Category: শিরোনাম

  • ৩ দিন ব্যাপী টঙ্গীতে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু ১০ জানুয়ারি

    ৩ দিন ব্যাপী টঙ্গীতে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু ১০ জানুয়ারি

    • শেখ এ কে আজাদ,টঙ্গীর গাজীপুর থেকেঃ

    গাজীপুরের টঙ্গীতে আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি, চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

    টঙ্গীর তুরাগ তীরে ৫৫তম বিশ্ব ইজতেমাকে ঘিরে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতিমূলক কাজ। এরই মধ্যে কাজ সম্পন্ন হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের শীর্ষ মুরুব্বি ও ময়দানের জিম্মাদার প্রকৌশলী মাহফুজ হান্নান এ তথ্য জানিয়েছেন।

    বিশ্ব ইজতেমা মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, ঘন কুয়াশা ও কনকনে শীত ও শীতের বৃষ্টি উপেক্ষা করে স্বেচ্ছাসেবী মুসল্লিরা সকাল থেকে বিকেল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

    তিন দিনের ইজতেমাকে ঘিরে টঙ্গী ও আশপাশ এলাকায় ধর্মীয় উৎসব আমেজ বিরাজ করছে। আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকেল থেকে ইজতেমাকে কেন্দ্র করে টুপি-পাঞ্জাবি পরা মুসল্লিদের আনাগোনা বাড়তে পারে।
    ইজতেমা প্রাঙ্গণে ঢাকা জেলার সাথিরাও তাদের জন্য নির্ধারিতস্থানে ছামিয়ানা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। বৃহস্পতিবার দুপুরের মধ্যেই তাদের ছামিয়ানা টানানোসহ সমস্ত কাজ শেষ হবে বলে জানান কর্মরত সাথিরা। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ময়দানে এসে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নেবেন বলে জানান তাঁরা।

  • আশুলিয়ার জিরানী এলাকায় র‍্যাব-৪’র অভিযানে চাকুরি প্রলোভনে অর্থ আত্মসাৎকারী চক্রের ০৮ জনকে গ্রেফতার ও  প্রতারনার শিকার ৪২ জনকে উদ্ধার

    আশুলিয়ার জিরানী এলাকায় র‍্যাব-৪’র অভিযানে চাকুরি প্রলোভনে অর্থ আত্মসাৎকারী চক্রের ০৮ জনকে গ্রেফতার ও প্রতারনার শিকার ৪২ জনকে উদ্ধার

    নিজেস্ব প্রতিবেদ,আশুলিয়া থেকেঃ

    সাভারের আশুলিয়া জিরানী বাজার এলাকায় মেট লাইফ লিমিটেডে অভিযান চালিয়ে চাকুরী প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের ০৮ জন গ্রেফতারসহ প্রতারনায় শিকার ৪২ জনকে উদ্ধার করেছে র‌্যাব-৪। গতকাল ৮ জানুয়ারি

    রাত ৮ টার সময় র‍্যাব ৪ এ অভিযান পরিচালনা করেন।

  • শেখ হাসিনার গতি অ্যারাবিয়ান হর্সের মতো ২৪ ঘণ্টার ১৮ ঘণ্টা দেশের জন্য কাজ করেনঃ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

    শেখ হাসিনার গতি অ্যারাবিয়ান হর্সের মতো ২৪ ঘণ্টার ১৮ ঘণ্টা দেশের জন্য কাজ করেনঃ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

    সত্যের সংবাদডেক্সঃ

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭৩ বছর বয়সেও শেখ হাসিনার গতি অ্যারাবিয়ান হর্সের মতো। এটা অনেকেই অবাক হন। এখনও তিনি ২৪ ঘণ্টার ১৮ ঘণ্টা দেশের জন্য কাজ করেন, পরিশ্রম করেন।

    ওবায়দুল কাদের রবিবার  রাজধানীর রমনা পার্ক রেস্তোরা প্রাঙ্গনে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উত্তর প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, তিনি বাংলাদেশের নাম্বার ওয়ান লিডার। তিনি ক্ষমতার রাজনীতি করেন না। দেশের মানুষের জন্য রাজনীতি করেন। সেটাই তিনি প্রমাণ করেছেন।

    এ সময় ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তিনি বিএনপির উদ্দেশে বলেন, তারা নির্বাচন হওয়ার আগেই হেরে গেছেন। তাদের মুখে পরাজয়ের সুর। তারা আন্দোলনে পরাজিত, নির্বাচনে কিভাবে বিজয়ী হবে? এ দেশে দেখা যায়, যারা আন্দোলনে পরাজিত হয়, তারা কোনো দিন নির্বাচনে বিজয়ী হয় না। বিএনপি আন্দোলনে পরাজিত নির্বাচনেও তারা পরাজিত হবে- এটা ভালো করেই জানে। এ জন্য তাদের কথামালার চাতুরী। নির্বাচন হওয়ার আগেই নির্বাচন সম্পর্কে আগাম বিষোদগার, সরকারি দলকে অভিযোগ করে যাচ্ছে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মিটিং আহ্বান করেও সেই মিটিং হয় একটা ফ্লপ মিটিং। সেখান থেকে তারা কোন কর্মসূচি নিতে পারে না। কর্মীরা হতাশ হয়। তাদের কোনো ঘরোয়া গণতন্ত্র নেই।

    তিনি বলেন, বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের কমিটির বেশিরভাগ জায়গায় অস্তিত্ব নেই। কবে কমিটি হয়েছে কেউ জানে না। তাই বিএনপি নেতাদের মুখে এই কথা শোভা পায় না।

    ‘দেশ পরিবারতন্ত্রের দিকে যাচ্ছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এরা কোন পরিবারের নেতা আমরা জানতে চাই। বিএনপির মূল নেতৃত্বই তো একটি পরিবার থেকে এসেছে। এটা বেগম জিয়া ও তার সন্তান তারাই তো হর্তা কর্তা বিধাতা। এখানে মির্জা ফখরুল ইসলাম তো তাদেরই ইয়েস ম্যান হিসেবে কাজ করেন।

    তিনি বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনা আমাদের সভাপতি। তিনি বঙ্গবন্ধু কন্যা হিসেবে আসেননি। শেখ হাসিনা তার যোগ্যতার বদৌলতে প্রমান করেছেন বাংলাদেশের মুক্তি সংগ্রামের তিনিই হচ্ছেন অসীম সাহসী কান্ডারি। যার কারণে বাংলাদেশ, উন্নয়ন অর্জনে বিশ্ব সভায় বিশেষ মর্যাদায় মাথা উচু করে দাঁড়িয়েছে। এই সাফল্যে স্বাপ্নিক রুপকার হচ্ছে শেখ হাসিনা। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সাভারের আশুলিয়া বাজারের আজিজ মার্কেটে আগুন ঘটনায় ৬টি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রনেঃ ডিইপিজেড ফায়ার সার্ভিস

    সাভারের আশুলিয়া বাজারের আজিজ মার্কেটে আগুন ঘটনায় ৬টি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রনেঃ ডিইপিজেড ফায়ার সার্ভিস

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    সাভারের আশুলিয়ায় আজিজ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার রাত ৯টার দিকে আশুলিয়ার দ্বিতীয় তলা আজিজ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাতের দিকে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড স্টেশনের ৩ ইউনিট, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও সাভার ফায়ার স্টেশনের ১টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে মার্কেটের ১৫-২০টি দোকান পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে এটি তদন্ত করে বলা যাবে।

  • সাভারের জামসিং এলাকায় অজ্ঞাত নারী লাশের পরিচয় মিলছে মূল হত্যাকারী জুয়েলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

    সাভারের জামসিং এলাকায় অজ্ঞাত নারী লাশের পরিচয় মিলছে মূল হত্যাকারী জুয়েলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

    • শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    সাভার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের উত্তর জামসিং এলাকা থেকে গত ৩০ ডিসেম্বর বস্তায় বন্ধি হাত বাঁধা সেই নারীর হত্যা রহস্য উদঘাটন করেছে সাভার মডেল থানার পুলিশ। শুক্রবার ৩ জানুয়ারি দিবাগত গভীর রাতে মোবাইল ট্র‍্যাকিং এর মাধ্যমে তিন ঘাতককে আটক করেছে পুলিশ।
    রবিবার ৫ জানুয়ারি সাভার মডেল থানার পুলিশ সূত্রে বিষয়টি সংবাদমাধ্যমকে অবগত করেছেন।

    পুলিশ জানায়,নিহত নারীর নাম টুকটুকি (২০), তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। সে তার স্বামীর সাথে সাভারের বনপুকুর এলাকায় বসবাস করতো। তার স্বামী ফুটপাতে ব্যবসা করে বলে জানা যায়। গ্রেপ্তারকৃত তিন হত্যাকারী হলো- (১) জনি (২৪), পিতা আব্দুল ব্যাপারি, (২) সেলিম (২৪), পিতা শুকুর আলী এবং (৩) জুয়েল, পিতা অজ্ঞাত। মোবাইল ট্র‍্যাকিং এর মাধ্যমে অভিযান চালিয়ে জনিকে জামসিং এর নিজ বাসা থেকে আটক করা হয় ও সেলিমকে কলমা থেকে এবং জুয়েলকে ফিরিঙ্গিকান্দা এলাকা থেকে আটক করা হয়েছে।

    পুলিশ আরও জানায়, মূল হত্যাকারী জনির সাথে ঐ নারীর প্রেমের সম্পর্ক ছিলো যার কারণে জনির আহবানে সারা দেয়। পরে জনির অন্য সহযোগীরা সেখানে এসে নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে তাকে হত্যা করে ফেলে রেখে যায়।

    এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মলয় জানান, গত ২৫ ডিসেম্বর রাতে নিহত নারী টুকটুকিকে হত্যা করে জনির বাড়িতে একটা ওয়ারড্রবের ভিতরে লাশ ঘুম করে রেখে দেয়া হয়। এরপর সময় আর সুজোগ বুঝে গত ২৭ ডিসেম্বর রাতে নিহতের পায়ের মুজা দিয়ে হাত বেধে লাশ বস্তায় ঢুকিয়ে একটা কাথায় জড়িয়ে জামসিং এর ওই নির্মাণাধীন ভবনে ফেলে রাখা হয়। পরে উত্তর জামসিং মহল্লার ওই বাড়িটি থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকার লোকজনের সন্দেহ হয়। এরপর স্থানীয়রা সাভার মডেল থানাকে জানালে গত ৩০ ডিসেম্বর ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতরে হাত বাঁধা ও মুখ জ্বলছে দেওয়া টুকটুকির লাশ উদ্ধার করে।

    পুলিশ আরও জানান, হত্যা হওয়া ঐ নারীর মোবাইলে গ্রেপ্তার জনির নম্বর সেভ করা ছিলো। এই সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবশেষে ঘাতক তিনজনকে গ্রেপ্তার করা হয়।

    সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ নারী টুকটুকি হত্যার দায়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি রবিবার সকালে
    নিশ্চিত করেন তিনি।