আশুলিয়ার ধামসোনা বিএনপির আয়োজনে মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭) আগষ্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিনিটি সেন্টারে আশুলিয়ার ধামসোনা বিএনপির আয়োজনে এ মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক সাভার :
সাভারে আশুলিয়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা ও কোটা বৈশম্যবিরোধী ছাত্র জনতা,বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মী আহত ও নিহতদের স্বরনে মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭) আগষ্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিনিটি সেন্টারে আশুলিয়ার ধামসোনা বিএনপির আয়োজনে এ মিলাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী দল বিএনপি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সভাপতিব স্বদেশ বন্ধু খান মো: ইলিয়াস শাহী মোখলেস সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি, সাভার পৌর পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার শাহ্ মাঈনুল হোসেন বিল্টু, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার, সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিলউদ্দিন, সাভার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ রেফাতউল্লাহ, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল গফুর, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফেজ মোল্লা,
বিএনপি নেত্রী পৌর কাউন্সিলর ডারফিন আক্তার, জেলা ছাত্রদল নেতা মামুনুর রহমান শিপন, মাসুদ রানা,আশুলিয়া বিএনপি নেতা কামরুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা এসময় নেতা নেত্রীদেরকে সচেতন থেকে সু সংগঠিত হওয়ার আহবান জানান।
দোয়া শেষে মিলাদ দিয়ে সভা শেষ করা হয়।




অপরদিকে ঢাকা উত্তর ডিবি পুলিশের অফিস বন্ধ রয়েছে অফিসে কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি। তবে তারা কখন কবে যোগদান করবে তার খবর এখনো মেলেনি।


তারা আহত অবস্থ্যায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। শাজানসহ প্রধান আসামী করে কয়েক জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছে শামচ্ছুন্নাহার।
লিখিত অভিযোগ পাওয়ার পর রাত ১২ টায় ঘটনাস্থলে পরিদর্শন ও কারখানা পরিদর্শন করে পুলিশ। প্রাথমিকভাবে নকলপন্য সামগ্রীসহ অবৈধ পন্য বাজারজাত করা কয়েক প্রকার সেক্সুয়ালি জিংক সিং মিলে তাদের গোডাউনে। ট্রেডমার্ক সম্বলিত এসএমসির ওরস্যালাইন,ইন্ডিয়ান গুরুদেব এর মত আগরবাতি,বিদ্যুত নিমের কালো মাজন,হাকিমপুরী জর্দ্দা,ঈগল গোল। জব্দ করে পুলিশ।
অপরদিকে কারখানার মালিক শাজাহান এর নিকট জানতে চাইলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, রোজির পরিবার আমার ব্যবসার সাথে জরিত ছিল। শক্রবার (৩) এপ্রিল কে বা কারা পুলিশ প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তাদের নিকট থেকে ৫০/৬০ হাজার টাকা নেয়।তার জন্য তার বাড়ির সামনে রোজির পরিবারের কয়েকজন লাঠিসোডা এনে তাকে মারধর করে এবং তার স্ত্রী ৫ মাসের গর্ভবতী হলেও তার উপর হামলা চালিয়ে নিচে ফেলে পেটে পিঠে লাথি মারে এখন তিনি খুবই অসুস্থবোধ করছেন এমন অত্যাচারের সম্মূখীন হয়েছে তার পরিবার। অবৈধভাবে রোজির পরিবার ডারবি সিগারেট তৈরি করে বাজার জাত করে আসছিলো এবং তার বাড়ির পাশে দোকানদান এ ডারবি সিগারেট ও নকল বিদ্যুত নিমের কালো মাজন

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সানোয়ার হোসেন হাফেজ(২৬)। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আহত সাভার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ব্যাপারীর একমাত্র ছেলে।

এসময় বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার সহকারী পরিচালক
বাঁশবাড়ি শিশু যুব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মাহবুবা পারভীন বলেন সংস্থাটির উদ্যোগে রোজার শুরুর দিন প্রায় তিন’শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সংস্থাটি উদ্যোগে অসহায় প্রতিবন্ধী গরীব পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম মাসব্যাপী চলবে। তিনি এ সংস্থাটির জন্য কাজ করে এগিয়ে নিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।