পরিবারকে সাথে নিয়ে ভোট দিয়েছেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম
আরিফুল ইসলামঃ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে শনিবার সকালে উত্তরার ৪ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এ সময় তার পরিবারের সদস্যরাও ভোট দেন।
এদিকে সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র কর্মী-সমর্থকদের আধিক্য থাকলেও সকালে ভোটারদের সংখ্যা তুলনামূলক অনেক কম হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা কিছুটা বাড়তে বাড়তে থাকে ধারণা করা হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আতিকুলের প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আওয়াল ভোট দিয়েছেন গুলশান কেন্দ্রে।
Leave a Reply