সাভারে হিজড়া সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সাভার-আশুলিয়া-ধামরাইয়ে বসবাসকৃত অসহায়-দুস্থ, সুবিধাবঞ্চিত, সমাজের পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান এমপি ঢাকা ১৯।
১২ ই মে মঙ্গলবার দুপুরে এই খাদ্য সহায়তা প্রদান করা হয় প্রায় ৩০০ হিজড়া সম্প্রদায়ের মাঝে, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার এর প্রতিষ্ঠিত উত্তরন ফাউন্ডেশন এর উদ্যোগে সাভারের বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত ঘোষ এর নিজস্ব তহবিল থেকে সাভার মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এখানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত ঘোষ, উত্তরণ ফাউন্ডেশন এর কর্মকর্তা রুবেল মিশ্রা, দৈনিক আগামীরসংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুস সালাম রুবেল, হিজড়া সম্প্রদায়ের নেতা অনন্যা স্বামী ও শাপলা হিজড়া সহ স্থানীয় আওয়ামিলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply