Category: বিজ্ঞপ্তি

  • সাভার মডেল কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শিপু ও সাধারণ সম্পাদক নিহাল নির্বাচিত

    সাভার মডেল কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শিপু ও সাধারণ সম্পাদক নিহাল নির্বাচিত

    সাভার মডেল কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শিপু ও সাধারণ সম্পাদক নিহাল নির্বাচিত

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভার মডেল কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন সাভারে অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে সাভার মডেল কলেজে জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে কমিটি গঠনে সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও জন বান্ধব সরকার। উন্নয়নের স্বার্থে সকল ছাত্রলীগ নেতা কর্মীদের কাজ করার আহবান জানান তিনি।

    দ্বি-বার্ষিক সম্মেলনে এসময় সাভার মডেল কলেজ ছাত্রলীগের ফারদিন ইসলাম শিপুকে সভাপতি ও তাসনীম নিহালকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

    দ্বি-বার্ষিক সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মাসুদ খান রানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক ফিরোজ কবির,পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভিসহ আরো অনেকে।

  • সত্যেরসংবাদ.কম এ সংবাদ বিজ্ঞপ্তি প্রচারে করে ফেসবুকে ভাইরাল হলে সাভারের মাদ্রাসা থেকে নিখোঁজ ছাত্র ছিরহাদ ঢাকা থেকে উদ্ধার

    সত্যেরসংবাদ.কম এ সংবাদ বিজ্ঞপ্তি প্রচারে করে ফেসবুকে ভাইরাল হলে সাভারের মাদ্রাসা থেকে নিখোঁজ ছাত্র ছিরহাদ ঢাকা থেকে উদ্ধার

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ

    ঢাকা জেলার সাভার ফুলবাড়ীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিরহাদ তপদার নিখোঁজ হওয়ার পর ফেইসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল সত্যেরসংবাদ.কম এ নিখোঁজ সংবাদটি প্রচার হলে ১৩ জুলাই সোমবার রাতে রাজধানীর মতিঝিল’র একটি মসজিদ থেকে একজন মুসল্লী ফোন কলের মাধ্যমে নিখোঁজ হওয়া ছিরহাদ তপদারের সন্ধান পায় পরিবার।
    সন্ধানের খবর পেয়ে ছিরহাদ তপদার কে তার পরিবারের লোকজন ঐ মসজিদ থেকে সোমবার রাত ১০ টায় ছেলেকে ফিরে পেয়ে সাভারে নিয়ে আসে।
    এ ঘটনায় সংবাদ মাধ্যেম অনলাইন নিউজ পোর্টাল সত্যের সংবাদ.কম সংবাদ প্রচার হলে অনেকে ফেসবুকেও নিখোঁজ হওয়ার সংবাদটি প্রচার করেছে ছাত্রের পরিবার কৃতজ্ঞ প্রকাশ করেছেন।

    মাদ্রাসার ছাত্রটি, শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার মোঃ হাবিব তপদারের ছেলে ছিরহাদ (১৪) তপদার।

    উল্লেখ্য, গত রবিবার ফুলবাড়ীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিরহাদ তপদার সকাল থেকে নিখোঁজ হলে তাকে খুজে পাওয়া যাচ্ছিলো না। পরে সংবাদ কর্মীর সহযোগিতায় নিখোঁজের সংবাদ বিজ্ঞপ্তি সত্যেরসংবাদ.কম এ প্রচার হয় সোমবার দুপুরে।সে সংবাদটি বিভিন্ন ফেসবুকে ভাইরাল হয়।এর সত্র ধরে নিখোঁজের ৪০ ঘন্টা পর ঐ ছাত্র উদ্ধার হয় ।

    দৈনিক আজকের সত্যের আলো পত্রিকায় প্রকাশিত দ্বিতীয় পাতায় সংবাদ প্রকাশ-১৫ জানুয়ারি-২০২০ ইং।
  • জনপ্রিয়তার শির্ষে সাভার পৌর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা এখন মানুষের মুখে মুখে

    জনপ্রিয়তার শির্ষে সাভার পৌর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা এখন মানুষের মুখে মুখে

    বিশেষ সংবাদ প্রতিবেদন

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    সাভার পৌর এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা জনপ্রতিনিধি হিসেবে মানুষের দূর গুঁড়ায় পৌছিয়েছে। তার জনপ্রিয়তা সাভার পৌর এলাকার এখন মানুষের মুখে মুখে।

     

    জনপ্রিয়তার শির্ষে  মিনহাজ । তিনি সাভার উপজেলা ও পৌর এলাকার শীর্ষ জনপ্রতিনিধিদের সহযোগিতায় এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়োজিত থাকায় সাভার পৌর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা এখন মানুষের মুখে মুখে। ছবিঃসত্যের সংবাদ।

    কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা এলাকার মানুষের যাতায়াতের জন্য প্রতিটি রাস্তা ঘাট পাকা হয়েছে, হয়েছে আরসিসি রাস্তা ও সোয়ারেজ ড্রেনেজ নির্মান কাজ। আগামী নির্বাচনে তিনি পূনরায় প্রার্থী হলে বিপুল ভোটে পাশ করবেন বলে জানিয়েছে এলাকাবাসী। এলাকায় তাকে নির্বাচিত করার পর মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ বন্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
    তিনি বিপুল ভোটে জয়লাভ করে পর পর দুইবারের নির্বাচিত পৌর কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা। তিনি ২০১১ সনে নির্বাচনে অংশগ্রহণ করে ওই সময়ের ৩ বার নির্বাচিত হাইব্রিড কাউন্সিলর হাসান মাস্টারসহ ৭ জন প্রার্থীকে পরাজয় করে হরিণ মার্কা নিয়ে ভোটারদের জনসমর্থন ও ভোট প্রয়োগের মাধ্যমে বিপুল ভোটে জয় লাভ করতে সমর্থ হোন।
    পরবর্তী ২০১৬ সনে আবার অংশগ্রহনমূলক পৌর নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও পূনরায় ভোটারদের জনসমর্থনে পানির বোতল মার্কায় ও ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে বিপুল ভোটে জয় লাভ করতে সমর্থ হোন। ওই নির্বাচনে প্রতিপক্ষ এক প্রার্থী ভয়ভীতি প্রদর্শন করে কেন্দ্রে থাকা কর্মী এজেন্টদের বের করে জাল ভোট প্রদান করছে এমন সংবাদ পেয়ে নির্বাচন কমিশনের নিয়োজিত হাকিমের উপস্থিতে কিছুক্ষন ভোট প্রদান বন্ধ থাকলেও পূনরায় ওই দিন ভোটগ্রহন সম্পন্ন হয়।
    সাভার পৌর ১ নং ওয়ার্ডে পাড়া মহল্লায় প্রায় ৩০ হাজার ভোটার রয়েছে। এসব পাড়া মহল্লাগুলো হচ্ছে, জামসিং এলাকার,টেউটি,জয়পাড়া,ভাটপাড়া ও রেডিওকলোনির নয়াবাড়ি,আঙ্গিনা-জ্বালেশ্বর,বনলতা,ছায়াবিথী,বাড্ডা,বাড্ডা-ভাটপাড়া,বক্তারপুর,অমরপুর,পোড়াবাড়ি-বেদেপাড়া,ছোট অমরপুর,রাঢ়ীবাড়ি। সাভার পৌর
    নির্বাচন এ বছরের শেষে দিকে তথা ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • করোনা ভাইরাসের আক্রমনে জীবানু থেকে নিজেকে রক্ষায় কিছু কৌশল

    করোনা ভাইরাসের আক্রমনে জীবানু থেকে নিজেকে রক্ষায় কিছু কৌশল

    করোনা ভাইরাসের আক্রমণের অল্পদিনের মধ্যেই আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে।

    কিন্তু এ ভাইরাসটির প্রকৃতি ও কিভাবে এটিকে রোধ করা সম্ভব সে বিষয়ে এখনও বিশদভাবে জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

    সার্স (সিভিয়ার অ্যাকিউট রেস্পিরেটরি সিনড্রোম) বা ইবোলার মতো নানা ধরনের প্রাণঘাতী ভাইরাসের খবর প্রায়শই সংবাদ মাধ্যমে উঠে আসে। করোনাভাইরাস তার মধ্যে সর্বশেষ।

    করোনাভাইরাস কী এবং কীভাবে ছড়ায়?

    করোনাভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস যা এর আগে কখনও মানুষের মধ্যে ছড়ায়নি।

    ভাইরাসটির আরেক নাম ২০১৯-এনসিওভি। এটিও এক ধরনের করোনা ভাইরাস। এই ভাইরাসের অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে ৭টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে।

    বিজ্ঞানীরা জানিয়েছেন, ভাইরাসটি হয়তো মানুষের দেহকোষের ভেতরে ইতোমধ্যেই “মিউটেট করছে” অর্থাৎ গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে এবং সংখ্যাবৃদ্ধি করছে। যার ফলে এটি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে।

    এই ভাইরাস খুব দ্রুত একজন মানুষের দেহ থেকে আরেকজনের দেহে ছড়াতে পারে বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা।

    এটি মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।

    আক্রান্ত ব্যক্তির দেহে কী লক্ষণ দেখা যায়?

    করোনাভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হলো শ্বাস নিতে কষ্ট হওয়া, জ্বর এবং কাশি। কিন্তু এর পরিণামে অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, নিউমোনিয়া এবং মৃত্যু ঘটতে পারে।

    বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি শরীরে প্রবেশ করার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন সময় লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর। তার পর দেখা দেয় শুকনো কাশি। এর এক সপ্তাহের মধ্যে দেখা দেয় শ্বাসকষ্ট।

    এই ভাইরাস কতটা বিপজ্জনক সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন পর্যন্ত আক্রান্তদের দুই শতাংশ মারা গেছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এমন মৃত্যুও হয়ে থাকতে পারে যা চিহ্নিত করা যায়নি, জানিয়েছে কর্তৃপক্ষ। তাই এ ভাইরাস ঠিক কতটা ভয়ংকর তা এখনও স্পষ্ট নয়।

    যেভাবে ছড়িয়েছে ভাইরাসটিঃ

    মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা। গত ৩১ ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে চীন কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি এতে প্রথমবারের মতো একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

    ঠিক কীভাবে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়েছিল তা এখনও নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারেননি বিশেষজ্ঞরা।

    তবে তারা বলছেন, কোনো প্রাণী এই ভাইরাসের উৎস ছিল। প্রাণী থেকেই প্রথমে ভাইরাসটি কোনো মানুষের দেহে ঢুকেছে এবং পরে মানুষ থেকে মানুষে ছড়িয়েছে।

    এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাবার উপায় কী?

    একমাত্র উপায় হলো যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বা এই ভাইরাস বহন করছেন তাদের সংস্পর্শ এড়িয়ে চলা।

    হংকং বিশ্ববিদ্যালয়ের ড. গ্যাব্রিয়েল লিউং স্বাস্থ্য সম্পর্কিত এক নির্দেশনায় বলেছেন, হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বার বার হাত ধুতে হবে। হাত দিয়ে নাক বা মুখ ঘষা যাবে না, ঘরের বাইরে গেলে মুখোশ পরতে হবে।

    তিনি বলেন, “আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে মুখোশ পরুন, আর নিজে অসুস্থ না হলেও, অন্যের সংস্পর্শ এড়াতেও মুখোশ পরুন।”

    এদিকে উহান শহরে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে কমপক্ষে ১৫ জন চিকিৎসাকর্মী নিজেরাই এতে আক্রান্ত হয়েছেন।

  • সাভার সদর ইউনিয়নের নবনির্মিত ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় দেওগাঁ এলাকার ভাড়াটিয়া ভবনটি অবমুক্ত হলোঃ নিপা রানা

    সাভার সদর ইউনিয়নের নবনির্মিত ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় দেওগাঁ এলাকার ভাড়াটিয়া ভবনটি অবমুক্ত হলোঃ নিপা রানা

    সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার সহধর্মিণী নিপা রানা ইউনের সকল উন্নয়ন কর্মকান্ডে কাজ করে যাচ্ছেন বলে জানান নিপা রানা। ( ভিডিও)

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দেওগাঁ এলাকায় ভাড়া থাকা ভবনটি আজ ৭ নম্বর ওয়ার্ড কলমা এলাকায় নিজস্ব জায়গায় সাভার সদর ইউনিয়ন আজ নবনির্মিত ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় দেওগাঁ এলাকার ভাড়াটিয়া ভবনটি অবমুক্ত হলো।বর্তমান নবনির্মিত ভবনে একাবাসী সঠিকভাবে ইউনিয়নে সেবা পাবে। সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার সহধর্মিণী নিপা রানা ইউনের সকল উন্নয়ন কর্মকান্ডে কাজ করে যাচ্ছেন বলে জানান নিপা রানা।
    এলাকাবাসী জানান,তারা আজ আনন্দিত ও গর্বিত বহদিনের কাঙ্খিত আশা আজ পূরুন হয়েছে। বর্তমানে নবনির্মিত ভবনে সঠিকভাবে সেবা পাবে বলেও আশা করছেন তারা। এলাকার সকল নাগরিককে উৎসাহ উদ্দীপনার মনোভাব লক্ষ করা গেছে।

    উল্লেখ্য, সাভার উপজেলার সাভার সদর ইউনিয়ন পরিষদের নবনির্মিত অসাধারণ শৈল্পিক নিদর্শনে নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে সাভার ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার ২১ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। অনেকে মধ্যে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলাম রাজিব,সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,রাজনৈতিক নেতৃবন্দ,এলাকার গন্যমাম্য ব্যক্তিবর্গসহ স্থানীয় ও উর্ধ্বতন প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • বিঃদ্রঃ www.satterangbad.com এ শুধুমাত্র গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম প্রচার হবে-কর্তৃপক্ষ # গুরুত্বপূর্ণ সংবাদ,বিজ্ঞপ্তি প্রচারের জন্য ই-মেইল করুনঃ satterangbad.bd@gmail.com

    বিঃদ্রঃ www.satterangbad.com এ শুধুমাত্র গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম প্রচার হবে-কর্তৃপক্ষ # গুরুত্বপূর্ণ সংবাদ,বিজ্ঞপ্তি প্রচারের জন্য ই-মেইল করুনঃ satterangbad.bd@gmail.com

     

    www.satterangbad.com এ শুধুমাত্র গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম প্রচার হবে-কর্তৃপক্ষ।

    #গুরুত্বপূর্ণ সংবাদ,বিজ্ঞপ্তি প্রচারের জন্য ই-মেইল করুনঃ satterangbad.bd@gmail.com