মানিকগঞ্জের হরিরামপুরে মালিকানাধীন জায়গায় ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোহাম্মদ আলী,মানিকগঞ্জের হরিরামপুর থেকেঃ
: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের মনিন্দ্র বিশ্বাস-হরিদাস বিশ্বাস দুই ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক ভাবে সুরেশ চন্দ্র মন্ডলের পৈত্রিক বাড়ি দখল করে ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার বেলা ১১ টায় মানিকগঞ্জের হরিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, ৬ শতাংশ বাড়ির জায়গার উপর মনিন্দ্র বিশ্বাস-হরিদাস বিশ্বাস দুই ভাই মিলে জোরপূর্বক ভাবে দখল করে ভবন নির্মাণ করছে। নিষেধ করলে বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। পরে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে আদালত হরিরামপুর থানার পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আদেশ দেয়। কিন্তু প্রভাবশালী ওই ২ ভাই আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণ অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ছাড়াও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply