২০ বছর আগে দেখা স্বপ্ন করোনায় পুরোন করলো সৌভাগ্যবান এক ব্যক্তি
আন্তর্জাতিক সংবাদডেক্সঃ
২০ বছর অপেক্ষার পর একাকি কাবা শরিফ তাওয়াফের স্বপ্নেদেখা স্বপ্নপূরণ হলো করোনার কারনে ! ২০ বছর আগের কথা। অপরিচিত সৌভাগ্যবান এক ব্যক্তি। তিনি হজ করতে গিয়েছিলেন। তিনি মিনায় অবস্থিত ‘মসজিদ আল-খাইফ’-এ এক স্বপ্ন দেখেন। তিনি তার এ স্বপ্নে ব্যাখ্যা জানা জন্য একজন ইসলামিক স্কলার খুঁজতে থাকেন। তিনি দোভাষীদের সাহায্য নেন এবং একজন আলেমের কাছে যান।
ইসলামিক স্কলারদের মধ্যে অন্যতম একজন ছিলেন- শায়খ মুহাম্মাদ আল-রুমি। তিনি ওই ব্যক্তির স্বপ্নের বিবরণ শোনলেন। তিনি ওই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যায় বলেন-
আপনি সৌভাগ্যবান ব্যক্তি যে, একদিন আপনি একাকি পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন। আপনি একাকি আল্লাহ তাআলার এ ঘর একেবারেই একাকি তাওয়াফ করবেন।’
এ স্বপ্নের ব্যাখ্যা শুনে সে সময় অন্যান্য লোকেরা বলেছিলেন এটা একেবারেই অসম্ভব। ওই লোকটির সন্দেহ হচ্ছিল, পুরো তাওয়াফ বন্ধ করে শুধু তার জন্য একাকি তাওয়াফের ব্যবস্থা কী করে সম্ভব!
মহামারি করোনা পরিস্তিতিতে কাবা শরিফে তাওয়াফ ও জনমাবনশূণ্য হবে এমনটিই বা কে জানতো? আর মহামারির সময়ে ওই ব্যক্তিই বা কিভাবে পবিত্র নগরী মক্কায় উপস্তিত হবেন, যখন কোভিড-১৯ এর কারণে কাবার সব প্রবেশ পথই সিলগালা বা বন্ধ। এমনকি পুরো বিশ্ব থেকে সৌদি আরবের প্রবেশের পথগুলো যেখানে পুরোপুরি বন্ধ।
মহামারি করোনায় আক্রান্তের এ সময়ে রমজানের একদিন এ ব্যক্তি এসে উপস্থিত। তিনি মসজিদে হারামে। সে দিন কাবা চত্বরে কোনো লোক ছিল না। অজানা এ সৌভাগ্যবান ব্যক্তি পবিত্র কাবা শরিফ তাওয়াব করতে যান আর তিনি নিজেই একাকি তাওয়াফ শুরু করেন। এ ব্যক্তির আশেপুরো কাবা চত্বরে কেউ নেই। তিনি একাকি তাওয়াফ করে চলছেন। তিনি একাকি আপন মনে মহান প্রভুকে স্মরণ করতে করতে নিরব নিস্তব্ধ কাবা শরিফের চত্বরে তাওয়াফ করে চলেছেন। আর আল্লাহকে স্মরণ করছেন। এ যে ২০ বছর আগে দেখা তার স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন। স্বপ্নে যে ব্যাখ্যা করেছিলেন শায়খ মুহাম্মাদ আল-রুমি।
একাকি নিরব নিস্তব কাবা চত্বরে যখন কেউ মহান রবকে স্মরণে উপস্থিত নেই, ওই মুহূর্তে তিনি একাকি আল্লাহর স্মরণ করতে করতে কাবা শরিফ তাওয়াফ করছেন। সুবহান্নাল্লাহ, লা ইলাহা ইল্লাহ…
তথ্যসূত্র : দিইসলামিক ইনফরমেশন ডটকম।
Leave a Reply