Blog

  • শ্রীপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুব মহিলালীগের শোক দিবস পালন

    শ্রীপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুব মহিলালীগের শোক দিবস পালন

    শ্রীপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুব মহিলালীগের শোক দিবস পালন

    মোহাম্মদ আদনান মামুন, নিস্বজ প্রতিবেদক-
    গাজীপুরের শ্রীপুরে যুব মহিলালীগের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা ও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ২৪ আগস্ট সোমবার বিকেলে শ্রীপুর উপজেলা মহিলা যুবলীগের উদ্যোগে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়।

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়েছে ।

    উপজেলা মহিলা যুবলীগের সভাপতি মৌসুমি সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজেরা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হিমু।

    শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, গাজীপুর জেলা যুব মহিলা লীগের আহবায়ক শর্মিলী দাস মিলি, যুগ্ম আহবায়ক আমিনা মুনমুন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • শ্রীপুরে দুই নারী পোশাক শ্রমিককে গণধর্ষনের অভিযোগে ৪ সিএনজি  চালক গ্রেফতার

    শ্রীপুরে দুই নারী পোশাক শ্রমিককে গণধর্ষনের অভিযোগে ৪ সিএনজি  চালক গ্রেফতার

    শ্রীপুরে দুই নারী পোশাক শ্রমিককে গণধর্ষনের অভিযোগে ৪ সিএনজি  চালক গ্রেফতার

    মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
    গাজীপুরে শ্রীপুরে পরিত্যক্ত খামারে নিয়ে দুই নারী পোশাক শ্রমিকে গণধর্ষণ করেছে বখাটেরা।
    এ ঘটনায় অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। (২১ আগস্ট শুক্রবার) শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামে ওই ঘটনা ঘটে।
    গ্রেফতাররা হলেন- উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের আব্দুল বারেকের ছেলে শাহিনুর (৩০), একই গ্রামের আয়ুব আলী ঢালীর ছেলে আবুল কালাম (২৬), বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), নূরুল ইসলামের ছেলে মোকসেদুল (৩০)। এরা সবাই পেশায় সিএনজি চালক।
    জানা যায়, ২১ আগস্ট শুক্রবার বেড়াতে যাওয়ার কথা বলে উপজেলার ভ্রমরাবিটা নামক জায়গায় নিয়ে পরিত্যক্ত মুরগির খামারের দুটি কক্ষে নিয়ে রাতভর পাঁচ বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে দুই নারী শ্রমিককে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার জানান, রোববার ভোররাতে অভিযুক্ত ওই চার আসামিদের আটক করা হয়েছে। এ ঘটনায় অপর আসামীকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এঘটনায় গণধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

    শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত শাহীনুরের সাথে পাশ্ববর্তী ভালুকা উপজেলার একটি পোশাক কারখানার নারী শ্রমিকের সাথে মুঠোফোনে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত শুক্রবার রাতে ওই নারী পোশাক শ্রমিককে শাহীনুর দেখা করার জন্য তার বাড়িতে মুঠোফোনে ডেকে নেয়। এসময় ওই নারী পোশাক শ্রমিক তার অপর বান্ধবীকে নিয়ে প্রেমিকের সাথে দেখা করতে আসলে শাহীনুর তার বন্ধু জাহাঙ্গীরকে নিয়ে তাদের জিম্মি করে পাশের শালবনের ভেতরে পরিত্যক্ত খামারে নিয়ে যায়। এরপর শাহীনুরের সাথে আরো চার বন্ধু যোগ দেয়। পরে রাতভর ওই পোশাক শ্রমিক ও তাঁর বান্ধবীকে পালাক্রমে ধর্ষন করে তারা। এ ঘটনায় চারজনেক গ্রেপ্তার করা হয়েছে ও বাকি একজন আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

  • সাভারে নৌ পথে ডাকাতির প্রস্তুতিকালে দলনেতা টিক্কা গ্রেফতার

    সাভারে নৌ পথে ডাকাতির প্রস্তুতিকালে দলনেতা টিক্কা গ্রেফতার

    সাভারে নৌ পথে ডাকাতির প্রস্তুতিকালে দলনেতা টিক্কা গ্রেফতার

    সাভারে নদী পথে ডাকতির প্রস্তুতিকালে ডাকাত দলের সর্দার মজিবুর রহমান ওরফে টিক্কা (৪২) কে গ্রেফতার করেছে সাভার নৌ থানা পুলিশ। এসময় আরও কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

    শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আমিন বাজার নৌ থানার পুলিশ পরিদর্শক আলমগীর শেখ। এর আগে শুক্রবার গভীর রাতে আমিনবাজার এলাকার তুরাগ নদীতে একটি ইঞ্জিন চালিত ট্রলারে করে ডাকাতির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।

    মজিবুর রহমান ওরফে টিক্কা বরগুনা জেলার গাববাড়িয়া এলাকার মুনসুর আকন্দের ছেলে। সে সংঘবদ্ধ ডাকাত দল তৈরি করে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলো। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি খুনসহ এক ডজন মামলা রয়েছে।

    পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের তুরাগ নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ইঞ্জিন চালিত ট্রলারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সাভার নৌ পুলিশের একটি টিমের ট্রলা্র দেখে ডাকাতরা তাদের ট্রলারের গতি বাড়িয়ে দেয় এবং অনিয়ন্ত্রণে চালাতে থাকে। প্রায় ১ ঘন্টা তাদের ধাওয়া করে পুলিশ|। পরে সাভারের বিট নগর এলাকায় পৌছলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে ভয়ে ডাকাতরা পানিতে লাফিয়ে পড়ে পালানোর সময় এদের দলনেতাকে আটক করে পুলিশ। এসময় তাদের ট্রলারটি জব্দ করে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র চাপাতি, ছুড়ি ও দা উদ্ধার করা হয়।

    আমিবাজার নৌ থানার পুলিশ পরিদর্শক আলমগীর শেখ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মজিবুর রহমান ওরফে টিক্কা ডাকাতির কথা স্বীকার করেছে। তারা মুলত নৌপথে বিভিন্ন নৌকা বা যানবাহনে ডাকাতি করে। পাশাপাশি সুযোগ পেলে নদীর আশে পাশে বাসা বাড়িতেও ডাকাতি করে। সে কয়েকজনের নাম প্রকাশ করেছে। আমাদের অভিযান সম্পন্ন হলে তাদের নাম প্রকাশ করা হবে। আটকের বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

  • ১৫ আগষ্ট ও ২১ এ আগষ্ট উপলক্ষে সাভার মডেল থানা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

    ১৫ আগষ্ট ও ২১ এ আগষ্ট উপলক্ষে সাভার মডেল থানা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

    ১৫ আগষ্ট ও ২১ এ আগষ্ট উপলক্ষে সাভার মডেল থানা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    ১৫ আগষ্ট ও ২১ এ আগষ্ট বর্বরচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ শেখ মুজিবুরসহ পরিবারের রুহের আত্মার মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    সাভার মডেল থানা জামে মসজিদে বিপুল সংখ্যক মুসুল্লি সহ উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ চৌধুরী,
    মোহাম্মদ শহিদুল ইসলাম সহকারী পুলিশ সুপার,এ.এফ,এম সায়েদ ভারপ্রাপ্ত কর্মকর্তা সাভার মডেল থানা,নূরে আলম নিউটন কাউন্সিলার ৪ নং ওয়ার্ড ও আওয়ামী লীগের অনেক সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

  • বঙ্গবন্ধুর আদর্শ মেনে যারা রাজনীতি করেন তারা সভানেত্রী  সিদ্ধান্তের বিরোধীতা করতে পারেন নাঃ মমতাজ বেগম এমপি

    বঙ্গবন্ধুর আদর্শ মেনে যারা রাজনীতি করেন তারা সভানেত্রী  সিদ্ধান্তের বিরোধীতা করতে পারেন নাঃ মমতাজ বেগম এমপি

     

    বঙ্গবন্ধুর আদর্শ মেনে যারা রাজনীতি করেন তারা সভানেত্রী  সিদ্ধান্তের বিরোধীতা করতে পারেন নাঃ মমতাজ বেগম এমপি

    সিংগাইরঃবঙ্গবন্ধ শুধু একটি শব্দ নয় বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। বঙ্গবন্ধু শুধু এখন এই বাংলাদেশে বঙ্গবন্ধু নয় এই নাম এখন বঙ্গবন্ধুর সাথে বিশ্ববাসী যোগ করেছে বিশ্ববন্ধু। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করুন।যারা বঙ্গবন্ধুর মার্কা বুকে নিয়ে মুখে মুখে বঙ্গবন্ধুর নাম বলেন আর সময়মতো তারা বঙ্গবন্ধুর মার্কার সাথে বেঈমানী করে তারা বেঈমান মুসতাক মার্কা আওয়ামীলীগ করেন তাদের থেকে দুরে থেকে রাজনীতি করুন। বঙ্গবন্ধুর আদর্শ মেনে যারা রাজনীতি করেন তারা কখনো আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বিরোধীতা করতে পারেন না। বর্তমান প্রধানমন্ত্রী এমন একজন ব্যক্তি যার কোনো চাওয়া পাওয়া নেই তিনি রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন শুধু এই দেশের জনগণের জন্য । এই পৃথিবীতে যার আপন বলতে কেউ নেই যার পুরো পরিবারটি শহীদ হয়েছেন মা, বাবা ভাই ভাবি, ছোট ভাই শিশু রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে বিশ্বাসঘাতকদের হাতে তার পুরো পরিবার শহীদ হয়েছেন পরিবারের সবাইকে হারিয়ে তিনি এখন এই দেশের মানুষকে আপন করে বেঁচে আছেন। কথাগুলো বলেছেন মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মমতাজ বেগম।গত ২১ আগস্ট (শুক্রবার) বিকালে সিংগাইর উপজেলা হলরুমে সিংগাইর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও ২১ শে গ্রেনেড হামলার প্রতিবাদে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। সিংগাইর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ ওবায়েদুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক রবিউল আলম উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম রাজা চেয়ারম্যান দৌলতপুর উপজেলা পরিষদ, হাসান মতিউর রহমান , লিয়াকত হোসেন ভান্ডারী সভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসসেবকলীগ, মোদাব্বির হোসেন খান শাহিন , এফ মাহমুদ রাজ্জাক অপু , মো. শহিদুর রহমান যুগ্ম সাধারন সম্পাদক সিংগাইর উপজেলা আওয়ামীলীগ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সিংগাইর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবজাল হোসেন, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও তালেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান আলী, সহ সভাপতি ও সিংগাইর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, সিংগাইর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম খাঁন, সিংগাইর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সিংগাইর উপজেলা মহিলা লীগের অহবায়ক শারমিন আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি মো.তমিজ উদ্দিন , উপজেলা ছা্ত্রলীগের সাবেক সভাপতি মো.ইলিয়াস হোসেন লিটন, ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিংগাইর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলাম ভূইযা ,সায়েস্তা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আব্দুল হালিমসহ সকল ইউনিয়ন পরিষদ ও উপজেলার সকল সদস্য ‍উপস্থিত ছিলেন।বক্তরা ১৯৭৫ সালের বঙ্গবন্ধু ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্তার মাগফেরাত কামনা করেন এবং গ্রেনেড হামলার সাথে জড়িত ব্যক্তিদের প্রতি তীব্র নিন্দা জানান।

    সম্পাদনায়ঃ জয়নাল।

     

  • কোরআন খতম জীবিত ব্যক্তির নামে দেওয়া যায় কি?

    কোরআন খতম জীবিত ব্যক্তির নামে দেওয়া যায় কি?

    কোরআন খতম জীবিত ব্যক্তির নামে দেওয়া যায় কি?

    শুধুমাত্র জীবিত কেন ? কোনো মৃত ব্যক্তির নামেও দেওয়া ঠিক না। যাবেনা তা বলিনি, কিন্তু আপনি যে উদ্দেশ্যে কাজটি করতে চাচ্ছেন সে উদ্দেশ্যই যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কাজটি না করাই উত্তম মনে করছি।

    ইসলামে কেউ কোনো ইবাদত অন্যের নামে করতে পারেনা। যার ইবাদত সেই করতে হয়। এমন কোনো নিয়ম নেই যে আপনার সলাত, রোজা বা অন্য কোনো ইবাদত অন্য কেউ করে দিতে পারবে। এগুলো গ্রহণযোগ্য নয়।

    ধরুন আপনি কোনো মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করলেন এতে তার কোনো উপকার হবেনা এবং আপনারও হবেনা । কারণ আপনার নিয়ত ছিলো আপনি তার হয়ে সওয়াব তাকে দিবেন। ইসলামে এমন কোনো পদ্ধতি নেই।

    এবার আসি আপনি মৃত ব্যক্তিকে কিছু দিতে চাইলে / তার পরকালের জন্য কিছু দিতে চাইলে বা তার আমলনামায় কিছু দিতে চাইলে কি করতে পারেন। এই কাজ গুলোকে বলে সদাকায় জারিয়া। আপনি সদাকায় জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত কিছু কাজ আছে সেগুলো করে মৃত ব্যক্তির উপকার করতে পারেন। এবং সেগুলো গ্রহণযোগ্য।

    যেকোন মুসলিম মৃত ব্যক্তি কেবল ঐ সকল জিনিস দ্বারাই উপকার লাভ করতে পারে যেগুলো কুরআন ও সুন্নাহ দ্বারা নির্ধারিত। যেমন:

    রাসূল সা. বলেনঃ

    “মানুষ মৃত্যু বরণ করলে তার আমলের সমস্ত পথ বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীতঃ সদকায়ে জারিয়া,এমন ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায় এবং এমন নেককার সন্তান যে তার জন্য দু’আ করে”। মুসলিম:৩০৮৪

    সদকায়ে জারিয়া,
    এমন ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায় এবং
    এমন নেককার সন্তান যে তার জন্য দু’আ করে”।
    আনাস রা. হতে বর্ণিত, রাসূল সা. ইরশাদ করেনঃ

    “সাত প্রকার কাজের সওয়াব মারা যাওয়ার পরও বান্দার কবরে পৌঁছতে থাকে। যে ব্যক্তি দ্বীনী ইলম শিক্ষা দেয়, নদী-নালায় পানি প্রবাহের ব্যবস্থা করে, কুপ খনন করে, খেজুর গাছ রোপন করে, মসজিদ তৈরী করে, কুরআনের উত্তরাধিকারী রেখে যায় অথবা এমন সুসন্তান রেখে যায় যে তার মারা যাওয়ার পরও তার জন্য আল্লাহর নিকট ক্ষমার জন্য দুয়া করে।

    আল্লামা আলবানী (রাহ:) কর্তৃক রচিত সহীহুত তারগীব ওয়াত্ তারহীব:৭৩

    দ্বীনী ইলম শিক্ষা দেয়া
    নদী-নালায় পানি প্রবাহের ব্যবস্থা করা,
    কুপ খনন করা,
    ফলবান গাছ রোপন করা,
    মসজিদ তৈরী করা,
    কুরআনের উত্তরাধিকারী রেখে যাওয়া অথবা
    এমন সুসন্তান রেখে যাওয়া যে তার মারা যাওয়ার পরও তার জন্য আল্লাহর নিকট ক্ষমার জন্য দু’আ করে।
    নবী সা. বলেনঃ

    “যে ব্যক্তি ইসলামে কোন সুন্নত চালু করল সে ব্যক্তি এই সুন্নাত চালু করার বিনিময়ে সওয়াব পাবে এবং তার মারা যাওয়ার পর যত মানুষ উক্ত সুন্নাতের উপর আমল করবে তাদেরও সওয়াব সে পেতে থাকবে। অথচ যারা আমল করবে তাদের সওয়াব কিছুই হ্রাস করা হবে না। ”সহীহ মুসলিম: ১০১৭

    মৃত ব্যক্তি যদি তার জীবদ্দশায় কোন পরিত্যক্ত সুন্নতকে আমলের মাধ্যমে পূণর্জীবিত করে এবং তার মৃত্যুর পরেও উক্ত আমল চালু থাকে।

    মৃত ব্যক্তির পক্ষ থেকে কোন দান-সদকা করা হলে মৃত ব্যক্তি তার সওয়াব লাভ করে।

    সহীহ মুসলিমে বর্ণিত রয়েছে, এক ব্যক্তি নবী সা. কে বললেন,আমার পিতা-মাতা অর্থ-সম্পদ রেখে মারা গেছেন। এ ব্যাপারে তারা আমাকে কোন ওসিয়ত করে যাননি। এখন আমি তাদের উদ্দেশ্যে দান-সদকা করলে তা তাদের জন্যে কি যথেষ্ট হবে? তিনি সা. বললেন, “হ্যাঁ”।

    জীবিত মুসলিমগণ মৃত মানুষের জন্য দু’আ ও ইস্তেগফার করলে তাদের নিকট এর সওয়াব পৌঁছে।

    কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা বলেনঃ

    “যারা তাদের পরবর্তীতে আগমণ করেছে (অর্থাৎ পরে ইসলাম গ্রহণ করেছে) তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং আমাদের পূর্বে যে সকল ঈমানদার ভাই অতিবাহিত হয়ে গেছেন তাদেরকে ক্ষমা করুন এবং মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরে হিংসা-বিদ্বেষ বদ্ধমূল রেখো না। হে আমাদের প্রতিপালক, আপনি তো পরম দয়ালু, অতি মেহেরবান। ” সূরা হাশর: ১০

    উপকারী এবং স্থায়ী দান কয়েক প্রকার: (বিভিন্ন প্রকার সদকায়ে জারিয়ার উদাহরন)

    ১) পানির ব্যবস্থা করা (বিশুদ্ধ পানির জন্য ফিল্টার দিতে পারেন)

    ২) এতিমের/ বিধবার প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করা

    ৩) অসহায় মানুষের বাসস্থান/কর্ম সংস্থান তৈরি করা

    ৪) গরীব তালিবে ইলমকে সাহায্য-সহযোগিতা করা। কুর’আনের হাফেজ হতে সহায়তা করা।

    ৫) দাতব্য চিকিৎসালয় বা হাসপাতাল নির্মান, একটি হুইল চেয়ার বা বেড বা চেয়ার দান করা

    ৬) মসজিদ নির্মান। মসজিদে ফ্যান,বই, ইত্যাদি হাদিয়া হিসেবে দেয়া।

    ৭। জ্ঞান অর্জনের জন্য সঠিক বই হাদিয়া দেয়া ( বেসিক জ্ঞানের জন্য সহিহ ঈমান, সালাত, অজু, গোসল ফরয ওয়াজিব, শিরক বিদয়াত ইত্যাদি)

    ৮। রক্ত দান করা/ চিকিৎসায় সহযোগীতা করা

    ৯। ফলদায়ক গাছ লাগানো ( আপনি দূরে কোথাও সফরে যাচ্ছেন, রাস্তার পাশের পড়ে থাকা জমিতে ফলের বীজ ছিটিয়ে দিতে পারেন)

    ১০। কল্যানমূলক কাজ যা মানুষের মৌ্লিক চাহিদাকে পূর্ণ করে সেটা শরীয়ত মুতাবিক ব্যবস্থা করে দেয়া।

    ১১। কল্যানমূলক জ্ঞান বিতরন ও পাঠাগার গঠন করে দেয়া। ইত্যাদি।

    আর জীবিত অবস্থায় আপনার ইবাদত আপনাকেই করতে হবে। কারণ আপনার হিসাব নিকাশ কেবলমাত্র আপনার কাছেই চাওয়া হবে এবং আপনার আমলনামা ও আপনার হাতেই দেয়া হবে। মনে রাখবেন ইবাদতের ক্ষেত্রে জেনে বুঝে কুরআন হাদিস অনুসরণ করে ইবাদত করবেন। ইবাদতের ক্ষেত্রে কোয়ান্টিটির চেয়েও কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

    খতম / শেষ করার জন্য কোরআন নয়, কোরআন হল মেনে চলার জন্য-

    وَهَـذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

    এটি এমন একটি গ্রন্থ, যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়, অতএব, এর অনুসরণ কর এবং ভয় কর-যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও। []

    কোরআন হল হেদায়েত, রহমত আর মুসলমান দের জন্য সুসংবাদ –

    সূত্রঃ অনলাইন।।

  • একুশে গ্রেনেড হামলায় এক হাজার আট’শ স্প্লিন্টার নিয়ে সাভারের মাহবুবা অসহ্য যন্ত্রনা শরীরে 

    একুশে গ্রেনেড হামলায় এক হাজার আট’শ স্প্লিন্টার নিয়ে সাভারের মাহবুবা অসহ্য যন্ত্রনা শরীরে 

    একুশে গ্রেনেড হামলায় এক হাজার আট’শ স্প্লিন্টার নিয়ে সাভারের মাহবুবা অসহ্য যন্ত্রনা শরীরে 

    প্রচারেঃ সাভার ও ধামরাইয়ের আওয়ামীলীগসহ অংগসংগঠন।

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    বিএনপিকে খুনির দল উল্লেখ করে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত সাভারের মাহবুবা পারভিন বলেছেন তারা সন্ত্রাস বিরোধী জনসভায় গ্রেনেড হামলা করে ২৬টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। তাদেরকে এই বাংলায় শুধু ফাঁসি দিলে হবে না, জনসভায় ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দেয়ার দাবি জানান। যাতে করে সারা বিশ্বে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা সবসময় আমার খোঁজ খবর নেন। কিন্তু স্থানীয়রা খুজ রাখেন না।
    তিনি দুইবারে আমাকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন এবং মিরপুরে ১৪শ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাটও দিয়েছেন।

    কিন্তু সাভারের আওয়ামী লীগ নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমি সাভার পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলাম ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সময় গ্রেনেড হামলার শিকার হতে হয়। সাভারের আওয়ামী লীগ অনেকে নেতারা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। একেকজনের বাড়িতে সারি সারি গাড়ি ও বাড়ি রয়েছে তবুও তাদের কোন সহযোগিতা নেই।

    তিনি আরো জানান, দিনের পর রাতে বাসার সবাই যখন ঘুমিয়ে পরে আমি তখন সারারাত জেগে থাকি। আমার শরীরে থাকা ভয়াবহ সেই ২১ আগস্টের গ্রেনেডের স্প্লিন্টারগুলো আমাকে ঘুমাতে দেয় না,বার বার নাড়া দেয় । সারা শরীরে প্রচণ্ড ব্যথা। করোনার কারণে কোথাও চিকিৎসা নিতে যেতেও পারছি না। এক হাজার আটশ’ স্প্লিন্টার আমাকে কুরে কুরে খাচ্ছে। এ যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আমি ছাড়া কেউ বুঝবে না। তবে একজন খুব অন্তর দিয়ে বোঝেন। তিনি মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার অসামান্য অবদান ও সহযোগিতার কারণেই আমরা গ্রেনেড হামলায় আহতরা এখনও বেঁচে আছি।’
    কথাগুলো বলছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেত্রী মাহবুবা পারভিন। গ্রেনেড হামলাস্থলে যেভাবে তিনি পড়েছিলেন অনেকেই মনে করেছিলেন মারা গেছেন। তার সেই ছবিটি পরিনত হয়েছে সেই মামলার প্রতীকী ছবিতে।
    মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা মাহবুবা সমকালকে বলেন, ‘আহতদের প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসা করিয়েছেন বলেই আমরা এখনও কিছুটা সুস্থ রয়েছি। তিনি আমাকে সুন্দরভাবে থাকার জন্য ঢাকায় একটি ফ্ল্যাট দিয়েছেন। আর্থিকভাবে সহযোগিতা করেছেন। যতদিন আমি বেঁচে থাকব তার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইব। তার মতো এমন মমতাময়ী নেত্রী আছেন বলেই আমার মতো একজন কর্মী বেঁচে আছে। আমি দলের দুঃসময়ে রাজনীতি করেছি। এখনও দলের সব রাজনৈতিক কর্মকাণ্ডে যাওয়ার চেষ্টা করি। তবে শারীরিকভাবে অসুস্থ থাকায় সব ক্ষেত্রে যেতে পারি না।

    মাহবুবা পারভিনের ক্ষোভ সাভারের স্থানীয় নেতাদের ওপর। তিনি বলেন, ‘স্থানীয় রাজনীতিবিদরা আমাকে তেমন মূল্যায়ন করেন না। এতে অবশ্য আমার কোনো দুঃখ নেই। কারণ আমার পাশে আছেন নেত্রী। যেখানে নেত্রীই আমার খোঁজখবর রাখেন, সেখানে অন্য নেতারা কে, কী করল তা নিয়ে আফসোস করি না।
    ২১ আগস্ট গ্রেনেড হামলায় যদি নেত্রীর কিছু হয়ে যেত তাহলে আমরা এভাবে বেঁচে থাকতে পারতাম না। রচনা হতো অন্য একটি বাংলাদেশের। নেত্রী বেঁচে আছেন বলেই আজ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত উন্নয়নের বাংলাদেশ সারাবিশ্বে রোলমডেল হিসেবে পরিচিত লাভ করছে। উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকলে এ দেশ উন্নয়নশীল দেশ হিসেবে অচিরেই আত্মপ্রকাশ করবে।

    উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে চালানো হামলায় প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী নারী নেত্রী আইভী রহমানসহ ২৬ জন নিহত হয়। আহত হয় কয়েকশ মানুষ। আহতদের মধ্যে যারা বেঁচে আছেন তারা শরীরে অসংখ্য গ্রেনেডের স্পিন্টার নিয়ে প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন তারাও। অনেকেই আবার চিরদিনের মতো পঙ্গু হয়ে গেছেন। এদেরই একজন ভাগ্যক্রমে বেঁচে যাওয়া এক নারী সাভারের মাহবুবা পারভীন। তবে মনবতার মা শেখ হাসিনা শুরু থেকে তাদের খুজ খবর নিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।

    —–

  • ভারতে করোনায় আক্রান্ত ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৫ জন,মৃত্যুও ৫৪ হাজার জন

    ভারতে করোনায় আক্রান্ত ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৫ জন,মৃত্যুও ৫৪ হাজার জন

    ভারতে করোনায় আক্রান্ত ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৫ জন,মৃত্যুও ৫৪ হাজার জন

    আন্তর্জাতিক সংবাদ ডেক্সঃ
    দৈনিক নতুন সংক্রমণ অগস্টের শুরু থেকেই ঘোরাফেরা করছিল ৫৫-৬৪ হাজারের মধ্যে। যা কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ পরিমাণে বাড়ল। যার জেরে দেশের মোট আক্রান্ত ২৮ লক্ষ পেরলো। দেশে করোনার জেরে মৃত্যুও ৫৪ হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে। তবুও এর মধ্যেই স্বস্তি দিচ্ছে সুস্থ হওয়ার পরিসংখ্যান। পাশাপাশি সংক্রমণ হারও গত এক সপ্তাহ ধরে ৭/৮ শতাংশের আশেপাশেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে যে সংখ্যক কোভিড-১৯ পরীক্ষা হয়েছে, তা করোনাকালের মধ্যে সর্বোচ্চ।

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৯ হাজার ৬৫২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে, আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৬ হাজার ৯৭৭ ও ৪৯ হাজার ২৯৮ জন। অর্থাৎ এক দিনে আক্রান্ত বৃদ্ধির নিরিখে আমেরিকা ও ব্রাজিলের থেকে ভারতের এগিয়ে থাকার পরিসংখ্যান আজও অব্যাহত। এই বৃদ্ধির জেরে দেশে মোট করোনা আক্রান্ত হলেন ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৫ জন। সেখানে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫৫ লক্ষ ২৯ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩৪ লক্ষ ৫৬ হাজার।

     

    প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। গত এক সপ্তাহ ধরে এই হার রয়েছে নয় শতাংশের কম। যা বেশ স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৭.৫৮ শতাংশ। অগস্টের শুরু থেকেই দেশে করোনা পরীক্ষাও অনেক বেশি সংখ্যায় হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ১৮ হাজার ৪৭০ জনের। এক দিনে এত সংখ্যক পরীক্ষা এর আগে কখনও হয়নি।

  • স্বামী বাতি নিভিয়ে দিয়ে ছোট ভাইকে দিয়ে ধর্ষণ করালেন স্ত্রীকে

    স্বামী বাতি নিভিয়ে দিয়ে ছোট ভাইকে দিয়ে ধর্ষণ করালেন স্ত্রীকে

    স্বামী বাতি নিভিয়ে দিয়ে ছোট ভাইকে দিয়ে ধর্ষণ
    করালেন স্ত্রীকে

    নাটোর : বড় ভাইয়ের উপস্থিতিতে তার স্ত্রীকে (২৪) ধর্ষণ করার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজলার গোপীনাথপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেবর আব্দুল বারেক ও স্বামী আব্দুল মালেককে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

    এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী মালেক ও দেবর বারেককে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। দুপুরে অভিযুক্ত ওই দুইজনকে আদালতের মাধ্যমে নাটোর জেল-হাজতে পাঠানো হয়। গৃহবধূ অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে দেবর বারেক তাকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। স্বামীকে বলার পরেও কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাকে দোষারোপ করছিলেন। সামাজিকতার ভয়ে বিষয়টি কাউকে জানাননি। গেল মঙ্গলবার রাতে বাড়ির বারান্দায় মাছ কাটছিলেন গৃহবধূ। সে সময় স্বামীও বাড়িতেই ছিলেন। তিনি জানান, হঠাৎ দেবর বারেক বারান্দায় আসেন। এ সময় স্বামী মালেক বৈদ্যুতিক বাতি নিভিয়ে তাকে শয়ন ঘরে ডাকেন। পরে সেখানে দেবর এসে ধর্ষণ করেন। দুজনেরই বিচার দাবি করেছেন। নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত রানা লাবু ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই পুলিশকে খবর দেয়া হয়।
    ।।সত্যেরসংবাদ ডেক্স।।

  • গ্লাস দিয়ে তৈরি পাবলিক টয়লেট

    গ্লাস দিয়ে তৈরি পাবলিক টয়লেট

    গ্লাস দিয়ে তৈরি পাবলিক টয়লেট

    অনলাইন ডেস্ক : জাপানের টোকিও শহরে স্বচ্ছ গ্লাসের পাবলিক টয়লেট নির্মাণের বিষয়টি আলোচিত হচ্ছে। নান্দনিক ও একেবারেই নতুন ডিজাইনের এই টয়লেটগুলো শহরের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। পাবলিক টয়লেট পরিচ্ছন্ন রাখতে জনগণকে বাধ্য করতে এটাই যথার্থ কৌশল হয়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।
    টয়লেটগুলো এতটাই স্বচ্ছ যে বাইরে থেকে ভেতরের সবকিছু দেখা যায়।

    তবে কেউ ভেতরে প্রবেশ করলেই এর দেয়ালগুলো স্বয়ংক্রিয়ভাবে অস্পষ্ট ও ঝাপসা হয়ে যায়। সে বের হওয়ার পর বাইরে থেকেই মানুষ দেখতে পারবেন টয়লেটটি পরিষ্কার না নোংরা হয়ে আছে।
    প্রিজকার পুরস্কার পাওয়া স্থাপত্য ও নির্মাণ প্রতিষ্ঠান শিগেরু বান আর্কিটেক্টসের ডিজাইন করা টয়লেট দুটিতে পার্কে আগত মানুষের বিশেষ করে নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেয়া হয়েছে।
    ‘স্মার্ট গ্লাস’র দেয়াল দিয়ে তৈরি এই টয়লেটগুলোর আরেকটি দিক হচ্ছে, এগুলো উজ্জ্বল ও রঙিন আলোয় সজ্জিত।
    দেয়ালগুলো স্বচ্ছ গ্লাসের তৈরি হয় যে কেউ এর ভেতরের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভেতরে কেউ আছে কিনা তা আগেই জানতে পারে। আর রাতের বেলায় এর উজ্জ্বল ও রঙিন আলো পুরো পার্কের সৌন্দর্য বাড়িয়ে দেয়।