Category: শিক্ষা

  • আজ ২৮ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 

    আজ ২৮ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 

    আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ 

    সত্যেরসংবাদ ডেস্কঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে ।

    সোমবার দুপুর ১২টায় নিজ নিজ প্রতিষ্ঠানে এবং অনলাইনে একযোগে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
    এর আগে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের্র (ঢাকা) পরীক্ষা নিয়ন্ত্রক মো:আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
    বিজ্ঞপ্তিতে বলা হয়,শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রকাশের ওয়েবসাইট www.educationboard.gov.bd –ওয়েবসাইটের রেজাল্ট কর্নার এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক্ট শীট ডাউনলোড করা যাবে।  আবার www.educationboardresults   ওয়েবসাইটে ক্লিক করে শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর,পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফলাফল জানতে পারবেন।
    এছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে । উদাহরণ স্বরূপ বলা যেতে পারেÑ ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থী ফল জানতে চাইলে- SSC DHA ১২৩৪৫৬ ২০২২ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।
    উল্লেখ্য, চলতি বছরে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

  • অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়লো-শিক্ষা বোর্ড

    অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়লো-শিক্ষা বোর্ড

    অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফি ছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে তথ্য আপলোডসহ রেজিস্ট্রেশন করতে পারবে শিক্ষার্থীরা।
    বুধবার (২৩ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
    এতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০২২ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এর মধ্যে অনেক শিক্ষার্থী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বা অন্য কোনো কারণে কেউ কেউ বাদ পড়েছে। এসব শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোডসহ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা সংশোধন, সংযোজন, বিয়োজনসহ প্রয়োজনীয় তথ্যাদি অনলাইনে সংশোধন করতে পারবে।
    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের সময়সীমা বিলম্ব ফি ছাড়া আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। নিবন্ধন ফি ৫০ টাকা, রেডক্রিসেন্ট ফি ২৪ টাকাসহ মোট ৭৪ টাকা দিতে হবে। উল্লেখিত সময়ের পর কোনো অবস্থাতে সংশোধন ও বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন বা সংশোধন না হলে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ বা পালন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
  • মায়ের মরদেহ বাড়িতে রেখে এক ছাত্রী পরীক্ষার্থীর অংশগ্রহন

    ‘জীবন যুদ্ধ”
    মায়ের মরদেহ বাড়িতে রেখে এক ছাত্রী পরীক্ষার্থীর অংশগ্রহন

    মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারমিন আক্তার নামের এক এইচএসসি পরিক্ষার্থী। রোববার (৬ নভেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাজিদা বেগম মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে সে পরীক্ষায় অংশ গ্রহন করে।

    শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে এবং ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

    পরিক্ষা কেন্দ্র ছিল ভান্ডারিয়া মাজদা বেগম মহিলা কলেজ।

    বিঃদ্রঃ
    নারী হলে তিনি কিন্তু ছাত্রী তাই শিরোনামে উল্লেখ করা হলো ছাত্রী দিয়েই।

  • সাভার সরকারি কলেজ অধ্যক্ষের জন্মদিন আজ ৯ এপ্রিল

    সাভার সরকারি কলেজ অধ্যক্ষের জন্মদিন আজ ৯ এপ্রিল

    সাভার সরকারি কলেজ অধ্যক্ষের জন্মদিন আজ ৯ এপ্রিল

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    ঢাকার অদূরে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমরুল হাসানের ৫৭তম জন্মদিন আজ ৯ এপ্রিল।

    ১৯৬৬ সালের এই দিনে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর গ্রামে তাঁর জন্ম।

    সাভার সরকারি কলেজ অধ্যক্ষ ও ডায়নামিক লিডার খ্যাত ইমরুল হাসানের জন্মদিনে দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অজস্র শুভ কামনা ও প্রীতি জানিয়েছেন তাঁকে।

    অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সাভার সরকারি কলেজকে সরকারের লক্ষ্য অনুযায়ী শিক্ষার প্রসার ও মানোন্নয়নকল্পে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনায় আনেন। শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে নন্দিত হয়েছেন তিনি।

    আবদুল মাজিদ ও মাজেদা বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান মো. ইমরুল হাসান। বাবা আবদুল মজিদ দীর্ঘ কর্মজীবনে ১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত প্রায় দশ বছর সাভার ভূমি অফিসে কর্মরত ছিলেন। মা মাজেদা বেগম একজন রত্নগর্ভা মা। বিভিন্ন গৌরবোজ্জ্বল ভূমিকায় প্রতিষ্ঠিত নয় ভাইবোনের মধ্যে মো. ইমরুল হাসান সবার ছোট।

    প্রফেসর মো. ইমরুল হাসান গ্রামের ফরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

    তিনি ১৯৯৩ সালে ১৪শ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। এ পর্যন্ত বিভিন্ন কলেজ এবং সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে সাভার সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

  • সাভার মডেল কলেজে অধ্যক্ষ তৌহিদ হোসেনকে পুনর্বহাল

    সাভার মডেল কলেজে অধ্যক্ষ তৌহিদ হোসেনকে পুনর্বহাল

    সাভার মডেল কলেজে অধ্যক্ষ তৌহিদ হোসেনকে পুনর্বহাল

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    হাইকোর্টের নির্দেশে ঢাকা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার মডেল কলেজে প্রতিষ্ঠাকালীন সময় থেকে দায়িত্ব পালন করা তৌহিদ হোসেনকে দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে।
    সোমবার ভুল তথ্যের উপর ভিত্তি শিক্ষা বোর্ডের দেয়া একটি নির্দেশনার ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। আদালতের এমন আদেশের পর কলেজের অধ্যক্ষ হিসেবে তৌহিদ হোসেন পুনরায় তার দায়িত্ব ফিরে পেলেন।
    এদিকে ভারপ্রাপ্ত অধ্য¶ হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ হোসাইনের সকল কার্যক্রম আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
    শি¶কদের এক অংশ জানান, একটি স্বার্থনেসী মহল গত কয়েক বছর ধরে কলেজের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেনকে তার দায়িত্ব থেকে অপসারণের জন্য শিক্ষা বোর্ডের কাছে বিভিন্ন মিথ্যা তথ্য সরবরাহ করতে থাকে চক্রটি। ভুল তথ্য দিয়ে শিক্ষা বোর্ড থেকে আনীত একটি নির্দেশনার মাধ্যমে কলেজের অধ্যক্ষের পদ থেকে জোরপূর্বক সড়িয়ে দেওয়া হয় তৌহিদ হোসেনকে। এর প্রতিবাদ করতে চাইলে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা করে স্থানীয় প্রভাবশালী মহল।
    এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রতিষ্ঠানটির স্বার্থ রক্ষায় উচ্চ আদালতে রিট আবেদন করেন অধ্যক্ষ তৌহিদ হোসেন। বিভিন্ন বিষয়ে যুক্তি উপস্থাপন ও শুনানির পর দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা তৌহিদ হোসেনকে অধ্যক্ষের দায়িত্ব পুনর্বহাল রেখে শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত নির্দেশনার ওপর স্থগিতাদেশ দেন আদালত।
    এদিকে আদালতের নির্দেশে অধ্যক্ষের দায়িত্বে পুনর্বহালের পর তৌহিদ হোসেনকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিতে দেখা যায় ছাত্র-ছাত্রীদের। প্রতিষ্ঠানটি দখলে নিতে প্রভাবশালী মহলের একের পর এক প্রতিটি পদক্ষেপের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে শিক্ষার্থীরা ছিলেন বেশ সরব।
    উল্লেখ্য,গত শনিবার কলেজের অধ্যকে জোরপূর্বক দায়িত্ব থেকে সড়িয়ে দেয়ার পর থেকে এর প্রতিবাদে যতটা সোচ্চার ছিলেন সাধারণ শিক্ষার্থীরা, আবার সাময়িক সময়ে দায়িত্ব গ্রহণ করা অধ্যক্ষের বিরুদ্ধে সমালোচনায় ততটাই ব্যস্ত থাকতে দেখা যায় তাদের। এ নিয়ে গত কয়েকদিন ধরেই ফেসবুকে চলছিল তীব্র আলোচনা-সমালোচনা।

  • ধামরাইয়ে বংশী নদীতে বা-মায়ের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ ছাত্রের একদিন পর লাশ উদ্ধার

    ধামরাইয়ে বংশী নদীতে বা-মায়ের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ ছাত্রের একদিন পর লাশ উদ্ধার

    ধামরাইয়ে বংশী নদীতে বা-মায়ের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ ছাত্রের একদিন পর লাশ উদ্ধার

    ঢাকার ধামরাইয়ে বাবা মার সাথে বংশী নদীতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে ৮ম শ্রেণীর ছাত্র মো. রাফিউল ইসলাম (১৪) নিখোঁজের ১ দিন পর সার্ভিসের দুটি ডুবুরি দল স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের হাজিপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। নি‌খোজ মো. রাফিউল ইসলাম ধামরাই পৌরসভার বরাতনগর এলাকার মো. মনিরুজ্জামান (মনির) এর পুত্র। সে ধামরাই সরকারী হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র।

    জানা যায়,শুক্রবার বিকাল ৫টার সময় হাজিপুর এলাকায় বাবা-মার সাথে নৌকায় বেড়াতে যায় রাফিউল ইসলাম। হাজিপুর গিয়ে রাফির বাবা মা নৌকায় বেড়াতে গেলে রাফি ও তার ছোট চাচাতো ভাই নৌকায় বাবা মার সাথে বেড়াতে না গিয়ে তারা নদীর পারে বসে খেলা করবে বলে থেকে যায়। পরে রাফি ও তার চাচাতো ভাই খেলা করতে গিয়ে রাফি পানিতে পড়ে যায়।তাকে বাচাঁতে গিয়ে চাচাতো ভাই পানিতে লাফ দেয়। চাচাতো ভাই পানিতে হাবুডুবু খেতে থাকলে আশে পাশের লোকজনের নজরে আসে। তখন তারা দৌড়িয়ে গিয়ে রাফির চাচাতো ভাইকে বাচাঁলেও রাফিকে আর খোঁজে পাওয়া যায়নি।
    ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, আমরা অনেক চেষ্টা করে বংশী নদী থেকে নিখোঁজ ছাত্রেরর লাশ উদ্ধার করা ।

  • শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ সেপ্টেম্বর খোলার বিষয়ে সিদ্ধান্ত

    শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ সেপ্টেম্বর খোলার বিষয়ে সিদ্ধান্ত

    শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ সেপ্টেম্বর খোলার বিষয়ে সিদ্ধান্ত

    ডেক্স সংবাদঃ
    গত বছরের ৮ মার্চ দেশে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর পর ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রয়েছে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্টরা সরকারকে সতর্ক করেছেন এবং বিভিন্ন মহল থেকে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও তোলা হয়েছে।
    এ অবস্থায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী রোববার, ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলে করোনা পরিস্থিতি মোকাবেলা করে কীভাবে কার্যক্রম চালানো যায়, সে নিয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি সেই সিদ্ধান্তের আলোকে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হবে।
    এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন আজ বুধবার গণমাধ্যমকে বলেন, আগামী রোববার আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে, বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে পর্যালোচনা করা হবে। কারণ শুধু শিক্ষা মন্ত্রণালয় একা শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে পারবে না।
    এর আগে গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিব সভায় করোনা সংক্রমণ পরিস্থিতি এবং টিকা দেওয়ার বিষয়টি বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর পর গত ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কিছু পরিকল্পনা করা হয়।

    সাভারে উপজেলায় বিভিন্ন এলাকা ভিত্তিক জরুরি ভাবে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে উদ্যোগতা প্রয়োজন। ঝুঁকিহীনভাবে ব্যবসায় আপনাকে নিয়ে যাবে সাফল্যর শীর্ষে।
    সরাসরি সিলেটের শীর্ষ স্থানীয় চা পাতার মধ্য গ্রীন লেভেল টির সকল প্যাকেট ও টি ব্যাগ,বিটি২ পাইকারি মূল্যে সরাসরি সেলস ডিস্ট্রিবিউট করা হচ্ছে এখন সাভারে। আপনার এলাকায় কাজ করতে আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করুনঃ (MCATC), সাভার,ঢাকা।০১৬৭৩০৮৬৮১৪।
  • সাভারের গেন্ডা এলাকায় ফল ব্যবসার আড়ালে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সাভারের গেন্ডা এলাকায় ফল ব্যবসার আড়ালে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সাভারের গেন্ডা এলাকায় ফল ব্যবসার আড়ালে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারের গেন্ডা এলাকায় র‌্যাব -৪ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৪। র‌্যাব-৪ এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ফল ব্যবসার ছদ্দবেশী ০৩ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪৪৩ বোতল ফেন্সিডিল ও ০১ টি মোটরসাইকেল উদ্ধার করে র‌্যাব।

    আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ হানিফ মিয়া (৪০), জেলা-চাপাইনবাবগঞ্জ, মোঃ শরীফ (২৭), জেলা-সিরাজগঞ্জ, মোঃ তাইজুল ইসলাম(২২) , জেলা- ঢাকা। দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ফলের ব্যবসার আড়ালে বিভিন্ন পেয়ারার ঝুড়িতে করে অভিনব পন্থায় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

    র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

    তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • সাভারে সানফ্লাওয়ার স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টায়,গ্রেফতার-১

    সাভারে সানফ্লাওয়ার স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টায়,গ্রেফতার-১

    সাভারে সানফ্লাওয়ার স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টায়,গ্রেফতার-১

    নিজেস্ব প্রতিবেদক, সাভারঃ সাভারে ধর্ষণে ব্যর্থ হয়ে এক স্কুলছাত্রীকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রকি নামের (৩৫) এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সাভারের ইমান্দিপুর এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

    জানা গেছে, ১৬ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সাভারের ইমান্দিপুর এলাকায় নিজ ভাড়া বাড়ির ছাদে নিয়ে এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের চেষ্টা করেন রকি। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে রকি তাকে দোতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেয়।
    এরপর রকিকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। অসুস্থ ওই শিক্ষার্থীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    সাভার মডেল থানার ওসি এএফ এম সায়েদ জানান, ঘটনার জড়িত রকিকে আটক করা হয়েছে।

  • জাবিতে ৬ দফা দাবি আদায়ের লক্ষে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের

    জাবিতে ৬ দফা দাবি আদায়ের লক্ষে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের

    জাবিতে ৬ দফা দাবি আদায়ের লক্ষে
    সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের

    শেখ এ কে আজাদ,জাবি,সাভার থেকেঃ
    ছয় দফা দাবি আদায়ের লক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
    রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সস্মেলনে এসময় শিক্ষার্থীরা বলেন তাদের দাবি গুলো চব্বিশ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। ছয় দফা দাবি গুলো হলো,শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে,ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে,হামলাকারীদের বিরুদ্ধে নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করতে হবে,সকল আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিতে হবে,সংঘর্ষের ঘটনার দায় ক্যাম্পাস কর্তৃপক্ষকে নিতে হবে ও আবাসিক হলগুলো দ্রুত খুলে দিতে হবে। সংবাদ সম্মেলনে এসময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
    এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ উল হাসান বলেন,শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আসামীদের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলার জন্য পাঠানো হয়েছে। পুলিশ নাম ও তথ্য যাচাই বাচাই করে মামলা নিবে বলে জানান তিনি। এছাড়া আবাসিক হল গুলো খুলে দেওয়ার ব্যাপারে তিনি বলেছেন হল খোলার সিন্ধান্ত রাষ্ট্রীয় পদক্ষেপের বেপার।