**বেতের নামাযের নিয়ত**
**বাংলা উচ্চারণ:- নাওয়াইতুআন উছাল্লিয়া লিল্লাহি তাআলা ছালাছা রাকআতি ছালাতিল বেতরে ওয়াজিবুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
**বাংলা নিয়ত:- আল্লাহর ওয়াস্তে আমি কেবলামুখি হয়ে বেতরের তিন রাকআত ওয়াজিব নামায পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার।
**বি:দ্রষ্টব্য:- বেতের নামায ইমামের পিছনে পড়লে
ওয়াজিবুল্লাহি তায়ালা বলার পর “এক্তাদাইতু বেহাজাল ইমাম” পড়তে হবে। এবং নিজে ইমাম হলে উক্ত স্থলে “আনা ইমামুল লিমান হাদারা অমাঁই ইয়াদুর” পড়তে হবে।
**দোয়ায়ে কুনূত**
**বাংলা উচ্চারণ:- আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাসতাগফিরুকা ওয়ানুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়ানুছনি আলইকাল খাইরা। ওয়া নাশ্ কুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়্যাফজুরুকা, আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়ালাকা নুছাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখ্বশা আজাবাকা ইন্না আজাবাকা বিল কুফ্ফারি মুলহিক্ব।
Leave a Reply