Category: অপরাধ

  • সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার :

    সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে মোট ৭৬.১ কেজি গাঁজা এবং ৮,৮২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান আটক করা হয়।

    রোববার (১৯ মার্চ) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানায় র‍্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

    এর আগে শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত ও (রোববার) ভোরে আশুলিয়া থানাধীন বাইপাইল ও জামগড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

    র‌্যাব জানায়, রবিবার ভোর ৫টার দিকে বাইপাইলে অভিযান চালিয়ে ১৬.১ কেজি গাঁজা ও ৮,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, কুমিল্লার মো. আরিফ হাছান (৩৩) ও মো. শরিফ মিয়া ওরফে শরিফ ফকির।
    অন্যদিকে শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে অপর এক অভিযানে আশুলিয়ার জামগড়া এলাকায় ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাভার্ড ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার মো. জুয়েল মিয়া (৩৫) ও মো. আওলাদ মিয়া (২৭)।

    এ বিষয়ে র‍্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান প্রতিবেদককে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় খুচরা বিক্রেতা ও পাইকারি ডিলারদের কাছে বিক্রি করে আসছিলো।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

     

  • সাভারে জমির মালিকানা দাবি করে নির্মান কাজ বন্ধ করলেন সৎ মা

    সাভারে জমির মালিকানা দাবি করে নির্মান কাজ বন্ধ করলেন সৎ মা

    নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:

    সাভারে জমির মালিকানা দাবি করে ওয়ারিশ সূত্রে জমিতে নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন জবেদা বেগম নামের এক নারী। তিনি ওয়ারিশদের সৎ মা বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সাভারের নামাবাজারের খালেক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ওয়ারিশ সূত্রে আদালতে দাবী করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন জবেদা বেগম(৬০)।

    ভুক্তভোগীরা বলেন, তিনি অন্য স্থানে ওয়ারিশের জমি বুঝিয়ে নেওয়ার পরও এই জমি দাবি করছেন। তিনি তার পাওনার পুরোটা নিয়েছেন। এর পরেও আবার মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছেন।

    খোঁজ নিয়ে জানা যায়, সাভারের নামাবাজার এলাকায় প্রয়াত খালেক চেয়ারম্যানের মালিকানাধীন আরএস ৬৬ নং দাগের ৪৭ শতাংশের কাতে ৪ শতাংশ ও আরএস ৬৭ নং দাগের ৩৪ শতাংশের কাতে ৩ শতাংশসহ মোট ৭ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে বন্টন করা হয়। খালেক চেয়ারম্যানের স্ত্রী আমেনা খাতুন, মনোয়ারা বেগম ও তাদের সন্তান হাফিজুল ইসলাম, মনিরুল ইসলাম বাবু, সাখাওয়াত হোসেন, সাব্বির হোসেন ও মিলন নেছা ওয়ারিশ সূত্রে এই জমির মালিক হয়ে দখলে রয়েছেন পূর্বে থেকেই। কিন্তু মৃত খালেক চেয়ারম্যানের অপর স্ত্রী জবেদা বেগম আদালতে মিথ্যা মামলা দিয়ে সেই জমিতে নির্মান কাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে জমি দখলের পায়তারা করছেন। এতে করে অসহায় হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবারের ৭জন।

    এব্যাপারে জবেদা খাতুন বলেন, আমি এই সাত শতাংশতেও জায়গা পাবো। তাই আমি আদালতে মামলা করেছি।

    এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাব্বির আহমেদ বলেন, ওই জমিতে আদালতে মামলা রয়েছে তাই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কি বর্তমানে কাজ না করতে অনুরোধ করেছেন।

     

  • সাভারের নয়ারহাটে বংশী নদী পার দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    সাভারের নয়ারহাটে বংশী নদী পার দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    সাভারের নয়ারহাটে বংশী নদী পার দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ

    সাভারে বংশী নদীর পাড় দখল করে নির্মিত ৫৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ কালে কয়েকশ ঘরবাড়ী,অফিস,দোকান-পাট অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
    রবিবার (১২) মার্চ সকাল থেকে বংশী নদী নয়ারহাট বাজার সংলগ্ন এলাকায় ঢাকা জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আদনান নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
    এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাকিম আদালত উপস্থিত ছিলেন।
    এসময় ফায়ার সার্ভিস,পুলিশ,স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

     

  • সাভার পৌর এলাকায় হিরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

    সাভার পৌর এলাকায় হিরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

    সাভার পৌর এলাকায় হিরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
    সাভারের জালেশ্বর এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    মঙ্গলবার ( ১২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল শনিবার বিকালে সাভার থানার জালেশ্বর এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করা হয়েছে।

    আটককৃত আসামি হলেন,মোঃ মহিদুল ইসলাম মুহিদ (৪২),পিতা-মোঃ ইয়াকুব হোসেন,গ্রাম -জালেশ্বর,থানা-সাভার মডেল,জেলা-ঢাকা।

    ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম ফোর্সসহ গতকাল শনিবার বিকাল ৫টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার জালেশ্বর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ আমিনুল ইসলাম (৪২),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

    উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি, মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
    এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া মাদক কারবারির নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে অভিনব কৌশল ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে সমাবেশ

    বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে অভিনব কৌশল ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে সমাবেশ

    বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে অভিনব কৌশল
    ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে গন সমাবেশ। নেতৃবৃন্দ দাবি করেন, ৫০০ টাকার খাবার খাইয়ে ২০০০ টাকা আদায়ের অভিনব এই কৌশলে এটি একটি নীরব ঘাতক চাঁদাবাজি ও জঘন্য হোটেল ব্যবসার সামিল। ছবি- সংগ্রহ 

     

    সত্যেরসংবাদডেক্স: বিয়ে বাড়িতে টেবিল বসিয়ে উপহার সামগ্রীর নামে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবিতে চাঁদপুরে র‌্যালি ও গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের বাবুরহাটে ‘চির সবুজ সোসাইটি অব বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠন ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করে।

    সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, ৫০০ টাকার খাবার খাইয়ে ২০০০ টাকা আদায়ের অভিনব এই কৌশল এটি একটি একটি নীরব ঘাতক চাঁদাবাজি ও জঘন্য হোটেল ব্যবসার সামিল।

    সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘সমাজে এখন বিয়ে মানে বাণিজ্য। কেননা প্রায় প্রতিটি বিয়েতে উপহার গ্রহণের জন্য আগে থেকেই অনুষ্ঠানস্থলের গেটের পাশে টেবিলসহ একজনকে কাগজ কলম নিয়ে বসিয়ে রাখা হয়। যাতে অতিমাত্রায় এবং উচ্চহারে নগদ টাকা কিংবা উপহার পাওয়া যায় এবং কে কি দিলো তা লিখে রাখা যায়।’

    তিনি অভিযোগ করে বলেন, ‘যে কারণে আগে থেকে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়। কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আর্থিকভাবে দুর্বল ব্যক্তিবর্গ দাওয়াত পান না। আমরা সামাজিক এই বৈষম্যের অবসান চাই।’

    চির সবুজ সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, ‘বিয়েতে কেউ যদি সহযোগিতা করতে চান সেটা খাতায় লিখে সবাইকে দেখিয়ে দিতে হবে কেন? এতে উপহারদাতা বিব্রত হয় সেটা বুঝতে হবে। উপহার দিতে হবে গোপনে।’

    তিনি আরও বলেন, ‘আয়োজক পক্ষের সামর্থ্য অনুযায়ী আয়োজন করা উচিৎ। সামর্থ্য না থাকলে বেশি মানুষকে দাওয়াত দেওয়ার দরকার নেই।’

    এ সময় চির সবুজ সোসাইটি অব বাংলাদেশের সহ-সভাপতি মো. বশীর পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. মমিন খান, যুগ্ম সম্পাদক মো. ওমর, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলনের নামে ফান্ডের কয়েক হাজার টাকা আত্মসাৎ করেছেন হকার নেতা কাদির মোল্লা

    অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলনের নামে ফান্ডের কয়েক হাজার টাকা আত্মসাৎ করেছেন হকার নেতা কাদির মোল্লা

    সত্যেরসংবাদডেক্স:গণমাধ্যমে প্রকাশিত স্ট্যাম্পে লিখে মহাসড়ক বিক্রির খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে। এর মধ্যেই নিজের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের নামে আবারও সাধারণ হকারদের থেকে আদায়কৃত চাদার টাকার অংশের মধ্যে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার ফান্ড থেকে ২৭ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাভার উপজেলা হকার্স লীগের কথিত সাধারণ সম্পাদক আব্দুল কাদির মোল্লার বিরুদ্ধে।

    শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হকার নেতা। তারা বলেন, আব্দুল কাদির মোল্লা সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার অনেক হকারকে ৪০ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে তিন পাতার স্ট্যাম্পে লিখে দোকানের মালিকানা দান পত্র করে হস্তান্তর করে দিয়েছেন এটা সত্য। তবে সে তার বুদ্ধি খাটিয়ে স্ট্যাম্পে দান পত্র লিখলেও টাকার কথা উল্লেখ করেন না। আবার অনেককে তিনি উঠিয়েও দিয়েছেন। তারাই মূলত ভুক্তভোগী। এমন প্রায় ২০ জনের মত ভুক্তভোগী রয়েছে। কাদির মোল্লা একাই সাভার স্ট্যান্ডের কর্তা।

    বিষয়টি নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছে এতে আব্দুল কাদির মোল্লা আমাদের সবাইকে ডেকে সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন করার প্রস্তাব দিয়েছিল। এ নিয়ে আমরা স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে আলাপ-আলোচনা করে দেখেছি তারাও তার ব্যক্তিগত অপরাধের দায় নিতে রাজি নয়।

    আমরা তার ব্যক্তিগত এই অপরাধের দায় নিতে পারি না। তারপরও গত বুধবার সন্ধ্যায় জোরপূর্বক আমাদের হকারদের কাছে আদায়কৃত চাঁদা থেকে ২৭ হাজার টাকা সংবাদ সম্মেলনের নামে খরচ দেখিয়েছেন। তবে সর্বোচ্চ ১২ জনকে পাঁচ হাজার টাকা দিয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে সম্মেলন জেনে অনেক সাংবাদিক তার এই টাকা গ্রহণ করেননি। তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যাও দেননি তিনি।

    তারা আরো বলেন, আমরা তাকে বারবার এগুলো করতে নিষেধ করেছি তবুও তিনি শুনেননি। আমরা যারা হকারদের নেতা তাদের অনেক কিছু মেইনটেইন করতে হয়। আর এসব তো আমরা হকারদের থেকে চাঁদা আদায় করেই করি। দৈনিক হারে নেওয়া লাইনম্যানের বেতনের খরচ বাবদ ৫০ টাকা, পল্লীবিদ্যুতের লাইট ৩০ টাকা, হকার নেতা, সাংবাদিক ও প্রশাসন বাবদ ১০০ টাকা সহ সর্বমোট ১৮০ টাকা এবং ছয় মাস পর পর রিনিউ করার কথাও স্বীকার করেন হকার নেতারা।

    আব্দুল কাদির মোল্লার অপকর্মের সংবাদের প্রতিবাদ হিসেবে গত বুধবার সন্ধ্যায় বাজার বাসস্ট্যান্ডে মফস্বলে কর্মরত কয়েকজন সাংবাদিকের হাতে পায়ে ধরে ডেকে নিয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যা না দিয়ে আগত সাংবাদিকদের ৫’শ টাকার খাম ধরিয়ে দেয় আব্দুল খালেক ওরফে চিকু খালেক নামের এক ব্যক্তি। তিনি নিজেকে সাংবাদিক দাবি করে টাকার বিনিময়ে আব্দুল কাদির মোল্লার সংবাদ সম্মেলনের দায়িত্ব নেন বলে উপস্থিত কয়েকজন সাংবাদিক অভিযোগ করেছেন। চিকু খালেকের পিএস পরিচয়দাতা কবির নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলনের প্রেস রিলিজ তৈরি করে দেন বলেও জানান তারা। কিন্তু তাদের পারিশ্রমিক হিসেবে যেই টাকা দেওয়ার কথা ছিল তাও না দিয়ে ওই দুই ব্যক্তির কাছেও প্রতারণা করেছেন আব্দুল কাদির মোল্লা। এ নিয়ে আব্দুল কাদির মোল্লার উপর ক্ষেপেছেন চিকু খালেক সহ তার সহযোগী।

    আব্দুল কাদির মোল্লা নিজের মত করে লিখিত বক্তব্য পাঠ করে শুনিয়ে গণমাধ্যম কর্মীদের অপমান করার অভিযোগও উঠেছে এই বহুমুখী প্রতারকের বিরুদ্ধে। বিষয়টি এই প্রতিবেদককে জানিয়েছেন আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিকরা।

    জানতে চাইলে সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, আমরা গণমাধ্যমে কাজ করি। অভিযুক্ত ব্যক্তিদেরও আমাদের মন্তব্য নিতে হয়। তবে তিনি মোল্লা নামের এক কাউন্সিলরের কথিত এডমিন প্যানেলের দুই সদস্যের দিকে আঙ্গুল তোলেন। তারাই মূলত এই সংবাদ সম্মেলনের পরামর্শ দেন আব্দুল কাদির মোল্লাকে। এ নিয়ে সাংবাদিকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

    সংবাদ সম্মেলনে সাংবাদিক সহ ভুক্তভোগীদের হত্যা ও মামলার হুমকি দিয়েছেন আব্দুল কাদির মোল্লা। এ নিয়ে সাভার মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ও সাংবাদিকরা।

    নিজের অপকর্ম ঢাকতে আয়োজিত সংবাদ সম্মেলনের কোন নিউজ না হওয়ায়ও উপস্থিত সকল সাংবাদিকদের কটুক্তি করেছেন বহুমুখী প্রতারক আব্দুল কাদির মোল্লা। এদিকে সংবাদ সম্মেলনের নামে ২৭ হাজার টাকা আত্মসাৎ করার বিষয়টির সমালোচনা করছেন সাধারণ হকারসহ হকার্স লীগের নেতারা।

    স্ট্যাম্পে লিখে মহাসড়ক বিক্রি করা হকার নেতা আব্দুল কাদির মোল্লার ক্ষমতার উৎসের ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম বলেন, মহাসড়ক কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। অপরাধী যত বড় শক্তির অধিকারী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীদের অভিযোগ এবং সাংবাদিকদের হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

     

  • সাভারে নয়াবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট ইসরাফিলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    সাভারে নয়াবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট ইসরাফিলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    সাভার পৌর রেডিও কলোনী  নয়াবাড়ি এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট ইসরাফিলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

    শেখ এ কে আজাদ,প্রতিবেদক,সাভার:
    ঢাকার সাভারে দশ (১০) কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ মার্চ) গভীর রাতে সাভারের রেডিও কলোনী বাসস্ট্যান্ডে সংলগ্ন নয়াবাড়ি এলাকা থেকে মো. ইসরাফিল অপু (৩০) নামের ওই যুবককে গ্রেফতার করে ডিবি। মঙ্গলবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। গ্রেফতার মো. ইসরাফিল অপু ভোলা জেলার সদর উপজেলার মাঝিরহাট গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। বর্তমানে তিনি সাভারের মজিদপুর ইটখোলা এলাকায় ভাড়ায় বসবাস করতেন। ওসি রিয়াজ উদ্দিন জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে এবং আমার নেতৃত্বে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের এসআই মো. আনোয়ার হোসেন ডিবির ফোর্সসহ সাভার মডেল থানাধীন রেডিও কলোনী নয়াবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দশ (১০) কেজি গাঁজাসহ ইসরাফিল অপু নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছে দীর্ঘদিন যাবৎ তিনি কুমিল্লা ও নারায়নগঞ্জ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার ও এর আশেপাশের এলাকায় খুচরা বিক্রি করতো। গ্রেফতার যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সাভারে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

    সাভারে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

     

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:

    শুক্রবার ৩ মার্চ সন্ধ্যায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে এক মাদক কারবারি গ্রেতার হয়েছে। গ্রেফতারের সময় তার নিকট ৪০০ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি (উত্তর)
    এস আই মোঃ আনোয়ার হোসেন। তিনি জানান ডিউটিরত অবস্থ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়া থানার সাধু পাড়া এলাকা হইতে
    মোঃ ফুতাক (১৯), পিতা-মৃত নুর মোহাম্মদ, মাতা-মর্জিনা বেগম, সাং-জিলানজা, পারহাউজ দক্ষিন হাজীপাড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার কে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

    ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ, মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) প্রতিবেদক ৪০ পিস ইয়াবাসহ আসামীকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

    ভিডিও ফুটেজ..

  • সাভারে ভ্রাম্যমাণ আদালতের তিনটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

    সাভারে ভ্রাম্যমাণ আদালতের তিনটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:

    ঢাকার অদূরে সাভারে তিনটি ইটভাটাকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১ লাখ টাকা জরিমানা করেছেন সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুর, বাহেরচর ও আউয়াল মার্কেট এলাকায় এবিএম, এবিএন ও বিসিএম ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে (রোববার) সাভারের ভাকুর্তা ইউনিয়নে তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অভিযানকালে দেখা যায়, এবিএন ইটভাটা কর্তৃপক্ষ তাদের লাইসেন্সে উল্লেখিত জমির চেয়ে বেশী জমি ব্যবহার করে তাদের ভাটা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, তারা কৃষিজমির ‘টপ সয়েল’ ব্যবহার করে ইট তৈরী করছে। এজন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    ভ্রাম্যমাণ আদালতেরনির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এবিএম নামের আরেকটি ইটভাটায় অভিযান পরিচালনা কালে দেখা গেছে, তাদের জমির পরিমাণ ১ একর থাকলেও তারা ৩ একর জায়গা নিয়ে ভাটা কার্যক্রম পরিচালনা করছে। এই অনিয়মের কারণে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, বিসিএম নামের ইটভাটা কর্তৃপক্ষ তাদের ভাটা কার্যক্রম পরিচালনায় মাটির উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে ব্যর্থ হয়। তাছাড়া তাদের কাগজপত্রের মেয়াদও শেষ হয়ে গেছে। উল্লেখিত কর্মকাণ্ডগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অপরাধের ফলে বিসিএম এর স্বত্বাধিকারীকে উক্ত আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন।

    অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সাভারে মাদক অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    সাভারে মাদক অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    সাভারের জাদুরচর এলাকায় মাদক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ রাজুকে গ্রেফতার করেছে ঢাকা জেলার ডিবি উত্তর পুলিশ।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
    সাভারে মাদক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শক্রবার দিবাগত গভীর রাতে সাভারের তেঁতুলঝোড়ার জাদুরচর এলাকা থেকে ঢাকা জেলা ডিব উত্তর এর এস আই মোঃ সহিদুল ইসলাম, পিপিএম সঙ্গীয় ফোর্সসহ ঐ এলাকায় গোপর সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
    মাদক কারবারি হলো,মোঃ রাজু (৩১), পিতা-মোঃ দেলোয়ার হোসেন,মাতা-তাসলিমা, সাং-সদরদী, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর।
    ডিবি সূত্রে,বর্তমানে মাদক কারবারি মোঃ আজিম উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া,জাদুরচর এলাকা থেকে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো,এসময় তার নিকট থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়।
    উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।