Author: sattersangbad24

  • শ্রীপুরের মাওনা এলাকায় গরু চুরির হিড়িক! রাত জেগে পাহারা

    শ্রীপুরের মাওনা এলাকায় গরু চুরির হিড়িক! রাত জেগে পাহারা

    শ্রীপুরের মাওনা এলাকায় গরু চুরির হিড়িক! রাত জেগে পাহারা

    মোহাম্মদ আদনান মামুন,শ্রীপুর থেকেঃ
    গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে গরু চুরির যেন হিড়িক পড়েছে,এমন অভিযোগ উঠেছে ওই এলাকায়। প্রায় প্রতি রাতে কোন না কোন কৃষকে সর্বশান্ত করে তাদের বেঁচে থাকা একমাত্র অবলম্বন গরু চুরি করে নিচ্ছে রাতের আঁধারে। রাত জেগে পাহারা দিয়েও শেষ রক্ষা পাচ্ছে না অসহায় কৃষকরা।

    মাওনা ইউনিয়ন গত দুই মাসে অন্তত পঞ্চাশটিরও বেশি গরু চুরির ঘটনা ঘটেছে।

    (১৩ মার্চ শুক্রবার) মধ্যরাতে সিংগারদিঘী গ্রামের কৃষক জাকির হোসেনের গোয়ালঘর থেকে তিনটি ষাড়গরু ও দুটি বকনাগরু অপর দিকে একই গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মো. আদম আলীর গোয়ালঘর থেকে চারটি গরুসহ মোট নয়টি গরু চুরি করে নিয়ে যায়।

    ভুক্তভোগী কৃষকদের সাথে কথা বলে জানাযায়,
    ঘটনার রাতে অন্য দিনের মতো গরুগুলোকে নিজ নিজ গোয়ালঘরে রেখে তারা ঘুমিয়ে পরে। মধ্যে রাতের কোন এক সময় গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যায়।

    ভুক্তভোগী জাকির হোসেন জানায়, আমি ও আমার স্ত্রী সকালে গোয়াল ঘরে যাই, গিয়ে দেখি আমার গরুগুলো নেই। এসময় আমাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। একই ভাবে আদম আলীও সকালে গোয়াল ঘরে গিয়ে তার চারটি গরু নেই।

    তাদের ধারণা, এলাকার চিহিৃত কিছু চুরের সহযোগিতায় অজ্ঞাত চোরেরা তাদের দীর্ঘদিনের লালিত-পালিত গরু চুরি করেছে ধারাবাহিক ভাবে ।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী মুঠোফোনে বলেন, গরু চুরির অভিযোগটি জেনেছি, নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • খাদ্য ও ওষুধ ভেজালমুক্ত করা বড়ই কঠিন : ম্যাজিস্ট্রেট সারোয়ার

    খাদ্য ও ওষুধ ভেজালমুক্ত করা বড়ই কঠিন : ম্যাজিস্ট্রেট সারোয়ার

    খাদ্য ও ওষুধ ভেজালমুক্ত করা বড়ই কঠিন : ম্যাজিস্ট্রেট সারোয়ার

    সারোয়ার আলম র‌্যাব(Rab) সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিদিনই ঢাকার কোনো না কোনো ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা কিংবা খাবারের দোকানে অভিযান চালাচ্ছেন তিনি। একই সঙ্গে কিশোরদের মাদকসেবন থেকে শুরু করে রাজধানীতে ঘটা নানান অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধেও সমানতালে অভিযান চালাচ্ছেন সারোয়ার আলম।

    সারোয়ার আলম র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিদিনই ঢাকার কোনো না কোনো ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা কিংবা খাবারের দোকানে অভিযান চালাচ্ছেন তিনি। একই সঙ্গে কিশোরদের মাদকসেবন থেকে শুরু করে রাজধানীতে ঘটা নানান অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধেও সমানতালে অভিযান চালাচ্ছেন সারোয়ার আলম।

    প্রতিদিন রাজধানীর বিভিন্ন জায়গায় এসব অভিযানের ছবিসহ নিজের ফেসবুক অ্যাকাউন্টেও সচেতনতামূলক পোস্ট দেন তিনি।

    বুধবার দুপুর ২টা ২৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তবে এবার তার এই স্ট্যাটাসটিতে আক্ষেপের পাশাপাশি হতাশা লক্ষ্য করা গেছে।

    তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘যে দেশের তথাকথিত প্রভাবশালীদের অনেকেই থাকেন ভেজালকারীদের পক্ষে সে দেশে খাদ্য ও ওষুধ ভেজালমুক্ত করা বড়ই কঠিন।

    ***তিনি প্রায় জায়গায় দিন ও রাতভর অভিযান করেন সততা নিয়ে। মিডিয়া কর্মীরা থাকে তার পাশে। সৎ সাহসিকতাপূর্ণ মিডিয়াকর্মীদের নিয়ে অভিযান পরিচালনা করেন সারোয়ার সাহেব। আমাদের দেশরত্ম শেখ হাসিনা এই মহৎ মানুষটির পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আরো সক্ষম। সাধারন মানুষকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের রয়েছে কঠোর নির্দেশ।

    করোনা ভাইরাসের জন্যে ব্যবসায়ীদের সিন্ডিকেট করতে না পারে এজন্য দেশের বিভিন্ন জায়গায় তার অভিযান অব্যাহত…

    ***র‌্যাবের অভিযানে ৫ কোটি টাকার নকল ওষুধ ও মাস্ক জব্দ

    রাজধানীর মিটফোর্ড এলাকায় রাতভর অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার নকল ওষুধ ও নিম্নমানের মাস্ক জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান চলে মধ্যরাত পর্যন্ত। অভিযানে নেতৃত্বে ছিলেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযান চলে মিটফোর্ডের সুরেস্বরী মার্কেটে।

    অভিযানের বিষয়ে তিনি বলেন, এখানে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নামি-দামি বিভিন্ন ব্র্যান্ডের নামে মানহীন, নকল, নিম্নমানের ও আমদানি নিষিদ্ধ ওষুধ মজুদ করা হয়েছিল। রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে এ ওষুধগুলো সরবরাহ করা হতো। তাই এগুলো জব্দ করে গোডাউন মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হচ্ছে।

    তিনি বলেন, এসব ওষুধ সেবন মানবদেহের জন্য ক্ষতিকর হবে, তাই জব্দ করা হয়েছে। অভিযানে কিছু নিম্নমানের মাস্কও পাওয়া গেছে। তবে অভিযানে আসার আগেই এখানে কর্মরত ৮ জন পালিয়ে যায়।

    এদিকে মঙ্গলবার একই মার্কেটে অভিযান চালিয়েছিল র‍্যাব। মেয়াদউত্তীর্ণ ও নকল ওষুধের কারনে দুইটি গোডাউন সিলগালা করেছিল তারা।

    গত বুধবার রাতে সেই গোডাউনে গিয়ে দেখা গেছে সিলগালা গোডাউনের তালা ভেঙে মালামাল সরিয়ে নেয়া হচ্ছে। এই ঘটনায় বাবুল নামের এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

  • মুনাফালোভী মৃত্যুর চিন্তা নেই?

    মুনাফালোভী মৃত্যুর চিন্তা নেই?

    মুনাফালোভী মৃত্যুর চিন্তা নেই?

    লেখক,শেখ এ কে আজাদ

    অতিরিক্ত মুনাফালোভী মৃত্যুর চিন্তা নেই। তারা হাজার বছর বেঁচে থাকবে কি? সাধারন মাুষের মতই তাদের জীবনের আয়ু হয়ে থাকে। দূর্যোগ মোকাবেলায় অংশ না নিয়ে তারা মুনাফা করছে এটি দন্ডনিয় অপরাধ।
    করোনা বা কোন রোগ কি তারা ইচ্ছা কৃত ভাল হতে পারে। জীবন দশায় একসময় তারা নিজেরা আলাদা হয়ে মৃত্যু পথযাত্রী হয়। শেষ রক্ষা কোথায় হবে এদের। তাই এদেশের জনগন ও সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া হয়। এদের বিচার দেশের আইন অনুযায়ী নগন্যতম দিলে হবে না। এরা সাধারন মানুষ নিয়ে খেলা করে সরকারকেও বিপদে মুখে ফেলে বিব্রত করে। এদের কঠিন থেকে কঠিন শাস্তি দাবী এদেশের সাধারন মানুষের।
    সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে নানা সমস্যার সম্মূখীন হয়। একসময় চাঁদাবাজি উপাধীতে ভূসিত করে। আর সংবাদকর্মীরা এটি নিয়ে করে খুচাখোছি। তাই কারো তামাশা কেউ না দেখে সংবাদমাধ্যম সাথে সংবাদকর্মীরা জরিত এক শপথে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে। দেশে বহু সংবাদকর্মী রয়েছে যা স্থানীয় প্রশাসনের বিজ্ঞপ্তি দিলেও সংবাদমাধ্যম ভালভাবে চলবে। ফলে সংবাদকর্মীরা ভাল থাকবে দেশে মানুষের পাশে দাঁড়িয়ে হাজার হাজার ভাল কাজ করার মনমানসিকতা এগিয়ে থাকবে। তাই সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদকর্মীদের ও সংবাদমাধ্যম কে সহযোগিতা করতে পারে সরকারের বিভিন্ন দপ্তর, প্রশাসন।

     

  • আশুলিয়ায় বাইক চাপায় নিহত-১ নারী

    আশুলিয়ায় বাইক চাপায় নিহত-১ নারী

    আশুলিয়ায় বাইক চাপায় নিহত-১ নারী

    মোঃ সোহেল রানাঃ সাভারের আশুলিয়ার জামগড়া-তেঁতুলতলা শাখা সড়কে বেপরোয়া মোটরসাইকেল চাপায় কাওছার বেগম (৪৫) নামে এক অসহায় নারী নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১২ মার্চ) আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত কাওছার বেগম কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার দেওভান্ডার গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। সে পরিবার নিয়ে আশুলিয়ার তেঁতুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকতো।
    মোটরবাইক চালক সাগর হোসেন(১৭) ঢাকা জেলার আশুলিয়া থানার কান্দাইল গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

    এলাকা বাসির অভিযোগ সাগর হোসেন বিভিন্ন সময়ে বেপরোয়াভাবে বাইক চালাতো এবং তাকে নিষেধ করলেও সে শুনতো না।
    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে কাওছার বেগম নামে ওই নারী তেঁতুলতলা এলাকার বাসা থেকে হেটে মেয়ের বাসায় যাচ্ছিলেন,এ সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে ওই নারী মাথায় গুরুতর আঘাত পান পরে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কৌশিক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মারাত্মক হেড ইঞ্জুরির কারণেই ওই নারীর মৃত্যু হয়েছে।
    এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ময়ণা তদন্ত ছাড়াই নিহতের মরদেহ তার পরিবার বুঝে পেতে আবেদন করেছেন, তবে বেপরোয়া গতির মোটর সাইকেল চালক সাগর নামে এক যুবককে প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ধামরাইয়ে করোনা ভাইরাস সর্ম্পকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ধামরাইয়ে করোনা ভাইরাস সর্ম্পকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ধামরাইয়ে করোনা ভাইরাস সর্ম্পকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদকঃ
    ধামরাই (ঢাকা) প্রতিনিধি বিশ্বজুড়ে আতংক সৃষ্টিকারী ও বহুল আলোচিত করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর ইফফাত আরা।

    তিনি জানান, করোনা প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির জন্য নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি ইতিমধ্যে গঠিত হয়েছে যার উপদেষ্টা স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক এবং সদস্য সচিব ডা. ইফফাত আরা নিজেই।

    করোনা আক্রান্ত রোগিদের জন্য ধামরাই উপজেলার কৃষ্ণনগরের ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালকে কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে।
    তবে ধামরাইয়ে এখনও কোন করোনা রোগির অস্তিত্ব মিলেনি বা কেউ শনাক্ত হয়নি। তিনি আরও জানান, করোনা সংক্রান্ত যে কোন সেবা বা সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছেন এছাড়া সরকারী হাসপাতালে জরুরি বিভাগে ২৪ ঘন্টা মোবাইলে ফোনের (০১৭৩০-৩২৪৪০০) মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। তিনি করোনা বিষয়ক কোন গুজবে কান না দেয়ার আহবান জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।

  • শ্রীপুরে এসকেভেটরের আঘাতে মহাসড়কের পাশে গ্যাস লাইনে আগুন 

    শ্রীপুরে এসকেভেটরের আঘাতে মহাসড়কের পাশে গ্যাস লাইনে আগুন 

    শ্রীপুরে এসকেভেটরের আঘাতে মহাসড়কের পাশে গ্যাস লাইনে আগুন

    মোহাম্মদ আদনান মামুন,শ্রীপুর থেকেেঃ
    গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ (এমসি বাজার) এলাকায় ড্রেন খননের তিতাসের গ্যাস লাইনে এসকেভেটর (ভেক্যু) আঘাতে গ্যাস লাইনে আগুনের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

    বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনা কাজ করে।

    শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন ম্যানেজার রাম প্রাসাদ পাল জানান, মহাসড়কের পাশে ড্রেন খননের জন্য এসকেভেটর (ভেক্যু) দিয়ে কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপ লাইনে আঘাত লাগে। এতে আগুনের সৃষ্টি হয়। পাশে একটি কারখানায় থাকায় আগুন ছড়িয়ে পড়ার অনেকটা ঝুঁকি ছিল। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

    এদিকে আগুন লাগার এক ঘন্টা পরও তিতাস কর্তৃপক্ষের কোন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেনি।

    মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, আগুনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

  • শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরহী নিহত

    শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরহী নিহত

    শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরহী নিহত

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর থেকেঃ
    গাজীপুরের শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় জসিম উদ্দিন (৬৭) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের চেরাগআলী মাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিনের পুত্র। সে টেংরা নছর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে মুদী দোকান দিয়ে ব্যবসা করত।
    নিহতের ভাই ইব্রাহিম মাহমুদ জানান, তার ভাই দুপুর বেলা মোটর সাইকেল নিয়ে বরমী বাজারে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ী তাকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

  • বিজ্ঞপ্তিঃ- করোনা ভাইরাসের জন্য জনসমাগম নিষেধাজ্ঞা হওয়ায়  সাভারের আশুলিয়ায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেল স্থগিত

    বিজ্ঞপ্তিঃ- করোনা ভাইরাসের জন্য জনসমাগম নিষেধাজ্ঞা হওয়ায় সাভারের আশুলিয়ায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেল স্থগিত

    বিজ্ঞপ্তিঃ- সাভারের আশুলিয়ায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের দা’ওয়াহ মহাসম্মেল স্থগিত

    ***করোনা ভাইরাসের জন্য জনসমাগম নিষেধাজ্ঞা হওয়ায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের উদ্যােগে আশুলিয়ায়  দুই দিন ব্যাপি দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেল স্থগিত করেছেন কর্তৃপক্ষ। পরবর্তী মহাসম্মেল সময় ও তারিখ নির্ধারন হলে জানাবে কর্তৃপক্ষ।

    উল্লেখ্য,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের উদ্যােগে দুই দিন ব্যাপি দা’ওয়াহ ও তাবলীগীম মহাসম্মেলন সাভারের আশুলিয়ায় নিজস্ব স্থানে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় ইয়াতিমখানা ও মডেল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের উদ্যােগে দুই দিন ব্যাপি দা’ওয়াহ ও তাবলীগী মহাসম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লী জমায়েত  হয়। এ মহাসম্মেলনে দেশী ও বিদেশি ইসলামী বক্তা উপস্থিত হয়।

    প্রতি বছরের ন্যায় এবার ১২ মার্চ বিকেল থেকে ও ১৩ মার্চ ২০২০ রাত পর্যন্ত ইসলামী বয়ান হওয়া কথা থাকলেও করোনা ভাইরাস প্রাসঙ্গিক কারনে স্থগিত হয়েছে সম্মেলনটি।

     

    https://m.facebook.com/story.php?story_fbid=2658495847770756&id=100008310999678

  • করোনাভাইরাসের থেকে রক্ষা পেতে লক্ষণ ও প্রতিরোধে করণীয় সম্পর্কে জানুন

    করোনাভাইরাসের থেকে রক্ষা পেতে লক্ষণ ও প্রতিরোধে করণীয় সম্পর্কে জানুন

    করোনাভাইরাসের লক্ষণ ও প্রতিরোধে করণীয় সম্পর্কে জানুন

    স্বাস্থ্য ডেক্সঃ
    চীনে উৎপত্তি হওয়া করোনাভাইরাস সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিজ্ঞানীদের মতে, কোনো পশু থেকে রোগটি মানুষের শরীরে ছড়িয়েছে। এরপর এ সংক্রমণ ছড়িয়েছে মানুষ থেকে মানুষে। আবার অনেকে ধারণা করছেন, কিছু সামুদ্রিক প্রাণী, যেমন বেলুগা জাতীয় তিমি করোনাভাইরাসের বাহক হতে পারে।

    করোনাভাইসের কীভাবে বুঝবেন, এর লক্ষণ কী তা নিয়ে সবাই জানতে চান। তাই এসব বিষয় বিবেচনা করে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এ রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধে সতর্কতামূলক যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা তুলে ধরা হলো-

    করোনাভাইরাসের লক্ষণ: জ্বর দিয়ে এ রোগের লক্ষণ শুরু হয়। জ্বরের সঙ্গে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীরে ব্যথা থাকতে পারে। এক সপ্তাহের মধ্যে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সাধারণ ফ্লুর মতোই হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। লক্ষণগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। কারও ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে।

    মানুষের দেহে ভাইরাসটি সংক্রমণের পর ১ থেকে ১৪ দিনের মধ্যে লক্ষণ দেখা দিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিনের মধ্যে এমনতিইে সেরে যায়। কিন্তু কিডনি, ডায়াবেটিস, হৃদযন্ত্র কিংবা ফুসফুসের রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। একই সঙ্গে এটি নিউমোনিয়া, রেসপিরেটরি ফেইলিওর অথবা কিডনি অকার্যকারিতার দিকে মোড় নিতে পারে। এতে করে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।

    যেভাবে নিরাপদ থাকবেন: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে সতর্ক থাকতে স্বাস্থ্য বিভাগ বেশকিছু পরামর্শ দিয়েছে। এগুলো হলো- ঘরের বাইরে মাস্ক ব্যবহার, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা, প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান, ঘরে ফিরে সাবান দিয়ে হাত ধোয়া, কিছু খাওয়া কিংবা রান্নার আগে ভালো করে ধুয়ে নেওয়া, ডিম কিংবা মাংস রান্নার আগে ভালোভাবে সিদ্ধ করা, ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলা, নিয়মিত ঘর ও কাজের জায়গা পরিস্কার রাখা এবং অপ্রয়োজনে ঘরের দরজা-জানাল খুলে না রাখা।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, নতুন ছড়িয়ে পড়া এই ভাইরাসটি প্রতিরোধে কোনো টিকা কিংবা ভ্যাকসিন এখনও আবিস্কার হয়নি। ফলে এমন কোনো চিকিৎসা এখনও চিকিৎসকদের জানা নেই, যা এই রোগ প্রতিরোধ করতে পারে। এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো, ইতোমধ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শ এড়িয়ে চলা।

    উল্লেখ্য, করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি বাজারে। ওই বাজারে সামুদ্রিক খাবারসহ মুরগি, বাদুড়, খরগোশ, সাপ পাওয়া যেত। এসব প্রাণীর মাধ্যমে করোনাভাইরাস মানুষের দেহে সংক্রমিত হতে পারে। একটি গবেষণায় বলা হয়েছে, সাপ থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে এ ভাইরাস।

  • শ্রীপুরে জনপ্রিয় আনন্দ টিভি’র ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত

    শ্রীপুরে জনপ্রিয় আনন্দ টিভি’র ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত

    শ্রীপুরে জনপ্রিয় আনন্দ টিভি’র ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত

    মোহাম্মদ আদনান মামুন:
    গাজীপুরের শ্রীপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশের জনপ্রিয় টেলিভিশন আনন্দ টিভির ২বর্ষ পূর্তি পালন করা হয়েছে। শ্রীপুর উপজেলার জেলা পরিষদ ডাকলাংলোয় কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ মার্চ ২০২০ বেলা ১২টায় শুভ সূচনা করা হয়।
    এ সময় জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ূন কবির হিমু এবং শ্রীপুর উপজেলা যুব মহিলালীগের সভাপতি মৌসুমি সরকার উপস্থিত ছিলেন।
    এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরের সঞ্চালনায় ও আনন্দ টিভির শ্রীপুর প্রতিনিধি মোহাম্মদ আদনান মামুনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক বনিক বার্তা প্রতিনিধি মাহফুল হাসান হান্নান, একাত্তর টিভির প্রতিনিধি সালাম রানা, দিনকালের বশির আহমেদ কাজল, এশিয়ান টিভির শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, দৈনিক দিনকালের বশির আহমেদ কাজল, দৈনিক ডেইলি স্টার পত্রিকার প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দৈনিক নয়াদিগন্তের নজরুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান, দৈনিক জনতার প্রতিনিধি মোঃ আকতার হোসেন, মানব কন্ঠ ও জাগো নিউজ’র প্রতিনিধি শিহাব খান, দৈনিক দেশ কালের প্রতিনিধি রাতুল মন্ডল, দৈনিক ভোরের পাতা পত্রিকার বায়জিদ আকন্দ, এশিয়ান টিভির হোসাইন আলী বাবু, বাংলা টিভির শেখ সুমন, দৈনিক নবরাজ প্রতিনিধি জামাল উদ্দিন, দৈনিক ভোরের দর্পনের এমদাদুল হক, দৈনিক আমার সময়ের আলফাজ সরকর আকাশ,
    দৈনিক খবরপত্রে মোশাররফ হোসেন তযু, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা, ইকবাল হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার আরিফ মন্ডল, দৈনিক প্রভাতি খবরের মাহফুজুর রহমান ইকবাল, দৈনিক অধিকার পত্রিকার রুবেল, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার তানভীর ইউ আহমেদ, যোগফল নিউজের মুজাহিদ, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার আফজাল হোসেন, দৈনিক গণশক্তি মোক্তার হোসেন, দৈনিক সরে জমিন পত্রিকার জুনায়েত আকন্দ, দৈনিক নবচেতনা পত্রিকার এস এম জহিরুল ইসলামও শ্রীপুর কর্মরত প্রিন্টি ও ইলেক্টি মিডিয়ার সংবাদ কর্মী। এসময় বক্তারা আনন্দ টিভির সম্মৃদ্ধি কামনা করে ও বস্তু নিষ্ঠ সংবাদ প্ররিবেশের প্রশংসা করেন।