সাভারের শীর্ষ সন্ত্রাসী ডজনখানী মামলার আসামী আল-আমিন তার ৩ সহযোগীকে ১৬ লাখ টাকার মাদক অস্ত্রসহ গ্রেফতার

  • নিজেস্ব প্রতিবেদকঃ

সাভারের শীর্ষ সন্ত্রাসী ডজনখানী মামলার উপরে আসামী আল-আমিন ও তার ৩ সহযোগীসহ গ্রেফতার হয়েছে। এ সময় তার নিকট থেকে সাড়ে ১৬ লাখ টাকা মূল্যের হোরাইন, ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-৪।
র‌্যাব-৪ এ উদ্ধার অভিযানে তিনজনকে গ্রেফতার করে র‌্যাব বাদী হয়ে দারুস সালাম থানায় ২৭ ডিসেম্বর শুক্রবার দুপুরে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা (নং-২৭ ও ২৯) দায়ের করা হয়েছে।

র‍্যাব জানায় , রাজধানীর দারুস সালাম থানার লালকুটি এলাকার এডভোকেট রেজাউর রহমানের বাসার ভাড়াটিয়া হিসেবে আল আমিন বসবাস করতেন। গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-৪-এর পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় এ বাসায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আল-আমিনকে ৩ সহযোগীসহ আটক করা হয়। পরে আল আমিনের বাসায় তল্লাসী চালিয়ে ১৬৬ গ্রাম হেরোইন যার মূল্য আনুমানিক ১৬ লাখ ৬০ হাজার টাকা, ২ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার আব্দুল অলির ছেলে স্থানীয় শীর্ষ সস্ত্রাসী আল আমিন (৩৫), সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড়ের বাসিন্দা শাজাহান তালুকদারের ছেলে আলম (৪২), সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমাযেতপুরের জয়নাবাড়ি এলাকার লাবু মিয়ার ছেলে সালাউদ্দিন (৩৯) ও সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মতি মিয়ার ছেলে (৩৫)।
র‌্যাব জানায়, আল আমিনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক খুন, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে তাকেসহ তার তিন সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *