Blog

  • সাভারের হেমায়েত প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ,কথিত প্রেমিকসহ আটক ৬

    সাভারের হেমায়েত প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ,কথিত প্রেমিকসহ আটক ৬

    সাভারের হেমায়েত প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ,কথিত প্রেমিকসহ আটক ৬

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারে প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে কথিত প্রেমিকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে হেমায়েতপুরের নতুন পাড়া এলাকায় একটি নির্মানাধী ভবনে এ গণধর্ষণের ঘটনা ঘটে ৷

    সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে হেমায়েতপুরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। তারা সকলে শ্রমিক

    আটকরা হলো- ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান রাজ্জাকের ছেলে সাকিবুর রহমান রিফাত (২০), চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার সিনি বাজার গ্রামের মোঃ মমিন মিয়ার ছেলে বাবু (২৫), চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোলাহাট থানার পীড়কান্দি বাজার এলাকার মহিবুল হক এর ছেলে সোহেল রানা (৩০), চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার এমপুর গ্রামের তহুরুল ইসলাম এর ছেলে ইউসুফ আলী (১৯), চাপাই নবাবগঞ্জের ভোলাহাট থানার বারইপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মাইনুল ইসলাম ও একই জেলার সদর থানার হাজী পাড়া গ্রামের নরুল হুদার ছেলে মোকারম হোসেন। তারা পেশায় সবাই নির্মান শ্রমিক।

    পুলিশ জনায়, রোববার রাতে কথিত প্রেমিক রিফাত ওই তরুণীকে কৌশলে হেমায়েতপুরের নতুন পাড়া এলাকায় একটি নির্মানাধীন ভবনে নিয়ে যায় । পরে সে সহ তার সাথে পালা ক্রমে ধর্ষণ করে রিফাত, বাবু, রানা, ইউসুফসহ আরও দুইজন। পরে তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ বলেন, এ বিষয়ে তরুণী নিজে মামলা দায়ের করেছেন। আটক দের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

  • দিকরা সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড’১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার, ৪৪ জন ভুক্তভোগী চাকুরীপ্রার্থী উদ্ধার করেছে-র‍্যাব-৪

    দিকরা সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড’১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার, ৪৪ জন ভুক্তভোগী চাকুরীপ্রার্থী উদ্ধার করেছে-র‍্যাব-৪

    দিকরা সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড’১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার, ৪৪ জন ভুক্তভোগী চাকুরীপ্রার্থী উদ্ধার করেছে-র‍্যাব-৪

    সত্যের সংবাদঃ
    রবিবার ২০ সেপ্টেম্বরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ‘দিকরা সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড” নামক একটি কোম্পানী চাকুরীপ্রার্থী মানুষের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল ২০/০৯/২০২০ তারিখ বিকাল ১৪.৩০ ঘটিকা হতে রাত ২২.৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় (ক) ‘‘দিকরা সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড”, পল্লবী, (খ) আনোয়ারা লজিস্টিক এন্ড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, সেনপাড়া, কাজীপাড়া (গ) আনোয়ার লজিস্টিক এন্ড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, আদাবর, মোহাম্মদপুর এ তিনটি শাখা হতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া চাকুরীদাতা প্রতারক চক্রের ১৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয় এবং ৪৪ জন ভুক্তভোগী চাকুরীপ্রার্থী উদ্ধার করা হয়।

    ১। মামুন হোসেন বিল্লাল (৩৬) জেলা-বরিশাল
    ২। মোঃ উজ্জল মিয়া (২৫), জেলা-নরসিংদী
    ৩। মোঃ শরিফুল ইসলাম (২২), জেলা-কুমিল্লা
    ৪। মোঃ সোহাগ খাঁন (২২) জেলা-টাংগাইল
    ৫। মোঃ আমানুল ইসলাম (২২) জেলা-পাবনা
    ৬। মোঃ জাকির হোসেন (২৪) জেলা-নোয়াখালী
    ৭। মোঃ রায়হান (২০) জেলা-ভোলা
    ৮। ফোরকান উদ্দীন (৩০) জেলা-চট্টগ্রাম
    ৯। মনিরুল ইসলাম (২৪) জেলা-ফরিদপুর
    ১০। মোঃ রাহাত হাওলাদার (২৪) জেলা-পটুয়াখালী
    ১১। মোঃ আহাদ (২৫) জেলা-লক্ষীপুর
    ১২। মোঃ আবু রায়হান (২২) জেলা-মুন্সিগঞ্জ
    ১৩। মোঃ সাহিবুর রহমান (২২) জেলা-রংপুর
    ১৪। মোঃ আলিফ হোসেন (২০) জেলা-বরিশাল

    র‍্যাব ঘটনাস্থল হতে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৪টি ভর্তি ফরম বই, ১০টি ভিডিটিং কার্ডের বক্স, ৭০ পাতার চাকুরির নিয়োগ ফরম,০৭টি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, নগদ মোট-৯৭,০০০/-টাকা, ৫ টি রেজিস্টার, ১ টি নোট বুক, ১ টি খাতা, ৫২ সেট চাকরীপ্রার্থীর জীবন বৃত্তান্ত, ৮ টি সিল, ২টি পরিচয়পত্র, ৫টি ভুয়া পোস্টিং ফরম জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন জায়গায় মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের চাকুরী দেয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন থেকে প্রতারক চক্রটি নিরীহ ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় এই প্রতারক চক্রের মুল হুতা মামুন হোসেন বিল্লাল (৩৬) জেলা-বরিশাল। তার তত্ত্বাবধানে উপরোক্ত ০৩টি ভুয়া প্রতিষ্ঠান পরিচালিত হত।
    মামুন ছাড়াও পলাতক আরও ৪/৫ জন এই প্রতারনার কাজে জড়িত। পলাতকদের গেস্খফতারে জোড় প্রচেষ্টা অব্যাহত আছে।
    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতারক চক্রদের বিরুদ্ধে তদন্ত এবং গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অদূর ভবিষ্যতেও এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

  • সাভারের বনগাঁও ইউপির দুই সদস্যের দূর্নীতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা মতবিনিময় সভায়..ইউএনও শামীম আরা নীপা

    সাভারের বনগাঁও ইউপির দুই সদস্যের দূর্নীতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা মতবিনিময় সভায়..ইউএনও শামীম আরা নীপা

    সাভারের বনগাঁও ইউপির দুই সদস্যের দূর্নীতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা মতবিনিময় সভায়..ইউএনও শামীম আরা নীপা

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান ও ১২৩ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য রেহেনা আক্তারের দুর্নীতির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দুর্নীতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপা।
    সোমবার সকালে সাভার উপজেলা পরিষদের হলরুমে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
    সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপা এসময় আরও বলেন,বনগাঁও ইউপি সদস্য আব্দুল মান্নান সমাজের অসহায়দের সরকারী খাস জমি দেওয়ার কথা বলে টাকা নেওয়া ও নারী ইউপি সদস্য রেহেনা রাস্তা উন্নয়ন করার কথা বলে টিআর প্রকল্প থেকে সাড়ে তিন লক্ষ টাকা উঠিয়ে নিয়ে কাজ করেনি এমন অভিযোগ আমরা পেয়েছি আমরা বিষয়টি তদন্ত করে দেখছি তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন,সরকারী ঘর বরাদ্দে কেউ দুর্নীতি করলে তাকেও ছাড় দেওয়া হবে না।

    এসময় তিনি আরও বলেন সিন্ডিকেট করে সাভার উপজেলায় কোন ব্যবসায়ী পেঁয়াজের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি।
    বনগাঁও ইউনিয়নবাসী বলছে, এ ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার সমাজের প্রায় ৮০ জন ভূমিহীনদেরকে সরকারী খাস জমি দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। ভূমিহীনরা জমি চাইলে ইউপি সদস্য আব্দুল মান্নান উল্টো তাদেরকে হয়রানী করছে বলেও অভিযোগ করেন তারা।

    এছাড়া ওই ইউনিয়নের ১২৩ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য রেহেনা সাতটি রাস্তা-ঘাটের উন্নয়নের কথা বলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কাজ না করে তিনি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। এবিষয়ে নারী ইউপি সদস্য রেহেনা বলেন আমি প্রকল্প থেকে টাকা উত্তোলন করে কাজ না করে টাকা গুলো আরিফ নামের এক যুবককে দিয়েছি কয়েকদিন পরে রাস্তার কাজ করবো বলে বলেন তিনি।

    এদিকে দুই বিতর্কিত এই দুই ইউপি সদস্য নিজেদের দুর্নীতির অপকর্ম ঢাকতে গত ১৯ সেপ্টেম্বর সাধাপুর এলাকায় ভাড়াটে লোকজন দিয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেন। এলাকাবাসীর দাবি দুর্নীতির প্রমাণ ঢাকতে ওই দুই ইউপি সদস্য শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।
    এলাকাবাসী এই বিতর্কিত দুই ইউপি সদস্যের কঠোর শাস্তি দাবি করেছেন সরকার ও প্রশাসনের নিকট।

  • বিডিনিউজ প্রধান সম্পাদকের জামিন চেম্বার আদালতে বহাল রেখেছেন

    বিডিনিউজ প্রধান সম্পাদকের জামিন চেম্বার আদালতে বহাল রেখেছেন

    বিডিনিউজ প্রধান সম্পাদকের জামিন চেম্বার আদালতে বহাল রেখেছেন

     

    দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় দায়ের করা মামলাটির এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন।

    অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে দেওয়া হাইকোর্টের আগাম জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

    হাইকোর্টের আগাম জামিন আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর আগামী ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেন বিচারপতি নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার জজ আদালত।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি করে বৃহস্পতিবার চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

    আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যদিকে, তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।

    এর আগে, গত ২৬ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই মামলায় খালিদীকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

    আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘চেম্বার বিচারপতি জামিনের মেয়াদ জানতে চাইলে আমি বলেছি ২৬ অক্টোবর পর্যন্ত। কেন লিভটু আপিল করেছি এবং কেন দেরিতে আবেদন করেছি এ বিষয়ে বলেছি, আবেদনটি পরদিনই ফাইল করেছিলাম। কিন্তু আদেশের সত্যায়িত অনুলিপি পেতে দেরি হয়েছে। তখন বিচারপতি বলেছেন, ২১ সেপ্টেম্বর ফুলকোর্টে শুনবেন।’

    গত ৩০ জুলাই এই মামলা দায়ের করে দুদক। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় দায়ের করা মামলাটির এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন।

    ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ওই টাকা অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

    ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ অক্টোবর দিন রেখেছেন। এর আগে গত ২৬ আগস্ট সে আবেদন মঞ্জুর করে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আট সপ্তাহের আগাম জামিন দেন।

    চলতি সপ্তাহে এ জামিন আদেশের সত্যায়িত অনুলিপি পাওয়ার পরই আপিলের অনুমতি চেয়ে আবেদন করে দুদক; যেখানে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চাওয়া হয়েছে।

  • সাভারে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় অ্যাসেড স্কুলের এক ছাত্রীকে নির্মমভাবে হত্যা

    সাভারে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় অ্যাসেড স্কুলের এক ছাত্রীকে নির্মমভাবে হত্যা

    সাভারে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় অ্যাসেড স্কুলের এক ছাত্রীকে নির্মমভাবে হত্যা

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নিলা রায় (১৪) নামে এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বখাটে এক যুবক।

    রবিবার রাতে সাভার মডেল থানার সাভার পৌর এলাকার পাল পাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে।

    নিলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ন রায়ের মেয়ে। সে তার পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমা পাড়া একটি বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুল নামে একটি বিদ্যালয়ে দশম শ্রেণীতে লেখাপড়া করত।

    বখাটে ওই ঘাতক যুবকের নাম মিজানুর রহমান চৌধুরী(২০) সে একই এলাকার বাসিন্দা। হত্যার পর সে পালাতক রয়েছে।

    বখাটে ঘাতক যুবকের নাম মিজানুর রহমান চৌধুরী(২০)।হত্যার করার পর পালাতক রয়েছে।

    জানা গেছে, দীর্ঘদিন ধরে বখাটে মিজানুর প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল নীলাকে। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এদিন রাত নয়টারদিকে হাসপাতলে থেকে বাড়ী ফেরার পথে নীলা ও তার ভাই অলকের গতিরোধ করে বখাটে ওই যুবক। পরে তার ভাইকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে নীলার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে যুবক মিজানুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় নীলার মৃত্যু হয়।

    সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসাপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সাথে ঘাতক মিজানুরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সাভারের ত্রান প্রতিমন্ত্রীর ডাঃ এনামুর রহমানের মাতার কুলখানী অনুষ্ঠিত

    সাভারের ত্রান প্রতিমন্ত্রীর ডাঃ এনামুর রহমানের মাতার কুলখানী অনুষ্ঠিত

    সাভারের ত্রান প্রতিমন্ত্রীর ডাঃ এনামুর রহমানের মাতার কুলখানী অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম জিলু,সাভার থেকেঃ

    সাভারে রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পার্বতীনগর এলাকায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মা শিরিয়া খানমের কুলখানী অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার বাদ জোহর এর নামাজ শেষে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদে ত্রাণ প্রতিমন্ত্রীর মাতার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে কুলখানী উপলক্ষে আশুলিয়া ও সাভার থেকে আগত কয়েক হাজার মানুষের জন্য রান্না করা খাবার পোলাও খাসির মাংসের আয়োজন করা হয়।

    এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পক্ষে ঢাকা জেলার যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জি এস মিজান দোয়া ও মোনাজাত শেষে তোবারক বিতরণ করেন।

    এ সময় আওয়ামিলীগসহ  সেচ্ছাসেবগলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরাও তোবারক বিতরণ করেছেন।
    কুলখানীতে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ সাভার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এনাম ক্লিনিকের ডাইরেক্টর ও সাংবাদিিক জাহিদুল রহমান জাহিদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এমপি, বর্তমান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এর মা শিরিয়া খানম এমাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পরে রাত ৯ টা তালবাগ কবরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন করেন।
    ডাক্তার এনামুর রহমানকে আর্তমানতার কাজ লক্ষে তার মা তাকে সাহস ও মনোবল যুগিয়েছেন।

    সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।

  • সাভারে সক্রিয় মোবাইল চোর চক্রকে ৬৮ মোবাইলসহ ৪ জনে আটক করেছে র‌্যাব-৪

    সাভারে সক্রিয় মোবাইল চোর চক্রকে ৬৮ মোবাইলসহ ৪ জনে আটক করেছে র‌্যাব-৪

    সাভারে সক্রিয় মোবাইল চোর চক্রকে ৬৮ মোবাইলসহ ৪ জনে আটক করেছে র‌্যাব-৪

    ডেক্স সংবাদঃ
    সাভারের আশুলিয়া থেকে ৬৮টি চোরাই মোবাইলসহ মোবাইল চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। এ সময় উদ্ধার করা হয়েছে ৩৩টি স্মার্ট ফোনসহ ৬৮টি মোবাইল সেট।

    রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪ এর কোম্পান কমান্ডার জমির উদ্দিন আহমেদ।

    তিনি জানান, সাভার ও আশুলিয়ার বিভিন্ন বাসা-বাড়ি ও মার্কেট থেকে বিভিন্ন উপায়ে মোবাইল ফোন চুরি হয়ে থাকে। একটি সক্রিয় চক্র মোবাইল ফোন চুরির পর তা মজুদ করে বিক্রি করে আসছিল। র‌্যাব-৪ এর গোয়েন্দা তৎপরতায় এমন চক্রের সন্ধান মেলে আশুলিয়ার জামগড়া এলাকায়। সেখানে অভিযান চালিয়ে চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৩৩টি স্মার্ট ফোন ও ৩৫টি ফিচার ফোন।

    আটককৃতরা হচ্ছে- আবুল কালাম, মহসিন আলী, সোহেলরানা এবং সুজন। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। দির্ঘদিন যাবৎ এরা সাভার ও আশুলিয়ায় থেকে মোবাইল ফোন চুরির বিশাল সিন্ডিকেট তারা গড়ে তুলে।

  • পৃথক পৃথকভাবে সাভারে অর্ধশতাধিক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী  

    পৃথক পৃথকভাবে সাভারে অর্ধশতাধিক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী  

    পৃথক পৃথকভাবে সাভারে অর্ধশতাধিক চিহ্নিত
    সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী  

     

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    পৃথক পৃথকভাবে সাভারে বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
    শনিবার সকালে তাদেরকে আটক করার বিষয়টি নিশিচত করেছেন র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, গতকাল বিকেলে সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকা থেকে কুখ্যাত নৌ পথের ডাকাত গাংচিল বাহিনীর প্রধান সালাউদ্দিন ও তার দুই সহযোগীকে অস্ত্র গুলি,ইবায়াসহ আটক করে র‌্যাব ৪।
    পরে তাদেরকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
    অন্যদিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম নামের এক শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব ৪।

    এছাড়া সাভারের ভাকুর্তা এলাকায় আতাউর প্লাজা থেকে চুরি হওয়া একটি পাঁচ লক্ষ টাকার মোটরসাইকেল সহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

    শনিবার গভীর রাতে আটক দুই যুবককে নোয়াখালী জেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক ও একটি মোটরসাইকেল উদ্ধার করেন সাভার মডেল থানা ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্য এস আই শাহ আলম। আটক দুই যুবকের নাম সামছুল ইসলাম সবুজ ও সাকিব আল যুবায়ের। গেল কয়েকমাস আগে ভাকুর্তা এলাকা থেকে দুইটি মোটরসাইকেল চুরি হয়। সেসময় ওই এলাকায় চোরের উপদ্রবে এলাকাবাসী নির্ঘুম রাত কাটিয়েছেন। পরে ওই এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়।

    এদিকে ভোর রাতে ব্রাহ্মনবাড়িয়া ও ঢাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব- ৪। আটক দুই জঙ্গির নাম মোকসেদুল ও আতাহার আলী। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
    এছাড়াও গত কয়েকদিনে সাভার,আশুলিয়া,ধামরাই ও রাজধানীর মিরপুর থেকে ইয়াবা,ফিন্সিডিলসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে র‌্যাব ও পুলিশ।

    রাজধানীর কাছের এসব এলাকায় অপরাধকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনায় ও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় তাদের প্রতি মানুষের যেমন আস্তা বেড়েছে এবং এলাকাবাশীরা সন্তোষ প্রকাশ করেছেন।
    এসময় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা শতাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আটককৃতরা সবাই বর্তমানে জেল হাজতে রয়েছে।
    এবিষয়ে র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন,অপরাধকারীদের কোন ছাড় নয় তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা নিয়েছে।

  • শ্রীপুরে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    শ্রীপুরে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    শ্রীপুরে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিবেদক গাজীপুর প্রতিনিধি – তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলীহাটি ইউনিয়নের আবদার এলাকার তোফাজ্জল হোসেনের বহুতল ভবনের দুতলার একটি কক্ষ থেকে হাসিনা বেগম (৪০) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

    নিহত হাসিনা বেগম উপজেলার আবদার গ্রামের তোফাজ্জল হোসেন বেপারীর স্ত্রী। নিহতের ভাই তমিজউদ্দিন জানান, অনেকদিন যাবত তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। তবে এটা আত্মহত্যা নয় আমার বোনকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

    নিহতের ছেলে জুবায়ের আহমেদ জয় জানান, কয়েকজন লোকের কারণে আমার মা আত্মহত্যা করেছে। গত ৫ বছর যাবত আমাদের সংসারে পারিবারিক কলহ চলে আসছিল। আমার বাবা একজন নারীলোভী ঘরের বাইরে বিভিন্ন মেয়েদের সাথে চলাফেরা করত বাড়িতে সময় দিত না।তাই গত ১৪ সেপ্টেম্বর আমার বাবাকে সংশোধনের জন্য ময়মনসিংহের মুক্তাগাছার সিরি রিহ্যাব সেন্টারে পাঠানো হয়। রিহ্যাবে পাঠানোর কারণে আমার চাচা তোজাম বেপারি, চাচাতো ভাই সোহাগ বেপারি এবং তেলিহাটি ১ নং ওয়ার্ড সদস্য তারেক হাসান বাচ্চু ক্ষিপ্ত হয়ে ১৫ সেপ্টেম্বর আমাকে পুলিশের হাতে তুলে দেয়।আর আমার বড় বোন ঝর্ণাকে তার ছোট দুই শিশু বাচ্চাসহ রাত তিনটার দিকে বাড়ি থেকে বের করে দেয়। আমার মাকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে।ও আমাকে থানায় নিয়ে নির্যাতন করে তারা। এবং বলে তোদের সংসার কখনো জোরা লাগতে দিবো না। পরে আমার বাবাকে রিহ্যাব থেকে ফিরিয়ে আনা হয়। তারপর থেকেই আমার বাবা চাচার বাড়িতেই থাকে। গতকাল রাতে তারা জানায় আমার মাকে আমার বাবা ডিভোর্স দিয়েছে এবং আমার মাকে তারা গালিগালাজ করে। পরে প্রতিদিনের ন্যায় আমি সকালে দোকানে চলে যাই তখন মা শুয়ে ছিলো।সকাল নয়টার দিকে আমার বড় বোন ঝর্ণা আমাকে ফোনে বলে মাকে ফোন দিচ্ছি কিন্তু মা ফোন ধরছেনা। পরে আমি মাকে ডাকার জন্য ঘরে গিয়ে দেখি মা গলায় ফাস লাগিয়ে বিদ্যুতিক পাখার সাথে ঝুলে আছে। আমার মা আত্মহত্যা করেনি আমার মা কে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।

    তেলিহাটি ইউনিয়নর ১নং ওয়ার্ডর সদস্য তারক হাসান বাচু জানান, প্রায় ৪/৫ দিন পূর্ব গহবধূ হাসিনা বগম ও তার ছল জুবায়র আহমদ জয়র সহযাগীতায় স্বামী তাফাজ্জল হাসনক গাপন মাদক সবনর অভিযাগ ময়মনসিংহর মুক্তাগাছা এলাকার রিহ্যাব সটার (মাদক নিরাময় কদ্র) ভর্তি কর আস। পর ভাইয়র সন্ধান না পয় বড় ভাই কুজাম বপারী বাদী হয় ভাবী হাসিনা বগম ও ভাতিজাক অভিযুক্ত কর ছাট ভাইয়র সন্ধান চয় সামবার (১৪ সপ্টম্বর) দিবাগত মধ্য রাত শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়রী কর। পর পুলিশ অভিযুক্তদরক আটক কর থানায় জিজ্ঞাাসাবাদ করল ছল জয় জানায় বাবা মাদকাসক্ত না। মা’য়র পরামর্শ তার বাবাক মুক্তাগাছা এলাকার রিহ্যাব সটার রখ আসছ। পর থানা পুলিশর নির্দশ তার বাবাক রিহ্যাব সটার থক বাড়িত নিয় আস। বাবা বাড়িত এস স্ত্রীর এসব কর্মকান্ড শুন স্ত্রী হাসিনা বগমক বিবাহ বিছদ (ডিভার্স) দিয় দয়। ডিভার্স দওয়ার পরও স্ত্রী হাসিনা বাড়ি না ছাড়ায় স বাড়িত যাওয়া বন্ধ কর দয়। শুক্রবার সকাল সায়া ৮টায় ছল ঘুম থক উঠ তার মা’ক ঘর শুয় থাকত দখ বাজার চল যায়। স বাজার থক এস দখ তার মা ঘরর সিলিং ফ্যানর সাথ গলায় গামছা পঁচিয় আতহত্যা করছ।

    ইউপি সদস্য আরা জানান, নিহতর স্ত্রীর অভিযোগ ছিল তার স্বামী মাদকাসক্ত ছিল না। তব, ঘর বাহিরর ময় ও নারীদরক নিয় ফুর্তি করতা। এজন্য স ছলর সহায়তায় তার স্বামীক শিক্ষা দয়ার জন্য গাপন রিহ্যাব সটার (মাদক নিরাময় কদ্র) ভর্তি কর রখ আসছিল।

    শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন মিয়া জানান, শুক্রবার সকালে উপজেলার আবদার এলাকা থেকে খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে লাশের গায়ে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত হাসিনার সাথে তার স্বামী তোফাজ্জলের সম্পর্ক ভাল ছিল না।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে । ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।

  • টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর নবম কনভেনশন অনুষ্ঠিত”

    টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর নবম কনভেনশন অনুষ্ঠিত”

    টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর নবম কনভেনশন অনুষ্ঠিত”

    শেখ এ কে আজাদ ও জিল্লু সাভার থেকেঃ
    সাভারের হেমায়েতপুর আলমনগর (সুগন্ধা হাউজিং)-এ ১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর নবম কনভেনশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর প্রধান পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্ক্ষী মরহুম হাজী আলম চাঁনকে উৎসর্গ করা হয়।
    ‘বন্ধুত্ব’, ‘সেবা’, ‘আনন্দ’ এবং ‘নেতৃত্ব’ এ চারটি শব্দকে মূলনীতি ধরে ২০০৩ সালের ৩ মার্চ এএমজে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং এ এম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতুর হাত ধরে গঠন হয় মানবসেবার এই সামাজিক সংগঠন। সংগঠনটি সূচনালগ্ন থেকেই বিভিন্ন উৎসব, প্রাকৃতিক দুযোর্গ সহ নানান কর্মকাণ্ডের ভেতর দিয়ে ধারাবাহিকভাবে মানুষকে সহযোগিতা করে আসছে।
    নবম কনভেনশনকে কেন্দ্র করে নব-নির্বাচিত ২১ সদস্যের কমিটিও ঘোষণা করা। এসময় কমিটি ঘোষণা করেন টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা-সভাপতি জাহাঙ্গীর আলম জিতু।কমিটি ঘোষণা করে তিনি নব-নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- সভাপতি আব্দুল মান্নান আকাশ, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ড. বোরহান বুলবুল, যুগ্ম সম্পাদক নাজির মোহাম্মদ, কোষাধ্যক্ষ হাজী মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক এসএম শাহজাহান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, ধর্মবিষয়ক সম্পাদক শামসুল হক রাহমানী, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শেখ রাশেদুজ্জামান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফারজানা ইসলাম সীমা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সালেকুল ইসলাম, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, মহিলাবিষয়ক সম্পাদক হাসিনা খাতুন হাসি, কাববিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অলি আহাদ এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন- এজিএস মিজানুর রহমান, আনোয়ার হোসেন আনু ও আরিফ আহম্মেদ জয়।
    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নজরুল ইসলাম শিকদার (পিএমজেএফ) এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা-সভাপতি জাহাঙ্গীর আলম জিতু।

    অনেকে মধ্য আরো উপস্থিত ছিলেন, চার্টার প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ভাদাইল গ্রীন জেলা ৩১৫ এ১,বাংলাদেশ এবং জেলা ভিশন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাললায়ন শামছুন নাহার আহমেদ।