সংবাদটি সংগ্রহ করেছেন নিজস্ব প্রতিবেদক শেখ এ কে আজাদ বিস্তারিত;-
শিক্ষার গুণগত মান ও ধারাবাহিকতা সাফল্যে অর্জন করে চলছে রায়হান ইনস্টিটিউট। সাভার পৌর এলাকার ডগরমোড়া, চাপাইন রোডে এ ইনস্টিউট গড়ে উঠে ২০১০ সনে। রায়হান ইনস্টিটিউট লিখাপড়ার মান উন্নয়নের জন্যে “শিক্ষা,স্বাস্থ ও মূল্যবোধ বিকাশে-শ্লোগানে প্রতিষ্ঠানটি
আজ ১০ বছর পদার্পনে পা রাখছে,এগিয়ে চলছে আগামীর আলোর পথে। সাভারে লিখা পড়ার মান উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করে এ প্রতিষ্ঠান।
আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রায়হান ইনস্টিটিউটে১.প্রাক প্রাথমিক ২.প্রাথমিক ৩. মাধ্যমিক স্তরে ভাগ করে চলছে শিক্ষা কার্যক্রম।
ধারাবাহিক সাফল্যে অর্জনে গত ২০১৯ শিক্ষাবর্ষে প্রাথমিক সমাপনী ও জেএসসিতে এ+সহ শতভাগ পাশের হার রয়েছে প্রতিষ্ঠানটির।
গত ২০১৯ ইং সনে মোঃ আবুল মনসুর প্রিন্সিপাল পদে দ্বায়িত্ব পালনকালের পর থেকে ইনস্টিটিউটে লিখাপড়ার গুণগত মান উন্নয়ন ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সাফল্যের সহিত এগিয়ে নিয়ে যাচ্ছে।
রায়হান ইনস্টিটিউট প্রতিষ্ঠতা চেয়ারম্যান শেখ মোঃ মাজহারুল ইসলাম পেশায় একজন আইনজীবী তিনি তার নিজস্ব জায়গায় এ ইনস্টিটিউটি গড়ে তুলেছেন।
১৫ জানুয়ারি বুধবার দুপুরে রায়হান ইনস্টিটিউটের ক্যাম্পাসের মাঠে আংশিক নতুন ও পুরাতন বর্ষের শিক্ষার্থীদের সাথে প্রিন্সিপাল আবুল মনসুরসহ সাংবাদিক শেখ এ কে আজাদ উপস্থিত ছিলেন। পরে প্রিন্সিপাল আবুল মনসুর সাংবাদিক শেখ এ কে আজাদকে তাদের ইনস্টিটিউটের ক্যাম্পাসটি ঘুরে দেখান। প্রিন্সিপাল ও ক্যাম্পাসে সকলের আচার-আচরন দেখে মুগ্ধ ।
Leave a Reply