Author: sattersangbad24

  • আন্তর্জাতিক স্বীকৃতিভাষা পেলেও রাণীশংকৈলে বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

    আন্তর্জাতিক স্বীকৃতিভাষা পেলেও রাণীশংকৈলে বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

    আন্তর্জাতিক স্বীকৃতিভাষা পেলেও রাণীশংকৈলে বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

    ডেক্সসংবাদঃ
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনার ছাড়াই যেনতেনভাবে পালন করবে দিবসটি। কোনোটিতে আবার অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হবে।

    উপজেলা শিক্ষা অফিস সূত্র জানা যায়, উপজেলায় ১৫৬টি সরকারি প্রাথমিক, ৫২টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি কলেজ, ১৯টি মাদ্রাসা ও প্রায় অর্ধশতাধিক কিন্ডারগার্টেন রয়েছে।

    ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুদ্বিজীবী স্মৃতিস্তম্ভ ছাড়া ১৫৫টি প্রাথমিক বিদ্যালয়ের কোনোটিতেই নেই শহীদ মিনার। এছাড়াও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলোতে নেই শহীদ মিনার। ৫২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩৭টি বিদ্যালয়ে এবং ১২টি কলেজের মধ্যে ৯টিতেই নেই শহীদ মিনার এবং উপজেলার ১৯টি মাদ্রাসার মধ্যে কোনটিতেই শহীদ মিনার নেই।

    ভাষা আন্দোলনের কয়েক দশক পরেও উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধারা, দেশ উন্নয়নের সঙ্গে সঙ্গে এক সময় সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন করার দাবী করছেন তারা।
    স্থানীয়রা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহবান করেছেন আগামী প্রজন্মকে ভাষা শহীদদের ইতিহাস জানার স্বার্থে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার দ্রুত স্থাপন করা হোক।

    উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, সরকারিভাবে বরাদ্দ হলে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন করা হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা বলেন, সরকারিভাবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

    সূত্রঃঅনলাইন

  • সাবধনতা অবলম্বন করতে চাইলে ক্যান্সারের লক্ষন ১০ টি জেনে নিন

    সাবধনতা অবলম্বন করতে চাইলে ক্যান্সারের লক্ষন ১০ টি জেনে নিন

    সাবধনতা অবলম্বন করতে চাইলে
    ক্যান্সারের লক্ষন ১০ টি জেনে নিন

    স্বাস্থ্যডেক্সঃ বর্তমানে ক্যান্সার ক্রমশ বেড়েই চলেছে। এই নিয়ে দুশ্চিন্তাও তাই কম নয়। অনেকেরই ধারনা ক্যান্সার হলে আর বাঁচানো সম্ভব নয়। কিন্তু জানেন কি যদি এই মারণব্যাধি ধরা পরে প্রাথমিক পর্যায়ে ,তাহলে অনেকটাই সম্ভব এর থেকে রক্ষা পাওয়া। আগে থেকেই সাবধনতা অবলম্বন করতে চাইলে দেখে নিন ক্যান্সারের লক্ষণগুলি কি কি হতে পারে…

    ১) দীর্ঘস্থায়ী ক্লান্তি: আপনি যদি দীর্ঘ সময় ধরে ক্লান্তিবোধ করেন অথবা অবসাদে ভোগেন তবে সেটা অনেক রোগের কারণই হতে পারে, হতে পারে ক্যান্সারও। মলাশয়ের ক্যান্সার বা রক্তে ক্যান্সার হলে সাধারণত এমন উপসর্গ দেখা যায়। তাই এরকম হলে দ্রুত পরামর্শ নিন চিকিৎসকের।

    ২) দ্রুত ওজন কমে যাওয়া: কোনও কারণ ছাড়া হঠাৎ করেই দ্রুতগতিতে যদি ওজন কমতে থাকে সেটা কিন্তু সত্যিই চিন্তার কারণ। এটা কিন্তু ক্যান্সারের অন্যতম উপসর্গ। তাই নজর দিন ওজনের দিকে।

    ৩) দীর্ঘদিনের ব্যথা: কোন কারণ ছাড়া দীর্ঘদিন ধরে শরীরের কোনও অংশে যদি ব্যথা হয় আর তাতে ওষুধও যদি কাজ না করে, তাহলে কিন্তু এই নিয়ে ভাবনার যথেষ্ট কারণ আছে। শরীরের কোন জায়গায় ব্যথা হচ্ছে, তার ওপর নির্ভর করছে রোগীর ব্রেইন টিউমার বা মলাশয়ের ক্যান্সারের ঝুঁকি রয়েছে কিনা।

    ৪) অস্বাভাবিক মাংসপিণ্ড: আপনি যদি শরীরের কোনও অংশে অস্বাভাবিক কোনও মাংসপিণ্ড দেখতে পান অথবা মাংস জমাট হতে দেখেন কিংবা এ ধরনের পরিবর্তন বুঝতে পারেন, তবে এটা কিন্তু ক্যান্সারের উপসর্গ হতে পারে। তাই দেরি না করে পরামর্শ নিন চিকিৎসকের।

    ৫) ঘন ঘন জ্বর: এটা যে কোনও রোগের উপসর্গ। ক্যান্সার শরীরে জেঁকে বসলে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এতে দেখা দেয় ঘন ঘন জ্বর । ঘন ঘন জ্বর ব্ল্যাড ক্যান্সার-এর লক্ষণ বুঝতে হবে।

    ৬) ত্বকে পরিবর্তন: ত্বকে অস্বাভাবিক পরিবর্তনই ক্যান্সার শনাক্ত করার সহজ উপায়। তাই ত্বকে অতিরিক্ত তিল বা ফ্রিকেল অথবা আঁচিলের বিষয়টি খেয়াল রাখুন। যদি আঁচিলের রং, আকারে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তবে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

    ৭) দীর্ঘস্থায়ী কাশি: যদি দেখেন ওষুধ খাবার পরও কাশি সারছে না বা কাশির কারণে আপনার বুক, পিঠ বা কাঁধে ব্যথা করে, তবে চিকিৎসকের পরামর্শ নিন। সামান্য কাশি ভেবে একেবারেই ফেলে রাখবেন না।

    ৮) মল-মূত্রত্যাগের অভ্যাসে পরিবর্তন: যদি ঘন ঘন মল-মূত্রের বেগ অনুভব করেন, তবে এখানে ক্যান্সার নিয়ে ভাবনার যথেষ্ট কারণ রয়েছে। ঘন ঘন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যও মলাশয়ের ক্যান্সারের লক্ষণ। মূত্রত্যাগের সময় অন্ত্রে ব্যথা বা রক্তক্ষরণ মূত্রথলির ক্যান্সারের উপসর্গ।

    ৯) অকারণে রক্তক্ষরণ: যদি কাশির সময় রক্তক্ষরণ হয়, তবে এটা ক্যান্সারের একটা বড় লক্ষণ। এছাড়া জনিপথ বা মলদ্বার থেকে রক্তক্ষরণ-সহ এ ধরনের অন্যান্য অস্বাভাবিকতাও ক্যান্সারের উপসর্গ।

    ১০) খাবারে অনিচ্ছা: কেউ খাবার খেলেই যদি নিয়মিত বদহজমে ভোগেন, তবে পেট, কণ্ঠনালী বা গলার ক্যান্সার নিয়ে চিন্তার কারণ আছে। অবশ্য সাধারণত এসব উপসর্গকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় না। তবু অসুস্থতাকে কখনও এড়িয়ে যেতে নেই।

    অন্যান্য উপসর্গ: এগুলির মধ্যে আছে পা ফুলে যাওয়া, শরীরের আকারে অস্বাভাবিক পরিবর্তন ইত্যাদি। তবে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করতে পারলে বেশিরভাগ ক্যান্সারেরই চিকিৎসা ও নিরাময় সম্ভব।

  • ৫২,১০ টাকার কর ২০০০,১০০০ টাকা গ্রহন করে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে

    ৫২,১০ টাকার কর ২০০০,১০০০ টাকা গ্রহন করে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে

    ৫২,১০ টাকার কর ২০০০,১০০০ টাকা গ্রহন করে ভূমি অফিসের গোলাম রসুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে

    যশোরের মণিরামপুরের গাঙ্গু’লিয়া গ্রামের কানাই কর্মকার। লোহা পি’টিয়ে সংসার চলে তার। বাবা চন্ডি চরণ কর্মকারের সূত্রে পাওয়া ১১ শতক ধানী জমি বিক্রি করবেন তিনি। জমি বিক্রি করতে গেলে জমির খাজনা পরিশোধের রশিদ লাগে সাব-রেজিস্ট্রার অফিসে। সেই জন্য গত ২২ জানুয়ারি জমির দাখিলা কাটতে সংশ্লিষ্ট রোহিতা ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি। অফিসের সহকারী ভূমি কর্মকর্তা গোলাম রসুল ছয় হাজার টাকা দাবি করে বসেন।

    অবশেষে নায়েবকে দুই হাজার টাকা দিয়ে দাখিলা কা’টান তিনি। নায়েব টাকা নিয়ে তাকে ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ দিয়েছেন ঠিকই কিন্তু রসিদে তিনি দুই হাজার টাকা উল্লেখ করেননি। করেছেন মাত্র ৫২ টাকা।

    রোহিতা ইউনিয়নের বাগডোব গ্রামের আতিয়ার রহমান মা সায়েরা বেগম ও খালা আনোয়ারা বেগমের দুই শতক ধানী জমি বিক্রয় করার উদ্দেশে গত ১২ জানুয়ারি ওই ভূমি কর্মকর্তার কাছে যান। তিনি আতিয়ারের কাছ থেকে এক হাজার টাকা নিয়ে মাত্র ১০ টাকার রসিদ দিয়েছেন। সরেজমিন এই প্রতিবেদকের কাছে এসব অভিযোগ করেন ভু’ক্তভোগী কানাই ও মতিয়ার। যার ভিডিও স্বাক্ষাতকার রয়েছে এই প্রতিবেদকের কাছে।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সরেজমিন গাঙ্গু’লিয়া আমতলা মোড়ে গিয়ে দেখা যায় হাতুড়ি দিয়ে গরম লোহা পি’টিয়ে সোজা করছেন কানাই কর্মকার। কথা হয় তার সাথে। তিনি বলেন, ‘ধানী ১১ শতক জমি বেচার জন্য দাখিলা কাটতে যাই রোহিতা ভূমি অফিসে। নায়েব গোলাম রসুল দাখিলার রসিদ নেই বলে ১৫-২০ দিন ঘোরায়। পরে একদিন ছয় হাজার টাকা দাবি করে। আমি দুই হাজার টাকা দিয়ে রসিদ দিতে বলি। তিনি রসিদ দেন। পরে বাড়ি এসে দেখি রসিদে ৫২ টাকা উল্লেখ করা। আমরা গরিব মানুষ, আমাদের সাথে এরাম করলি হবে কি করে?’।

    আতিয়ার রহমান বলেন, নানীর সূত্রে মা ও খালা দুই শতক জমি পাইল। তা বিক্রি করার জন্য দাখিলা কাটতি হবে। নায়েব অফিসি গিলি সে এক হাজার টাকা নিইল। আর রসিদ দেছে ১০ টাকার। শুধু কানাই বা আতিয়ার নয় নায়েব গোলাম রসুলের হাতে প্রতিনিয়ত অসংখ্য সাধারণ মানুষ সেবার নামে প্র’তারিত হচ্ছেন বলে অভিযোগ।

    স্থানীয়রা জানান, নায়েব নিজেই সেবা নিতে আসা লোকজনের কাছে মোটা অংকের টাকা চায়। টাকা দিতে না পারলে তাদের ফোন নম্বর রেখে দেন তিনি। পরে তাদের ফোনে ডেকে এনে বন্ধের দিনে কাজ করে দেন। সাপ্তাহিক ছুটির দিন থাকলেও প্রতি শনিবার তিনি একা অফিসে এসে এসব কাজ করেন। স্থানীয় দুই-তিনজন দালালের মাধ্যমে তিনি একাজ করেন বলে অভিযোগ। ভু’ক্তভোগীরা নায়েব গোলাম রসুলের শা’স্তি দাবি করছেন।

    রোহিতা ইউনিয়নের পট্টি-স্বরণপুর ওয়ার্ডের মেম্বর আমিনুর রহমান বলেন, নায়েব গোলাম রসুলের ব্যাপারে এসিল্যান্ডের কাছে সরাসরি অভিযোগ করেছি। কিন্তু লাভ হয়নি।

    অভিযোগের বি’ষয়ে সরেজমিন রোহিতা ইউনিয়ন ভূমি কর্মকর্তা গোলাম রসুলের কাছে জানতে চাইলে তিনি পূর্বপশ্চিমকে বলেন, যার কাছ থেকে যা নেওয়া হয়েছে, রসিদে তা উল্লেখ করা হয়েছে। যদিও ওই সময় এক ব্যক্তিকে ১৪২ টাকার দাখিলার রসিদ দিয়ে নায়েবকে এক হাজার ৭৪২ টাকা নিতে দেখা গেছে। বি’ষয়টি জানানো হলে এসিল্যান্ড সাইয়েমা হাসান বলেন, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেন।

    আর ইউএনও আহসান উল্লাহ শরিফীর সাথে যোগাযোগের জন্য একাধিকবার সরকারি ও তার ব্যক্তিগত নম্বরে কল করলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি। অতিরিক্ত জে’লা প্রশাসক (রাজস্ব) আসিফ মাহমুদ বলেন, এই ধরণের কোন অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট নায়েবের বি’রুদ্ধে ক’ঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সাভারের তেঁতুলঝোড়ায় সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে ৭ দিন ব্যাপী বইমেলা’র উদ্বোধন আজ

    সাভারের তেঁতুলঝোড়ায় সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে ৭ দিন ব্যাপী বইমেলা’র উদ্বোধন আজ

    সাভারের তেঁতুলঝোড়ায় সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে ৭ দিন ব্যাপী বইমেলা’র উদ্বোধন হতে যাচ্ছে আজ।

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারে প্রথমবারের মতো সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে ‘তেঁতুলঝোড়া বইমেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনের মাধ্যমে এ মেলা অনুষ্ঠিত হবে।
    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। এসময় প্রধান আলোচক হিসেবে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব উস্থিত থেকে ৭ দিন ব্যাপী বই মেলা উদ্বোধন করবেন।

    আজ বৃহস্পতিবার ২০ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী এই বইমেলা চলবে হেমায়েতপুর জয়নাবাড়ি ঈদগাহের মাঠে। মেলায় দেশের স্বনামধন্য প্রায় অর্ধশতাধীক প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে । বই মেলায় থাকবে কবি, সাহিত্যিক ও লেখকদের সঙ্গে আড্ডা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল ও লোকগানের আসর, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ নানান আয়োজন। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

    তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর এ বই মেলার উদ্যোগ গ্রহন করেন। তিনি প্রতিদিন মেলার কাজের অগ্রগতি সম্পর্কে পরিদর্শন করেন।
    বইমেলার প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে।

    উল্লেখ্য,এ উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সাভারের কর্মরত মিডিয়াকর্মীদের সঙ্গে এক বিশেষ সংবাদ সম্মেলন করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। বইমেলা সাফল্য করতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

  • সাভার মডেল কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শিপু ও সাধারণ সম্পাদক নিহাল নির্বাচিত

    সাভার মডেল কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শিপু ও সাধারণ সম্পাদক নিহাল নির্বাচিত

    সাভার মডেল কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি শিপু ও সাধারণ সম্পাদক নিহাল নির্বাচিত

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভার মডেল কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন সাভারে অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে সাভার মডেল কলেজে জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে কমিটি গঠনে সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও জন বান্ধব সরকার। উন্নয়নের স্বার্থে সকল ছাত্রলীগ নেতা কর্মীদের কাজ করার আহবান জানান তিনি।

    দ্বি-বার্ষিক সম্মেলনে এসময় সাভার মডেল কলেজ ছাত্রলীগের ফারদিন ইসলাম শিপুকে সভাপতি ও তাসনীম নিহালকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

    দ্বি-বার্ষিক সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ,ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মাসুদ খান রানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক ফিরোজ কবির,পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভিসহ আরো অনেকে।

  • সাভারে অবৈধ দুটি কয়লা কারখানার ধোয়ায় বিপর্যয়ের মুখে এলাকার পরিবেশ

    সাভারে অবৈধ দুটি কয়লা কারখানার ধোয়ায় বিপর্যয়ের মুখে এলাকার পরিবেশ

    সাভারের ভাকুর্তায় অবৈধ দুটি কয়লা কারখানার ধোয়ায় বিপর্যয়ের মুখে এলাকার পরিবেশ

    রফিকুল ইসলাম জিল্লু ও মোঃ মহিবূল আলম রানা
    সাভার থেকেঃ রাজধানী ঢাকার অদুরে সাভারে অবৈধ ভাবে গড়ে উঠেছে কয়লা কারখানা। এসব অবৈধ কয়লা কারখানায় দিন-রাত সবসময় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। আর এসব কাঠ পুড়িয়ে বানানো হচ্ছে কয়লা।

    এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে বনায়ন, আর অন্যদিকে হুমকির মুখে পরছে পরিবেশ বিপর্যয়ের।
    উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুগড়াকান্দা এলাকায় কৃষি আবাদী ফসলি জমির পাশে দুটি অবৈধ কয়লা কারখানা গড়ে উঠেছে বহু দিন যাবৎ। কিন্তু নেই প্রশাসনের হস্তক্ষেপ।

    স্থানীয়রা বলেন, কয়লা কারখানার মালিক মোঃ আবু বক্কর ছিদ্দিক ক্ষমতার দাপট দেখিয়ে বহু বছর ধরে কৃষি আবাদী এলাকায় এই কারখানা পরিচালনা করে আসছে অভিযোগ করেছেন সাংবাদিকদের নিকট।

    এসব কয়লা কারখানা গুলো প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই ১৫ থেকে ২০টি চুল্লি নির্মাণ করে সেখানে কাঠ পুড়িয়ে তৈরি করছেন এসব কয়লা। কয়লা কারখানার বিষাক্ত কালো ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে পুরো এলাকা।

    কারখানার আশ পাশের স্থানীয় বাসিন্দা শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রন্ত হচ্ছেন।

    সরেজমিন গিয়ে দেখা গেছে, সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়া কান্দা এলাকায় দুটি অবৈধ কয়লা কারখানা রয়েছে। সেখানে রাতদিন পোড়ানো হচ্ছে হাজার হাজার টন কাঠ।

    এ ব্যাপারে কারখানার মোঃ আবু বক্কও ছিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

    অবৈধ কয়লা কারখানায় দিন-রাত সবসময় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। ছবিঃ সত্যের সংবাদ।

    ফসলি জমিতে এসব কারখানায় দিনরাত ২৪ ঘন্টাই অবাধে কাঠ পোড়ানোর ফলে একদিকে যেমন বনজ সম্পদ উজার হচ্ছে, অন্যদিকে কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ হয়ে বিপর্যয়ের মধ্যে যাচ্ছে।

    এ ব্যপারে ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আনোয়ার হোসেন বলেন, কৃষি আবাদি এলাকায় অবৈধ কয়লা কারখানার কালো ধোয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হচ্ছে, এতে ফসলের ব্যপক ক্ষতি হয়ে,বিপর্যয়ের মুখে এলাকার পরিবেশ।

    এছাড়া এলাকার শিশু কিশোর থেকে শুরু করে বড় লোকজনদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ইতিমধ্যে।এ ব্যপারে উপজেলা প্রশাসনকে জানালেও কারখানাগুলো বন্ধের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

    এসব অবৈধ কারখানা বন্ধ না করলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে বলে জানান তিনি।
    তাই দ্রুত এসব কয়লা কারখানা বন্ধ করে সকলকে মুক্তি দিয়ে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে মুক্ত করবে প্রশাসন এটিই চাওয়া এখন এলাকাবাসীর।

    সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।

  • টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাইভেট কারসহ বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ সার্জেন্ট

    টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাইভেট কারসহ বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ সার্জেন্ট

    টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাইভেট কারসহ
    বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ সার্জেন্ট

    ডেক্সসংবাদঃ
    টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী নৌঘাট হতে প্রাইভেটকারসহ ৯৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার।
    বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় প্রাইভেট কারে বিশেষভাবে বহন করার সময় ফেনসিডিলসহ প্রাইভেট কার উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

    ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোলচত্তর এলাকায় কর্তব্যরত পুলিশ সার্জেন্ট ওয়ালিদ জানান, তিনি গোলচত্বরে কর্তব্যরত অবস্থায় প্রাইভেট কারটিকে থামাতে সিগন্যাল দেয়। প্রাইভেট কারটি চলার গতি কমাতে শুরু করে কিন্তু কাছে আসার সাথে সাথে সাথে প্রাইভেট গতি বাড়িয়ে চলে যায়। তিনি সাথে সাথে মোটরসাইকেল নিয়ে দ্রুত তার পিছু নিলে তাড়া খেয়ে গোবিন্দাসী নামক স্থানে নৌঘাটে পৌছালে প্রাইভেটকারে থাকা চালক দ্রুত পালিয়ে যায়।

    ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় গোলচত্বর এলাকায় কর্তব্যরত ছিলেন সার্জেন্ট ওয়ালিদ। এ সময় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটিকে দেখে সন্দেহ হলে বিভিন্ন ভাবে মোড়ানো অবস্থ্যায় ৯৭৩ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকারটি উদ্ধার করেন তিনি। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। এই প্রাইভেট কার চালকসহ মাদকব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

  • মহাসড়কের ধামরাইয়ে প্রাইভেট কারে ছিনতাই, মুক্তিপন ও হত্যাকান্ডের অভিযোগে প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতারঃ এসপির প্রেস ব্রিফিং

    মহাসড়কের ধামরাইয়ে প্রাইভেট কারে ছিনতাই, মুক্তিপন ও হত্যাকান্ডের অভিযোগে প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতারঃ এসপির প্রেস ব্রিফিং

    মহাসড়কের ধামরাইয়ে প্রাইভেট কারে ছিনতাই, মুক্তিপন ও হত্যাকান্ডের অভিযোগে প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতারঃ এসপির প্রেস ব্রিফিং

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
    ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ে একটি প্রাইভেট কারে করে হাত পাঁ বেধে ছিনতাই ও মুক্তিপন,হত্যাকান্ডের অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ব্যবহৃত প্রাইভেটকারসহ ২ সদস্য গ্রেফতার হয়েছে।বুধবার ১৯ ফেব্রয়ারি দুপুরে সাভার মডেল থানায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা এসপি মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।
    গ্রেফতারকৃতরা আদালতে এসব ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

    ঢাকা-আরিচা মহাসড়কে হত্যাকাণ্ডের পৃথক তিনটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডিবি পুলিশ অভিযান চালায়।

    ছিনতাইকারী চক্রের ব্যবহৃত প্রাইভেটকারটি।

    পরে এসব ঘটনার অন্তরালে ব্যবহৃত
    প্রাইভেটকারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুরের মতলব উত্তর থানার সরদারকান্দি গ্রামের মুকিত খানের ছেলে শাহিন ওরফে সুহিন খান (৩৪) এবং মাদারীপুরের কালকিনি থানার পূর্বমাইজপাড়া গ্রামের ইস্কান্দার আলীর ছেলে মুর্তুজা (৩৪)।

    ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, গত ৯ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল শ্রী লিটন মাহাতোকে কৌশলে প্রাইভেটকারে উঠায় ছিনতাইকারীরা। এরপর পথিমধ্যে আরও ২/৩ জন ছিনতাইকারী যাত্রীবেশে একই প্রাইভেটকারে উঠে। পরে ওই পুলিশ সদস্যের হাত-পা বেঁধে তাকে হত্যার ভয় দেখিয়ে পরিবারের নিকট থেকে বিকাশের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছিনতাইকারীরা।

    এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা (নং-৩৯) দায়ের করার হলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।

    ঢাকা-আরিচা  মহাসড়কের ধামরাইয়ে প্রাইভেট কারে ছিনতাই, মুক্তিপন ও হত্যাকান্ডের অভিযোগে প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার,সাভার মডেল থানায় বুধবার দুপুরে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। ছবিঃসত্যের সংবাদ

    পরবর্তীতে গোয়েন্দা পুলিশের একটি দল গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ পোস্ট অফিসের সামনে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ চালক মুর্তুজাকে গ্রেফতার করে। একইদিন রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা পুলিশের অন্য একটি দল চাঁদপুরের সরদারকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে শাহীন ওরফে সুহিন খানকে গ্রেফতার করে।

    গত ২ ফেব্রুয়ারি একইভাবে আবু নাঈম (৫৪) ও তার চাচাতে ভাই বেলায়েত হোসেনকে প্রাইভেটকারে উঠিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে ছিনতাইকারীরা। পরে তাদের এটিএম কার্ডের পিন নম্বর নিয়ে এক লাখ ৩০ হাজার টাকা ও বেলায়েতের মোবাইলের বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকাসহ দুটি মুঠোফোন ছিনিয়ে নেয় চক্রটির সদস্যরা।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, গত বছরের ১৮ অক্টোবর মানিকগঞ্জের বাসিন্দা নিরাপত্তা কর্মী আলাউদ্দিনকে (৪৫) যাত্রী হিসেবে প্রাইভেটকারে উঠিয়ে জিম্মি করে। পরে টাকা-পয়সা না পেয়ে আলাউদ্দিনকে মারধর ও হত্যা করে ধামরাইয়ের জয়পুরা এলাকার পাল সিএনজি পাম্পের পার্শ্ববর্তী ইঞ্জিনিয়ার আবু তাহেরের বাড়ির কাছে ফেলে দেয়।

    পুলিশ সুপার আরও বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি কৌশলে প্রাইভেটকারে যাত্রী উঠিয়ে ছিনতাই, মুক্তিপণ আদায়সহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে আসছে। বিষয়টি জানার পর চক্রটিকে ধরতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেয়া হলে তথ্য প্রযুক্তির ব্যবহার করে চক্রটির দুই সদস্যকে গ্রেফতার করে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত আরও দুই সদস্যকে সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে জানান তিনি।

  • তৃতীয় স্ত্রীর পরকীয়ায় নৃশংসভাবে খুন হলেন স্বামী আব্দুর রহমান

    তৃতীয় স্ত্রীর পরকীয়ায় নৃশংসভাবে খুন হলেন স্বামী আব্দুর রহমান

    গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকীয়ায় নৃশংসভাবে খুন হলেন স্বামী আব্দুর রহমান,মরদেহ উদ্ধার

    মোহাম্মদ আদনান মামুন,নিজস্ব প্রতিবেদক,শ্রীপুর থেকেঃগাজীপুরের শ্রীপুরে গলাকাটা অবস্থায় অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুর রহমান।

    মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (প্রশিকা মোড়) এলাকার বিল্লাল হোসেনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    জানা যায়, গত এক মাস আগে গাজীপুর ইউনিয়নের নাসিম উদ্দিনের ছেলে আব্দুর রহমান তার তৃতীয় স্ত্রী সামিরাকে নিয়ে বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থাকত। সামিরা বরিশালের আলী হোসেন বেপারীর মেয়ে। তার মা একাধিক বিয়ে করেছেন। ছোটবেলা থেকেই সামিরা তার মা মালতি বেগমের সঙ্গে নানার বাড়ি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে বসবাস করে আসছে। মালতি বেগমের লাদেন নামে আরও একটি ছেলে রয়েছে। লাদেনও সামিরার সঙ্গে নানার বাড়িতেই থাকত। এখানে থেকে সে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজার এলাকায় ‘আলীফ ফার্মেসি’ নামে একটি দোকান পরিচালানা করত।

    নিহত আব্দুর রহমানের ভাই আব্দুল আউয়াল জানান, আমার ভাই একজন জমি ব্যবসায়ী ছিলেন। সামিরার দোকানের পাশে আব্দুর রহমান উপজেলার ফরিদপুর গ্রামের সিরাজ মিয়ার কাছ থেকে দুই গণ্ডা জমি কিনেন। এই সুবাদে সামিরার সঙ্গে আব্দুর রহমানের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে আব্দুর রহমানের সঙ্গে সামিরার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা দুজন সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকত এবং ক্রয় করা দুই গণ্ডা জমি সামিরার নামে লিখে দেওয়ার জন্য আব্দুর রহমানকে বিভিন্নভাবে চাপ দিত।

    তিনি আরও জানান, আব্দুর রহমানের সঙ্গে বিয়ের আগে হারুন নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সামিরার। যা আব্দুর রহমান জানত না। এ নিয়ে সামিরা আর আব্দুর রহমানের মধ্যে ঝগড়া লেগেই থাকত। এরই জের ধরে সামিরার ভাই লাদেন ও প্রেমিক হারুন আমার ভাই আব্দুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে। আমার ভাই খুন হওয়ার পরও হারুন এবং সামিরাকে এক সঙ্গে এলাকায় দেখা গেছে। এ ঘটনার সঠিক তদন্ত করে বিচার চাই বলেও দাবি জানান তিনি।

    হারুন মিয়া (৩৬) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গুতার বাজার এলাকার মৃত আন্তাজ আলীর ছেলে।

    ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক আমিনুল ইসলাম খান জানান, বাড়িটির শয়ন কক্ষে তোষকে মোড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে তোষক খুলে দুটি চটের বস্তায় ভরা ও রশি দিয়ে বাধা অবস্থায় শরীর ঝলসানো এবং গলা অর্ধেকেরও বেশি অংশ কাটা লাশ পাওয়া যায়। আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

    শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ বিষয়ে নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। ঘটনার পর থেকে সামিরা ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

    বাড়িটির মালিক বিল্লাল হোসেন বলেন, ৫-৬ দিন ধরে তিন তলা বাড়ির দ্বিতীয় তলায় তাদের রুমটি তালাবদ্ধ থাকে। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুর্গন্ধ পেয়ে শ্রীপুর থানায় খবর দিলে দেওয়া হয়। পরে থানা পুলিশ এবং ক্রাইম সিন ঘটনাস্থলে এসে তোষকে মোড়ানো অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। এ সময় র‌্যাব সদস্যরাও উপস্থিত ছিলেন।

  • সাভারের বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সূজন শহীদের স্বরণে ও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন

    সাভারের বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সূজন শহীদের স্বরণে ও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন

    সাভারের বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সূজন শহীদের স্বরণে ও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন

    সাক্ষাতকার গ্রহন করছেন সাংবাদিক শেখ এ কে আজাদ

    আগামী একুশে ফেব্রয়ারি শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  সাভারের বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সূজন বলেন,সালাম, বরকত,রফিকসহ যারা এ বাংলা ভাষার জন্য প্রান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানাই। বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা আন্তর্জাতিক ভাবে মাতৃভাষার স্বীকৃতি পেয়েছি এবং আন্তর্জাতিকভাবে এ ভাষা দিবস পালন করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়।  অমর একুশে ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্বরণ করে ও সকলকে শুভেচ্ছা জানালেন সাভারের বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সূজন।