Category: ফটো গ্যালারি

  • সাভারের গেন্ডা এলাকায় এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫০ বছরের ১ বৃদ্ধা আটক 

    সাভারের গেন্ডা এলাকায় এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫০ বছরের ১ বৃদ্ধা আটক 

    নিজেস্ব প্রতিবেদক,সাভারঃ

    ঢাকার সাভারে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ জন ৫০ বছরের বৃদ্ধধাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
    সাভারে নামা গেন্ডা বটতলায় এলাকায় শুক্রবার দুপুরে ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগ আটক একজন।

    সাভার মডেল থানার উপপরিদর্শক আসাদ বলেন শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ জনকে আটক করে সাভার মডেল থানায় আনা হয়েছে। তিনি আরও বলেন শিশু ধর্যনের চেষ্টায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • ৩ জানুয়ারি তিন শতাধিক চাষীর অংশ গ্রহনে বিএফএফ’র উদ্যোগে এক চাষী প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হবে -আহসানুল আলম জন

    ৩ জানুয়ারি তিন শতাধিক চাষীর অংশ গ্রহনে বিএফএফ’র উদ্যোগে এক চাষী প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হবে -আহসানুল আলম জন

    • মোঃ রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ ব্যুরোঃ

    দেশের মৎস্য চাষে নবদিগন্ত সূচনা করতে কাজ করছেন বাংলাদেশ ফিশ ফারমারস এ্যসোসিয়েশন। এ লক্ষ্যে আগামী ৩ জানুয়ারী বাংলাদেশ মৎস্য গবেষনা ইন্সটিটিউটে তিন শতাধিক চাষীর অংশ গ্রহনে এক প্রশিক্ষণ কর্মশালা ও বর্ণাঢ্য চাষী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
    ওই কর্মশালায় নেদারল্যান্ডের অভিজ্ঞ প্রশিক্ষক অংশ গ্রহন করবেন।

    এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিশ ফারমারস এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক আহসানুল আলম জন।

    তিনি আরো জানান, প্রান্তিক পর্যায়ের খামারিদের একটা প্লাটফর্মে এনে অধিকার প্রতিষ্ঠা এবং সিন্ডিকেট মুক্ত মৎস্য খামার পরিচালনার মাধ্যমে দেশের কৃষি নির্ভর অর্থনীনিতিতে মৎস্য সেক্টরকে আরো উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়াই ফিশ ফারমারস এ্যসোসিয়েশনের মূল লক্ষ্য। কারণ বিশ্ব দরবারে বাংলাদেশকে মৎস্য চাষের এক গুরুত্বপূর্ন দেশ হিসেবে মূল্যায়ন করা হয়। ফলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, বৈদেশিক মুদ্রা আহরণ, কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে মৎস্য সেক্টর দেশের এক সম্ভাবনাময় খাত হিসাবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে। কিন্তু রেণু উৎপাদনে সঠিক মান নিয়ন্ত্রন জ্ঞানের অদক্ষতা ও মাছের খাবার তৈরীতে মানসম্পন্ন কাচাঁমাল ব্যবহার না করার কারণে প্রায়ই ক্ষতিগ্রস্থ হচ্ছেন প্রান্তিক চাষী ও খামারীরা। ফলে মৎস্য খাতে নবদিগন্তের সূচনা করতে হলে এই দুটি বিষয় জবাবদিতার পর্যায়ে আনা এখন সময়ের দাবি।
    কিন্তু সম্ভাবনাময় এ মৎস সেক্টরকে আঞ্চলিক ভাবে বিভক্ত করে একটি সুবিধাবাদী মহল নিজেদের প্রভাব সৃষ্টি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও দাবি একাধিক সূত্রের।
    অভিযোগ উঠেছে, ময়মনসিংহ অঞ্চলের গুটি কয়েক তথাকথিত হ্যাচারি মালিক যাদের মানসম্মত পোনা উৎপাদন নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তারা এই সম্মেলন বাঁধাগ্রস্থ করতে নেপথ্যে কলকাঠি নাড়ছে। যা দেশের মৎস্য বিপ্লবে প্রতিবন্ধকতার শামিল।
    বাংলাদেশ ফিশ ফারমারস এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আহসানুল আলম জন বলেন, ‘১৯৭২ সালে সামুদ্রিক মৎস্য আহরণের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ গ্রহন করে বলেন ‘মাছ হবে দেশের দ্ধিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ।’ জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সিন্ডিকেটমুক্ত মৎস্য সেক্টর গড়ে তোলার জন্যই এ প্রশিক্ষণ কর্মশালা ও বর্ণাঢ্য চাষি সম্মেলনের আয়োজন করা হয়েছে। আশা করছি খামারীদের সাথে একমত পোষন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই এগিয়ে আসবেন বলে অনুরোধ করেছেন।

  • কেবল মাত্র ব্যবসায়ীক ভাবে সফল হলেই টেলিভিশন চালানো সম্ভব না মালিকদের উদ্দেশে সাভারে এক পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান

    কেবল মাত্র ব্যবসায়ীক ভাবে সফল হলেই টেলিভিশন চালানো সম্ভব না মালিকদের উদ্দেশে সাভারে এক পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান

    কেবল মাত্র ব্যবসায়ীক ভাবে সফল হলেই টেলিভিশন চালানো সম্ভব না মালিকদের উদ্দেশে সাভারে এক পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভারঃ
    কেবল মাত্র ব্যবসায়ীক ভাবে সফল হলেই টেলিভিশন চালানো সম্ভব না,মালিকদের পরিচালনগত অজ্ঞতার কারনে টেলিভিশন চ্যানেলে অস্থিরতা বিরাজ করছেঃ সাভারের রেডিওকলোনি মডেল স্কুলে পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এ কথা বলেন।

    লাইন্সেস নেওয়ার আগে টেলিভিশন চ্যানেল মালিকদের অনেকেরই পরিচালনাগত অভিজ্ঞতা ছিলো না। আজ টেলিভিশন পরিচালনায় যারা ব্যর্থ- লাইন্সেস নেওয়ার আগে তারা কি তখন বুঝে নিয়ে ছিলেন? একটি টেলিভিশন চ্যানেল কিভাবে পরিচালনা করতে হয় সেই দক্ষতা ও অভিজ্ঞতা তাদের ছিলো কিনা সেই প্রশ্নও তুলেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান।
    তিনি আরো বলেন সাংবাদিকসহ কলাকুশলীরা বেকার ও চাকুরিচ্যুত হচ্ছেন।

    বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনী মডেল স্কুলের তিন দশক পূর্তি ও পূনর্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সাথে প্রশ্নের জবাবে তিনি তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান বলেন, টেলিভিশন চালাতে দক্ষতা যোগ্যতা ও অভিজ্ঞতা জরুরী। না জেনে না বুঝে চালাতে গেলে পরিনতি এমন হবে বলেও মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই আরো শতাধিক চ্যানেল আবেদন মন্ত্রণালয়ে জমা পড়েছে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, কেবল মাত্র যাদের টেলিভিশন চালানোর অভিজ্ঞতা দক্ষতা ও যোগ্যতা রয়েছে তাদের আবেদন গুলোই বিবেচনা করা হবে।

    অনুষ্ঠানে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, সারাদেশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের মন্ত্রণালয়ে প্রচুর শীত বস্ত্র ও শুকনো খাবার রয়েছে। সেগুলো আমরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে দেওয়া হবে।

    এর আগে তিন দশক পূর্তি ও পূনর্মিলনী উপলক্ষে সকালে স্কুল মাঠে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। অনষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
    সারাদিন দিনটা ছিলো সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপভোগ করার মত দিন ।

    অনুষ্ঠান শেষে শিল্পীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বর্ণাঢ্য আয়োজনে সকাল আট থেকে রাত বারোটা পর্যন্ত চলে অনুষ্ঠান কার্যক্রম।

    অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা।
    অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ধামরাইয়ের সংসদ সদস্য বেনজীর আহমেদ, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, প্রধান প্রকৌশলী আহম্মদ কামরুজ্জামান, এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ড.কামরুল আহসান ,স্কুলের প্রধান শিক্ষক এইচ এম শাহ আলম মিঞা, সহকারী প্রধান শিক্ষক অরুপ চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
    সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আরো অনেকে।
    অনুষ্ঠান শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন । গান পরিবেশনা করেন এস আই টুটুলসহ গুনী শিল্পীরা।

  • বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাভারে খ্রিস্টান ধর্মাবলীদের বড়দিন উৎসব পালিত

    বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাভারে খ্রিস্টান ধর্মাবলীদের বড়দিন উৎসব পালিত

    • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

     

    বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাভারে খ্রিস্টীয় ধর্মাবলীদের বড়দিন উৎসব অনুষ্ঠিত হয়। বুধবার সকালের ধরেন্ডা চার্জে আলোচনা সভা এ অনুষ্ঠিত হয়েছে। তিন পর্বের এই অনুষ্ঠানে যীশু কে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ধরেন্ডা চার্জের ফাদার
    অনুষ্ঠানে যিশুর জীবনী সম্পর্কে সকলকে অবহিত করো। এ সময় দেশ ও দশের মঙ্গল কামনা করে শান্তি বর্ষিত হোক এই প্রার্থনা করেন।
    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুরুল আলম রাজীব, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি,বিরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
    মোহাম্মদ সাইদুর রহমান সুজন, সাভার ইউনিয়ন পরিষদের মোহাম্মদ সোহেল রানা, সাভার পৌর ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সেলিম মিয়া ,সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এফএম সাহেদসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
    এসময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ও সকলের প্রতি শাস্তি বজায় রাখতে অনুরোধ করেন। যীশু খ্রীষ্টের জন্মদিনের কেক কাটেন প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।

  • আজ খ্রিষ্টান সম্প্রদায় উৎযাপন করছে বড়দিন

    আজ খ্রিষ্টান সম্প্রদায় উৎযাপন করছে বড়দিন

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ

    সারাবাংলাদেশের ন্যায় সাভারে পালন করছে খ্রিষ্টান সম্প্রদায়ের শুভ বড়দিন । গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা আর আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এই দিনটি। রাতের প্রথম প্রহরে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিন উদযাপনের আনুষ্ঠানিকতা। একটি অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রার্থনাই ছিলো শান্তির বার্তা নিয়ে আসা প্রভু যিশুর অনুসারীদের কাছে।

    পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার আর ব্যভিচারে ছেয়ে গিয়েছিল, তখন সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুখ্রিষ্ট মানবরুপে পৃথিবীতে আসেন মানুষের মুক্তিদাতা হয়ে।

    খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতে, ২ হাজার বছর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমের এক গোশালায় কুমারী মাতা মেরীর কোল আলোকিত করে আসেন যিশু খ্রিস্ট। এ জন্মতিথিকে উপলক্ষ করে প্রতি বছর আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা।

    দিনটি উপলক্ষে গির্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল আলো ও ফুল ও নানা অনুসঙ্গ দিয়ে। স্থাপন করা হয়েছে খ্রিস্টের জন্মের ঘটনার প্রতীক গোশালাও। গির্জার পাশাপাশি বাসাবাড়িও সাজানো হয়েছে বাহারি আলোকসজ্জা ও ফুলে। পালন করা হয় ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান।

    রাজধানীর পাঁচতারকা হোটেলগুলো পসরা সাজিয়েছে বর্ণাঢ্য আয়োজন নিয়ে। নয়নাভিরাম ক্রিসমাস ট্রি, সান্তক্লজের উপহার আর রঙবেরঙের আলোকসজ্জায় সাজানো প্রাঙ্গন। সেই সাথে ছিলো কেক, পুডিং, কুকিসসহ মুখরোচক নানা খাবার।

    খ্রিষ্ট অনুসারিদের প্রার্থনায় হিংসা,নিন্দা আর হানাহানির পরিবর্তে শান্তির বার্তা ছড়াক দেশ ও বিশ্বজুড়ে।

  • জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু নয়, জাতীয় পার্টি এখন বর্ধিষ্ণু রাজনৈতিক দলঃ চেয়ারম্যান জিএম কাদের

    জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু নয়, জাতীয় পার্টি এখন বর্ধিষ্ণু রাজনৈতিক দলঃ চেয়ারম্যান জিএম কাদের

    • ষ্টাফ রিপোর্টারঃ

     

    জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু নয়, জাতীয় পার্টি এখন বর্ধিষ্ণু রাজনৈতিক দল। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি জয়ের জন্য প্রতিদ্বন্দতা করবে। আমরা চাই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হবে। মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বনানী অফিস মিলনায়তনে তিনি এসব কথা বলেন। এসময় সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলামের নেতৃত্বে শতাধিক সেনা সদস্য জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের যোগ দেয়া সাবেক সেনা কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বক্তৃতা করেন।

    জিএম কাদের বলেন, আশা করছি, নির্বাাচন সুন্দর সুষ্ঠ হবে। জাতীয় পার্টি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র এবং প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদেও মনোনয়ন দেবে জাতীয় পার্টি। দেশের মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে প্রস্তুত। এজন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

    তিনি বলেন, নবাগতদের স্বাগত জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় রাজনীতি করে দেশ ও জাতির জন্য। জাতীয় পার্টির সময় এখন শুধুই জয়ের পথে এগিয়ে চলার।

    এসময় বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, আমরা দেশব্যাপী পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শকে ধারণ করে আগামী নির্বাচনের আগেই দলকে জয়ের জন্য প্রস্তুত হওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাই।

    এসময় আরো বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এমপি, এস.এম. ফয়সল চিশতী, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, সোহেল মোঃ রানা এমপি, ডা. রুস্তম আলী ফরাজী এমপি, আহসান আদেলুর রহমান আদেল এমপিসহ আরো অনেকে।

  • সাভারে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেনঃ সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব

    সাভারে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেনঃ সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব


    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ
    সাভারে এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
    ২৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার ওয়াসিল উদ্দিন আহমদনগর মাদ্রাসার ১৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন তিনি।

    আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, প্রতিবারের তুলনায় সাভারসহ সারাদেশে এবার শীতের তীব্রতা বেশি। এই শীতে কোন এতিম শিশু যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে এতিমদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তাছাড়া এই এতিমখানার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। এ মাদ্রাসা চার তলায় রুপান্তরিত করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। এছাড়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য ২১ বান্ডিল টিন দেওয়ার ঘোষণা দেন মঞ্জুরুল আলম রাজীব।

    শীত বস্ত্র বিতরণ কালে এসময় অন্যান্যের মধ্যে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা জাহিদ খান, শ্রমিকলীগ নেতা কবির হোসেন, ওয়াসিল উদ্দিন আহমদনগর মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিশু শিক্ষার্থীসহ আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সাভারের বনগাঁও এলাকায় একটি লেপ-তোষক বিক্রি কারখানায় বাড়ীতে আগুন নিয়ন্ত্রনে

    সাভারের বনগাঁও এলাকায় একটি লেপ-তোষক বিক্রি কারখানায় বাড়ীতে আগুন নিয়ন্ত্রনে

    • শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    সাভারে সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা কোর্টবাড়ি এলাকায় আলমাস উদ্দিনের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
    এসময় আগুনে পুড়ে গেছে ৪ টি বসত ঘর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর রাতে এ আগুনের সূত্রপাত হয়।

    এলাকাবাসী তথ্য সূত্রে জানায় ,মুহুর্তের মধ্যে আগুনে বাড়ি ঘরে ছড়িয়ে পড়লে চারটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে এসময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চারটি বসত ঘরের বেশ কয়েকজন সদস্য।
    চারটি বসত বাড়ির ভাড়াটিয়ারা তুলা দিয়ে লেপ-তোষক কারখানায় বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলো তারা।

    খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এসময় ফ্রিজ আসবাবপত্র নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাড়ির মালিক আলমাস উদ্দিন।
    এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

    সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ জানান, কিভাবে আগুন সূত্রপাত হয়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

  • আলেকজান্ডার গ্রাহামবেল এক তরুণীর প্রেমে পড়ায় কথা বলতে আবিষ্কার হয়েছিলো টেলিফোন

    আলেকজান্ডার গ্রাহামবেল এক তরুণীর প্রেমে পড়ায় কথা বলতে আবিষ্কার হয়েছিলো টেলিফোন

    • তথ্যপ্রযুক্তি সংবাদডেক্সঃ

     

    প্রয়োজনের তাগিদেই আবিষ্কৃত হয়েছে পৃথিবীর সব বড় বড় আবিষ্কার। এজন্য বলা হয়, প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জন্য। আধুনিক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার হলো টেলিফোন। অনেকেই হয় তো জানেন না আলেকজান্ডার গ্রাহামবেল কেন টেলিফোন আবিষ্কার করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি প্রেমিকার সাথে কথা বলতেই উদ্ভাবন করেছিলেন এ আশ্চর্য প্রযুক্তিটি। আলেকজান্ডার গ্রাহামবেল এক তরুণীর প্রেমে পড়েছিলেন। ঐ তরুণীর বাসা বিজ্ঞানী গ্রাহামবেলের বাসা থেকে অনেক দূরে হওয়ায় কথা বলা কঠিন হয়ে পড়তো। এজন্য প্রায়ই কেঁদে উঠতো তার মন।
    তিনি একসময় চিন্তা করলেন,কীভাবে তার প্রেমিকার সাথে মন চাইলেই কথা বলা যায়। সে চিন্তা থেকেই তিনি আবিষ্কার করে ফেলেন টেলিফোন।
    আমরা কাউকে ফোন করলেই প্রথমেই বলি হালো।
    “হ্যালো” বলে যে শব্দটি উচ্চারন করি সেটা
    একটি মেয়ের নাম। তার পুরো নাম “মার্গারেট
    হ্যালো” (Margaret Hello). তিনি ছিলেন
    টেলিফোন আবিষ্কারক অ্যালেক্সান্ডার
    গ্রাহামবেলের প্রেমিকা। অ্যালেক্সান্ডার
    গ্রাহামবেল মার্গারেট হ্যালোকে
    খুব ভালোবাসতেন । তিনি যখন টেলিফোন
    আবিষ্কার করলেন তিনি ভাবলেন টেলিফোনে
    কথা বলা প্রথম শব্দটি হবে তার প্রেমিকার নাম। তাই
    তিনি টেলিফোনে যখন প্রথম কথা বলেন তখন
    উচ্চারণ করেছিলেন “হ্যালো”।
    সেই থেকে হ্যালো শব্দটির প্রচলন হয়ে
    আসছে বিশ্বজুড়ে। আদতে “HELLO” একটি
    ইংরেজি শব্দ। এর কোন অর্থ নেই, এই শব্দটি
    ইংরেজি ডিকশনারির অন্তরভুক্ত ছিল না, ১৮৮৩
    সালে শব্দটি ইংরেজি ডিকশনারিতে অন্তরভুক্ত
    করা হয় যার বাংলা করলে দাড়ায় “ওহে”।
    আমরা আজ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, মা-বাবা, ভাই-বোন, প্রেমিক প্রেমিকা যার সাথেই কথা বলি না কেন হ্যালো শব্দটি ব্যাবহার করে থাকি।

  • সাভারের আশুলিয়ায় একটি কার্টুন কারখানায় আগুন , আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস

    সাভারের আশুলিয়ায় একটি কার্টুন কারখানায় আগুন , আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ

    সাভারের আশুলিয়ায় একটি কার্টুন কারখানায় আগুনের সূত্রপাত ঘটেছে। আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকার একতা বোর্ড মিলে এ আগুন লাগার ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানা গেছে। এসময় আগুনে ওই কারখানায় থাকা বিপুল পরিমাণ কার্টুন, কার্টুন তৈরীর কাচামাল পুড়ে গেছে।

    রবিবার রাত ১০ টার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ি রণস্থল এলাকায় বাবুলের মালিকানাধীন ফ্যাক্টুরীতে আগুনের এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস জানায়, রাত ১০ টার দিকে ওই কারখানায় আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ বোড কারখানার বাহির থেকে আগুন লেগে বোর্ড কারখানায় আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। কয়েক লক্ষ টাকার মালামাল ক্ষতির হয়েছে বলে জানা যায়।

    আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, রাতে সংবাদ পেয়ে কার্টুন কারখানায় তাদের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনা হয় । কারখানায়  কত টাকার ক্ষতি ও কিভাবে আগুন লেগেছে এখন বলা সম্ভনব নয়।