
একদিন দেখা হবে নিশ্চই
ডাঃ আমজাদুল হক
একদিন দেখা হবে নিশ্চই
হতেপারে নিছক দেখা
হতেপারে বারংবার
প্রতিধ্বনি…
যীশুর পুনরুত্থান এর মতো
একদিন দেখা হয়ে যেতে পারে
প্রস্তুত অথবা অপ্রস্তুত,
অপ্রসারিত বাক্যের মত
একদিন,
সব বেহিসাবি হিসাব
মুখোমুখি হবে…
একদিন দেখা হয়ে যাবে নিশ্চই।
নিউজটি শেয়ার করুন

Leave a Reply