Warning: Creating default object from empty value in /home/sattersangbad24/public_html/wp-content/themes/ProfessionalNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
শিবালয়ের একটি বিদ্যালয়ে দূর্নীতি-অনিয়মের মাধ্যমে সহকারী গ্রন্থাগারিক পদে লোক নিয়োগের অপচেষ্টা বন্ধের আবেদন করেছেন আপত্তিকারি সদস্যগন শিবালয়ের একটি বিদ্যালয়ে দূর্নীতি-অনিয়মের মাধ্যমে সহকারী গ্রন্থাগারিক পদে লোক নিয়োগের অপচেষ্টা বন্ধের আবেদন করেছেন আপত্তিকারি সদস্যগন – Satter Sangbad
সংবাদ শিরোনাম :
সাভারে গনসংযোগ করলেন জামায়াতের নেতা মো:আবুল বাশার সাভার উপজেলা নির্মাণ শ্রমিক সংগঠনের উদ্যােগে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে রেডিওকলোনী এলাকায় গরীব-দুঃখী,সাধারন মানুষের মাঝে ঈদ সামগ্রিক বিতরন সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত সাভারসহ দেশবাসীকে শুভেচ্ছা সাভার ইসলামীয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটালের এমডির সাভার প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাভার পৌর মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন.. সাভার পৌর ১ নং ওয়ার্ডর কাউন্সিলর পদপ্রার্থী চম্পক ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন.. সাভারে নদী পাড়ের শাখায় অবৈধ বালুর গদি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ট্রাকে টিসিবির পণ্য  বিক্রি কার্যক্রম শুরু হলো 
বিজ্ঞপ্তি প্রচারঃ
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাভার পৌর মেয়র প্রার্থী জনপ্রিয় সাবেক কাউন্সিল খোরশেদ আলম সাভার পৌর বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিকদলের সিনিয়র সভাপতি মো: দেলোয়ার হোসেনের পক্ষে রমজান ও ঈদের শুভেচ্ছা!!! সাভার পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ মোল্লা এর পক্ষে রমজান ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন… সাভার পৌর সেচ্ছাসেবক দলের পক্ষে পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা .. সাভার পৌর এলাকার শীর্ষ স্থানীয় প্রেসিডেন্সি স্কুলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস,রমজান,ঈদের শুভেচ্ছা  সৈনিকদলের সভাপতি মো:আব্দুল্লাহ আল মামুন ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন… সাভার পৌর ৮ নং ওয়ার্ডর কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন.. ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতি লি: এর পক্ষে শুভেচ্ছা সাভারসহ দেশবাসীকে শুভেচ্ছা সাভার ইসলামীয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটালের এমডির

শিবালয়ের একটি বিদ্যালয়ে দূর্নীতি-অনিয়মের মাধ্যমে সহকারী গ্রন্থাগারিক পদে লোক নিয়োগের অপচেষ্টা বন্ধের আবেদন করেছেন আপত্তিকারি সদস্যগন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৬৪৩ বার পঠিত

শিবালয়ের একটি বিদ্যালয়ে চরম দূর্নীতি-অনিয়মের মাধ্যমে সহকারী গ্রন্থাগারিক পদে লোক নিয়োগের অপচেষ্টা বন্ধের জন্য  উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন করেছেন আপত্তিকারি সদস্যগন

বরাবর,

উপজেলা নির্বাহী অফিসার
শিবালয়, মানিকগঞ্জ।

 

বিষয়: শিবালয় উপজেলার ষাইটঘড় তেওতা উচ্চ বিদ্যালয়ে চরম দূর্নীতি-অনিয়মের মাধ্যমে সহকারী গ্রন্থাগারিক পদে লোক নিয়োগের অপচেষ্টা বন্ধের আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই, আমারা নিম্ন স্বাক্ষরকারীগণ অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও এলাকার হিতৈষী ব্যক্তিবর্গ। আমরা বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে, অত্র বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে লোক নিয়োগের জন্য গত ৮ আগষ্ট ২০১৯ তারিখে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দীর্ঘ দিন এ বিষয়ে কোন তৎপরতা না থাকলেও পরিচালনা কমিটির সভাপতি অতি গোপনে চতুরতার সহিত অসৎ উদ্দেশ্যে লোক নিয়োগের জন্য আগামী ৩০ জানুয়ারি ২০২০ তারিখ শুক্রবার দিন ধার্য্য করে। এরা তাদের পছন্দ মাফিক লোক নিয়েগের জন্য মোটা টাকা লেন-দেন করে নিয়ম নিতির কোন তোয়ক্কা ছাড়াই বেপরোয়া মনোভাবের পরিচয় দিচ্ছে। আমারা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হওয়া স্বত্তেও সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহস্যজনক আচরন করে আসছে। এরা কোন প্রশ্নের সদুত্তর না দিয়ে মনগড়া কাজ চালিয়ে যাওয়ায় সন্দেহ ক্রমেই প্রবল হচ্ছে।
উক্ত পদে জমাকৃত আবেদন যথাসময়ে যাচাই-বাছাইপূর্বক রেজুলেশন না করে এবং সংশ্লিষ্ট প্তরে না পাঠিয়ে ইচ্ছা মাফিক প্রার্থীরে বাদ দিয়ে পছেন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার পায়তারা চালাচ্ছে। এরা মোটা টাকা উৎকোচ গ্রহন করে যোগ্য প্রার্থীদের বাদ দেয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে। ইতোমধ্যে এরা নিয়োগ কমিটিতে অর্ন্তভূক্তির জন্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নেয়ার চিঠি দিলেও অসৎ উদ্দেশ্যে তা পরিবর্তন করে পছন্দ মাফিক প্রতিনিধি শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নেয়ার অপচেষ্টা চেষ্টা করছে।
নিয়োগের ক্ষেত্রে এরুপ অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেয়ায় উক্ত পদে আবেদনকারী, ছাত্র-অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে উক্ত পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলপূর্বক পূনরায় নিয়োগের আশু-আদেশ দান প্রয়োজন।

অতএব, জনাব সমীপে বিনীত আরজ, উপরোক্ত বিষয়াবলী আপনার সুবিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আদেশ দানে বাধিত করতে একান্ত মর্জি হয়।

বিনীত নিবেদক,

আপত্তিকারি সদস্য
আব্দুল আজিজ ০১৭৩৪০০৮৪০৮
গোলাম ইয়াছিন ০১৬৩৯৬৭৯৮৫২
আঃ জলিল
০১৭২৮১২১৩৫৫
আতোয়ার মুন্সি
০১৭১১৫১২২৪০
মোঃ রমজান

অনুলিপি পত্রঃ
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিবালয় ।
প্রধান শিক্ষক, শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় (ডিজি প্রতিনিধি) ।

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা উচচ বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যের ইচ্ছার বিরুদ্ধে সভাপতি আ. রাজজাক পছন্দের প্রাথীকে গ্রন্থ গ্রনথাগারিকপদে নিয়োগের জন্য ৩১ জানুয়ারি শুক্রবার পরিক্ষার দিন ধার্য্য করেছেন। এ নিয়োগ পরিক্ষা বাতিলের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেও কোন ফল হচ্ছে না। এতে সর্বমহলে বিরুপ প্রতিক্রিয়া তৈরী হয়েছে। ( স্বেচ্ছাচারি সভাপতি
০১৬২৪২৩৫৭৪৮)

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

Developed By BanglaHost