চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকায় মাদরাসার এক ছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগে ২ শিক্ষক গ্রেফতারের পর ৫ দিন করে রিমান্ডে মঞ্জুর করেছে আদালত।।
ষ্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলকার এক মাদরাসা ছাত্র আবির হোসাইনকে বলাৎকার করে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুই শিক্ষককে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার আমলি আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল খালেক সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাপিয়া নাগ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিকালেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ওই দুই শিক্ষককে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়।
গত ২৪ জুলাই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানী হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র আবির হুসাইনের মাথাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। মাদরাসার অদূরে একটি আম বাগানে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার পর গুম করা হয় ওই মাদরাসার ছাত্রের মাথা।
এর এক দিন পর র্যাব ও পুলিশের যৌথ অভিযানের সময় মাদরাসার পাশের একটি পুকুর থেকে ডুবুরিরা নিহত ওই ছাত্রের কাটা মাথা উদ্ধার করে। এ ঘটনায় মাদরাসার পাঁচজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এর দুই দিন পর মাদরাসার মুহতামিম মুফতি আবু হানিফ ও তামিম বিন ইউসুফকে গ্রেফতার দেখানো হয়।
মামালটির তদন্তের দ্বায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশের হাতে। আলোচিত এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আব্দুল খালেক মামলার তদন্ত করছেন।
Leave a Reply