বিপিএলে রেকর্ড গড়লেন কাটার মাস্টার মোস্তাফিজসহ ৫ বলার,ফাইনালে শিরোপা জয় খুলনা টাইগার্সের আর রানার্স আপ হয়েছে মুশফিকের খুলনা টাইগার্স।
স্পোর্টসডেক্সঃ
প্রথম বিদেশী অধিনায়ক হিসেবে রেকর্ড গড়ে রাজশাহীকে শিরোপা এনে দিয়েছেন আন্দ্রে রাসেল। আর রানার্স আপ হয়েছে মুশফিকের খুলনা টাইগার্স। শুক্রবার বিপিএলের ফানাল খেলা হয়েছে।
দুদলেরই সফলতার পেছনে দারুণ ভূমিকা রেখেছেন বোলাররা।
একনজরে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে সেরা পাঁচ বোলারের তালিকাঃ
বিপিএলে কম ম্যাচ খেলেও বঙ্গবন্ধু বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। ১২ ম্যাচে এই বাঁহাতির সংগ্রহ ২০ উইকেট। গড় ১৫.৬০। ওভারপ্রতি দিয়েছেন ৭.০১ রান।
দুই নম্বরে আছেন বিপিএলের ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড গড়া পাকিস্তানের বাঁহাতি পেসার আমির। তার গড় ১৭.৭৫। ওভারপ্রতি দিয়েছেন ৭.০৫ রান। উইকেট সংখ্যা ২০।
তিনে থাকা রুবেলের ১৩ ম্যাচে উইকেট সংখ্যাও ২০টি। বিপিএলে নিয়মিত ভালো করা এই পেসার উইকেট শিকার করেছেন ১৭.৮৫ গড়ে। ইকোনমি ১৭.৮৫।
১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন পেস দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক। তার গড় ১৯.৬০। ইকোনমি ৭.৩৯।
পাঁচে আছেন আরেক খুলনার পেসার শহীদুল ইসলাম। ১৩ ম্যাচে ঝুলিতে ভরেছেন ১৯ উইকেট। গড় ২০.৮০ আর ওভার প্রতি রান দিয়েছেন ৮.০৮।
১৮ উইকেট নিয়ে ষষ্ঠতে আছেন চট্টগ্রামের তরুণ বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। ১০ ম্যাচে ১৫.৮৩ গড় ও ৭.৫০ ইকোনমি তার।
Leave a Reply