Category: অপরাধ

  • ফেসবুকের তথ্য চুরি?

    ফেসবুকের তথ্য চুরি?

    তথ্যপ্রযুক্তিডেক্সঃফেসবুক কর্মীদের তথ্য চুরি হয়েছে! বিশ্বাস না হলেও এটাই ঘটনা। এনক্রিপ্ট না করা কয়েকটা হার্ডড্রাইভ চুরি হয়েছে। হার্ডড্রাইভগুলোতে ২৯,০০০ ফেসবুক কর্মচারীর তথ্য সংরক্ষণ করা ছিল। ফেসবুকের এক কর্মীর গাড়ি থেকে ওই হার্ডড্রাইভগুলো চুরি হয়েছে।

    হার্ডড্রাইভে হাজার হাজার কর্মী সম্পর্কিত তথ্য রয়েছে, যাদের ২০১৮ সালে নিয়োগ করা হয়েছিল। ওই হার্ডড্রাইভে রয়েছে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কর্মীর নাম, তাদের সামাজিক সুরক্ষা নম্বরের শেষ চারটি সংখ্যা, তাদের বেতন, বোনাস এবং ইক্যুইটি সম্পর্কিত বিশদ তথ্য। ফেসবুক শুক্রবার সকালে ই-মেইলের মাধ্যমে চুরির বিষয়টি তার কর্মীদের জানিয়েছে।
    জানা গেছে, চুরি হওয়া হার্ডড্রাইভগুলোতে কোনও ফেসবুক ব্যবহারকারীর ডেটা থাকে না। তবুও এই ঘটনা ব্যক্তিগত ডেটার বিষয়ে ফেসবুকের সতর্কতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কারণ ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে আগেও ফেসবুকের দিকে অভিযোগে আঙুল উঠেছে।
    গত ১৭ নভেম্বর ওই চুরি হয়েছে। এর প্রায় একমাস পর কর্মচারীদের এবিষয়ে জানাল ফেসবুক।

    একটি অভ্যন্তরীণ ই-মেইল থেকে জানা গেছে, ২০ নভেম্বর হার্ডড্রাইভ চুরির ব্যাপারে জানতে পারে ফেসবুক। আর ২৯ নভেম্বর জানতে পারে যে ওই ড্রাইভগুলোতে কর্মীদের তথ্য রয়েছে। এখন চুরি হওয়া হার্ড ড্রাইভগুলো পুনরুদ্ধার করতে পুলিশের সঙ্গে কাজ করছে।
    ব্লুমবার্গকে দেওয়া এক বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, আমরা বিশ্বাস করি যে এটি সাধারণ চুরির ঘটনা। কর্মীদের তথ্য পাওয়ার চেষ্টার জন্য চুরি নয়।
    হার্ডড্রাইভগুলো কেন প্রথমেই অফিসে রাখা হয়নি? সে বিষয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া একজন কর্মীর পক্ষে অফিসের সম্পত্তি বাইরে নিয়ে যাওয়ার কথা নয়। এটি অত্যন্ত ভয়াবহ বিষয় যে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ রয়েছে এমন হার্ডড্রাইভগুলো এনক্রিপ্ট করা হয়নি।
    সূত্র-অনলাইন

  • মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া ‘শহীদ’ লেখায় সংগ্রাম পত্রিকা সম্পাদকের ক্ষমা প্রার্থনা

    মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া ‘শহীদ’ লেখায় সংগ্রাম পত্রিকা সম্পাদকের ক্ষমা প্রার্থনা

    ষ্টাফ রিপোর্টারঃ

    মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১২ ডিসেম্বরে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহিদ’ লেখা প্রকাশ করার প্রতিবাদে জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকা অফিসে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যার দিকে এই ভাঙচুর চালানো হয় বলে খবর । এরপর পত্রিকা অফিসের গেটে তালা লাগিয়ে দিয়েছেন তারা। পত্রিকা অফিসের কম্পিউটার, দরজা, জানালা, চেয়ার, টেবিল ও পত্রিকাটির সম্পাদক আবুল আসাদের কক্ষে ভাঙচুর চালানো হয়েছে। এসময় গেটের বাইরে সংগ্রাম পত্রিকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন প্রতিবাদকারীরা।
    অফিসে ভাঙচুরের সময় সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানা পুলিশের হেফাজতে নিয়েছেন। সেইসময় কর্মরত সাংবাদিকরা জানান, বাইরে বিক্ষোভ দেখাতে-দেখাতেই বিক্ষোভকারীরা জোর করে অফিসের ভেতরে ঢুকে পড়েন। ঘরে ঢুকে ভাঙচুর চালায়। এরপর সম্পাদককে তার রুমের বাইরে এনে টিভি সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড় করিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়। তখন তিনি শহিদ শব্দটি ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদ বলেন, ‘আমরা অফিসের ভেতরে জামায়াত ও শিবির পরিচালনার নানা কাগজ পেয় পত্রিকার সম্পাদককে পুলিশে দিয়েছি।

  • বোরহানউদ্দিনে গলা কাটা লাশ উদ্ধার

    বোরহানউদ্দিনে গলা কাটা লাশ উদ্ধার

    সত্যেরসংবাদডেক্সঃ বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর ইউনিয়নে নশু মিয়া (৫২) নামে এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ৷

    শনিবার সকালে স্থানীয়রা নিহত নশু মিয়াকে রাস্তার উপর গলাকাটা অবস্থায় তাকে পরে থাকতে দেখে বোরহানউদ্দিন থানা পুলিশকে খবর দেয় ৷ পরে ওসি মোঃ এনামুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে যান এবং ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসেন ৷
    এসময় বোরহানউদ্দিন থানার ওসি মোঃ-এনামুল হক জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয় ৷ তবে পরিবারের অভিযোগে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য বোরহানউদ্দিন থানা নিয়ে আসা হয় ৷ সে এখন থানা হেফাজতে রয়েছে ৷ পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে ৷