বাংলা ২য় পত্র বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর..
যতি চিহ্ন
১। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহূত হয়, তার নাম কী?
ক. দাঁড়ি খ. কোলন গ. সেমিকোলন ঘ. কমা
২। বিরামচিহ্ন কেন ব্যবহূত হয়?
ক. বাক্য সংকোচনের জন্য
খ. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
গ. বাক্যের সৌন্দর্যের জন্য
ঘ. বাক্যকে অলংকৃত করার জন্য
৩। বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১১টি
৪। হূদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে?
ক. কমা খ. হাইফেন গ. প্রশ্নবোধক ঘ. বিস্ময়সূচক
৫। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
ক. হাইফেন খ. কমা গ. দাঁড়ি ঘ. লোপ চিহ্ন
৬। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে?
ক. ড্যাশ খ. কোলন গ. সেমিকোলন ঘ. পূর্ণচ্ছেদ
৭। যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. কোলন খ. সেমিকোলন গ. ড্যাশ ঘ. হাইফেন
৮। কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
ক. কমা খ. সেমিকোলন গ. দাঁড়ি ঘ. উদ্ধরণ চিহ্ন
৯। বাক্যে (,) থাকলে কতক্ষণ থামতে হয়?
ক. এক বলতে যে সময় লাগে
খ. ৪ মিনিট গ. ২ মিনিট ঘ. ৩ মিনিট
১০। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. কমা খ. হাইফেন গ. সেমিকোলন ঘ. উদ্ধরণ
১১। বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
ক. কমা খ. হাইফেন/ইলেক গ. উদ্ধরণ চিহ্ন ঘ. কোলন
১২। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
ক. সেমিকোলন খ. কোলন গ. ড্যাশ ঘ. হাইফেন
১৩। সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোনটি বসে?
ক. কোলন খ. ড্যাশ গ. কোলন-ড্যাশ ঘ. হাইফেন
বাক্যের শ্রেণীবিভাগ
১। কোনটি আদেশসূচক বাক্য?
ক. তোমাকে বসতে বলেছি খ. এখানে এসো
গ. তুমি কি বসবে ঘ. বসলে খুশি হব
২। ‘সে কি যাবে’—এটি কী ধরনের বাক্য?
ক. আদেশসূচক খ. বিস্ময়সূচক
গ. বিবৃতিমূলক ঘ. প্রশ্নসূচক
৩। কোনটি প্রশ্নসূচক বাক্য?
ক. কী খেলাই খেললে খ. তুমি অবশ্যই খেলবে
গ. আমি খেলব না ঘ. তুমি কি খেলেছ
৪। ‘কী সাংঘাতিক ব্যাপার’—এটা কী ধরনের বাক্য?
ক. বিবৃতিমূলক খ. প্রশ্নমূলক
গ. বিস্ময়সূচক ঘ. অনুরোধবাচক
৫। ‘কোথায় যাচ্ছ’—এটা কী ধরনের বাক্য?
ক. বিস্ময়সূচক খ. প্রশ্নমূলক
গ. বিবৃতিমূলক ঘ. অনুরোধমূলক।
বাংলা ২য় পত্র: সঠিক উত্তর:
যতি চিহ্ন: ১. ঘ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. গ ৮. গ ৯. ক ১০. খ ১১. খ ১২. ক ১৩. খ।
বাক্যের শ্রেণীবিভাগ: ১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. খ।
Leave a Reply