কবিতা-
স্নিগ্ধতার প্রকৃতি
ছন্দে গাঁথা আজ বিকাল
শীতের প্রকৃতি রাঙ্গা মনটি
শীতের হিমেল ছোয়ায় মন খানি
সূর্য হাসির আলো আর সরিষা ফুলে
পরসটি মন হারিয়ে যায়
হিমেল হাওয়ায়।
সৃষ্টিকর্তার অশেষ রহমতে
আকাশ-জমিনের প্রকৃতি
এক খোলা জানালায়
মেলে দিলাম দুটি ডানা।
দিনের শেষ বিকালে
সকল হাসির আনন্দে-ছন্দে
মনটি আজ রাঙ্গায় ভরা।
লেখকঃ শেখ এ কে আজাদ,সাংবাদিক
তাং-২.১.২০২০ ইং।
Leave a Reply