সাভারে মুসুল্লী ও পথচারীর মাঝে জীবানুমুক্ত করতে স্প্রে, সাবান ও মাস্ক বিতরণ করলেন সাভার কলেজ শাখা ছাত্রলীগ শাকিল
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
করোনা ভাইরাসে থেকে মুক্ত পেতে সারা দেশে ন্যায়
গনসতেনতার এগিয়ে আসলেন সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর ১নং সাংগঠনিক সম্পাদক ফারহান শাকিল।
শক্রবার (২৭) মার্চ মসজিদের মুসুল্লী ও পথচারীর মাঝে জীবাননাশক হাত পরিস্কার করতে স্প্রে ছিটিয়ে দিয়ে সাবান ও মাস্ক বিতরণ করা করেন তিনি।
করোনায় গনসচেতনতামূলক কার্যক্রমে সাভার থানা জামে মসজিদে স্প্রে, সকলের হাত জীবানুমুক্ত করতে স্প্রে ও মুসুল্লিদের মাঝে মাস্ক এবং সাবান বিতরণ করেন।
নামাজের আগে ও পরে সাভার থানা রোডের মুক্তির মোড় ও সাভার অধরচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় এলাকায় মাস্ক ও জীবানুমুক্ত রাখতে পথচারীদের মাঝে ডেটল সাবান বিতরণ করেছেন তিনি।
তিনি বলেন এ বিতরন চলমান থাকবে যতদিন না করোনামুক্ত না হয় দেশ। তিনি সকলকে অসহায় ও গরীব মানুষের পাশে দাড়াতে আহবান জানান।
Leave a Reply