সাভার মুক্তি হাসপাতালের নার্স ও স্টাফদের বকেয়া বেতন পাওয়ার জন্য আবেদন প্রসঙ্গে

বরাবর,
সন্মানিত
সভাপতি / সাধারণ সম্পাদক
প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশন অব সাভার
ফোয়াস।
বি-৫, লাইভ লিড টাওয়ার, তালবাগ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সন্দীপ সড়ক, সাভার,ঢাকা-১৩৪০।

বিষয়ঃ কর্মরত নার্স ও স্টাফ এবং আয়াদের বকেয়া বেতন পাওয়ার জন্য আবেদন প্রসঙ্গে।

স‍্যার,
যথাবিহিত সন্মানের সহিত নিবেদন এই যে, আমরা ছয়জন সাভার মুক্তি হাসপাতাল এ‍্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (প্রাঃ) লিঃ এ বিভিন্ন পদে কর্মরত আছি। বিগত ছয় মাস ধরে আমরা কোন বেতন পাচ্ছি না । পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। হাসপাতালের কর্তপক্ষেকে বারবার বলা সত‍্যও কোন প্রতিকার হয়নি। করোনা ভাইরাস ও দুর্যোগ পরিস্থিতি কাজে লাগিয়ে হাসপাতাল মালিক মহোদয় দীর্ঘদিন কাজ করে আসা আমাদের সঙ্গে অন‍্যায়-অসাদ আচরন করছেন।একান্ত নিরুপায় হয়ে আপনাদের শরনাপর্ন হয়েছি।
অবিলম্বে বকেয়াসহ পূর্ণ বেতন পরিশোধের উদ্যোগ নেবার জন‍্য সংশ্লিষ্ট কৃর্তপক্ষসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি চিকিৎসগনের নিরাপত্তা ও সুরক্ষা দিতে প্রযোজনীয় পদক্ষেপ নেবার দাবি জানাচ্ছি। সকল বিষয় সু-ব‍্যবস্থা করে বাধিত করবেন
নিন্ম বকেয়া বেতনের নমুনা-
১/ক্লোদিয়া-৭৩,১৬০/-টাকা
২/নুপুর বিশ্বাস -২৬,৩০০/-টাকা
৩/এলিজাবেদ-২৪,৫৯২/-টাকা
৪/শিউলী পারভীন -২২,৬০০/-টাকা
৫/আয়শা-৩৫,৫০০/-টাকা
৬/জাহানারা-২৯,১৬৯/-টাকা
এর আগে আরো অনেকে পাওনা আছে কর্ম ছেড়ে চলে গেছে, মাঝে মাঝে পাওনা টাকার জন‍্য আসলে পাওনা না পেয়ে তারা কান্নাকাটি করে ফেরত যায়।

বিনীত নিবেদক
ক্লোদিয়া, নুপুর বিশ্বাস, এলিজাবেদ, শিউলী পারভীন, আয়শা, জাহানারা।
সাভার মুক্তি হাসপাতাল এ‍্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (প্রাঃ) লিঃ,সাভার,ঢাকা।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *