Category: স্বদেশ সংবাদ

  • আশুলিয়ার ধামসোনা বিএনপির আয়োজনে  মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত

    আশুলিয়ার ধামসোনা বিএনপির আয়োজনে মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত

    আশুলিয়ার ধামসোনা বিএনপির আয়োজনে  মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭) আগষ্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিনিটি সেন্টারে আশুলিয়ার ধামসোনা বিএনপির আয়োজনে এ মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক সাভার :
    সাভারে আশুলিয়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা ও কোটা বৈশম্যবিরোধী ছাত্র জনতা,বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মী আহত ও নিহতদের স্বরনে মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭) আগষ্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিনিটি সেন্টারে আশুলিয়ার ধামসোনা বিএনপির আয়োজনে এ মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
    জাতীয়তাবাদী দল বিএনপি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সভাপতিব স্বদেশ বন্ধু খান মো: ইলিয়াস শাহী মোখলেস সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি, সাভার পৌর পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার শাহ্ মাঈনুল হোসেন বিল্টু, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার, সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিলউদ্দিন, সাভার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ রেফাতউল্লাহ, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল গফুর, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফেজ মোল্লা,
    বিএনপি নেত্রী পৌর কাউন্সিলর ডারফিন আক্তার, জেলা ছাত্রদল নেতা মামুনুর রহমান শিপন, মাসুদ রানা,আশুলিয়া বিএনপি নেতা কামরুল ইসলামসহ আরো অনেকে।
    বক্তারা এসময় নেতা নেত্রীদেরকে সচেতন থেকে সু সংগঠিত হওয়ার আহবান জানান।
    দোয়া শেষে মিলাদ দিয়ে সভা শেষ করা হয়।

  • সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষকে অব্যাহতি,সাভার মডেল কলেজ’র অধ্যক্ষ পূণরায় যোগদান

    সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষকে অব্যাহতি,সাভার মডেল কলেজ’র অধ্যক্ষ পূণরায় যোগদান

    নিজস্ব প্রতিবেদক ,শেখ এ কে আজাদ,সাভার ;

    বৈশম্যবিরোধী ছাত্র সংস্করন আন্দোলনে সাভার মডেল কলেজের বুধবার ও বৃহস্পতিবার ছাত্রদের দাবীর মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী হোসেন এর পদত্যাগে ফলে পূণরায় পূর্ণবহাল হলেন অধ্যক্ষ তৌহিদুল ইসলাম।
    প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তৌহিদুল ইসলাম দ্বায়িত্ব পালনকালে শিক্ষারমান ভালো ছিল, দুদিনের সংস্করন আন্দোলনে পূনরায় পদটি তিনি ফিরে পান।
    তিনি স্বৈরাচারী আওয়ামীলীগের শাসন আমলে রাজনৈতিক মামলায় হেনস্থা হলে বারবার অধক্ষের পদটিতে আসন হয় বিগত কয়েকজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের।

    বৈষম্য বিরোধী ছাত্র সংস্করন আন্দোলনের শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে সাভার সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. দিল আফরোজা শামীম হেনাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

    সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৯ দপ্তরে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশের একটি কপি প্রতিবেদকের হাতে রয়েছে।

    অব্যাহতির আদেশের পর আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছেন মর্মে ঘোষণাও দেন অধ্যক্ষ। এ সময় শিক্ষক পরিষদ, বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পরাজিত স্বৈরাচার সরকারের অন্যতম সহযোগী এবং সাভার সরকারি কলেজের অবৈধ উপাধ্যক্ষ উল্লেখ করে ড. দিল আফরোজা শামীম হেনার অপসারণ ও অবিলম্বে পদত্যাগসহ ১৮ দফা দাবি পেশ করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

    উল্লেখ্য, ড. দিল আফরোজা শামীম হেনা পহেলা নভেম্বর ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে সাভার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন।
    ২০১৬ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান মঞ্জুরুল আলম খান তপনকে রাজনৈতিকভাবে হেনস্তার পর সাময়িক বরখাস্ত করিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ওই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব বাগিয়ে নেন। এরপর পালাক্রমে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ২০১৭ সালে সরকার দলীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের দায়িত্ব নেন ড. দিল আফরোজা শামীম হেনা। তিনি সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লার স্ত্রী। দীর্ঘ ৭ বছর ধরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে সবার মুখ বন্ধ করে রাখেন অব্যাহতি প্রাপ্ত এই উপাধ্যক্ষ। তার বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক ভাবে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। ড. দিল আফরোজা শামীম হেনার অব্যাহতির পর কলেজে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

  • সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

    সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

    সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।এসময় তার হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিগণ তার সাথে উপস্থিত ছিলেন।

    (more…)

  • সাভারের আশুলিয়া থানা কার্যক্রম শুরু, অফিসার ইনচার্জের যোগদান

    সাভারের আশুলিয়া থানা কার্যক্রম শুরু, অফিসার ইনচার্জের যোগদান

    সাভারের আশুলিয়া থানা কার্যক্রম শুরু, অফিসার ইনচার্জের যোগদান,অপরদিকে ঢাকা উত্তর ডিবি পুলিশের অফিস বন্ধ রয়েছে অফিসে কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার :
    সাভারের আশুলিয়া থানা পুলিশ পাঁচ দিন পর সীমিত পরিষরে কার্যক্রম শুরু করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে সহিংসতায় থানায় হামলার ঘটনায় এ থানার কার্যক্র বন্ধ হয়ে যায়।

    শনিবার (১০ আগস্ট) বিকেলের দিকে থানায় কাজে যোগ দেন অফিসার ইনচার্জ ও কয়েকজন পুলিশ সদস্যরা।
    এর আগে, গত রবিবার আশুলিয়া থানায় হামলা চালিয়ে ভাংচুরের পর থানায় অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা।

    থানার মূল ফটক দিয়ে ঢুকেই থানার ভবনের সামনে স্তুপ করে রাখা হয়েছে পুড়ে যাওয়া জিনিসপত্র। সেখানে পুলিশের পোশাক, ট্রাঙ্ক, গাড়ি, এসিসহ থানার ব্যবহৃত বিভিন্ন পোড়া জিনিস দেখা যায়।

    বিকেলে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তার সঙ্গে থানায় প্রবেশ করেন পুলিশ সদস্যরা। তাদের ফুল দিয়ে স্বাগত জানায় শিক্ষার্থী ও স্থানীয়রা।

    ভবনের বাইরে দাঁড়িয়ে উপস্থিত জনতার সামনে বক্তব্য দেন ওসি। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বলেন, আমরা সবসময় জনগণের নিরাপত্তা দিয়েছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতায় আবারও থানার কার্যক্রম শুরু করেছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতা চাই। তাদের সহযোগিতায় দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনব।

    এর আগে, সকালের দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা থানা প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে।

    এ সময় তারা পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার কথা জানান। তারা বলেন, নতুন বাংলাদেশ গঠনে আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশে থাকবে শিক্ষার্থীরা।

    অপরদিকে ঢাকা উত্তর ডিবি পুলিশের অফিস বন্ধ রয়েছে অফিসে কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি। তবে তারা কখন কবে যোগদান করবে তার খবর এখনো মেলেনি।

    ১১.০৮.২৪ ইং।

  • ঈদে মহাসড়ক ও পশুর হাটের নিরাপত্তার জন্য পুলিশ বিশেষ গুরুত্ব সহকারে কাজ করছে: আইজিপি

    ঈদে মহাসড়ক ও পশুর হাটের নিরাপত্তার জন্য পুলিশ বিশেষ গুরুত্ব সহকারে কাজ করছে: আইজিপি

    ঈদুল আযহা উপলক্ষে বেশ লম্বা ছুটি থাকায় শহরের বেশিরভাগ মানুষ গ্রামের বাড়ি যাচ্ছে আপনজনের সঙ্গে ঈদ উৎসব পালন করতে তাই ঈদে মহাসড়ক ও পশুর হাটের নিরাপত্তার জন্য পুলিশ বিশেষ গুরুত্ব সহকারে কাজ করছে: আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার:
    ঈদুল আযহা উপলক্ষে বেশ লম্বা ছুটি থাকায় শহরের বেশিরভাগ মানুষ গ্রামের বাড়ি যাচ্ছে আপনজনের সঙ্গে ঈদ উৎসব পালন করতে । বরাবরের মত এবারও প্রধান যাতায়াত ব্যবস্থা হিসাবে যাত্রীবাহী পরিবহন সেবার উপর নির্ভরশীল। এবং পরিবহন কাউন্টারের টিকিট এবং গাড়ির সিট ব্যবস্থাপনার দুর্বলতা থাকার কারণে অনেক যাত্রী সাধারণ সড়ক ও মহাসড়কে যত্রতত্র অবস্থান করতে পারে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য এবং এই কারণেই কিছু পরিবহন যাত্রী উঠানো নামানোর ফলে সড়কের যানজট সৃষ্টি হয় । তবে নির্বিঘ্নে যাতায়াতের জন্য পুলিশ সদস্যরা সড়কে থাকবেন।

    দেশবাসীকে নিরাপদে ঈদের আনন্দ উপহার দিতে পারলেই পুলিশেরও ঈদ স্বার্থক হয় বলে জানিয়েছে পুলিশে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

    শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার সাভার-আশুলিয়ার ইপিজেড, চন্দ্রা-টাংগাইল মহাসড়ক পরিদর্শন শেষে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সময় উপস্থিত ছিলেন সাভার সার্কেলের এসপি, এএসপি, সাভার ও আশুলিয়া দুই থানার ওসি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান বলেন- আমরা হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, রেল পুলিশ, জেলা পুলিশসহ অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে মাঠে কাজ করছি। কোথাও কোন সমস্যা হলে সাথে সাথে আমাদের টিম পৌঁছে যাচ্ছে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পুরো সড়কজুড়ে পুলিশের সদস্যরা রয়েছে।
    ঈদে মহাসড়ক ও গরুর হাটের নিরাপত্তার বিষয় নিয়ে তিনি বলেন, পশুর হাটের নিরাপত্তার জন্য পুলিশ বিশেষ গুরুত্ব সহকারে কাজ করছে। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদের কাছে অভিযোগ আসলেই আমাদের টিম সাথে সাথে সেখানে পৌঁছে যাবে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার সাথে সাথে ভুক্তভোগীকেও পূর্ণ সহযোগিতা করবে।এবং গরুর হাটের ব্যবসা-বাণিজ্যের যেকোনো টাকা পয়সা লেনদেনের বিষয়েও প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিতে বলেন ।এই সময়ে কাগজপত্র যাচাই নামে কোন ট্রাককে মহাসড়কের উপর দাঁড় করানো যাবে না। সুবিধাজনক স্থানে দাঁড় করিয়ে চেক করতে হবে।

    ঈদের ছুটিতে বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ঈদের ছুটিতে অনেকে বিভিন্ন স্থানে ঘুরতে যাবেন সেখানেও টুরিস্ট পুলিশ আছে। তারা যেকোনো সমস্যার সমাধানের জন্য তারা প্রস্তুত আছে। কোনো ঘটনা ঘটলে সাথে সাথে ৯৯৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের প্রতিটি পুলিশ সদস্য মানুষকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমারা উৎসব করব দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারার মাধ্যমে।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পুলিশে সর্বোচ্চ জিরো ট্রলারেন্স হিসেবে কাজ করি। যে সকল পুলিশ সদস্য অপরাধের সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে। ট্রাকে যে সকল পুলিশ সদস্যরা থামিয়ে চাঁদা নিয়েছে তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি আর নতুন কোন অভিযোগ পেলেও তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • চট্টগ্রামে বিমান বিধ্বস্তে পাইলট আসিম জাওয়াদ নিহত, মানিকগঞ্জে কান্না থামছে না মায়ের

    চট্টগ্রামে বিমান বিধ্বস্তে পাইলট আসিম জাওয়াদ নিহত, মানিকগঞ্জে কান্না থামছে না মায়ের

     বিমান বিধ্বস্তে পাইলট আসিম জাওয়াদ নিহত, মানিকগঞ্জে কান্না থামছে না মায়ের।কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
    চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধবিমানের এই পাইলট নিহত হয়।

    সত্যেরসংবাদডেক্স:
    একমাত্র সন্তান ছিলেন আসিম জাওয়াদ, কান্না থামছে না মায়ের চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আসিম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। বারবার মূর্ছা যাচ্ছেন মা নিলুফা খানম।

    মানিকগঞ্জ শহরের নগর ভবন সড়কের গোল্ডেন প্লাজায় আসিম জাওয়াদের বাসা। সেখানে থাকেন চিকিৎসক বাবা আমান উল্লাহ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মা নিলুফা আক্তার খানম। আর স্ত্রী ও দুই সন্তান নিয়ে কর্মস্থল চট্টগ্রামে থাকতেন আসিম।
    দুপুরে আসিম জাওয়াদের বাসায় গিয়ে দেখা যায়, তার মা ছেলের কথা মনে করে বারবার মূর্ছা যাচ্ছেন। তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন স্বজনরা। চোখে পানি ধরে রাখতে পারেননি তারাও।একমাত্র সন্তান ছিলেন আসিম জাওয়াদ, কান্না থামছে না মায়ের

    আসিম জাওয়াদের মা নিলুফা খানম আর্তনাদ করে বলছিলেন, ‘আমার ছেলে প্রতিদিন খোঁজ নেয় আমি খেয়েছি কি না, গোসল করেছি কি না। কই আজতো খোঁজ নিচ্ছে না? আজ কেন কথা বলছে না? আমি আমার ছেলের কাছে যাবো।

    কিছুক্ষণ চুপ থেকে আবার বিলাপ করে বলতে থাকেন, ‘আমার আসিমের কত স্বপ্ন। কত পুরস্কার পেয়েছে। সেতো কারও ক্ষতি করে নাই। তাহলে এই অবস্থা হলো কেন? আল্লাহ তুমি এমন করলা কেন?’

    আসিম জাওয়াদের মামা বাংলাদেশ বেতারের মানিকগঞ্জ প্রতিনিধি সুরুজ খান জানান, দুর্ঘটনার পর তাদের কাছে খবর আসার পর পরিবারের সবাই পাগলপ্রায়। কে কাকে সান্ত্বনা দেবেন, সবাই শোকাহত।

    তিনি জানান, আসিমের ছোটবেলা থেকেই পাইলট হওয়ার স্বপ্ন ছিল। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করার পর প্রশিক্ষণ শেষে বিমানবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ থেকে শুরু করে দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মেধাবী আসিম। পেশাগত জীবনে পেয়েছেন সোর্ড অব অনারসহ বিভিন্ন সম্মাননা। পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে আসিমের। কিন্তু আরও বড় হওয়ার আশা অকাল প্রয়াণে ভঙ্গ হলো।

    একমাত্র সন্তান ছিলেন আসিম জাওয়াদ, কান্না থামছে না মায়ের

    ২০১১ সালে আসিম জাওয়াদ চাকরিতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।

    শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে আসা মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেন, ‘আসিম জাওয়াদ সম্ভাবনাময় একটি ছেলে ছিল। তার মৃত্যুতে সবাই শোকাহত। এমন মেধাবী সন্তানকে হারিয়ে পরিবারসহ মানিকগঞ্জবাসীর অপূরণীয় ক্ষতি হলো।’

    কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
    চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধবিমানের এই পাইলট নিহত হয়।

  • সাভারের রেডিওকলোনী এলাকায় অবৈধভাবে পন্য উৎপাদন ও বাজারজাতপন্য আটক করলে উভয়পক্ষে আহত ৬ জন

    সাভারের রেডিওকলোনী এলাকায় অবৈধভাবে পন্য উৎপাদন ও বাজারজাতপন্য আটক করলে উভয়পক্ষে আহত ৬ জন

    সাভার পৌর রেডিওকলোনীর ভাটপাড়া-নয়াবাড়ী এলাকায় অবৈধভাবে পন্য উৎপাদন ও বাজারজাতপন্য আটক করলে উভয়পক্ষে আহত ৬ জন,থানায়  অভিযোগ, অভিযোগ পাওয়ার পর রাত ১২ টায় ঘটনাস্থল ও কারখানা পরিদর্শন করে পুলিশ মালামাল জব্দ করেছে।

    নিজস্ব প্রতিবেদক,সাভার :
    সাভারে পৌর রেডিওকলোনী নয়াবাড়ী এলাকায় বৈধ ট্রেডমার্কের ১৭ টি মোড়ক নকল করে অবৈধ কারখানা চলে আসছিল দিনের পর দিন বছরের পর বছর। স্থানীয় প্রভাবশালী নাম ভাঙ্গিয়ে এই অবৈধ কারখানা চলে আসছিল। এলাকাবাসী মাঝে মাঝে প্রতিবাদ করে আসছিল এবং গত দের দুমাস আগে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সগযোগিতা চাইলে অবৈধ কারখানা ও অবৈধ পন্য সামগ্রী বন্ধে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
    পরিবহনে জব্দকৃত পন্যগুলো আটক এর জন্য ৯৯৯ ফোন দিলে দ্রুত সাভার মডেল থানার এসআই রুবেল উপস্থিত হয়। পুলিশের উপস্থিতে উভয় পক্ষের হাতাহাতি হয় মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ উঠেছে। কিন্তু ঐ পন্যগুলো ঐসময় আটক করতে পারেনি পুলিশ।
    নামবিহীন সেই কারখানার খাদ্য ও পন্য সামগ্রী এলাকাবাসী শনিবার সন্ধ্যায় আটক করার পর হামলা চালায় কারখানার পালিত লোকজন এতে করে গুরুতর ২ জন দাবী শামছুন্নাহারের। এসময়
    আহত হয়েছেন শামচ্ছুন্নাহার ও তার বোন রোজি। তারা দুজন আহত হলে এলাকাবাসী উদ্ধার করে তাদেরকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
    তারা আহত অবস্থ্যায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। শাজানসহ প্রধান আসামী করে কয়েক জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছে শামচ্ছুন্নাহার।

    লিখিত অভিযোগ পাওয়ার পর রাত ১২ টায় ঘটনাস্থলে পরিদর্শন ও কারখানা পরিদর্শন করে পুলিশ। প্রাথমিকভাবে নকলপন্য সামগ্রীসহ অবৈধ পন্য বাজারজাত করা কয়েক প্রকার সেক্সুয়ালি জিংক সিং মিলে তাদের গোডাউনে। ট্রেডমার্ক সম্বলিত এসএমসির ওরস্যালাইন,ইন্ডিয়ান গুরুদেব এর মত আগরবাতি,বিদ্যুত নিমের কালো মাজন,হাকিমপুরী জর্দ্দা,ঈগল গোল। জব্দ করে পুলিশ।

    সামচ্ছুনাহারের ছোট বোন রোজির স্বামী সুমন ওরফে শ্যামল মিয়া বেলা ১১ টার সময় সোহেল এর বাড়ির সামনে রাস্তা দিয়ে যাতাযাত করার সময় হুমকি দামকি দেয় বলে প্রতিবেদককে জানায়। সামচ্ছুনাহার জানায় জীবননাশের শঙ্কিত তার পরিবার তাই তারা পুলিশ প্রশাসনের সহযোগিতা চায়। তারা চায় অবৈধ ভাবে গড়ে উঠা কারখানার সকল পন্য নকল তাদের কারখানায় তৈরি করা হয়ে থাকে এ কারখানা ও অবৈধভাবে নকল পন্য বাজারজাত করার ফলে তারা এবার প্রতিকার চায়, এসব নকল পন্য শাজাহান নামে ঐ ব্যক্তি করে থাকে তিনি এখন বহুটাকার মালিক হয়েছে এমনটি অভিযোগ উঠে এসেছে তার কন্ঠে।

    অপরদিকে কারখানার মালিক শাজাহান এর নিকট জানতে চাইলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, রোজির পরিবার আমার ব্যবসার সাথে জরিত ছিল। শক্রবার (৩) এপ্রিল কে বা কারা পুলিশ প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তাদের নিকট থেকে ৫০/৬০ হাজার টাকা নেয়।তার জন্য তার বাড়ির সামনে রোজির পরিবারের কয়েকজন লাঠিসোডা এনে তাকে মারধর করে এবং তার স্ত্রী ৫ মাসের গর্ভবতী হলেও তার উপর হামলা চালিয়ে নিচে ফেলে পেটে পিঠে লাথি মারে এখন তিনি খুবই অসুস্থবোধ করছেন এমন অত্যাচারের সম্মূখীন হয়েছে তার পরিবার। অবৈধভাবে রোজির পরিবার ডারবি সিগারেট তৈরি করে বাজার জাত করে আসছিলো এবং তার বাড়ির পাশে দোকানদান এ ডারবি সিগারেট ও নকল বিদ্যুত নিমের কালো মাজন
    বিক্রি করে অতিরিক্ত লাভ করে আসছিলো। নকল পন্য ডারবি সিগারেট তৈরি করে বিভিন্ন চা স্টলে বিক্রি করে আসছিল, এসব প্রতিবাদ না করলেও শাজাহানের পন্যপরিবহন আটক করে তারা পুলিশকে বলে দিয়ে পুলিশ প্রশাসনের নাম ভাঙ্গিয়ে ৫০ হাজার টাকার জরিমানা করেছে।জরিমানার সেই টাকা ফেরত দেয়ার জন্য চাপ প্রয়োগ করে শাজানানের পরিবারকে। কিছু দিন আগে এলাকার মুরুব্বিদের নিয়ে শালিসি বৈঠক করলে ৭০ হাজার টাকা চাপ প্রয়োগ করে দন্ডিত হয় বলে দাবি কারখানার মালিক শাজাহানের।

    আহত সোহেল বলেন আমাকে ও আমার স্ত্রীকে আমার স্ত্রীকে বেদম মারধর করে শামছুন্নাহারের পরিবারের লোকজন।
    আহত সোহেল বলেন আমাকে ও আমার স্ত্রীকে আমার স্ত্রীকে বেদম মারধর করে শামছুন্নাহারের পরিবারের লোকজন।

    এবিষয়ে সোহেলের স্ত্রী প্রতিবেদককে জানায় আটককৃত পরিবহনের সামনে গিয়ে তার স্বামীকে মারধরর করছে থামাতে গেলে হান্নান,শ্যামল এর পরিবারের লোকজন পুলিশের সামনেই শুয়ে ফলে তাকেও মারধর করে পেটে লাথি মারে তিনিসহ স্বামী গুরুত্বর আহত হোন ।
    এসময় শাজাহানের পরিবার ও সোহেলের পরিবারের ৪ জনকে আহত করে তারাও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কারখানার মালিক শাজাহান ও তার স্ত্রী জানায় সোহেল আমাদের ব্যবসার সাথে কোনভাবে জরিত নয়, তিনি বলেন তাদের পক্ষে কথা বলতে গিয়ে সোহেল ও তার স্ত্রীকে মারধর করে।

    এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তিনি বলেন উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন অবৈধভাবে পন্য সামগ্রিক বাজারজাত করা দন্ডনীয় অপরাধ হবে আমরা কর্তৃপক্ষদের জানিয়ে ব্যবস্থা গ্রহন করবো।

     

  • সাভারে ছাত্রলীগ সাবেক নেতার ছুরিকাঘাতে প্রাণ শঙ্কায় বাবা ও তার স্ত্রী

    সাভারে ছাত্রলীগ সাবেক নেতার ছুরিকাঘাতে প্রাণ শঙ্কায় বাবা ও তার স্ত্রী

    সাভারে ছাত্রলীগ সাবেক নেতার ছুরিকাঘাতে প্রাণ শঙ্কায় বাবা ও তার স্ত্রী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর রাতে সাভার উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লালটেক এলাকায় এ ঘটনা ঘটে।

    সত্যেরসংবাদ ডেক্স :

    ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে সাবেক এক ছাত্রলীগ নেতার হাতে স্ত্রী ও বাবাকে বেধড়ক লাঠিপেটা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রলীগ নেতার বাবা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান ব্যাপারী ও তার স্ত্রী স্বর্ণা আক্তারকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর রাতে সাভার উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লালটেক এলাকায় এ ঘটনা ঘটে।

    অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সানোয়ার হোসেন হাফেজ(২৬)। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আহত সাভার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ব্যাপারীর একমাত্র ছেলে।

    নাম প্রকাশে অনিচ্ছুক আহত আব্দুর রহমানের এক নিকট আত্মীয় ও স্থানীয়রা সাংবাদিকদের জানান, সানোয়ার হোসেন হাফেজ বন্ধুদের সঙ্গে প্রায় প্রতি রাতে মাদক সেবন করে বাসায় এসে স্ত্রী স্বর্ণা আক্তারের সঙ্গে ঝগড়া বাধায়। প্রতিদিনের মতো বুধবার গভীর রাতে বাসায় ফিরে স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করে সানোয়ার হোসেন। এর প্রতিবাদ করলে স্ত্রীকে বেধড়ক মারধর করেন তিনি। মারধর ঠেকাতে এগিয়ে আসলে স্ত্রী স্বর্ণা আক্তার ও বাবা আব্দুর রহমানকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালায় সানোয়ার হোসেন হাফেজ। এতে গুরুতর আহত হয় স্ত্রী স্বর্ণা আক্তার ও বাবা আব্দুর রহমান ব্যাপারী। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

    স্থানীয়রা জানান, সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন হাফেজ শুধু মাদক সেবন নয় বরং এলাকার উঠতি বয়সী যুবকদের দিয়ে সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত।

    এ বিষয়ে অভিযুক্ত সানোয়ার হোসেন হাফেজের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, এটা আমার একান্ত পারিবারিক বিষয়। রাগের মাথায় স্ত্রী ও বাবা ছুরিকাঘাতে আহত হয়েছে। পরিবারের সদস্যদের সাথে আমি নিজেও তাদের হাসপাতালে ভর্তি করেছি। ছুরিকাঘাতের কারন ও বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে হত্যার হুমকি দিয়ে কলের সংযোগটি কেটে দেন।

    এদিকে সন্তানের ছুরিকাঘাতে বাবা ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুর রহমানের স্বজন, শশুর বাড়ির লোকজন ও এলাকাবাসী। অভিযুক্ত সানোয়ার হোসেন হাফেজকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তারা।

    বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ঘটনাটি আমরা শুনেছি, তবে আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। খোঁজখবর নেওয়া হচ্ছে, অভিযোগের ভিত্তিতে সিনিয়র অফিসারের পরামর্শক্রমে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

  • সাভারে বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় তিন’শ প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    সাভারে বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় তিন’শ প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    সাভারে বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় তিন’শ প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম মাসব্যাপী চলবে।

    শেখ এ কে আজাদ,প্রতিবেদক,সাভার :
    সাভারের বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার উদ্যোগে সাভার পৌর সিআরপি এলাকায় একটি মাঠে প্রতিবন্ধী অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
    সোমবার (১১)মার্চ বিকেলে প্রায় ৩০০ শ’ পরিবারকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
    ইফতার সামগ্রী বিতরণী সময় উপস্থিত ছিলেন , ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের নেত্রী, একুশে গ্রেনেড হামলার আহত এবং বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মাহবুবা পারভীন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ও সংস্থার উপদেষ্টা সাইদুল ইসলাম ও সংগঠনটির চেয়ারম্যান তুষার ঘোষ।

    এসময় বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার সহকারী পরিচালক
    নাজিয়াত আরা নাভা,
    সহ সাংগঠনিক সম্পাদক
    আরিফা আক্তার আশা নির্বাহী পরিচালক হেড অব এ্যাডমিন তরুণ চাকমাসহ সাভার পৌর বিভিন্ন এলাকার  সভানেত্রীগন উপস্থিত ছিলেন।

    বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মাহবুবা পারভীন বলেন সংস্থাটির উদ্যোগে রোজার শুরুর দিন প্রায় তিন’শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে। সংস্থাটি উদ্যোগে অসহায় প্রতিবন্ধী গরীব পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম মাসব্যাপী চলবে। তিনি এ সংস্থাটির জন্য কাজ করে এগিয়ে নিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

  • সাভারে চৌদ্দ মাদল বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন

    সাভারে চৌদ্দ মাদল বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন কালে  আগামী নির্বাচনে পূনরায় ভোট দিয়ে সকলকে নির্বাচিত করার আহবান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান

    মঞ্জুরুল আলম রাজীব

    রবিবার (২৫) ফেব্রুয়ারি বিকেলে সাভার নামা বাজার পঞ্চবটী আশ্রমে ৭২ প্রহর৷ ব্যাপি ১ নাম কীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন শেষে চৌদ্দ মাদল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। তিনি চৌদ্দ মাদল বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন এবং পালপাড়া মন্দির গিয়ে শেষ করেন। চৌদ্দ বাদল অনুষ্ঠান উদ্বোধন কালে তিনি আগামী নির্বাচনে পূনরায় ভোট দিয়ে সকলকে নির্বাচিত করার আহবান জানান। সাভার নামা বাজার পঞ্চবটী আশ্রমের সাধারন সম্পাদক কাঞ্চন ঘোষসহ নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ।।সংবাদ সম্পাদনায় শেখ এ কে আজাদ।।