তাপমাত্রা উন্নতির দিকে গেলেও হালকা থেকে সাভার এলাকায় মাঝারি বৃষ্টিপাত আবার শীতের কাঁপন ধরিয়েছে ঢাকা জেলার আশ পাশের থানা গুলোতে। রাত থেকে গুড়িগুড়ি বৃষ্টি হলেও শুক্রবার বেলা ১১ টার সময় বৃষ্টি থেমে যায়। সাভারে এখন মাঝে মাঝে সূর্যের আলো দেখা গেছে। তবে সপ্তাহের শুরুতে বিরাজমান মৃদু-শৈতপ্রবাহ তীব্র আকার ধারণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
Category: পরিবেশ দূর্ভোগ-দূর্যোগ সংবাদ
-

সচিবালয় এলাকায় হর্ন বাজানোর দায়ে ৬ জনকে আর্থিক জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত
- ষ্টাফ রিপোর্টারঃ
সচিবালয় এলাকার রাস্তায় হর্ন বাজানোয় বৃহস্পতিবার ২টি গাড়ি ও ৪টি মোটরসাইকেলের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে সতর্কতামূলকভাবে ১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ এবং সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব।
এছাড়া, সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন না বাজাতে চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেন তারা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নীরব এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ৮(২)-এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে অপরাধী অনধিক ৬ (ছয়) মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
-

সাভারের আশুলিয়ায় প্লাস্টিক রিসাইকেল কারখানা ভয়াবহ আগুনে পুড়ে ছাই
সাভারের আশুলিয়ায় একটি প্লাস্টিক রিসাইকেল কারখানায় ভয়াবহ আগুনে একটি পিকাপসহ সমস্ত মালমাল পুড়ে ছাই হয়ে যায়।বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার ঘটনাা ঘটে।আগুুুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস।।
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
সাভারের আশুলিয়ায় একটি প্লাস্টিক রিসাইকেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার দুর্গাপুর মন্ডল পাড়া এলাকার মন্ডল রিসাইকেল কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু ততোক্ষনে কারখানায় থাকা একটি পিকাপসহ সমস্ত মালমাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২ টার দিকে মন্ডল রিসাইকেল কারখানার গুডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুড়ো কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে।
কারখানার ম্যানেজার হারুন অর রশিদ জানান, রাতে ঘুমিয়ে ছিলাম হঠাৎ আগুন লাগার কথা জানেত পারি। এসময় দ্রুত মটর ছেড়ে কারখানার নিজস্ব উৎস থেকে আগুন নেভানোর চেষ্টা চালাই। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা সব যায়গায় ছড়িয়ে পড়ে। আগুনে কারখানায় থাকা একটি পিকাপসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ধারণা করছি কে বা কারা আমাদের কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে। তা না হলে এখানে একা একা আগুন লাগতে পারে না। কারন এখানে বিদ্যুৎ কিংবা গ্যাস কিছু ছিল না।ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন কাজে যোগ দেই। পরে তিনটি ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে কিভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।
-

সাভার গেন্ডা বাসস্ট্যান্ডে ময়লা-আবর্জনার স্তূপ দূর্গন্ধে পথচারীরা
ছবিটি বুধবার সকাল ৭টায় গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে তোলা হয়েছে। ছবিঃ সত্যের সংবাদ
নিজেস্ব প্রতিবেদক,সাভারঃ
ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের পাশে ময়লা-আবর্জনার স্তূপ পরে আছে। ময়লা-আবর্জনার স্তূপে দূর্গন্ধে এলাকা হয়ে পড়েছে বিষময়। বুধবার (১) জানুয়ারি সকাল ৭টায় গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় এ ময়লা স্তুপ পরে থাকতে দেখা গেছে ।প্রতিদিনের মত এ বাসস্ট্যান্ড দিয়ে যাতায়াত করে হাজার হাজার সাধারন মানুষ, শিক্ষার্থী, পোশাক শ্রমিক, কর্মজীবী ও পথচারীরা। প্রতিদিন সকালে একাধিক স্কুল বাস এই বাসষ্ট্যান্ড থেকে শিক্ষার্থীদের তুলে স্কুলে নিয়ে যায়। ফলে বাসের অপেক্ষায় আবর্জনার স্তুপের পাশেই বাধ্য হয়ে শিক্ষার্থী-অভিভাবকদের দাঁড়িয়ে থাকতে হয়।
পৌরসভা ভবনের সন্নিকটে হওয়া সত্বেও কর্তৃপক্ষ যেন দেখেও না দেখার ভান করছে অভিযোগ করছেন চলাচলকারী সাধারন মানুষ। -

সাভার পৌর ৩ নং ওয়ার্ডে ড্রেনের ময়লা আবর্জনায় দূর্গন্ধ ছড়িয়ে দূষিত হচ্ছে এলাকা,দূর্ভোগে এলাকার মানুষ
- শেখ এ কে আজাদ,নিজেস্ব প্রতিবেদকঃ
সাভার পৌর এলাকায় বিভিন্ন ড্রেনের ময়লা আবর্জনা পৌর কর্তৃপক্ষ উঠেয়ে রাখার পর দিনের পর দিন এভাবে পরে থাকতে দেখা গেছে। ১৯ ডিসেম্বর
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গেলে এ চিত্র দেখা যায়। সাভার পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের সবুজ বাগ এলাকায় এ রাস্তাটি। রাস্তায় পরে থাকা মায়লা আবর্জনা পরে আছে গত কয়েক দিন ধরে। আবার ময়লা আর্জনা মধ্যে ড্রেনের উপর টং বসিয়ে গরীব- অসহায় মানুষ পিঠা বিক্রি করছে। এ ময়লা আবর্জনা পরে থাকায় দূষিত হচ্ছে এলাকা। এলাকাবাসী জানায় এ ময়লা আর্জনা ড্রেন থেকে পরিস্কার করার পর দিনে পর দিন রাস্তায় থেকে ড্রেনের মধ্যে পরে থাকে, ফলে এলাকায় দূষন আর দূর্গন্ধ ছড়াচ্ছে এবং এ হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে চলাচল করলে সাধারন মানুষ দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সাভার পৌর কর্তৃপক্ষের ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার করে নিয়ে সাধারন মানুষকে দূর্ভোগ থেকে মক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
