Category: ক্যাম্পাস

  • দুস্থ-অসহায় পরিবারের ছেলে গোলাম রসুল সুইট এখন সহকারী জজ

    দুস্থ-অসহায় পরিবারের ছেলে গোলাম রসুল সুইট এখন সহকারী জজ

    সাফল্য অর্জন

    সত্যেরসংবাদডেক্সঃ
    টাকা-পয়সা লেখাপড়ার পথে কোনো বাধা নয়, ‘ইচ্ছাশক্তি থাকলে সে এগিয়ে যাবেই। পথ বেরিয়ে যাবেই।বাবা সিকিউরিটি গার্ড
    -মা বুয়া সেই ঘাম জড়ানো কষ্টে উপার্জিত টাকায় পড়ালেখা করে তাদের বড় সন্তান গোলাম রসুল সুইট এখন সহকারী জজ।

    সংসারের খরচ জোগাতে এই কিছুদিন আগেও রাজধানীর উত্তরায় একটি বাড়িতে সিকিউরিটি গার্ডের চাকরি করছিলেন মোশারফ হোসেন। তার স্ত্রী মাহফুজা খাতুন এলাকার অনেকের বাড়িতেই করেছেন বুয়ার কাজ।
    ১২তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে ৬৭তম হয়েছেন তিনি। ১৯ জানুয়ারি ঘোষিত গেজেটে তালিকা প্রকাশ করা হয়।
    আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) সহকারী জজ হিসেবে পিরোজপুর জেলায় যোগদান করবেন তিনি।

    সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের বাবা মোশারফ হোসেন ও মা মাহফুজা খাতুনের বড় ছেলে গোলাম রসুল সুইট। ছোটবেলা থেকেই মেধাবী সুইট। পরিবারের অভাবও দমাতে পারেনি তাকে। ঠিকমতো খেতে না পারা সেই গোলাম রসুল সুইট এখন জজ।

    নিজের পরিবার ও লেখাপড়া নিয়ে খোলামেলা আলোচনা করেন সহকারী জজ গোলাম রসুল সুইট। তিনি বলেন, শাখরা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ভোমরা ইউনিয়ন দাখিল মাদরাসা থেকে দাখিল পাস করেছি। এরপর দেবহাটা উপজেলার সখিপুর খানবাহাদুর আহসানউল্লাহ্ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। আমাদের পরিবারে তখন খুব অভাব। বাবাও ছিলেন উদাসীন। কোনো রকমে খেয়ে না খেয়ে দিন চলতো আমাদের।

    সুইট আরো বলেন, কলেজ শেষ করার পর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম। এমন সময় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করি। সেখান থেকে এক ভাই আমাকে পরামর্শ দেয় ঢাকায় গিয়ে কোচিং করার। কিন্তু পরিবারের সেই অবস্থা ছিল না। মায়ের একটি গরু ছিল। সেই গরুটি ১৫ হাজার টাকায় বিক্রি করে ২০১০ সালের ১৭ মে ঢাকা যাই। এরপর একটি কোচিং সেন্টারে ভর্তি হই।

    তিনি জানান, কিছুদিন পর মায়ের গরু বিক্রি করা সেই টাকাও ফুরিয়ে যায়। বাড়িতেও টাকা চাওয়া বা পরিবারে দেয়ার মতো কোনো অবস্থা ছিল না। কান্নাকাটি করেছিলাম কোচিং পরিচালকের সামনে। এরপর তিনি আমাকে সেখানে বিনামূল্যে কোচিং ও থাকার ব্যবস্থা করেন। এরই মধ্যে সঙ্গে থাকা সহপাঠীদের বন্ধু হয়ে যাই আমি। বন্ধুরাও আমার পারিবারিক অবস্থা জানার পর আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে থাকে। বন্ধুদের সহযোগিতার কথাগুলো ভুলে যাওয়ার নয়। মা ও বাবা মাঝে মধ্যে এক হাজার বা দুই হাজার করে টাকা দিত। গত এক মাস আগে বাবাকে বাড়িতে নিয়ে এসেছি। সিকিউরিটি গার্ডের চাকরিটা ছেড়ে দিয়েছে। মাকেও এক বছর আগে অন্যের বাড়িতে কাজ করা বন্ধ করে দিয়েছি।

    গোলাম রসুল সুইট ২০১০-১১ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গল্প জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দেই। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তির সুযোগ হয়। বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই ভর্তি হই। ভর্তির পর টিউশুনির পোস্টার ছাপিয়ে অভিভাবকদের কাছে বিতরণ শুরু করি। এভাবে পাঁটি টিউশুনি জোগাড় হয়ে যায়। এভাবেই চলেছে তার শিক্ষাজীবন।

    গরীব বলে আত্মীয়-স্বজনরা কখনও খোঁজ নেয়নি তার;
    তবে আমার বন্ধুরা আমার পাশে থেকেছে সব সময়।গরীব বলে আত্মীয়-স্বজনরা কখনও খোঁজ নেয়নি তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফলাফলে বি-ইউনিটে মেধাতালিকায় হয়েছি ১১তম। ১২তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে হয়েছি ৬৭তম। ১০০ জন উত্তীর্ণ হয়েছিল। এর মধ্যে নিয়োগ হয়েছে ৯৭ জনের। তিনজন পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়েছেন।

    আগামী মঙ্গলবার পিরোজপুর জেলার সহকারী জজ হিসেবে যোগদানের কথা জানিয়ে তিনি বলেন, আমার বড় লোক হওয়ার কোনো ইচ্ছে নেই। সব সময় ন্যায়ের পথে থেকে মানুষের জন্য কাজ করে যাবো। কখনও অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত হবো না। যখন চাকরিজীবন শেষ করবো তখন যেন অবৈধ উপায়ে উপার্জনের একটি টাকাও আমার ব্যাংক একাউন্টে না থাকে। আমার কাছে সব মানুষ ন্যায়বিচার পাবে। অসহায় মানুষরা কখনই ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হবে না।

    দুস্থ পরিবারের জন্মগ্রহনঃ
    দুস্থ পরিবারের সমস্যাগুলো আমি বুঝি, জানিয়ে গরিব মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গোলাম রসুল সুইট বলেন, টাকা-পয়সা লেখাপড়ার পথে কোনো বাধা নয়। ইচ্ছাশক্তি থাকলে সে এগিয়ে যাবেই, পথ বেরিয়ে যাবেই।

    রসুলে বাবা মোশারফ হোসেন জানান, রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরে আট বছর সিকিউরিটি গার্ডের কাজ করেছি। আমরা স্বামী-স্ত্রী দুজনই থাকতাম। স্ত্রী অন্যের বাড়িতে কাজ করতো। এক মাস আগে ছেলে চাকরিটা ছেড়ে দিতে বলেছে। তাই চাকরি ছেড়ে বাড়িতে চলে এসেছি। ছেলে বলেছে, আমি এখন চাকরি পেয়েছি আপনার কাজ করতে হবে না। ভাবছি, অবসর সময়ে এলাকায় ছোট একটি দোকান দিয়ে ব্যবসা করবো।

    আবেগাপ্লুত মাঃ
    অন্যের বাড়িতে কাজের বুয়া থাকাকালীন সময়ে সেসব কথা মনে করে কেঁদে ওঠেন মা মাহফুজা খাতুন।
    আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, মানুষের বাড়িতে কাজ করতাম। স্বামী আর আমার টাকা দিয়েই চলতো সংসার আর দুই ছেলের খরচ। আমরা যেটুকু পেরেছি সাধ্যমতো চেষ্টা করেছি ছেলের লেখাপড়া করানোর জন্য। দোয়া করেছি। আল্লাহ্ আমাদের ডাক শুনেছেন। দোয়া কবুল করেছেন। আমি অনেক খুশি। এখন সব মানুষের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।

    গোলাম রসুল সুইটের বাল্যবন্ধু জাবিরুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই শান্ত ও মেধাবী ছিল রসুল। আমরা একসঙ্গেই লেখাপড়া করতাম। কখনও কারও সঙ্গে সে জোর গলায় কথা বলেছে, আমাদের জানা নেই।

    দেবহাটার পারুলিয়ার ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, খুব অভাবি ছিল তাদের পরিবার। জমি জায়গা কিছুই নেই। মা-বাবা খুব কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছে। ছেলেটাও খুব ভালো। জজের চাকরি পেয়েছে। এতে এলাকার সব মানুষ খুশি হয়েছে।

  • স্কুলছাত্রের কাছে সিগারেট বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমান আদালত

    স্কুলছাত্রের কাছে সিগারেট বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমান আদালত

    • সত্যেরসংবাদঃ

    স্কুলছাত্রের কাছে সিগারেট বিক্রি করায় ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন সাতক্ষীরার তালা উপজেলার ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার সকালে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্র স্কুল ড্রেস পরিহিত অবস্থায় মুদি ব্যবসায়ী নিকট থেকে সিগারেটে কিনে।
    এ ঘটনাটি তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের দৃষ্টিতে যায়। পরে এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পবিত্র পালকে অর্থদন্ড করেন।

    এ বিষয়ে তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, আটক ব্যবসায়ী পবিত্র পালকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে।

    ঘটনার বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, প্রথমবারের মত অপরাধ করায় ব্যবসায়ী পবিত্র পালকে ধুমপান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত) অনুযায়ী অপ্রাপ্ত বয়স্কদের কাছে সিগারেট বিক্রির অপরাধে সর্বনিম্ন শাস্তি হিসেবে জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

    ডেক্স সংবাদঃ

  • বর্তমানে বাংলাদেশে পোশাক কারখানাগুলোতে প্রায় ৪০ লক্ষ শ্রমিক কাজ করছেঃ বিজিএমই’র সভাপতি ড. রুবানা হক

    বর্তমানে বাংলাদেশে পোশাক কারখানাগুলোতে প্রায় ৪০ লক্ষ শ্রমিক কাজ করছেঃ বিজিএমই’র সভাপতি ড. রুবানা হক

    • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    বর্তমানে বাংলাদেশে পোশাক কারখানাগুলোতে প্রায় ৪০ লক্ষ শ্রমিক কাজ করছে। ২০১৯ অর্থবছরে বাংলাদেশের পোশাক কারখানাগুলো থেকে প্রায় ৩৪ বিলিয়ন ডলার রপ্তানী করা হয়েছে শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টদশ প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

    ড. রুবানা হক আরো বলেন, শ্রমিকের মজুরী এবং দক্ষতার মধ্যে গ্যাপ আছে কিন্তু আমাদের শ্রমিককে আরো পারদর্শিক করার জন্য ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন রয়েছে। শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য নূন্যতম মজুরী বাড়ালেও শ্রমিকের জীবন মান উন্নয়ন হয় না। যে মূহুর্তে মজুরীটি বাড়ে সেই সাথে সাথে যানবাহনের খরচটা বাড়ে এবং বাড়িওয়ালারাও ঘর ভাড়ার দাম বাড়ান। দ্রব্যমুল্যেরও দাম বেড়ে যায়, যার ফলে শ্রমিকরা উপকৃত হোন না।

    তিনি আরো বলেন, আগামী অর্থ বছরে আমরা বাজেটে প্রস্তাব রাখবো যেনো শ্রমিকদের জন্য আবাসন গৃহায়ণ ও খাদ্যে এই তিনটি যায়গায় সরকার একটু মনোযোগী হন। কারণ সরকারের একটা বড় সামাজিক খাত রয়েছে, এ বছর সেটা ৭৪ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা আশাকরি আরও দুইশত কোটি টাকা যদি আমাদের শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয় তাহলে শ্রমিকদের জন্য কিছুটা সাশ্রয় হবে। এখন বাংলাদেশের শ্রমিকরা বিদেশের কারখানায় কাজ করছে, তারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং এশিয়ান ইউনিভার্সিটিতে আগামী নয় মে প্রায় দশজন শ্রমিক গ্যাজুয়েট করছেন এটি ইতিহাস সৃষ্টি করবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে গ্র্যাজুয়েট করায় সেটা আমাদের জন্য অহংকারের বিষয়।

    অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড.সবুর খান, উপাচার্য অধ্যাপক ড.ইউসুফ মাহবুবুল ইসলামসহ আরো অনেকে।

    উল্লেখ্য, এর আগে বিজিএমইএর প্রেসিডেন্ট ড্যাফোডিল ইউনিভার্সিটিতে প্রয়াত মেয়র আনিসুল হকের নামে একটি ভবন উদ্বোধন করেন।

  • জাবিতে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যতিক্রম পাখি মেলা অনুষ্ঠিত,বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশগ্রহন

    জাবিতে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যতিক্রম পাখি মেলা অনুষ্ঠিত,বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশগ্রহন

    • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরের ন্যায় এবারও পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রাণিবিদ্যা বিভাগ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে ব্যতিক্রমী পাখিমেলার আয়োজন করা হয়েছিলো।
    উৎসবমুখর পরিবেশে এ মেলায় স্টলগুলো সাজানো হয়েছিল মমি করা বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশীয় অতিথি পাখি, পাখিবিষয়ক বই-পুস্তক ও ক্যালেন্ডার এবং পাখি সংরক্ষণে সচেতনতা তৈরি করতে বিভিন্ন পোস্টারসহ ছবি সাজানো ছিলো। এগুলোতে
    প্রাণ নেই। তবু যেন মননে কিচিরমিচির শব্দে মুগ্ধ করে প্রকৃতির অপরুপ শোভার জানান দিচ্ছে কাঠময়ূর, জলপিপি, জলময়ূরি, ময়না, শঙ্খচিল, পেঁচা, ফিঙে, তিতির, পাতি ক্যাস্ট্রো, কালেম, কবুতরের মমি করা পাখি। কেউবা পাথর চোখে তাকিয়ে আছে দেশের নানা প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য। মেলায় মোট আটটি স্টলে পাখি প্রদর্শিত হয়।

    ২৫ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সকালে এ পাখি মেলার উদ্বোধন ও মেলা ঘুরে দেখেন এবং কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড’প্রদান করেন তিনি।

    এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, অধ্যাপক ড. মো. মফিজুল কবির, বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল, বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট পাখিবিশারদ ড. ইনাম আল হক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) কান্ট্রি ডিরেক্টর রাকিবুল আমিন, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান প্রমুখ।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, পাখি জনজীবনের সাথে গভীরভাবে সম্পৃক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাখির অভয়ারণ্য নিরাপদ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য পাখিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অনেক জলাশয় লিজমুক্ত রাখা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখির বসবাস উপযোগী পরিবেশ রয়েছে বলে প্রতি বছর শীত মৌসুমে দূর-দূরান্ত থেকে এ ক্যাম্পাসে পাখি নিয়মিত ছুটে আসে।

    উপাচার্য আরো বলেন, পাখি মেলায় এসে বাচ্চারা আনন্দ পায় এবং নানা প্রজাতির পাখির সঙ্গে পরিচিত হবার সুযোগ পায়। এই পরিচয়ের সূত্র ধরে দর্শকগণ পাখিপ্রেমী হয়ে উঠেন। অনেক প্রজাতির পাখি নানা কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই বিলুপ্তপ্রায় পাখির প্রজাতি রক্ষার্থে সকলের সহযোগিতা প্রয়োজন। আগে গ্রাম বা নগরে অনেক জলাশয় ও বন ছিলো সেখানে পাখি আসতো। সেই পাখির ডাকে ঘুম ভাঙত সকলের। বেপরোয়া ও অপরিকল্পিত নগরায়ন এবং বৃক্ষ নিধনের ফলে সবুজ প্রকৃতি ও পাখ-পাখালির বসবাসের পরিবেশ বিনষ্ট হচ্ছে। সেই বিষয়ে এখনই সকলকে সচেতন হতে হবে।

    ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) কান্ট্রি ডিরেক্টর রাকিবুল আমিন বলেন, পাখি মেলার মূল উদ্দেশ্য পাখি সম্পর্কে গণসচেতনতা বাড়ানো। পাখিরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাতে পাখির কোনো প্রজাতি বিলুপ্তির দিকে না যায়।

    মেলার আহবায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, দর্শনার্থীর উৎপাত কম থাকায় বিগত বছরগুলোর তুলনায় এবার পাখির সংখ্যা বেড়েছে। প্রথম দিকে কোলাহল কম থাকায় প্রশাসনিক ভবনের পাশের লেকে এবার সবচেয়ে বেশি পাখি এসেছিলো।

    দিনব্যাপী এ মেলায় আন্তবিশ্ববিদ্যালয় পাখিদেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, স্কুল পর্যায়ের শিশু কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, পাখির আলোকচিত্র ও পত্র পত্রিকা দিয়ে স্টল সাজানো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, পাখি চেনা প্রতিযোগিতা ও পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ছিলো।

    আন্তবিশ্ববিদ্যালয় পাখিদেখা প্রতিযোগিতায় দেশের ৩টি বিশ্ববিদ্যালয় থেকে দুটি করে দল অংশগ্রহন করে। প্রতিটি দলে চারজন করে ছাত্র-ছাত্রী এবং দলের সাথে একজন করে বিচারক দেওয়া হয়। যেখানে প্রতিযোগীদেরকে জাবি ক্যাম্পাসে নির্ধারিত একঘন্টা হেটে পাখি দেখে বা পাখির ডাক শুনে নাম লিখতে হয়েছে।
    পাখি দেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেবপ্রিয় বিশ্বাস, সুলতান আহমেদ, আশিকুর রহমান, তাহসিনা সানিয়াত এবং দ্বিতীয় স্থান অধিকার করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিমূল নাথ, দুর্জয় রাহা অন্তু, আনিতা শাহরিয়ার ও সজীব বিশ্বাস।

    এছাড়া সংবাদমাধ্যমে বিগত এক বছরে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পাখি ও জীববৈচিত্র রক্ষায় অবদান রাখায় প্রিন্ট-অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার তিনজন সংবাদকর্মী প্রতিদিনের ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ পায় তারা হলো সংবাদের মো. তহিদুল ইসলাম, বাংলানিউজের বিশ্বজিৎ ভট্টাচার্য বপন ও মাই টিভির মো. আব্দুল্লাহ আল ওয়াহিদকে ‘অ্যাওয়ার্ড’ প্রদান করা।
    দর্শনার্থীরা জানান, এ দেশ যত বেশি উন্নত হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, দালানকোঠা হচ্ছে, ফলে পাখির বসবাসের জায়গা ও প্রজনন স্থল কমে যাচ্ছে। ছোটবেলায় যেসব পাখি দেখতাম, সেগুলোর অনেক পাখিগুলো আর দেখা যায় না। জাবি প্রসাশনকে পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির এমন আয়োজনে সকলে খুশি।

    প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০-২২টি লেকসহ পুরো ক্যাম্পাসে প্রায় ১৮৯ প্রজাতির পাখি দেখা যায়। এর মধ্যে প্রায় ৬০ প্রজাতির অতিথি পাখি এবং ৯০ প্রজাতির বাংলাদেশের পাখি রয়েছে। পাখিমেলার মাধ্যমে পাখি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জাবির প্রাণিবিদ্যা বিভাগ ২০০১ সাল থেকে পাখি মেলার আয়োজন করে আসছেন।

  • সাভার পৌর এলাকায় নিউ রেডিয়েন্ট স্কুলে ২০২০ এসএসসি পরীক্ষার্থীদের আগামী ২৭ জানুয়ারি-২০২০ বিদায় অনুষ্ঠান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং ৬ ফেব্রয়ারি ক্রিড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

    সাভার পৌর এলাকায় নিউ রেডিয়েন্ট স্কুলে ২০২০ এসএসসি পরীক্ষার্থীদের আগামী ২৭ জানুয়ারি-২০২০ বিদায় অনুষ্ঠান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং ৬ ফেব্রয়ারি ক্রিড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

    বিজ্ঞপ্তিঃ

    সাভারের পূর্ব ভাগলপুরে নিউ রেডিয়েন্ট স্কুলের ২০২০ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ২৭ জানুয়ারি-২০২০ ইং তারিখে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সকাল ৯.০০ ঘটিকার সময় যথারিত স্কুল ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

    এছাড়া আগামী ৫ ও ৬ ফেব্রয়ারি-২০২০ ইং তারিখে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হবে।

    ২০২০ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী-২০২০ অনুষ্ঠানে স্থানীয় ও উর্ধ্বত্বন নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাফল্যে মন্ডিত করবেন বলে আশা করছি।

     

    এ কে এম হাসান
    প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক
    নিউ রেডিয়েন্ট স্কুল।
    পূর্ব ভাগলপুর( দক্ষিন দরিয়াপুর),

    বড় মিনার মসজিদ সংলগ্ন,সাভার,ঢাকা।

     

  • সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আকর্ষণ ছিলো ঘুড়ি উৎসব

    সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আকর্ষণ ছিলো ঘুড়ি উৎসব

    • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
    প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আকর্ষণ ছিলো ঘুড়ি উৎসব। এতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের দেশী বিদেশী শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে দেশী-বিদেশী প্রায় বিশ হাজার শিক্ষার্থী।

    শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। ২২ জানুয়ারি বুধবার বিকেলে সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

    প্রতিমন্ত্রী এসময় বলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো সরকারের সহয়তা নিয়ে শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শিক্ষা নিয়ে সরকারের অনেক চিন্তা ভাবনা রয়েছে। এজন্য দেশে আরও বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। এছাড়া বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার উৎসাহ দিচ্ছে তারা যেন আরও শিক্ষার মান উন্নয়ন করে।

    অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান, উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ আরো অনেকে।

  • এনাম মেডিকেল কলেজে’এ এমবিবিএস শিক্ষার্থীদের ১৭তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান

    এনাম মেডিকেল কলেজে’এ এমবিবিএস শিক্ষার্থীদের ১৭তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান

    • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    এনাম মেডিকেল কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ১৭ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্মন্ন হয়েছে।
    বুধবার সকালে এনাম মেডিকেল কলেজের নিজস্ব অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠান হয়েছে।

    এনাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আবদুল মান্নান শিকদারের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

  • বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ সম্মানে প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড” অর্জন করলো সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী

    বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ সম্মানে প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড” অর্জন করলো সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ

    সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের এবারে দুই শিক্ষার্থী বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ সম্মানে “প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড” (পি.এস) পেয়েছেন।
    স্কাউটের এ্যাওয়ার্ড প্রাপ্ত দুই শিক্ষার্থী হলো ১০ম শ্রেনির ছাত্র মোঃ সামিউল ইসলাম এবং ২০১৯ ব্যাচের ছাত্র মোঃ ইয়াকুব মোল্লা হিমেল। বর্ণাঢ্য আয়োজনে ২০ জানুয়ারি সোমবার গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্র থেকে ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছ থেকে তারা এ এ্যাওয়ার্ড গ্রহন করে।
    এসময় সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ, ক্রীড়া ও স্কাউট শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম খান, ২০১৩ ব্যাচের ছাত্র ও সিনিয়র স্কাউট মোঃ আলম এবং এ্যাওয়ার্ড প্রাপ্ত দুই শিক্ষার্থীর স্বজনরা উপস্থিত ছিলেন।
    স্কুলের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ বলেন, ঐতিহ্যবাহী অধর চন্দ্র স্কুলে প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করে বিদ্যালয়টির সুনাম ও সাভারে স্কাউটের মুখ উজ্জল করেছে । তাদের এ অর্জনে আমরাও সাভারবাসী গর্বিত।
    উল্লেখ্য,বিদ্যালয়টি ১০৭ বছর পর সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় হতে এবারই প্রথম পি.এস. এ্যাওয়ার্ড অর্জন করে এই দুই শিক্ষার্থী।

  • মন্ত্রানালয়ে কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না জাবিতে বার্ষিক উদ্ভিদ বিজ্ঞান সম্মেলন উদ্বোধনেঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

    মন্ত্রানালয়ে কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না জাবিতে বার্ষিক উদ্ভিদ বিজ্ঞান সম্মেলন উদ্বোধনেঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

    • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    খাদ্য মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত হয়েছে এবং এ মন্ত্রণালয়ে বিগত এক বছরে কোন কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করতে পারেনি বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

    শনিবার ১৮ জানুয়ারি দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তে উদ্ভিদ
    বিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে বার্ষিক উদ্ভিদ বিজ্ঞান সম্মেলন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

    এসময় তিনি আরো বলেন, খাদ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পরে মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শুদ্ধাচার সেমিনার করা হয়েছে তারা যেন দুর্নীতির উর্দ্ধে থেকে সফল মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলেন। আমি মন্ত্রী হিসেবে আশা করি কর্মকর্তা-কর্মচারীরা আগের থেকে অনেক ভালো আছেন, ‘কেউ দুর্নীতি করলে ছাড় পাবেনা উল্লেখ করে তিনি আরও বলেন সরকার অ্যাপ এর মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষকদের কাজ থেকে ধান সংগ্রহ শুরু করেছে। পুলিশ,সেনাবাহিনী বিজিবির জন্য খাদ্য মন্ত্রণালয়ে সাত থেকে আট লাখ টন রিজার্ভ রাখতে হয় চাউল। তাই এবার বেশী করে ধান কেনা হচ্ছে বলেও জানান তিনি।

    অনুষ্ঠানে এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সম্মেলনের মুল প্রতিপাদ্য বিষয় ছিলো উদ্বিদ বিজ্ঞানে অভিনব উদ্ভাবন এবং সাম্প্রতিক উন্নয়ন। এছাড়া অনুষ্ঠানে প্রায় ১০০ জন উদ্বিদ বিজ্ঞানী অংশ গ্রহন করে ছিলেন।

  • সাভার পৌর ছায়াবিথী- বাড্ডা এলাকায় ঐতিহ্যবাহী শহীদ মজনু একাডেমীতে আগামী সোমবার ২০ জানুয়ারি ২০২০ খ্রিঃ ২০ তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে-কর্তৃপক্ষ

    সাভার পৌর ছায়াবিথী- বাড্ডা এলাকায় ঐতিহ্যবাহী শহীদ মজনু একাডেমীতে আগামী সোমবার ২০ জানুয়ারি ২০২০ খ্রিঃ ২০ তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে-কর্তৃপক্ষ

    আগামী ২০ জানুয়ারি সোমবার বিকেল ৩ টার সময় সাভার পৌর ছায়াবিথী- বাড্ডা এলাকায় শহীদ মজনু একাডেমীর মাঠে ২০ তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

    উক্ত অনুষ্ঠানে সাবেক কমিশনার হাজী সামসুল হক মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাভার পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা।

    সকল আমন্ত্রিত অতিথি যথাসময়ে উপস্থিত থাকবে বলে আশা করছি এবং উক্ত অনুষ্ঠানে শিক্ষক-
    শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন শহীদ মজনু একাডেমীর অধ্যক্ষ মোহাম্মদ মনির হোসেন। বিজ্ঞপ্তি।