শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ সারা বাংলাদেশের ন্যায় রবিবার সকালে সাভারে ডেইরী ফার্ম হাই স্কুল ও ডেইরী ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরনী উৎসব পালিত হয়েছে। বই বিতরনী উৎসবে প্রধান অতিথি হিসেবে পরিচলানা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় গো প্রজনন, দুগ্ধ খামার এর পরিচালক এ. বি.এম খালেকুজ্জামান ও সাভারে ডেইরী ফার্ম হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুসসহ বিদ্যালয়ে পরিচালনা কমিটি সদস্যবৃন্দ,শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন ।
অপর দিকে ডেইরী ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচলানা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় গো প্রজনন, দুগ্ধ খামার এর পরিচালক এ. বি.এম খালেকুজ্জামান ও প্রধান শিক্ষিকা সেলিমা ইসলামসহ অতিথিবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীর মাঝে বই বিতরন করেন। বই বিতরনী উৎসবে শিশু কিশোররা নতুন বই পেয়ে তারা আনন্দ প্রকাশ করে।পরিচলানা কমিটির সভাপতি এ. বি.এম খালেকুজ্জামান ্ও নিকট শিক্ষার্থীদের জন্য স্কুলডায়রীর কথা তুলে ধরলে তিনি নিজ খরচে স্কুলডায়রী তুলে দেয়ার ঘোষনা দিয়েছেন। এতে শিক্ষার্থীদের প্রতিদিনের লিখাপড়া শেষ করতে সহজ হবে, এর স্কুলের রেজাল্ট আরো বলে হবে বলে এমনটা আশা ব্যক্ত করেছেন উপস্থিত সকলে।
অপরদিকে, পাঠ্যপুস্তক বিতরণ করেন আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক সাভার উপজেলা পরিষদের চেয়ারন্যান মোঃ ফিরোজ কবীর, স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকাবৃন্দসহ আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বই বিতরনী উৎসবে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও একইদিনে মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা,প্রাইমারি স্কুলে বই বিতরন উৎসব পালিত হয়েছে।
১.১.২০২৩ ইং।
Leave a Reply