Author: sattersangbad24

  • বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা,২১ ফেব্রুয়ারি শুরু

    বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা,২১ ফেব্রুয়ারি শুরু

    বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা,শুরু হবে ২১ ফেব্রুয়ারি

    স্পোর্টসসংবাদঃ
    অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত পর্বে বাংলাদেশের মেয়েরা তুলনামূলক কঠিন গ্রুপেই পড়েছে। সালমা খাতুনদের এই গ্রুপেই রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
    দলে ফিরছেন হাঁটুর চোট থেকে ফেরা রুমানা আহমেদ। সালমা খাতুনের নেতৃত্বে মেয়েদের জাতীয় দল আগামী ২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় রওনা দেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২১ ফেব্রুয়ারি ।

    বাংলাদেশ দল:
    সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, আয়শা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা তুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক, নাহিদা আখতান, ফাহিমা খাতুন, রিতু মণি, সাবানা মোস্তারি।

  • সংবাদমাধ্যমে ছবি-সংবাদ প্রচারে নিখোঁজ অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্ধান পেলেন স্বামী

    সংবাদমাধ্যমে ছবি-সংবাদ প্রচারে নিখোঁজ অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্ধান পেলেন স্বামী

    সংবাদমাধ্যমে ছবি-সংবাদ প্রচারে নিখোঁজ অন্তঃসত্ত্বা স্ত্রীর সন্ধান পেলেন স্বামী,ছুটে যান হাসপাতালে

    ষ্টাফ রিপোর্টারঃ
    দীর্ঘ ৬ মাস পর খোঁজ মেললো অন্তঃসত্ত্বা নারী রমিতা বেগমের। তিনি বগুড়ার শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমির বাংড়া এলাকার সুরুজ আলী বাদশার স্ত্রী।

    অন্তঃসত্ত্বা নারী রমিতা বেগম লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে স্ত্রীর খোঁজে হাসপাতালে ছুটে গেলেন তার স্বামী সুরুজ আলী বাদশা।

    সুরুজ আলী বাদশার স্ত্রী একই জেলার ধুনট উপজেলার সুরক গ্রামের মৃত অফের প্রামাণিকের মেয়ে। কয়েক মাস আগে বাসে করে টাঙ্গাইল থেকে শেরপুর যাওয়ার সময় ভুলে লালমনিরহাট চলে যান রমিতা।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘ চার মাস আগে সন্ধ্যায় লালমনিরহাট হাসপাতালের ভেতরের গেটের সামনে পলিথিন বিছিয়ে তার ওপর শুয়ে থাকা অজ্ঞাতপরিচয় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সিনিয়র স্টাফ নার্স চামেলী বেগম। পরে কয়েকদিন চিকিৎসার পর নিরুদ্দেশ হয় আবার খোঁজ মেললে সদর হাসপাতালের দ্বিতীয় তলার গাইনি ওয়ার্ডে ভর্তি হলে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন ওই নারী ৮ মাসের অন্তঃসত্ত্বা। হাসপাতালে কর্মরত নার্স ও চিকিৎসকরা অনেকভাবে তার পরিচয় শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় এ ঘটনায় সদর থানায় একটি জিডিও করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

    ‘হাসপাতালে ৪ মাস ধরে ভর্তি অন্তঃসত্ত্বা কে এই নারী’ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয় । স্বামী ও একমাত্র সন্তান রতন মিয়াকে (২) কাছে পেয়ে বেজায় খুশি রমিতা বেগম।স্বামী সুরুজ আলী বাদশাকে চিনতে পেরেছেন।

    রমিতার স্বামী সুরুজ আলী বাদশা জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী হিসেবে বাবা মা হারা রমিতা বেগমকে বিয়ে করেন ৪ বছর আগে। কাজের সন্ধানে স্ত্রী সন্তানকে নিয়ে টাঙ্গাইলে বসবাস করতেন তিনি। দীর্ঘ ৬ মাস আগে খালার বাড়ি শেরপুরের উদ্দেশে বাসা থেকে বের হয়ে ভুলে বাসে করে লালমনিরহাট চলে এসে নিখোঁজ হন দুই মাসের অন্তঃসত্ত্বা রমিতা। রংপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হন তিনি। অর্ধশিক্ষিত সুরুজ আলী স্ত্রীর নিখোঁজের জন্য টাঙ্গাইল থানায় জিডি করতে যান কিন্তু রমিতার ছবি না থাকায় জিডি নেয়নি পুলিশ। অবশেষে স্ত্রীর আশা ছেড়ে দিয়ে সন্তানকে নিয়ে নিদারুন কষ্টে জীবন যাপন শুরু করেন।
    অবশেষে স্থানীয়দের মাধ্যমে সংবাদমাধ্যম ও ফেসবুকে স্ত্রীর ছবিসহ সংবাদ দেখে সন্তান রতনকে নিয়ে ছুটে যান হাসপাতালে। স্ত্রীকে কাছে পেয়ে আনন্দিত সুরুজ আলী বাদশা।

    সুরুজ আলী বাদশা বলেন, ছোটবেলায় বাবা মাকে হারিয়ে দাদা জিল্লুর রহমানের কাছে বড় হন রমিতা। তার বাবার রেখে যাওয়া প্রায় ৩ একর জমির মালিক হতে চাচারা নির্যাতন করে তাকে মানসিকভাবে অসুস্থ করে তোলেন। পায়ে শিকল বেঁধে রাখেন চাচারা। বিয়ের পরেও স্বামী-স্ত্রী দুজনেই রমিতার চাচা আবুল কালামের নির্যাতনের শিকার হয়েছেন। ফলশ্রুতিতে জীবন বাঁচাতে স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে টাঙ্গাইলে বসবাস শুরু করেন বলেও জানান সুরুজ আলী বাদশা।

    দীর্ঘ ৬ মাস পরে অন্তঃসত্ত্বা স্ত্রী রমিতাকে খুঁজে পেয়ে গণমাধ্যমকর্মীসহ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুরুজ আলী। স্বামীকে কাছে পেয়ে বিড়বিড় করে নিজের ঠিকানা বলতে শুরু করেন রমিতা। একমাত্র সন্তানকে কোলে নিয়ে পরম যত্ন শুরু করেন। রমিতাও দাবি করেন সুরুজ আলী বাদশা তার স্বামী ও রতন মিয়া তার একমাত্র সন্তান। এখন স্বামীর সঙ্গে চলে যেতে বেশ আগ্রহ দেখাচ্ছে রমিতা। কিন্তু সদর থানায় জিডি থাকায় পুলিশের কিছু আনুষ্ঠানিকতা শেষে তাকে ছাড়পত্র দিয়ে স্বামী সন্তানের সঙ্গে পাঠাবে হাসপাতাল কর্তৃপক্ষ।

    হাসপাতালে সরকারি সহায়তার পাশাপাশি রমিতা বেগমকে আর্থিকভাবে ওষুধ ক্রয়সহ অন্য সহায়তা করছে সমাজসেবা অধিদপ্তর। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, রমিতা বেগম ও তার স্বামীর পুরো ঠিকানার সঠিকতা যাচাইসহ জিডি মূলে কিছু আনুষ্ঠানিকতা শেষে স্বামীর কাছে রমিতাকে হস্তান্তর করা হবে।

  •  “মা’কে খুশি করতে বিয়ের রাতে অভিজ্ঞতা এক নারীর

     “মা’কে খুশি করতে বিয়ের রাতে অভিজ্ঞতা এক নারীর

     “মা’কে খুশি করতে বিয়ের রাতে অভিজ্ঞতা এক নারীর

    বিয়ের পর যখন তিনি আমার সামনে পোশাক খুলতে শুরু করেন, তখন আমি ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম,” বলছিলেন এলমিরা (ছদ্মনাম)।

    “আমি বার বার নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এখন আমার বিয়ে হয়ে গেছে। তাই আমার সাথে এগুলোই হবে।”

    এলমিরার তখন বয়স ছিল ২৭ বছর। সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে একজন দোভাষী হিসেবে কাজ শুরু করেছেন।

    এলমিরার স্বামীকে বেছে নিয়েছিলেন তার বাবা-মা। এলমিরা সেই বিয়েতে সম্মতিও জানিয়েছিলেন। শুধুমাত্র তার “মা’কে খুশি করতে”।

    “ওই লোকটি ছিল আমাদের প্রতিবেশী, আমরা একেবারে আলাদা মানুষ ছিলাম; সে শিক্ষিত ছিল না, আমাদের মধ্যে কোন কিছুতেই কোন মিল ছিল না,” বলেন এলমিরা।

    “আমার ভাই, আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল, এবং তারা আমাকে বলেছিল যে সে একজন ভাল লোক। প্রতিবেশীকে বিয়ে করছি দেখে, মা খুব খুশি ছিলেন। কারণ আমি তার কাছাকাছি থাকতে পারবো, সে আমার খোঁজ খবর নিতে পারবে।

    বাড়িতে বিয়ের প্রসঙ্গ উঠতেই এলমিরা তার মা’কে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি এখনই বিয়ে করতে চাননা।

    এলমিরার মা এই বিষয়টি আত্মীয় স্বজনদের জানিয়ে দিলে তারা এলমিরাকে চাপ দিতে থাকেন। অনেকেই সন্দেহ করছিলেন যে এলমিরা হয়তো কুমারী নন।

    কিন্তু সত্যিটা হল বিয়ের রাতেই এলমিরা প্রথমবার যৌনমিলন করেছিলেন।

    প্রথম রাতেই তিনি জানতে পারেন যে তার স্বামী তার অনুভূতি এবং আত্ম-সম্মানবোধকে বিন্দুমাত্র পরোয়া করেন না। তাই তার এমন অভিজ্ঞতার সম্মূখীন হয়েছিলেন এলমিরা।

    সূত্র-বিবিসি

  • রিভার্জিনাইজ’ পুনরায় কুমারী করে তোলা

    রিভার্জিনাইজ’ পুনরায় কুমারী করে তোলা

    রিভার্জিনাইজ’ পুনরায় কুমারী করে তোলা

    যে নারীরা এই শল্যচিকিৎসার সহায়তা নেন, তাদের বেশিরভাগই রক্ষণশীল পরিবার থেকে আসা মুসলমান নারী। বিয়ের আগে তারা যৌন সম্পর্ক করেছেন, সেটা তাদের স্বামী বা পরিবার বুঝতে পারলে সমাজচ্যুত, এমনকি হত্যাও করতে পারে, এমন আশঙ্কায় নারীরা এই ঝুঁকি নেন।

    তারা এমন একটি প্রক্রিয়ার সহায়তা নেন, চিকিৎসা ব্যবস্থায় যাকে বলা হয় ‘রিভার্জিনাইজ’ যার অর্থ পুনরায় কুমারী করে তোলা। এটি ‘হাইমেনোপ্লাস্টি’ নামেও পরিচিত।

    এখানে শল্যচিকিৎসার মাধ্যমে যোনি প্রবেশপথের ঝিল্লির একটি স্তর, যেটি অনেকে ‘সতীচ্ছদ’ বলে বর্ণনা করে থাকেন, সেটি পুনরায় তৈরি করে দেয়া হয়।

    চিকিৎসায় কোন সুবিধা নেই
    যে নারীদের বিয়ের রাতে তাদের সতীত্বের পরীক্ষা দিতে হয়, সেখানে অক্ষত যৌনিপর্দা তার কুমারীত্বের প্রমাণ বলে মনে করা হয়।

    কিন্তু এই অস্ত্রোপচারের কোন চিকিৎসাগত সুবিধা নেই, শুধুমাত্র নারীদের ভীতি এবং লজ্জাকে ব্যবহার করে এটি করা হচ্ছে বলে অভিযোগ করছেন অধিকার কর্মীরা। এ কারণে তারা এ ধরণের অস্ত্রোপচার বন্ধ করার দাবি করছেন।

    কিন্তু বিপরীতভাবে বলা হয়, এটি নিষিদ্ধ করা হলে যে নারীরা এ ধরণের অস্ত্রোপচারের সহায়তা নিতে বাধ্য হন, সেই মুসলমান নারীদের জন্য বিপদ বাড়িয়ে দেবে।

    যুক্তরাজ্যের জেনারেল মেডিকেল কাউন্সিলের (জিএমসি) গাইডলাইন অনুযায়ী, এ ধরণের অস্ত্রোপচারের আগে রোগীদের সম্মতির সময় জিজ্ঞেস করতে হবে যে, তারা কি কোনরকম চাপের কারণে বা অন্য কোন ব্যক্তির চাপ প্রয়োগের ফলে এ ধরণের কাজ করছেন কিনা।
    যুক্তরাজ্যের আন্দোলনকারীরা সরকারের কাছে অনুরোধ করছেন যেন কুমারীত্ব পুনরুদ্ধার শল্যচিকিৎসা বেআইনি বলে ঘোষণা করা হয়।
    সূত্র-বিবিসি

  • মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ৩৮ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা

    মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ৩৮ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা

    মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ৩৮ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা

    আগামী ১ ফেব্রয়ারি সিটি নির্বাচন। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সোমবার মশক, যানজট ও দূষণ নিয়ন্ত্রণসহ অন্যান্য সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয়ে রাজধানীর গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৮ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।

    এসময় তাবিথ বলেন, জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চত করতে তিনি প্রয়োজনীয় প্রদক্ষেপ নেবেন।

    তিনি বলেন, বর্তমান সরকার ও মেয়র মশক সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছেন। তাবিথ আউয়াল বলেন, ‘আমি নির্বাচিত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা বছর কাজ করে যাব। এছাড়া শহরের যানজট কমানো ও বায়ু দূষণ রোধে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করব।’
    বায়ু দূষণের নগরীর তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে আছে।

    নির্বাচিত হলে বিরোধী দলের প্রার্থী হয়েও তার দেয়া ইশতেহার বাস্তবায়ন করতে পারবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘জনগণ আমার পাশে থাকলে এটা বাস্তবায়ন সম্ভব।’

  • ঢাকায় সিটি নির্বাচনে আগামী শুক্রবার থেকে যান চলাচল বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারিঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

    ঢাকায় সিটি নির্বাচনে আগামী শুক্রবার থেকে যান চলাচল বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারিঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

    ঢাকায় সিটি নির্বাচনে আগামী শুক্রবার থেকে যান চলাচল বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারিঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

    ষ্টাফ রিপোর্টারঃ
    ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
    আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩১ জানুয়ারি (শুক্রবার) দিনগত মধ্যরাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বেবি ট্যাক্সি/অটো রিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু, অন্যান্য যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

    এছাড়া ৩০ জানুয়ারি দিনগত রাত ১২টা থেকে ২ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    একই সঙ্গে নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনী, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে বিশেষ করে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহৃত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

    এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মহাসড়ক ছাড়াও আন্তঃজেলা ও মহাসড়ক থেকে বের বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা এমন সব রাস্তায় নিষেধাজ্ঞা শিথিল করতে হবে।

    প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় নিয়োজিত গাড়ির উপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। বিদেশ বা দেশের বিভিন্ন স্থানে গমন বা বিদেশ বা দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের বিমান/নৌবন্দর বা বাস স্টেশন/টার্মিনালে যাওয়ার জন্য বা বন্দর/স্টেশন থেকে বাসস্থানে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কাজে চলাচলের জন্য নিয়োজিত যানবাহন ক্ষেত্রবিশেষ মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

    এতে আরও বলা হয়েছে, এসব যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষমতা দেয়া হয়েছে।

    তবে রিটার্নিং অফিসারের অনুমতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। এক্ষেত্রে পর্যবেক্ষকদের পরিচয়পত্র থাকতে হবে।

  • বর্তমানে দেশে বিআরটিসির ১৩১৩ টি বাস চলাচল করছে,’বাস ভারী মেরামতের জন্য কারখানায় রয়েছে : সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের

    বর্তমানে দেশে বিআরটিসির ১৩১৩ টি বাস চলাচল করছে,’বাস ভারী মেরামতের জন্য কারখানায় রয়েছে : সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের

    বর্তমানে দেশে বিআরটিসির ১৩১৩ টি বাস চলাচল করছে,’বাস ভারী মেরামতের জন্য কারখানায় রয়েছে : সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে বিআরটিসি বহরে ১হাজার ৮৩০টি বাসের মধ্যে ১হাজার ৩১৩ টি বাস চলাচল করে। এরমধ্যে ৩৩০টি বাস অমেরামতযোগ্য। মেরামতযোগ্য ১৮৭ টি বাস ভারী মেরামতের জন্য কারখানায় রয়েছে।মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এই তথ্য জানান।

    ওবায়দুল কাদের আরো বলেন, ভারতীয় লাইন অব ক্রেডিট ঋণের আওতায় ৩০০টি দ্বিতল ২০০টি একতলা এসি বাস এবং ১০০টি নন এসি বাসসহ মোট ৬০০টি নতুন বাস আমদানি করা হয়েছে। বাসগুলি বিআরটিসি বহরে পর্যায়ক্রমে সংযুক্ত হচ্ছে। এছাড়া কারখানায় মেরামত করার পর চলাচল উপযোগী করে বাসগুলো বিআরটিসি বহরে সংযুক্ত করা হবে বলে মন্ত্রী সংসদকে জানান। খবর-বাসস

  • চীনের উহান প্রদেশে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে বিশেষ বিমান প্রস্তুতঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

    চীনের উহান প্রদেশে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে বিশেষ বিমান প্রস্তুতঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

    চীনের উহান প্রদেশে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে বিশেষ বিমান প্রস্তুতঃ
    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

    ষ্টাফ রিপোর্টারঃ
    করোনা ভাইরাসের কারণে চীনের উহান প্রদেশে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে ফেরানোর বিষয়ে দেশটির সাথে সরকারের আলাপ হয়েছে। তাদের ফেরানোর জন্য বিশেষ বিমান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘ইমপ্লিমেন্টেশন অব দ্য থার্ড পেরিওডিক রিভিউ অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

    তিনি বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফেরত আনতে সরকার প্রস্তুত। আমরা চীন সরকারের সঙ্গে কথা বলেছি, তারা দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিন তাদের পর্যবেক্ষণ করবে। এই দুই সপ্তাহ ওই প্রদেশে কোনো বিদেশিকে প্রবেশ ও বেরোতে দেবে না। সুতরাং দুই সপ্তাহ পর্যবেক্ষণ শেষে তারা সিদ্ধান্ত জানাবে।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চীনে বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েব পেজও খুলেছে। চীন ও দক্ষিণ কোরিয়া থেকে কেউ এলে পর্যবেক্ষণে রাখব। বিমানবন্দরে আমরা তাদের ঠিকানা নেব। তারা কোথায় অবস্থান করবে, সে তথ্যও নেওয়া হবে।

    চীন ভ্রমণে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে আব্দুল মোমেন বলেন, এটা অজানা এক ভাইরাস। এখনো এ রোগের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই চীন ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে হবে।

    করোনা ভাইরাসের বিষয়ে বাংলাদেশ সতর্ক রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই ভাইরাস রোধে বাংলাদেশ সতর্ক অবস্থায় রয়েছে। বিমানবন্দরসহ প্রয়োজনীয় জায়গায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

    বাংলাদেশের অনেক উন্নয়ন প্রকল্প যেমন পদ্মা সেতু, পায়রা ও বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অনেক চীনা কর্মী জড়িত রয়েছে। এসব চীনা কর্মীর সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষ কাজ করছে।

    এজন্য কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এতে কোনও অসুবিধা নাই। ভাইরাস না থাকলে অসুবিধা কোথায়?’

    সূত্রঃ অনলাইন

  • ঢাকা সিটি নির্বাচনে ১২৯ ম্যাজিস্ট্রেট নিয়োগ

    ঢাকা সিটি নির্বাচনে ১২৯ ম্যাজিস্ট্রেট নিয়োগ

    ঢাকা সিটি নির্বাচনে ১২৯ ম্যাজিস্ট্রেট নিয়োগ, নির্বাচন সংক্রান্ত ব্রিফিংয়ে ৩০ জানুয়ারি

    ষ্টাফ রিপোর্টারঃ
    ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটের সময় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ১২৯ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এক প্রজ্ঞাপনে জানিয়েছে, তাদেরকে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ২৯ জানুয়ারি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগ দিতে বলা হয়েছে। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয়তার নিরীখে তাদের দায়িত্ব বণ্টন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

    আগামী ৩০ জানুয়ারি বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে নির্বাচন সংক্রান্ত ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই ব্রিফিংয়ে ঢাকার বিভাগীয় কমিশনার উপস্থিত থাকবেন। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৭ হাজার ৮৫০টি। ভোটার ৩০ লাখ ৯ হাজার।দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে থাকবে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ। এ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫২ হাজার। আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সূত্র-বাসস

  • ১৪৪টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করলেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন

    ১৪৪টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করলেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন

    ১৪৪টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করলেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন

    নির্বাচন সংবাদঃ ঐতিহ্য ও আধুনিকভাবে ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার শতাধিক প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

    জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহারে ১৩টি দফায় তিনি ১৪৪টি প্রতিশ্রুতি তুলে ধরেন মঙ্গলবার ২৮ জানুয়ারি সকালে।

    ইশরাক হোসেন ঘোষিত ১৩ দফা হচ্ছে- নাগরিক সেবা, নাগরিক বিনোদন, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন, নাগরিক স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, পরিবেশ-উন্নয়ন বনায়ন ও বজ্য ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, সমাজসেবা কার্যক্রম, জননিরাপত্তা ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা নৈতিকতার শক্তি পুনরুদ্ধার, গ্রন্থাগার ও জাদুঘর, নগর পরিকল্পনা ও প্রশাসন।
    ইশ‌তেহার ঘোষণার সময় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ, বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গ‌য়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএন‌পির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, মো. শাহজাহান, জেএস‌ডির সভাপ‌তি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, বিকল্পধারার সভাপতি নুরুল আমিন বেপারী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী সোহেল, সাংগঠনিক সম্পাদক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, শ্যামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নেতা হাসান জাফির তুহিন, আফরোজা আব্বাস, আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

    আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহনের এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে সিইসি।