Author: sattersangbad24

  • খুলনায় নারী পুলিশ সার্জেন্টের আত্মহত্যার চেষ্টা: নদী থেকে উদ্ধার

    খুলনায় নারী পুলিশ সার্জেন্টের আত্মহত্যার চেষ্টা: নদী থেকে উদ্ধার

    খুলনায় নারী পুলিশ সার্জেন্টের আত্মহত্যার চেষ্টা করে। রুপসা নদী থেকে বুধবার রাতে উদ্ধার করা হয়েছে

    নিজেস্ব প্রতিবেক,খুলনা থেকেঃ
    খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র নারী পুলিশ সার্জেন্ট শিলাকে রূপসা নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রাত ৮টার দিকে আত্মহত্যার উদ্দেশ্যে ঐ নারী পুলিশ সার্জেন্ট রূপসা নদীতে ঝাঁপিয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

    কেএমপি সূত্রে , সার্জেন্ট শিলা আক্তার ৭ দিনের মেডিকেল ছুটিতে রয়েছেন। ২০১৭ সালে তিনি পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে যোগদান করেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তির পর কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে তাকে দেখতে যান। বর্তমানে সার্জেন্ট শিলা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

  • ৩ দিন ব্যাপী টঙ্গীতে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু ১০ জানুয়ারি

    ৩ দিন ব্যাপী টঙ্গীতে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু ১০ জানুয়ারি

    • শেখ এ কে আজাদ,টঙ্গীর গাজীপুর থেকেঃ

    গাজীপুরের টঙ্গীতে আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি, চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

    টঙ্গীর তুরাগ তীরে ৫৫তম বিশ্ব ইজতেমাকে ঘিরে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতিমূলক কাজ। এরই মধ্যে কাজ সম্পন্ন হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের শীর্ষ মুরুব্বি ও ময়দানের জিম্মাদার প্রকৌশলী মাহফুজ হান্নান এ তথ্য জানিয়েছেন।

    বিশ্ব ইজতেমা মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, ঘন কুয়াশা ও কনকনে শীত ও শীতের বৃষ্টি উপেক্ষা করে স্বেচ্ছাসেবী মুসল্লিরা সকাল থেকে বিকেল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

    তিন দিনের ইজতেমাকে ঘিরে টঙ্গী ও আশপাশ এলাকায় ধর্মীয় উৎসব আমেজ বিরাজ করছে। আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেল থেকে ইজতেমাকে কেন্দ্র করে টুপি-পাঞ্জাবি পরা মুসল্লিদের আনাগোনা বাড়তে পারে।
    ইজতেমা প্রাঙ্গণে ঢাকা জেলার সাথিরাও তাদের জন্য নির্ধারিতস্থানে ছামিয়ানা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। বৃহস্পতিবার দুপুরের মধ্যেই তাদের ছামিয়ানা টানানোসহ সমস্ত কাজ শেষ হবে বলে জানান কর্মরত সাথিরা। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ময়দানে এসে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নেবেন বলে জানান তাঁরা।

  • আশুলিয়ার জিরানী এলাকায় র‍্যাব-৪’র অভিযানে চাকুরি প্রলোভনে অর্থ আত্মসাৎকারী চক্রের ০৮ জনকে গ্রেফতার ও  প্রতারনার শিকার ৪২ জনকে উদ্ধার

    আশুলিয়ার জিরানী এলাকায় র‍্যাব-৪’র অভিযানে চাকুরি প্রলোভনে অর্থ আত্মসাৎকারী চক্রের ০৮ জনকে গ্রেফতার ও প্রতারনার শিকার ৪২ জনকে উদ্ধার

    নিজেস্ব প্রতিবেদ,আশুলিয়া থেকেঃ

    সাভারের আশুলিয়া জিরানী বাজার এলাকায় মেট লাইফ লিমিটেডে অভিযান চালিয়ে চাকুরী প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের ০৮ জন গ্রেফতারসহ প্রতারনায় শিকার ৪২ জনকে উদ্ধার করেছে র‌্যাব-৪। গতকাল ৮ জানুয়ারি

    রাত ৮ টার সময় র‍্যাব ৪ এ অভিযান পরিচালনা করেন।

  • সাভারে মহাসড়কের পাশে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে জমি ও স্থাপনা রক্ষা কমিটি’র ব্যানারে সংবাদ সম্মেলন

    সাভারে মহাসড়কের পাশে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে জমি ও স্থাপনা রক্ষা কমিটি’র ব্যানারে সংবাদ সম্মেলন

    ডেক্সরিপোর্টঃ

    সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে বিনা নোটিশে বৈধ সম্পত্তি, স্থাপনা ও অবকাঠামো ভাঙা বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভবনের মালিকরা। বুধবার সকালে সাভারের শিমুলতলায় জিলিয়ান চাইনিজ রেষ্টুরেন্টে ‘ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন জমি ও স্থাপনা রক্ষা কমিটি’র ব্যানারে এই সংবাদ অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়ক সম্প্রসারণের কথা বলে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানা স্থাপনা ও অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। যেসব কবকাঠামো নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন, ছাড়পত্র রয়েছে। নিয়মিত ভূমির খাজনা, পৌরকর, বিদ্যুতবিল, গ্যাসবিল পরিশোধ করে বৈধ দখলদার থাকা অবস্থায় কষ্টার্জিত টাকায় নির্মিত স্থাপনা অযৌক্তিক কারণে ভেঙে ফেলা হচ্ছে যার কোন আইনগত ভিত্তি নেই।

    তারা অভিযোগ করেন, অভিযান চলাকালীন সময়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা অবকাঠামো অপসারণের বিষয়ে কোন সদুত্তর ও সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থ হয় এবং অভিযানের সমর্থনে কোন কাগজপত্রাদি প্রদর্শন করেনি। কোন আগাম নেটিশ ছাড়াই হঠাৎ করে বিশাল বহরের পুলিশসহ সড়ক ও জনপথ বিভাগ একেরপর এক স্থাপনা ভেঙে ফেলায় ঢাকা অরিচা মহাসড়কের দু;পাশ ধংসস্তুপে পরিণত হয়।

    ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীরা বলেন, এই অভিযানের মাধ্যমে ব্যবসায়ীদের বহু কষ্টের টাকায় গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা বুলডুজার চালিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়ে অনেক ব্যবসায়ী পথে বসেছেন। অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে এখন কিস্তি পরিশোধ করছে পারছেন না।

    সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, আমরা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত নয় বরং উন্নয়নের অংশীদার হতে চাই। তবে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ধংস ও অপসারণের মাধ্যমে এই চক্র সরকারের উন্নয়ন কর্মকান্ডের ইমেজ নষ্টের পায়তারা করছে বলেও অভিযোগ করেন তারা। তাই উ”েছদ অভিযানের নামে অবিলম্বে বৈধ স্থাপনা বন্ধের দাবি জানান তারা।

    সংগঠনটির আহবায়ক নাসিমুল আলম এসময় লিখিত বক্তব্য পেশ করেন। অন্যান্যদের মধ্যে সংগঠনের যুগ্ম আহবায়ক মো. বাবুল মিয়া, মাসুদ রানা দুলাল, শহীদুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব জিয়া উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে গত বছরের নভেম্বরের ২৫ ও ২৬ তারিখে এবং দ্বিতীয় দফায় ৭ ও ৮ ডিসেম্বর তারিখে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত উভয় পাশের বিভিন্ন স্থানে ৪০-৫০ ফুট দখল করে থাকা সহস্রাধিক স্থায়ী ও অস্থায়ী স্থাপনা ভেঙে দেয় সড়ক ও জনপথ অধিদফতর।

  • সাভারের আমবাগানে ১১ বছরের শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত আসামী আদালতে স্বীকারক্তি

    সাভারের আমবাগানে ১১ বছরের শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত আসামী আদালতে স্বীকারক্তি

    • ষ্টাফ রিপোর্টার:

    সাভারের আশুলিয়া আমবাগানে রিকশা চালকের ১১ বছরের শিশুকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত কুদরত হোসেন (৩২) কে পুলিশ গ্রেফতার করে আদালতে জবানবন্দি দিয়েছে ধর্ষন কারী।

    বুধবারে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান। এর আগে আসামিকে (৭ জানুয়ারি) গভীর রাতে আশুলিয়ার গোকুলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মঙ্লবারে আদালতে প্রেরণ করে।

    গ্রেফতার আসামী কুদরত হোসেন মুনশিগঞ্জ জেলার শ্রীনগর থানার মৃত বাচ্চু মিয়িার ছেলে। বর্তমানে আশুলিয়ার গোকুলনগর এলাকার রাসেল মিয়ার ভাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতো। সে তিন সন্তানের জনক বলে জানা গেছে।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক রকিবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার গোকুলনগর বাজার থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। বুধবার (৮ জানুয়ারি) তাকে আদালতে নেওয়া হলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে সে। একই সাথে অপরাধের বর্ণনা দেয়।

    গত ২ জানুয়ারি সন্ধ্যার দিকে আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমতলা এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে। আসামি ভুক্তভোগীর ভাড়া বাসার সামনে থেকে কৌশলে নিয়ে গিয়ে আকবর দিপুর নির্মাণাধীন ২তলা ভবনের নিচতলায় নিয়ে শিশুকে ধর্ষণ করে।
    এসময় কিশোরী অসুস্থ্য হয়ে পড়লে বসায় দিয়ে আসে ধর্ষক নিজে। এসময় ভুক্তভোগী তার দাদীকে দেখে চিৎকার দিয়ে ডাকলে আসামি পালিয়ে যায়। পরে ভুক্তভোগী কিশোরীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি করা হয়। গত ৪ জানুয়ারি শিশুর মা বাদী হয়ে অজ্ঞাত এক জনকে আসামি করে মামলা দায়ের করেন।

  • দীর্ঘ ৩৫ বছর বিরোধের জেরে ময়মনসিংহের দিয়ারচর এলাকায় খান গোষ্ঠীর ভাংচুর ও লোটপাটের তান্ডবে ঘর ছাড়া মন্ডল গোষ্ঠী

    দীর্ঘ ৩৫ বছর বিরোধের জেরে ময়মনসিংহের দিয়ারচর এলাকায় খান গোষ্ঠীর ভাংচুর ও লোটপাটের তান্ডবে ঘর ছাড়া মন্ডল গোষ্ঠী

    •  রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ ব্যুরো:

    খান গোষ্ঠীর লাগাতার ভয়াবহ তান্ডব,ভাংচুর ও লোটপাটের ঘটনায় ঘর ছাড়া মন্ডল গোষ্ঠীর ৫ টি পরিবার।প্রায় দীর্ঘ ৩৫ বছর ধরে চলে আসা বিরোধ এখন ভয়াবহ আকার ধারণ করেছে। ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের দিয়ারচর গ্রামের মন্ডল এবং খান দুই গোষ্ঠীর চলমান দ্বন্দ্ব রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিয়েছে বার বার। ঘটেছে একাধিক প্রাণহানীর ঘটনাও । আহত হয়েছেন অনেকেই।

    হামলা, মামলা যেন সেখানে নিত্যদিনের আতংকে রুপ নিয়েছে। খান গোষ্ঠী প্রভাবশালী হওয়ায় বারবার হামলা,ভাংচুর,লোটপাট ও বাড়িঘরে আগুন পুড়ার শিকার হয়েছে মন্ডল গোষ্ঠীর পাঁচটি পরিবার।
    মন্ডল গোষ্ঠীর কামাল হোসেন মন্ডল জানান, ১৯৮৫ সাল থেকেই মন্ডল এবং খান গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছে। এই বিরোধে ১৯৮৫ সালে আমার জেঠা মেঘু মিয়া ও ১৯৯৯ সালে আমার বাবা আব্দুল মোতালেব মন্ডলকে প্রাণ দিতে হয়েছে। এছাড়াও অনেকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। খান গোষ্ঠী শক্তিশালী হওয়ায় আমার বাবা ও জেঠাকে প্রকাশ্য দিবালোকে খুন করেও আইনের ফাঁক ফোকরে তারা বেরিয়ে এসেছে।২০০৪ সালে হত্যার উদ্দ্যেশে আমার উপর হামলা হয়েছে।আমার একটি চোখ নষ্ট হলেও প্রাণে বেঁচে যাই । সম্প্রতি মন্ডল গোষ্ঠীর রামভদ্রপুর বহুমূখী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক মেয়ে-কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে খান গোষ্ঠীর ছেলে মমিন খান। এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা করায় ক্ষেপে যায় খান গোষ্ঠী। ভাংচুর করে ঘর-বাড়ি। নষ্ট করা হয় ফসলী জমি।
    মন্ডল গোষ্ঠীর অপর সদস্য জানান, আমাদের এলাকাটি ময়মনসিংহ সদর,ফুলপুর ও নকলা উপজেলার সীমান্ত হওয়ায় আমরা সহজে পুলিশি সহযোগীতা পাই না ।আমরা আইনের মাধ্যমে এ সমস্ত ঘটনার সুষ্ঠ বিচার চাই।
    সরকার গোষ্ঠীর তান্ডব থেকে মুক্তি পেতে স্থানীয় চেয়ারম্যানের শরণান্ন হলেও কোন প্রতিকার মেলেনি বলে জানান ঘরছাড়া ৫ টি পরিবার।
    এবিষয়ে বোররচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত আলী বুদু বলেন, আমি বারবার উভয় গোষ্ঠীর লোকজনদের নিয়ে সমঝোতার চেষ্টা করে আসছি। এনিয়ে আমি ফুলপুর ও নকলার চেয়ারম্যানদের নিয়ে বারবার বসে সমাধান করার চেষ্টা করেছি কিন্তু সমাধান হচ্ছে না অদৃশ্য কারণে।
    ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাহমুদুল ইসলাম জানান, দুই গোষ্ঠীর মধ্যে যুগযুগ ধরে চলা বিরোধ আইনী প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। তাই প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে সেটি সমাধানের চেষ্টা করা হচ্ছে ।
    নকলা থানার এসআই মোঃ শাহ আলম খান বলেন, মামলা হওয়ার কিছুদিন পর আসামীভুক্ত ২২ জনের মাঝে ২১ জন আদালতে আত্নসমর্পণ করে জামিনে মুক্ত রয়েছে। তবে মামলায় ১নং আসামী মজিবুর রহমান এখনো পলাতক রয়েছে । তবে তাকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে। ফুলপুর থানার এসআই মাহবুবুল ইসলাম জানান, ২৯ ডিসেম্বর ফুলপুর থানায় শাহিন মিয়া বাদী হয়ে ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এতে অভিযান চালিয়ে ৮ নং আসামী এনামুল হক মেম্বার কে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।বাকি আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যহত রয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে চলে আসা দ্বন্দ্ব দ্রুত সমাধানের মাধ্যমে সামাজিক মেলবন্ধন ফিরে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

  • সাভারে শাক বিক্রির ৪০ টাকা চাইতে গেলে ধারালো বটির কুপে রক্তাক্ত জখম হলো এক মহিলা,রাজন নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ

    সাভারে শাক বিক্রির ৪০ টাকা চাইতে গেলে ধারালো বটির কুপে রক্তাক্ত জখম হলো এক মহিলা,রাজন নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    সাভারের কাঁচা তরকারি বিক্রির ৪০ টাকা চাইতে গেলে বটি দিয়ে এক মহিলাকে রক্তাক্ত জখম করেছে এক পাওয়ানাদার ।

    সাভার পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মধ্যেপারা এলাকার বুধবার (৮ জানুয়ারি) সকালে স্থানীয় রাজন (৪০) নামে ব্যক্তির নিকট শাক বিক্রির পাওয়ানা ৪০ টাকা চাইতে গেলে ধারালো বটি দিয়ে আফিয়া বেগম(৫৫)কে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করলে তিনি মাটিতে লুটে পরে।
    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎকরা জানান তার মাথায় ১৬ টি সেলাই পরেছে মহিলাটি শঙ্কামুক্ত নন।

    স্থানীয়রা সাভার মডেল থানাকে জানালে পুলিশ অভিযান করে তার বাড়ি থেকে রাজনকে গ্রেফতার করে।
    পুলিশ জানায়, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং মাদক ও সন্ত্রাস আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

  • কবিরা যেমন হয়

    কবিরা যেমন হয়

    ডাঃ আমজাদুল হক

    আঁধারে আঁধারে তুমি

    দু’চোখের আলো
    তবে চলে আসো
    গুটিয়ে ফেলো স্বপ্ন জাল….

    একবার কবি হবো
    একবার তোমাকে ছুবো
    এ পরম ইচ্ছা আমার…

    কি মোহাচ্ছন্ন, মায়া
    দুচোখ
    ভ্রু
    নাক
    কি অবিনাশী কন্ঠ তোমার
    তুমি বারবার আসো
    বারবার তুমি হাসো

    চোখে চোখে মায়া
    চেয়ে দেখো….
    কতটুকু যাতনা সয়ে
    আজ হৃদয়ের ক্ষরন…

    শুধু একবার কবি হবো
    শুধু একবার ছবি হবো
    শুধু একবার তোমাকে ছুবো
    শুধু একবার তোমার হব….
    এ আমার সুখ
    এ আমার প্রাচুর্য বিরহ কথা…

    (পর্ব-৪৬)

  • মাদরাসা শিক্ষার্থীদের জন্যও সমান সুযোগ সৃষ্টি করতে চাইঃ প্রধানমন্ত্রী ইমরান খান

    মাদরাসা শিক্ষার্থীদের জন্যও সমান সুযোগ সৃষ্টি করতে চাইঃ প্রধানমন্ত্রী ইমরান খান

    • আন্তর্জাতিক সত্যেরসংবাদডেক্সঃ

    আমি চাই মাদরাসার শিক্ষার্থীরাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার ও পুলিশ কর্মকর্তা হোক। এজন্য মাদরাসা শিক্ষার্থীদের সাইন্স, টেকনোলজি ইত্যাদি আধুনিক বিষয়েও পাঠদান করতে হবে। আমরা মাদরাসা শিক্ষার্থীদের জন্যও সমান সুযোগ সৃষ্টি করতে চাই। খবর ডেইলি জং-এর। সম্প্রতি মাদরাসা শিক্ষা-সংস্কার ও কাশ্মীর ইস্যুসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে বৈঠককালে পাক প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান মুফতী মুনিরুর রহমান, মাওলানা তাহের আশরাফী, ধর্ম বিষয়ক ফেডারেলমন্ত্রী পীর নুরুল হক কাদেরী, শিক্ষামন্ত্রী শফকত মাহমুদ, তথ্য উপদেষ্টা ফিরদাউস আশিক। এছাড়াও ওলামায়ে কেরাম ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    ডেইলি জং জানায়, উপস্থিত আলেমরা প্রধানমন্ত্রী ইমরান খানকে উপরোক্ত বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং মাদরাসা শিক্ষা সংস্কারে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও কথা দিয়েছেন।
    সূত্রঃঅনলাইন

  • সাত দিনে ৪০ নারীসহ ৭৬৭ বাংলাদেশি দেশে ফিরলেন

    সাত দিনে ৪০ নারীসহ ৭৬৭ বাংলাদেশি দেশে ফিরলেন

    • ষ্টাফ রিপোর্টারঃ

    সাত দিনে ৪০ নারীসহ ৭৬৭ বাংলাদেশি দেশে ফিরলেন।সৌদি আরব থেকে মঙ্গলবার দিবাগত রাতে আবারও দেশে ফিরেছেন ১৩২ জন সৌদি এয়ারলাইন্সের দুটি বিমানযোগে তারা দেশে ফেরেন।

    তারা বলছেন, আকামা তৈরির জন্য কফিলকে (নিয়োগকর্তা) টাকা প্রদান করলেও কফিল আকামা তৈরি করে দেয়নি। পুলিশের হাতে গ্রেপ্তারের পর কফিলের সঙ্গে যোগাযোগ করলেও দায়িত্ব নিচ্ছে না। বরং কফিল প্রশাসনকে বলেছেন, ক্রুশ (ভিসা বাতিল) দিয়ে দেশে পাঠিয়ে দেশে ফেরত আসা অনেকেই অভিযোগ করেছেন।
    দেশে ফেরত আসা এক নারী কর্মী জানান, ২০১৯ সালের এপ্রিল মাসে তিনি সৌদি আরব গিয়েছিলেন তারা। সেখানে নিয়োগকর্তার নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে। একই পরিস্থিতির শিকার হয়ে একসঙ্গে দেশে ফিরেছেন যশোর জেলার খাদিজা বেগম, নারায়ণগঞ্জের সেফালী বেগম, ঝিনাইদহের শিল্পি খাতুন ও ঢাকার সুবর্ণা বেগম।

    ফেরা রাজবাড়ী জেলার রউছ শেখ জানান, মাত্র এক বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। কর্মস্থল থেকে রুমে ফেরার পথে পুলিশ আটক করে। পুলিশের কাছে আকামা দেখিয়েও কোনো কাজ হয়নি। এমনকি নিয়োগকর্তাও দায়িত্ব না নেয়ায় দেশে ফেরত পাঠানো হয়।

    রউছ শেখের সাথে দেশে ফিরেছেন নোয়াখালীর ফারুক, কুমিল্লার সাইফুল, চট্টগ্রামের তাসলিম আরিফ, পাবনার জুয়েল শেখসহ আরও ১৩২ বাংলাদেশি।

    সূত্র-অনলাইন