যাসেড স্কুল পড়ার সুবাদে ওই মেয়ে হৃদয়ের সাথে সম্পর্ক করে পরিকল্পিতভাবে তাকে দিয়ে আমার ছেলেকে হত্যা করিয়েছে। ওই মেয়ে দুই দিন আগেও রোহানের সাথে ম্যাসেঞ্জারে কথা বলেছে। আমাদের দাবি অনতি বিলম্বে ওই মেয়েকে গ্রেপ্তার করে আইনের আনা হোক। তাহলেই সকল আসামীকে ধরা যাবে এবং সুষ্ঠু বিচার হবে।
    উল্লেখ্য প্রেম সংক্রান্ত বিরোধের জেরে গত ৬ ফেব্রুয়ারী রাতে রোদেলা মডেল স্কুলের মানবিক বিভাগের শিক্ষার্থী রোহানুল ইসলাম রোহানকে পুর্বপরিকল্পিপভাবে ডেকে নিয়ে এলোপাথারী মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার করে হৃদয় রাহিদসহ ৩০-৪০ জন কিশোর গ্যাংয়ের সদস্য। এঘটনায় নিহত রোহানের বাবা আব্দুস সোবাহান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১৫/২০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে গ্যাং লিডার হৃদয়সহ দুই হত্যাকারীকে গ্রেপ্তার করেছে।

  • সাভারের সালেহপুর সেতু মেরামত শেষে খুলে দেওয়ার পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণকাজের উদ্বোধন আজ

    সাভারের সালেহপুর সেতু মেরামত শেষে খুলে দেওয়ার পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণকাজের উদ্বোধন আজ

    সাভারের সালেহপুর সেতু মেরামত শেষে
    খুলে দেওয়ার পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণকাজের উদ্বোধন আজ

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর ফাটল মেরামতের কাজ শেষ হয়েছে। আজ মঙ্গলবার যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সংশ্লিষ্টরা বলছে, এদিন বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সালেহপুর সেতুর পাশে নতুন করে আরেকটি সেতু নির্মাণকাজের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সেতুটির গার্ডারে ফাটল দেখা দেওয়ায় এক পাশ দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সওজ কর্র্তৃপক্ষ। পাশাপাশি সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করে সংশ্লিষ্টরা। এতে ব্যস্ততম ঢাকা-আরিচা মড়াসড়কের একটি লেন বন্ধ করে দেওয়া হয়।

    সালেহপুর সেতু সরেজমিন ঘুরে দেখা যায়, ফাটল মেরামত ও সেতুটি যান চলাচলের উপযোগী করে তুলতে দ্রুতগতিতে মেরামতকাজ করে যাচ্ছে সড়ক ও জনপথ কর্র্তৃপক্ষ। জনদুর্ভোগ কমাতে কোনো ধরনের বিরতি ছাড়াই অক্লান্ত পরিশ্রম করে টানা মেরামতকাজ চালানো হচ্ছে বলে জানান সেখানে কর্মরতরা।

    গত ১৩ জানুয়ারি ২০২১ রাতে প্রায় ১০০ বছরের পুরনো সালেহপুর সেতুর আটটি বিমের মধ্যে চারটিতে ব্যাপক ফাটল দেখা দেয়। এতে সেতুর এক পাশ দেবে যাওয়ায় সেখান দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় পূর্ব পাশের সেতু বন্ধ করে পশ্চিম পাশের সেতু চালু রাখা হয়। কিন্তু চালু রাখা সেই সেতুটি সরু হওয়ার কারণে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তখন সেতুটি মেরামত করতে তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল।

    সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, ‘আমিনবাজারের সালেহপুর সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। সেতুটির গার্ডারে ফাটল দেখা দেওয়ায় এর একপাশ দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যে কারণে একটি লেন দিয়েই উভয় পাশের যান চলাচল করানোর জন্য জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি।’

    সাভার পরিবহনের বাসচালক আলমগীর হোসেন বলেন, ‘আগে দিনে ৫ থেকে ৬ বারও ঢাকায় যাতায়াত করতাম। কিন্তু সেতুটি ফাটলের কারণে আসা-যাওয়ার পথে দীর্ঘ যানজটের কারণে অনেকটা সময় চলে যাওয়ায় আমাদের আয় কমে গেছে। পাশাপাশি যানজটের কথা চিন্তা করে অনেকেই বিকল্প পথ ব্যবহার করায় যাত্রীও কমে গেছে।’

    সড়ক ও জনপথ বিভাগের কল্যাণপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. মারুফ হাসান বলেন, সালেহপুর সেতুটির মেরামতকাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে সেতুটির যেসব স্থানে ফাটল দেখা দিয়েছিল, সেগুলো মেরামত করা হয়েছে। মঙ্গলবার সেতুটির বন্ধ রাখা লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণকাজের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

     

  • সাভারে স্কুল ছাত্র রোহানের হত্যার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী

    সাভারে স্কুল ছাত্র রোহানের হত্যার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী

    সাভারে স্কুল ছাত্র রোহানের হত্যার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী

    শেখ এ কে আজাদ ও রফিকুল ইসলাম জিল্লু,সাভারঃ ঢাকার সাভারে রোদেলা মডেল স্কুলের ছাত্র রোহানুর ইসলাম রোহান কে হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

    সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাস স্ট্যান্ড এলাকায় কয়েক’শ মানুষ এই মানববন্ধনে অংশ নিয়ে হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।

    নিহত রোহানুর ইসলাম রোহান সাভার পৌর সভার উলাইল কর্ণপাড়া এলাকার ব্যবসায়ী আব্দুস সোবহানের ছেলে। সে স্থানীয় রোদেলা মডেল স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।

    মানববন্ধনে উপস্থিত রোহানের বাবা আব্দুস সোবহান বলেন, আমার ছেলের স্বপ্ন ছিল পুলিশে চাকরি করে মানুষের সেবা করার। সেই ছেলেকে সন্ত্রাসীর হাতে মৃত্যু বরন করতে হলো।
    তিনি আরও বলেন ঃ ঘটনার দিন আমার ছেলে রোহান আমার সাথে বাড়ি নির্মাণ কাজে সহযোগিতা করে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝাল মুড়ি খাওয়ার জন্য আমার কাছ থেকে ৪০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়। পরবর্তীতে সন্ধ্যা সোয়া সাতটার দিকে আমার কাছে ফোন আসে আমার ছেলে রোহানুল এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আছে। এ সময় দ্রুত আমি হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলের মৃতদেহটি ট্রলির উপর পড়ে আছে। আমি প্রশাসনের কাছে আমার ছেলে হত্যার বিচার চাই যেন ভবিষ্যতে এইভাবে আর কোন বাবা মায়ের বুক খালি না হয়।

    মানববন্ধনে উপস্থিত রোদেলা মডেল স্কুলের শিক্ষকরা জানান, নিহত রোহান অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার এই অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা রোহান এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসি দাবি জানাচ্ছি।

    গত শনিবার পৌর সভার উলাইল কর্ণপাড়া এলাকা থেকে বন্ধু হৃদয় তাকে ফোন করে ব্যাংক কলোনী এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনাটি অ্যালাইড স্কুলের একটি সিসিটিভিতে ধরা পড়ে। ওই দিন রাতেই হত্যাকান্ডে প্রধান অভিযুক্ত হৃদয়কে সাভারের আউকপাড়া থেকে আটক করে পুলিশ। এঘটনায় রোববার রাতে নিহতের বাবা আব্দুস সোবহান বাদী হয়ে ১৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

  • স্বদেশ মাল্টিপারপাস সমিতির নামে চড়া সুদে ঋনের ব্যবসা, ফিক্সড ডিপোজিডের নামে অবৈধ আমানত গ্রহণ নেই ব্যবস্থা

    স্বদেশ মাল্টিপারপাস সমিতির নামে চড়া সুদে ঋনের ব্যবসা, ফিক্সড ডিপোজিডের নামে অবৈধ আমানত গ্রহণ নেই ব্যবস্থা

    স্বদেশ মাল্টিপারপাস সমিতির নামে চড়া সুদে ঋনের ব্যবসা, ফিক্সড ডিপোজিডের নামে অবৈধ আমানত গ্রহণ নেই ব্যবস্থা

    নিজস্ব প্রতিবেদকঃ
    সাভার, আশুলিয়া ও ধামারাইয়ে সমবায় সমিতির নামে ব্যাংকের আদলে হায় হায় কোম্পানী খুলে কার্যক্রম পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে স্বদেশ (এমসিএস) লিমিটেডের নামে। চড়া সুদে ঋনের ব্যবসা, ফিক্সড ডিপোজিডের নামে অবৈধ আমানত গ্রহণ করাসহ নানা কর্মকান্ড প্রকাশ্যে চললেও রহস্যজনক কারণে কর্তৃপক্ষ এ ব্যাপারে নিরব ভূমিকা পালন করে আসছে।
    অভিযোগ রয়েছে, ব্যাংকের মত অফিস করে সমবায় সমিতি ও মাল্টিপারপাস প্রতিষ্ঠানের কর্মীরা ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে এসে ঋন দেয়া ও ডিপিএস করার প্রস্তাব করেন।
    সাভারের রাজ্জাক প্লাজা, কোরাইশী মার্কেট, অন্ধ মার্কেটসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে স্বদেশ (এমসিএস) লিমিটেডে লক্ষ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট রেখেছেন। প্রতিষ্ঠানের মালিক ওবায়দুল্লাহ এফডিআর ও ডিপোজিট বই করে এসব আমানত সংগ্রহ করে মাসিক হারে চড়া লভ্যাংশ দিয়ে থাকেন আমানতকারীদের। এর সাথে উপজেলা সমবায় সমিতির কর্মকর্তাদের সংশ্লিষ্টতার কথাও বলেছেন তারা।
    স্বদেশ মাল্টিপারপাসের কথিত মালিক সাভারের ফুলবাড়িয়ার ওবায়দুল্লাহ জানান, তিনি সমবায় অধিদপ্তরের একজন কর্মকর্তার সহায়তায় একটি মাল্টিপারপাস করেছেন। তিনি ডিপিএস প্রকল্প চালু করে লক্ষ লক্ষ টাকা আমানত সংগ্রহ করছেন। ফিক্সড ডিপোজিট বা ডিপিএস নেয়া আইনত দন্ডনীয় বলেও তিনি স্বীকার করেছেন।
    সাভার উপজেলা সমবায় অফিসার খোকন চন্দ্র রায় বলেন, সমবায় সমিতি বা মাল্টিপারপাস সঞ্চয় গ্রহণ করতে পারবে। এভাবে ডিপিএস করার কোন আইন নেই। এসব কাজে কর্মকর্তাদের সংশ্লিষ্টতার কথা তিনি অস্বীকার করে বলেন, অনিয়মের ব্যাপারে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিতে পারি।
    সমবায় অধিদপ্তরে ডেপুটি রেজিস্টার মিজানুর রহমান বলেন, এ ধরনের অবৈধ আমানতের ব্যাপারে সংসদীয় কমিটতে অনেক অভিযোগ রয়েছে। ঙযাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মূলত: এসব প্রতিষ্ঠানগুলো হায় হায় কোম্পানী। তিনি এসব প্রতিষ্ঠানে টাকা আমানত না রাখারও পরামর্শ দেন।

    উল্লেখ্য, স্বদেশ লিমিটেডের মালিক ওবায়দুল্লাহ সংবাদটি না করাতে বিভিন্নভাবে তদবির করে চলেছেন। এ প্রতিবেদককে মোবাইল ফোনেও অনুরোধ করেছেন অনেক সচেতন ব্যক্তি।
    সূত্র-সিএনআইনিউজ।

  • সাভার ও ধামরাইয়ে করোনা ভ্যাকসিন কর্মসূচীর উদ্বোধন

    সাভার ও ধামরাইয়ে করোনা ভ্যাকসিন কর্মসূচীর উদ্বোধন

    সাভার ও ধামরাইয়ে করোনা ভ্যাকসিন কর্মসূচীর উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদকঃ
    সাভারে করোনা ভাইরাসের টিকাদান কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার কর্মসূচীর প্রথম দিনে রোববার সকাল সাড়ে ৯টায় সাভার সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়। সেখানে প্রথমে টিকা গ্রহণ করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এরপর পর্যায়ক্রমে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ অফিসারগণ ভ্যাকসিন গ্রহণ করেন। এসময় মোট একশ’ জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হয়।

    এদিকে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদানের কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

    কর্মসূচীর শুরুতেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা করোনার টিকা গ্রহণ করেন। প্রথম ধাপে সাভার উপজেলার প্রায় ৮৮ হাজার লোক করোনার টিকা পাবেন বলে জানা গেছে।

    টিকা গ্রহণ শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা বলেন, উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে করোনার টিকা গ্রহণ করছে সাভারবাসী। তবে টিকা গ্রহণের সময় নারীদের মধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসাল্টেন্ট ফারহানা শারমিন ইমু কিছুটা অস্বস্থি বোধ করলেও বিশ্রাম নেয়ার পর তিনি সুস্থ্যতা বোধ করেন।

    এছাড়াও টিকা গ্রহণের পর হাসপাতালটির সেবিকাসহ আরও কয়েকজন নারী তাদের ঘার ব্যথা, মাথা ঝিম ঝিমসহ শরীর দুর্বল লাগার কথা জানিয়েছেন।

    এদিকে ধামরাইয়ে প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা। এরপর টিকা গ্রহণকারীদের মধ্যে ছিলেন সাবেক বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ সুকুমার রায় এবং স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মী। টিকা গ্রহণের পর সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

    সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।

  • সাভার পৌর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক স্কুল ছাত্রকে হত্যা

    সাভার পৌর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক স্কুল ছাত্রকে হত্যা

    সাভার পৌর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক স্কুল ছাত্রকে হত্যা

     

    রফিকুল ইসলাম জিল্লুঃ সাভার পৌর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম রোহান ইসলাম (১৬) । গতকাল শনিবার সন্ধ্যায় পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রোহান পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার মোঃ আব্দুস সোবাহানের পুত্র এবং স্থানীয় রোদেলা মডেল স্কুলের ১০ম শ্রেনীর শিক্ষার্থী ছিলো।

    নিহতের মামাতো ভাই রিদোয়ান জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুটি মোটরসাইকেল যোগে তিনিসহ রোহান, সুফিয়ান ও যুবায়েল ব্যাংক কলোনী এলাকার ‘মুড়ি মটকা’ নামে একটি রেস্টুরেন্টে খেতে যান। সেখানে পৌছানোর কিছু সময়ের মধ্যেই পূর্ব শত্রুতার জের ধরে আড়াপাড়া এলাকার বখাটে টিকটক হৃদয়ের নেতৃত্বে ১৫/২০ জনের একটি কিশোর দল লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা রোহানের বুকে একাধিক ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় রোহানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন।
    সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
    অন্যদিকে স্থানীয় একটি সুত্র জানায়, মূলত একটি মেয়ের সাথে প্রেমঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

    সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।

  • সাভারের আশুলিয়ায় গরু চুরি বেড়ে যাওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    সাভারের আশুলিয়ায় গরু চুরি বেড়ে যাওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    সাভারের আশুলিয়ায় গরু চুরি বেড়ে যাওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারের আশুলিয়ায় গরু চুরি বেড়ে যাওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
    সকালে আশুলিয়ার কবিরপুরের তেলীবাজার এলাকায় স্থানীয় লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে গরু চোর অখ্যায়িত করে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে কয়েক’শ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে এসময় নারী পুরুষ শিশুসহ সমাজের সর্বস্তরের মানুষজন অংশ গ্রহণ করেন।
    মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন,আশুলিয়ার কবিরপুরের তেলীবাজারসহ বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে প্রায় তিন শতাধিক পরিবারের গরু চুরি হয়েছে। সমাজের অসহায় ও দুস্থরা এসব গরু পালন করে দুধ বিক্রি করে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচসহ সংসার খরচ চালাতেন কিন্তু গরু চোররা রাতের আধারে গরু গুলো চুরি করে নিয়ে যাওয়ায় তারা নিঃশ^ হয়ে পড়েছেন। এমন অবস্থায় তারা মানবেতর জীবন যাপন করছেন। এখন যাদের গরু আছে তারা রাত জেগে গরু পাহারা দিচ্ছেন। এদিকে এসব গরু চুরি করেছেন ওই এলাকার লোকমান হোসেন নামের এক ব্যক্তি এমন অভিযোগ তুলে তাকে গ্রেপ্তারের দাবিতে তেলীবাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসময় এলাকাবাসী ওই চোরের বাড়ি ঘেরাও করলে উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এলাকাবাসী এসময় এই গরু চোরকে দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।