Category: বিশেষ সংবাদ প্রতিবেদন

  • সপ্তাহ জুরে জুটিদের ভালোবাসা দিবস

    সপ্তাহ জুরে জুটিদের ভালোবাসা দিবস

    •  সংবাদ ডেক্সঃ

    আন্তর্জাতিকভাবে ভ্যালেন্টাইন’স উইকের দ্বিতীয় দিন আজ, অর্থাৎ প্রপোজ ডে।

    প্রোপোজ ডে’র থিম হলো, ভালোবাসার মানুষকে ভালোবাসার কথাগুলো জানানো। নতুন জুটিদের জন্য এর চেয়ে ভালো দিন আর হতেই পারে না ভালোবাসা প্রকাশের জন্য। আর পুরোনো জুটি যারা, তারাও আজ আরেকবার ঝালিয়ে নিতে পারেন নিজেদের প্রথমদিকের আবেগময় দিনগুলোকে।

    প্রেম নিবেদনের আগে যে বিষয়গুলো জেনে রাখা জরুরিঃ-
    ব্যক্তিত্ব বজায় রাখুন: নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে কিছু করতে যাবেন না। কোনো বন্ধু বা সেলিব্রিটির নকল না করে নিজের ব্যক্তিত্বসুলভ আচরণ করুন।
    জায়গা নির্বাচন: প্রিয়জনকে নিয়ে যেতে পারেন আপনাদের প্রথম দেখা হবার স্থানটিতে। একটা সংক্ষিপ্ত স্মৃতিচারণের পর প্রপোজ করে ফেলুন। তা না পারলে এমন কোনো সুন্দর জায়গা নির্বাচন করুন, যেখানে কোলাহল কম।
    ক্যান্ডেল লাইট ডিনার: ক্যান্ডেল লাইট ডিনারে মোমবাতির আলো-আঁধারি পরিবেশ, সেই সাথে কোনো রোমান্টিক মিউজিক। সবচেয়ে ভালো হয়ে ২/১ ঘন্টার জন্যে কোনো রেস্টুরেন্টের একটা কর্ণার যদি রিজার্ভ করে ফেলতে পারেন। এই রোমান্টিক পরিবেশে আপনার প্রিয়জন রাজি না হয়ে পারবেনই না!
    চিঠি: চিঠির আবেদন সব সময়েই অমলিন। নীল খামে পাঠিয়ে দিন সেই সাথে সুগন্ধী আর ফুলের পাপড়ি যোগ করতে ভুলবেন না। আজকের দিনে পরস্পরের কাছ থেকে দূরে থাকতে হলে চিঠির কিন্তু কোনো বিকল্প নেই।
    আংটি: একটা সুন্দর আংটি কিনতে ভুলে যাবেন না। একটা নতুন সম্পর্ককে বাঁধার অদ্ভুত সুন্দর প্রতীক এই আংটি। প্রিয়জনের চোখ বন্ধ করতে বলুন। তার হাতে পরিয়ে দিন আংটিটি। তারপর কানে কানে বলে ফেলুন ‘ভালবাসি’।
    প্রপোজের ভাষা: প্রপোজের ভাষার ব্যাপারে সচেতন থাকুন। সরাসরি বলতে পারেন, ‘উইল ইউ ম্যারি মি?’ অথবা ‘আমি তোমার হাতটা সারাজীবনের জন্যে ধরতে চাই’, ‘তুমি কী আমার জীবনসঙ্গী হবে?’ বা আপনার পছন্দমত যে কোনো কিছুই হতে পারে সেটা। তবে খেয়াল রাখবেন, তা যেন মানুষটির মন ছুঁয়ে যায়।
    সময় নিন: প্রপোজ করার আগে সময় নিন। কথা বলুন, একসাথে সময় কাটান ও সঙ্গীকে বুঝতে চেষ্টা করুন। যখন বুঝতে পারবেন আপনার প্রতি তার একটা সফট কর্নার তৈরী হয়েছে, তখনই প্রপোজ করুন। তার আগে নয়।
    তাহলে আর দেরি কেন? মনের মানুষটিকে আজই বলে দিন ভালোবাসার কথাটি!
    এছাড়াও আগামী কাল থাকছে চকোলেট ডে। এই দিনটির থিমও কিন্তু দুষ্টু-মিষ্টি ভালোবাসা! আপনি আপনার প্রেমিক/প্রেমিকা-কে প্রপোজ করেছেন সে আপনাকে ‘হ্যাঁ’ বলেছে! এই ব্যপারটি উদযাপন করতেই আসলে চকলেট ডে।

    ৭ ফেব্রুয়ারি ছিলো ‘রোজ ডে’ (গোলাপ দিবস)।
    ১০ ফেব্রুয়ারি পালন করা হবে টেডি ডে। ভালোবাসার মানুষকে একটি টেডি দেয়ার মানে হলো, আপনি চান এটি আপনার ভালোবাসা কে বিয়ার (বহন করে) করে আপনার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবেন। ব্যপারটি সাদা চোখে খুব সাধারণ মনে হলেও আপনার সঙ্গীর কাছে কিন্তু খুবই রোমান্টিক!
    ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে বা প্রতিশ্রুতি দিবস। ভ্যালেন্টাইন সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এটি। সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিশ্রুতি। নিজেদের সম্পর্ককে আরও মজবুত আঁটসাট করতে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে।
    ১২ ফেব্রুয়ারি আলিঙ্গন দিবস বা হাগ ডে। একটু আলিঙ্গন মুহূর্তেই কারো মন ভালো করে দিতে পারে। ভালোবাসা সপ্তাহে এদিন প্রিয়জনকে আলিঙ্গনের দিন। আপনার ছোঁয়াই বুঝিয়ে দেবে প্রেমের প্রতি আপনি কতটা বিশ্বস্ত।
    ১৩ ফেব্রুয়ারি চুম্বন দিবস বা কিস ডে। একটা চুমুতে ঘুচে যায় সব দূরত্ব। একটা চুমুতেই মিটে যায় সব বিবাদ। আর তাই ভ্যালেনটাইন্স ডে-র আগের এই দিনটা খুব গুরুত্বপূর্ণ।
    ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। এর মূল কথা যে ভালবাসা।

     

  • আশুলিয়ায় আউকপাড়া এলাকায় সন্ত্রাসীরা জমি দখলের চেষ্টায় অসহায় পরিবারের বাড়িঘরে ব্যাপক ভাংচুর, লুটপাট, আহত-৩,আটক-২

    আশুলিয়ায় আউকপাড়া এলাকায় সন্ত্রাসীরা জমি দখলের চেষ্টায় অসহায় পরিবারের বাড়িঘরে ব্যাপক ভাংচুর, লুটপাট, আহত-৩,আটক-২

    আশুলিয়ায় আউকপাড়া এলাকায় ভূমিদস্যু ও  সন্ত্রাসীরা জমি দখলের চেষ্টায় অসহায় পরিবারের বাড়িঘর ব্যাপক ভাংচুর, লুটপাট,আহত-৩,পুলিশের হাতে আটক-২ জন।ছবি-সত্যেরসংবাদ।

    রফিকুল ইসলাম জিল্লুঃ
    ঢাকার সাভারের আশুলিয়া আউকপাড়া এলাকায় অসহায় পরিবারের বাড়ি ঘরে হামলা চালিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় বাড়িঘর ব্যাপক ভাংচুর ও লুট-পাটের অভিযোগ উঠেছে এলাকার চিন্হিত ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনী।

    আশুলিয়ায় আউকপাড়া এলাকায় ভূমিদস্যু ও  সন্ত্রাসীরা জমি দখলের চেষ্টায় অসহায় পরিবারের বাড়িঘর ব্যাপক ভাংচুর, লুটপাট,আহত-৩,পুলিশের হাতে আটক-২ জন।ছবিঃ সত্যেরসংবাদ।।

    বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
    এ ঘটনায় ভুমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর হামলায় ভুক্তভোগি পরিবারের ৩ জন আহত হয়েছেন।
    হামলার সময় যারা আহতকৃতরা হলেন, মোঃ আবু বক্কর, মোঃ লাল মিয়া ও নিপুন। এসময় স্থানীরা আহতদের উদ্ধার করে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে চিকিৎসা নিয়েছেন।

    মোঃ মাসুদ হোসেন ও মোঃ লাল মিয়া ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন, ক্রয় সুত্রে ৪০ শতাংশ জমি কিনে মালিক তারা। গত ৯ বছর ধরে ভোগ দখল করে আসছিলাম জমিটিতে ।
    দীর্ঘদিন ধরে একই এলাকার চিহ্নিত ভুমিদস্যু ও সন্ত্রাসী গ্রুপের মোতুর্জা সরকার, বাছেদ, বিশা, মিঠু, জুয়েলসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমাদের ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখল করে তারা মালিকানা দাবি করে জোরপুর্বক দখলের পায়তারা করে আসছে । জমিটির বিরোধপূর্ন নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা বিচারদিন রয়েছে বলে জানান।
    সাংবাদিকদের নিকট তারা অভিযোগ করে আরো বলেন, ৬ ফেব্রয়ারি বৃহস্পতিবার দুপুরে হাঠাৎ করে ভুমিদস্যু মোতুর্জা ও বাছেদ গংদের নেতৃত্বে বড় একদল সন্ত্রাসী বাহিনী দ্বারা দেশীয় অস্ত্র-শস্ত্র লাঠি-সোঁটা, রামদা-চাপাতি নিয়ে জমিটি দখলে নিতে তাদের বাড়ি-ঘরে হামলা চালালে বাড়ি-ঘড় ও অটো ইজিবাইক গ্যারেজ ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। হামলার সময় ইজিবাইকের ২০টি চার্জার ও ২০টি ছাগল ও নগদ টাকাসহ ব্যাপক লুটপাট করে
    ক্ষয়-ক্ষতি সাধন করে। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকা মানুষের মনের মধ্যো চরম উত্তেজনা বিরাজ করছে।
    এ ঘটনায় জোরপুর্বক জমি দখলের খবর পেয়ে
    আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আজগর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ভূমিদস্যু ও সন্ত্রাসী মোঃ মোতুর্জা ও মোঃ বাছেদসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

  • জনপ্রিয়তার শির্ষে সাভার পৌর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা এখন মানুষের মুখে মুখে

    জনপ্রিয়তার শির্ষে সাভার পৌর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা এখন মানুষের মুখে মুখে

    বিশেষ সংবাদ প্রতিবেদন

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    সাভার পৌর এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা জনপ্রতিনিধি হিসেবে মানুষের দূর গুঁড়ায় পৌছিয়েছে। তার জনপ্রিয়তা সাভার পৌর এলাকার এখন মানুষের মুখে মুখে।

     

    জনপ্রিয়তার শির্ষে  মিনহাজ । তিনি সাভার উপজেলা ও পৌর এলাকার শীর্ষ জনপ্রতিনিধিদের সহযোগিতায় এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়োজিত থাকায় সাভার পৌর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা এখন মানুষের মুখে মুখে। ছবিঃসত্যের সংবাদ।

    কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা এলাকার মানুষের যাতায়াতের জন্য প্রতিটি রাস্তা ঘাট পাকা হয়েছে, হয়েছে আরসিসি রাস্তা ও সোয়ারেজ ড্রেনেজ নির্মান কাজ। আগামী নির্বাচনে তিনি পূনরায় প্রার্থী হলে বিপুল ভোটে পাশ করবেন বলে জানিয়েছে এলাকাবাসী। এলাকায় তাকে নির্বাচিত করার পর মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ বন্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
    তিনি বিপুল ভোটে জয়লাভ করে পর পর দুইবারের নির্বাচিত পৌর কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা। তিনি ২০১১ সনে নির্বাচনে অংশগ্রহণ করে ওই সময়ের ৩ বার নির্বাচিত হাইব্রিড কাউন্সিলর হাসান মাস্টারসহ ৭ জন প্রার্থীকে পরাজয় করে হরিণ মার্কা নিয়ে ভোটারদের জনসমর্থন ও ভোট প্রয়োগের মাধ্যমে বিপুল ভোটে জয় লাভ করতে সমর্থ হোন।
    পরবর্তী ২০১৬ সনে আবার অংশগ্রহনমূলক পৌর নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও পূনরায় ভোটারদের জনসমর্থনে পানির বোতল মার্কায় ও ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে বিপুল ভোটে জয় লাভ করতে সমর্থ হোন। ওই নির্বাচনে প্রতিপক্ষ এক প্রার্থী ভয়ভীতি প্রদর্শন করে কেন্দ্রে থাকা কর্মী এজেন্টদের বের করে জাল ভোট প্রদান করছে এমন সংবাদ পেয়ে নির্বাচন কমিশনের নিয়োজিত হাকিমের উপস্থিতে কিছুক্ষন ভোট প্রদান বন্ধ থাকলেও পূনরায় ওই দিন ভোটগ্রহন সম্পন্ন হয়।
    সাভার পৌর ১ নং ওয়ার্ডে পাড়া মহল্লায় প্রায় ৩০ হাজার ভোটার রয়েছে। এসব পাড়া মহল্লাগুলো হচ্ছে, জামসিং এলাকার,টেউটি,জয়পাড়া,ভাটপাড়া ও রেডিওকলোনির নয়াবাড়ি,আঙ্গিনা-জ্বালেশ্বর,বনলতা,ছায়াবিথী,বাড্ডা,বাড্ডা-ভাটপাড়া,বক্তারপুর,অমরপুর,পোড়াবাড়ি-বেদেপাড়া,ছোট অমরপুর,রাঢ়ীবাড়ি। সাভার পৌর
    নির্বাচন এ বছরের শেষে দিকে তথা ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে।