Category: কৃষি ও শিল্প-বাণিজ্য

  • শ্রীপুরে অগ্রণী গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ, তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

    শ্রীপুরে অগ্রণী গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ, তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

    শ্রীপুরে অগ্রণী গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ, তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি-
    গাজীপুরে অগ্রণী ব্যাংক শ্রীপুর শাখার একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে বিভিন্ন গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও ব্যবস্থাপককে অপসারণ করে ঢাকার একটি শাখায় নেয়া হয়েছে।

    বরখাস্তকৃতরা হলেন ওই প্রতিষ্ঠানের শ্রীপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম, ক্যাশ অফিসার বদরুল হাসান সনি ও ক্যাশ অফিসার মো. দোলোয়ার হোসেন।

    অগ্রণী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, এভাবে ব্যাংকের টাকা কারো একার পক্ষে তুলে আত্মসাৎ করা সম্ভব নয়। অডিট চলছে। ৩১আগস্টও ব্যাংকে একাউন্টে জমা করা টাকার গড়মিলের তথ্য ও অভিযোগ নিয়ে গ্রাহকরা এসেছেন। ৩০আগস্ট পর্যন্ত এক কোটি ৩০লাখ টাকা উদ্ধার করে গ্রাহকের একাউন্টে জমা করা সম্ভব হয়েছে। যার সবই বদরুল হাসান সনি দিয়েছেন।

    অগ্রণী ব্যাংকের শ্রীপুর শাখার গ্রাহক বদরুন নাহার গত ২৭আগস্ট ব্যাংক ম্যানেজারের কাছে লিখিত এক আবেদনে জানিয়েছেন, তার স য়ী হিসাব নম্বর ৭৪২৯, সম্প্রতি আমি আমার একাউন্টে এক লাখ টাকা জমা করি। বদরুল হাসান সনি প্রতারণা করে আমার কাছ থেকে চেক বইয়ের একটি পাতা (নং-৩৪৩৮৭৯) আত্মসাৎ করেন। পরবর্তীতে ওই চেকের মাধ্যমে তিনি আমার হিসাব থেকে এক লাখ টাকা তুলে নেন। বিষয়টি ধরা পড়লে ব্যাংক ম্যানেজারের মাধ্যমে আমার একাউন্টে ওই টাকা জমা দেন সনি।

    একই অভিযোগ তুলেন, ওই ব্যাংক শাখার গ্রাহক জুয়েনা বেগম (হিসাব নম্বর ১৭৪৮০)। তার স্বামী ও ছেলে সৌদি আরব চাকুরি করেন। সেখান থেকে তার একাউন্টে তারা টাকা পাঠান। ১৩জুলাই তিনি ওই একাউন্টের তথ্য জানতে গিয়ে দেখেন তার একাউন্টে ৮লাখ ২০ হাজার টাকা কম। পরে বিষয়টি ম্যানেজোরকে অভিযোগ করলে ১৪জুলাই ৫লাখ এবং ১৫ জুলাই ৩লাখ ২০হাজার টাকা তার একাউন্টে জমা করা হয়। বদরুল হাসান সনির বিরুদ্ধে ওই টাকা আত্মসাতের অভিযোগ উঠলে দুই ধাপে ওই টাকা তার হিসাবে জমা করা হয়।

    অপর গ্রাহক আফতাব উদ্দিন (হিসাব নম্বর-১৯৭২৫) জানান, ৪জুন তিন লাখ টাকা তার হিসাবে জমা করেন। ২২আগস্ট বিকেলে ম্যানেজার জমা ও চেক বইসহ কাগজপত্র নিয়ে আমাকে ফোনে বাংকে যেতে বলেন। পরদিন ব্যাংকে গেলে ম্যানেজার জানান তার একাউন্টে তিন লাখ টাকা কম আছে। পরে ব্যবস্থাপকের কাছে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ করার পর সনি ২৩জুলাই ওই টাকা তার একাউন্টে জমা করেন।

    এ ব্যাপারে ওই ব্যাংকের সাময়িক বরখাস্তকৃত প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম জানান, ক্যাশ অফিসার বদরুল ইসলাম সনি নিজেই গ্রাহকের স্বাক্ষর নকল করে চেক বই উত্তোলন করেছে। পরে চেকে নিজেই গ্রাহকের স্বাক্ষর দিয়ে টাকা তুলে আত্মসাৎ করেছে। ওইসব চেক এন্ট্রি করার সময় চেকের নম্বর এন্ট্রি না করেই টাকা তুলে নিয়ে গেছেন সনি। এ ঘটনা ধরা পড়ার পর ম্যানেজার তাকে শাসিয়েছেনও একবার। অনেক সময় গ্রাহক ব্যাংকে টাকা জমা দিয়ে গেলে গ্রাহকের টাকা তার একাউন্টে জমা না করেও তা আত্মসাৎ করেছেন তিনি। অর্থাৎ সনি গ্রাহকের টাকা ডেবিট করেও আত্মসাৎ করেছেন আবার ক্রেডিট করেও আত্মসাৎ করেছেন। আগে তাকে আমি অন্ধের মত বিশ্বাস করতাম। যে কোন পরিমানে টাকা উত্তোলন করতে আমার অথরাইজ লাগে। সনি নিজের কম্পিউটারের আইডি লক হওয়ার কথা বলে আমার কম্পিউটার ব্যবহার করে অথবা কৌশল করে সে আমার আইডি ও কম্পিউটার ব্যবহার করে নিজেই অথরাইজ করে গ্রাহকের টাকা নিয়ে গেছে। সম্প্রতি কাপাসিয়া শাখার একজন স্টাফকে এ শাখায় কাজে সহযোগিতার নিয়ে আসা হয়। এসব বিষয় তার কাছে ধরা পড়ার পরই তিনি উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেন। পরবর্তীতে এ ব্যাংকে অডিট কল কনে কর্তৃপক্ষ। একইভাবে সনি ব্যাংকের ক্যাশ অফিসার দেলেয়ার হোসেনের আইডি ব্যবহার করেও টাকা অথরাইজ করে নিয়ে গেছেন। কাগজে কলমে অথরাইজ করার কাজটিতে দেলোয়ার ও আমার নাম চলে আসায় টাকা আত্মসাতের অভিযোগে দেলোয়ার হোসেন ও আমি সাময়িক বরখাস্ত হই।

    বদরুল হাসান সনি নজরুল ইসলামের আইডি ব্যবহার করার কথা অস্বীকার করে বলেন, ব্যাংকের টাকা আমার পক্ষে তুলে নেয়া সম্ভব নয়। টাকা তুলে নিতে চারজনের স্বাক্ষর তথা ভেরিফিকেশন লাগবে। নজরুল ইসলাম আমার সিডি ইনচার্জ। তিনিও আমার কাছ থেকে টাকা নিয়েছেন। সনি গ্রাহকের টাকা তুলে নেয়ার কথা স্বীকার করে বলেন, শুধু নিজেকে সেভ করার জন্য নিজের জমি বিক্রি করে আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নিয়ে ব্যাংকের ওইসব টাকা শোধ করছি। তবে সব কিছু সেরে আমার কাছে প্যামেন্টের জন্য আসলে আমাকে প্যামেন্ট করতে হয়েছে। তিনি গ্রাহকের চেক বই উত্তোলনের কথা অস্বীকার করে বলেন, তিনি নিজের চেক বই উত্তোলন করেছেন। সবশেষে বলেন, অপরাধতো অপরাধই। তিনি যা করেছেন, তা একা করেননি।

    বদলীকৃত ব্যাংক ম্যানেজার আব্দুল হালিমকে এ ব্যাপারে জানতে ফোন করলে সহজে তা রিসিভ করেননা। একবার রিসিভ করলেও তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

    অগ্রণী ব্যাংক লিমিটেডের গাজীপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক শামীম আরা সুলতানা গণি সাংবাদিকদের জানান, সম্প্রতি ওই অগ্রনী ব্যাংকের শ্রীপুর শাখায় গ্রাহকেদের ব্যাংক হিসাবে সি ত রাখা টাকার গড়মিলের তথ্য জানার পর অগ্রনী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শণে যান এবং অডিট টিম গঠণ করে তদন্ত শুরু করা হয়। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেলে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে শ্রীপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম, ক্যাশ অফিসার বদরুল হাসান সনি ও ক্যাশ অফিসার মো. দোলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত ও শাখার ব্যবস্থাপক আব্দুল হালিমকে ঘটনার ব্যাখ্যা তলব করে অগ্রণী ব্যাংকের ঢাকায় অপসারণ করা হয়েছে। ওই শাখার গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে তাদের হিসাবে ব্যালেন্স কনফার্ম করা হচ্ছে। আমরা গ্রাহক এবং এ প্রতিষ্ঠানের যাতে কোন ক্ষতি না হয় তার জন্য সকল পদক্ষেপ নিয়েছি। আমরা গ্রাহকের টাকা রিফান্ড করার চেষ্টা করছি।

  • শ্রীপুরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানায় গুড়িয়ে দিয়েছে প্রশাসন

    শ্রীপুরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানায় গুড়িয়ে দিয়েছে প্রশাসন

    শ্রীপুরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানায় গুড়িয়ে দিয়েছে প্রশাসন

    মোহাম্মদ আদনান মামুন, নিজস্ব প্রতিনিধি:
    গাজীপুরের শ্রীপুরের তালতলি গ্রামে সংরক্ষিত বনাঞ্চলের পাশে বনের কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

    ২৬ আগস্ট বুধাবার দুপুরে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পরিবেশ দূষনের অভিযোগে অবৈধভাবে কয়লা তৈরীর ২৭টি চুল্লি ধ্বংস করে এর কার্যক্রম বন্ধ করা হয়।

    অপরদিকে ভ্রাম্যমান আদালত তেলিহাটি ইউনিয়নের হাতয়কারচালা গ্রামে এসআর গ্রুপের সীমানা প্রাচীরের ভিতর পুরাতন ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরীর কারখানায় অভিযান করে এর কার্যক্রম বন্ধ করা হয়। অভিযানের সময় এসব প্রতিষ্ঠানের মালিক বা শ্রমিক কাউকে পাওয়া যায়নি।

    অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন।

  • ছয়ে সেপ্টেম্বর অনুমতি পেলে আইপিও লটারি করবে ওয়ালটন

    ছয়ে সেপ্টেম্বর অনুমতি পেলে আইপিও লটারি করবে ওয়ালটন

     

    ছয়ে সেপ্টেম্বর অনুমতি পেলে আইপিও লটারি করবে ওয়ালটন

    শেয়ারবাজার সংবাদ: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে অর্থ উত্তোলনের প্রক্রিয়াধীন অবস্থায় থাকা দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনুমতি পেলে আগামী ৬ সেপ্টেম্বর আইপিও লটারির আয়োজন করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

    সংশ্লিষ্ট সূত্র মতে, কোম্পানিটি আগামী ৬ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে আইপিও লটারির আয়োজন করার জন্য তারিখ নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে। বিএসইসির অনুমোদন পেলে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ৬ সেপ্টেম্বর আইপিও লটারি অনুষ্ঠিত হবে। যেকোনো কারণে সিদ্ধান্তে পরিবর্তন হলে এই তারিখ পরিবর্তন করা হবে বলে সূত্র জানিয়েছে।

    কোম্পানিটির আইপিওতে মোট ২৩৩ জন যোগ্য বিনিয়োগকারী ৩১৫ টাকা কাট অব প্রাইসে আবেদন করেছে। এরমধ্যে ৬৬ জন যোগ্য বিনিয়োগকারী কাট অব প্রাইসের থেকে বেশি ৩১৬ টাকা বা তদূর্ধ্ব টাকায় আবেদন করেছে।

    এর আগে কোম্পানির আইপিওতে আবেদন গত ৯ আগস্ট শুরু হয়ে ১৬ আগস্ট পর্যন্ত চলে।

    কোম্পানির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ার ২৫২ টাকা করে (২০% ছাড়ে) মোট ২০টি শেয়ারের মূল্য আসে ৫০৪০ টাকা এবং যোগ্য বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ার ৩১৫ টাকা করে মোট ২০টি শেয়ারের মূল্য আসে ৬৩০০ টাকা করে লট নির্ধারণ করা হয়।

    এছাড়া কোন বিনিয়োগকারী একাধিক লটের জন্য আবেদন করেও থাকেন অতিরিক্ত আবেদন জমা পড়ার কারণে প্রত্যেক বিনিয়োগকারীর একটি করে লট গণনা করা হবে।

    সূত্র মতে, কোম্পানিটি গত ৬ জুলাই (সোমবার) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে কন্সেন্ট লেটার পেয়েছে। এর মাধ্যমেই কোম্পানিটি আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করে।

    এর আগে বিএসইসির ৭২৯ তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

    বুক বিল্ডিং পদ্ধতির আইপিওতে কোম্পানিটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার ইস্যু করবে। এর মধ্যে ১৩ লাখ ৭৯ হাজার ৩৬৭টি শেয়ার নিলামে সফল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। বাকি ১৫ লাখ ৪৮ হাজার ৯৭৬টি শেয়ার বিক্রি করা হবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

    সূত্র মতে, কোম্পানিটি শেয়ারবাজার থেকে মোট ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। এরমধ্যে বিডিংয়ে অংশ নেওয়া যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৬০ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ৮০৫ টাকা ও আইপিওতে সাধারন বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৯ কোটি ৩ লাখ ৪২ হাজার ১৯৫ টাকা সংগ্রহ করা হবে। উত্তোলনযোগ্য ১০০ কোটি টাকার মধ্যে ৬২ কোটি ৫০ লাখ টাকা ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হবে। এছাড়া ৩৩ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ ও ৪ কোটি ৫০ লাখ টাকা দিয়ে আইপিও খরচ পরিচালনা করা হবে।

    বিডিংয়ে ওয়ালটনের কাট-অফ প্রাইস হয়েছে ৩১৫ টাকা। এই দরে বিডিংয়ে অংশ নেওয়া যোগ্য বিনিয়োগকারীরা ওয়ালটনের শেয়ার কিনবেন। তবে ১০ শতাংশ ডিসকাউন্টে আইপিওতে শেয়ার ইস্যুর বিধান থাকলেও ওয়ালটন সাধারন বিনিয়োগকারীদের স্বার্থে ২০ শতাংশ ডিসকাউন্টে প্রতিটি শেয়ার ২৫২ টাকা করে ইস্যু করবে।

    গত ৩০ জুন, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে পুনঃমূল্যায়নজনিত সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভিপিএস ছিল ২৪৩ টাকা ১৬ পয়সা। আর পুনর্মুল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩৮ টাকা ৫৩ পয়সা।

    সর্বশেষ ৫ অর্থবছরে কোম্পানিটির ভারিত গড় হিসাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৮ টাকা ৪২ পয়সা।

    কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
    -ডেক্স সংবাদ

  • জেড’গ্রুপের শেয়ার সেটেলমেন্টের নতুন নিয়ম চালু আগামী সপ্তাহে ‘

    জেড’গ্রুপের শেয়ার সেটেলমেন্টের নতুন নিয়ম চালু আগামী সপ্তাহে ‘

    জেড’গ্রুপের শেয়ার সেটেলমেন্টের নতুন নিয়ম চালু আগামী সপ্তাহে ‘

    সু-শাসন নিশ্চিতে পুঁজিবাজারের তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর বিষয়ে কঠোর অবস্থানে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)।ইতিমধ্যেই শেয়ার লেনদেন সহজ করতে সেটেলমেন্টে সময় কমানোর সিদ্ধান্ত নেয় বিএসইসির ৭৩৫তম কমিশন সভায়।‘জেড’গ্রুপের শেয়ার সেটেলমেন্টের নতুন নিয়ম কার্যকর হচ্ছে আগামী সপ্তাহে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

    প্রাপ্ত তথ্যমতে,কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী জেড ক্যাটাগরির শেয়ার টি প্লাস থ্রিতে সেটেলমেন্ট করতে বিএসইসি থেকে এ বিষয়ে পূর্ববর্তী নােটিফিকশন এবং আদেশ বাতিল করে একটি নােটিফিকেশন ইস্যু করতে হবে। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।

    আগামী সপ্তাহের যে কোন দিন এটি কার্যকরের ঘোষনা আসবে বলে বিএসইসির একাধিক সুত্র নিশ্চিত করেছে। এবিষয়ে ডিএসইসি সূত্রে জানা গেছে, ‘জেড’গ্রুপের শেয়ার সেটেলমেন্টের নতুন নিয়ম কার্যকর করতে ডিএসইসির সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। বিএসইসি থেকে চিঠি পেলেই এটি কার্যকর করা হবে।

    এছাড়াও সুশাসন নিশ্চিতে জেড ক্যাটাগরির কোম্পানিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সম্প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

    জানা গেছে,সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- জেড ক্যাটাগরির কোম্পানির স্পন্সর ও পরিচালকদের ধারণকৃত শেয়ার বিক্রয়, হস্তান্তর, স্থানান্তর এবং প্লেজ বন্ধ রেখেছে।জেড ক্যাটাগরিতে লেনদেনকৃত কোম্পানীসমুহকে ছয় মাসের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে হবে।সকল ধরণের শেয়ার হােল্ডার মিটিং (এজিএম/ইজিএম) ই ভোটিং/ অনলাইনের সুবিধা প্রদানপূর্বক ডিজিটাল প্লাটফর্মে অথবা হাইব্রিড সিস্টেমে করতে হবে। যে সকল কোম্পানী দুই বছর বা তদূর্ধ সময় ধরে জেট ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত সেই সমস্ত কোম্পানি, পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে চলমান বাের্ড পুনর্গঠন করতে ব্যর্থ হলে বর্তমান পরিচালক ও স্পন্সরগণ অন্যকোন তালিকাভুক্ত কোম্পানীতে ও পুঁজিবাজার মধ্যস্থতাকারী এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট কোন কোম্পানীর পরিচালক হিসেবে থাকতে পারবেন না।

    এছাড়াও বিএসইসি কোন ক্ষেত্রে বিশেষ নিরীক্ষক ও পর্যবেক্ষক নিয়ােগের মাধ্যমে বাের্ড পুনর্গঠন করে জেড ক্যাটাগরির কোম্পানীর সুশাসন নিশ্চিত করবে। পুনর্গঠিত পরিচালনা পর্ষদ চার বছরের মধ্যে কোম্পানীর সার্বিক অবস্থার উন্নয়ন করতে ব্যর্থ হলে স্টক এক্সচেঞ্জ সেই কোম্পানীকে তালিকাচ্যুতিসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবে।

    তাছাড়া অন্যদিকে ৬(ছয়) মাস বা তার চেয়ে বেশি সময় কোম্পানির উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে; অথবা যদি পরপর ২দুই) বছর নীট লােকসান অথবা নেগেটিভ ক্যাশ ফ্লো অপারেশন থাকলে অথবা যদি তালিকাভুক্ত কোম্পানীর পুঞ্জিভূত লােকসান তার পরিশােধিত মূলধনকে অতিক্রম করে, অথবা কোন তালিকাভুক্ত কোম্পানিকে সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য বিএসইসির অনুমতিক্রমে স্টক এক্সচেঞ্জয় জেড ক্যাটাগিরিতে স্থানান্তর করতে পারবে।

  • সাভারের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক ওবায়দুর রহমান অভির ঈদুল আযহার শুভেচ্ছা

    সাভারের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক ওবায়দুর রহমান অভির ঈদুল আযহার শুভেচ্ছা

    সাভারের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক ওবায়দুর রহমান অভির ঈদুল আযহার শুভেচ্ছা

    সাভারের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক ওবায়দুর রহমান অভি তিনি সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
    তিনি করোনা ভাইরাস ক্রান্তি লগ্নে গরীব দুঃখী মধ্যবিত্তি পরিবারের মাঝে ত্রান ও আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি একজন মানবধর্মী, মিডিয়া বান্ধব একজন ব্যক্তিত্ব,তার ব্যবহার গুনে-গুনা উন্নিত।
    করোনা ক্রান্তিলগ্নে যারা মানবসেবা করেছেন তাদের মধ্য একজন মহান ব্যক্তি তিনি। তার জীবনের মঙ্গল কামনা করছি।

    তার পক্ষে ব্যবসায়িরাও  শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।

    শেখ এ কে আজাদ,সংবাদকর্মী।

  • দেশবাসীকে দূর্যোগ ক্রান্তি লগ্নে ঈদুল আযহার উপলক্ষে সচেতন হয়ে ঈদ উৎযাপন পালন করতে আহবান ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেনঃ ব্যবসায়ি উত্তম ঘোষ

    দেশবাসীকে দূর্যোগ ক্রান্তি লগ্নে ঈদুল আযহার উপলক্ষে সচেতন হয়ে ঈদ উৎযাপন পালন করতে আহবান ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেনঃ ব্যবসায়ি উত্তম ঘোষ

    দেশবাসীকে দূর্যোগ ক্রান্তি লগ্নে ঈদুল আযহার উপলক্ষে সচেতন হয়ে ঈদ উৎযাপন পালন করতে আহবান ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেনঃ ব্যবসায়ি উত্তম ঘোষ

    সত্যের সংবাদঃ
    দেশবাসীকে করোনা ও বন্যা প্রাকৃতিক দূর্যোগ ক্রান্তি লগ্নে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উৎযাপন সচেতন হয়ে পালন করতে আহবান ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাভার নামাবাজারের বিশিষ্ট ব্যবসায়ি উত্তম ঘোষ।

    বন্যা প্রাকৃতিক দূর্যোগ ও মহামারি করোনা ভাইরাসে ক্রান্তিলগ্নে মানবতার লক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উত্তমঘোষ করোনা ভাইরাস দূর্যোগ ও প্রতিরোধে অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রান সামগ্রি পাশাপাশি ঔষদ বিতরণ করছেন নিয়মিত।
    প্রতিবছরের ন্যায় এবারে মুসলিম সম্প্রদায় অসহায় মানুষ মাঝে শাড়ী-লঙ্গী ও ঈদ সামগ্রী বিতরণ করছেন।
    তিনি দেশবাসীকে এ ঈদুল আযহা পরিবারের সাথে থেকে ও সচেতন হয়ে ঈদ পালন করতে আহবান জানিয়েছে এবং ঈদের শুভেচ্ছা জানান তিনি।এবং বন্যা দূর্গত এলাকাবাসীদের মাঝে সরকারের পাশাপাশি ত্রান সামগ্রী বিতরণেরও আহবান জানিয়েছেন তিনি।

    সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।

  • উন্নয়নে সাভারের আশুলিয়া ইউপির চার নং ওয়ার্ড এলাকায় আরসিসি রাস্তার কাজের পরিদর্শন করলেনঃ হোসেন আলী মাষ্টার

    উন্নয়নে সাভারের আশুলিয়া ইউপির চার নং ওয়ার্ড এলাকায় আরসিসি রাস্তার কাজের পরিদর্শন করলেনঃ হোসেন আলী মাষ্টার

    উন্নয়নে সাভারের আশুলিয়ার চার নং ওয়ার্ড এলাকার আরসিসি রাস্তার কাজের পরিদর্শন করলেনঃ হোসেন আলী মাষ্টার

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারের আশুলিয়া ইউনিয়নের চারাবাগের আরসিসি ঢালাইয়ের সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
    রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর।

    গতকাল ইউপি সদস্য হোসেন আলী মাষ্টার রাস্তা উন্নয়নের কাজ নিয়মিত পরিদর্শন করেন।

    আশুলিয়া ইউপি সদস্য ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলী মাষ্টার বলেন, ইউনিয়নের পিতা চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

    তিনি আরো জানান, আশুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আর একটি সড়ক কাঁচা থাকবে না পায়ে দাঁড়াতে হবে না কাঁদামাটি। নির্বাচনে আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে প্রতিজ্ঞা বদ্ধ হয়ে দিন রাত জনগনের চিন্তা করে কাজ করে চলছি। এবংকি উন্নয়ন হচ্ছে এলাকার প্রতিটি আনাচে-কানাচের রাস্তাঘাট।
    ইউপি সদস্য হোসেন মাস্টার বলেন, আমাদের ইউনিয়ন ‘এর চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের সহযোগিতায় এসব উন্নয়ন করা সম্ভব হচ্ছে।

  • সাভারের রেডিও কলোনিতে জমে উঠেছে ঈদের পশুরহাট,পরিদর্শন করলেন চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব

    সাভারের রেডিও কলোনিতে জমে উঠেছে ঈদের পশুরহাট,পরিদর্শন করলেন চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব

    সাভারের রেডিও কলোনিতে জমে উঠেছে ঈদের পশুরহাট,পরিদর্শন করলেন চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃঈদুল আযহা উপলক্ষে রেডিও কলোনি ষ্টাফ কোয়ার্টার মাঠে পশুরহাট জমে উঠেছে। সোমবার রাতে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। এসময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাভার পৌর অনুমোদিত হাটটিতে

    পশুর হাটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে সিসি ক্যামেরায় মনিটরিং করা হয়েছে, রয়েছে পুলিশ সদস্যরা।


    পশুর হাটের ব্যবসায়িরা জানিয়েছেন ক্রেতাসমাগম লক্ষ করা গেছে অনেকেই লাভে পশু বিক্রি করছে। ক্রেতারাও তার সাধ্যমত দাম দিয়ে পশু কিনে খুশি।

  • সিংগাইরে অত্যাধুনিক এন,আর,কে অটো রাইস মিল উদ্বোধন

    সিংগাইরে অত্যাধুনিক এন,আর,কে অটো রাইস মিল উদ্বোধন

    সিংগাইরে অত্যাধুনিক এন,আর,কে অটো রাইস মিল উদ্বোধন

    মোঃ রফিকুল ইসলাম জিলু
    মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও অত্যাধুনিক এন,আর,কে নামে একটি অটো রাইস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


    গত শুক্রবার বিকেলে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোছাঃ মমতাজ বেগম অটো রাইস মিলটি উদ্বোধন করেন। এবং কারখানাটি ঘুুুরে দেখেন।
    উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন,আর,কে অটো রাইস মিলস লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক হাজী মোঃ কায়সার হামিদ।
    এসময় উদ্বোধনীয় অনুষ্ঠানে এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মমতাজ এমপি বলেন, নতুন চালু হওয়া রাইস মিলটি ক্ষুদ্র পরিসরে হলেও দেশের শিল্প উন্নয়নের অংশীদার এবং এ মিলে উৎপাদিত উন্নতমানের চাল ভোক্তার উৎকৃষ্ট চাহিদা পূরণ করবে।
    এসময় এন,আর,কে অটো রাইস মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ মিলের উৎপাদিত চাল স্বপ্ল মুল্যে এলাকার চাহিদা পুরন করে দেশের বাজারে যেমন গুণগত মানসম্পন্ন হবে তেমনি রফতানি পণ্য হিসেবে বহির্বিশ্বে অবস্থান সৃষ্টি করবে।

    উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ শহিদুর রহমান( ভিপি শহিদ )সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিঙ্গাইর থানা আওয়ামী লীগ,আলহাজ ইঞ্জিনিয়ার মোঃ ইউনুস ,সিংগাইর থানার জামিত্তা ইউনিয়নের চেয়ারম্যান জানাব আব্দুল হালীম রাজু , জয়মন্টপ ইউপি চেয়ারম্যান জনাব মোঃ শাহাদাৎ হোসেন , সহস্থানীয় সকল গন্য মান্য ব্যক্তি বর্গ ।
    সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ,মোঃ রিয়াদ হোসেন প্রকল্প পরিচালক , এন,আর,কে অটো রাইস মিল লিঃ ,ইউপি সদেস্য জামিত্তা ইউনিয়ন পরিষদ ।

  • বিকাশ একাউন্ট হোল্ডারের জন্য ১০ হাজার টাকার ঋণ

    বিকাশ একাউন্ট হোল্ডারের জন্য ১০ হাজার টাকার ঋণ

    বিকাশ একাউন্ট হোল্ডারের জন্য ১০ হাজার টাকার ঋণ

    অর্থবানিজ্যসংবাদঃ
    বিকাশ ব্যাংক ঋণকারও নামে যদি আগে থেকেই বিকাশ অ্যাকাউন্ট থাকে, আর তিনি যদি ঋণ চান, তাহলে ব্যাংক তাকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে। প্রথমবারের মতো ডিজিটাল এই ঋণ চালু করলো সিটি ব্যাংক। জরুরি প্রয়োজনে সিটি ব্যাংকে জামানতবিহীন এই ঋণ মিলবে।

    যেকোনও সময় যেকোনও স্থান থেকে মোবাইল ওয়ালেটের মাধ্যমে সঙ্গে সঙ্গে এই পরিমাণ ঋণ পাওয়া যাবে। প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্পের আওতায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ পাওয়া যাবে। তবে প্রথমে নির্বাচিত সীমিত সংখ্যক বিকাশ অ্যাপ-গ্রাহক এ সুবিধা পাবেন।

    আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে, ব্যাংক ঋণকে প্রযুক্তির সহায়তায় আরও জনমুখী করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

    প্রকল্পের সফল সমাপ্তি শেষে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ক্রমে, ঋণ পাওয়ার উপযুক্ত বিকাশ গ্রাহকদের জন্য এই সেবা আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করবে সিটি ব্যাংক। ঋণ নেওয়ার পর তিন মাসে, সমপরিমাণ তিন কিস্তিতে নির্ধারিত তারিখে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে তা স্বয়ংক্রিয়ভাবে পরিশোধিত হয়ে যাবে।

    নির্ধারিত তারিখের আগে গ্রাহক এসএমএস এবং অ্যাপের মাধ্যমে এ সংক্রান্ত নোটিশ পাবেন।

    পাইলট প্রকল্পে ঋণ পেতে নির্বাচিত গ্রাহকরা তাদের বিকাশ অ্যাপে ঋণ বা লোন আইকনটি দেখতে পাবেন। ঋণ নিতে গ্রাহককে তার ই-কেওয়াইসি ফরমে (নো-ইয়োর কাস্টমার ফর্ম) বিকাশে দেওয়া তথ্য সিটি ব্যাংককে দেওয়ার সম্মতি দিতে হবে।

    পরবর্তীতে ঋণের পরিমাণ এবং নিজের পিন দিয়ে সঙ্গে সঙ্গে বিকাশ অ্যাকাউন্টে ঋণের টাকা পেয়ে যাবেন। কোনও গ্রাহক ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে বিধিবিধান অনুসরণ করে সিটি ব্যাংক ঋণখেলাপির তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাবে।

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই ঋণের সঙ্গে প্রযোজ্য সুদ ও অন্যান্য বিধিবিধান প্রতিপালিত হবে।

    চীন, ভারত, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের ঋণ প্রকল্পে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির মাধ্যমে ক্রেডিট অ্যাসেসমেন্ট সুবিধা দেয় বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের অ্যাফিলিয়েট ‘অ্যান্ট ফিন্যান্সিয়াল’। এই প্রকল্পেও গ্রাহকদের ক্রেডিট অ্যাসেসমেন্ট করবে বিশ্বখ্যাত এই ফিনটেক প্রতিষ্ঠানটি।

    প্রকল্পটির বিষয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘আমরা সবসময় গ্রাহকের প্রয়োজনে তাদের কাছে থাকার চেষ্টা করি।’ তিনি বলেন, ‘আমাদের দেশে অনেকেরই, বিশেষত ক্ষুদ্র ব্যবসায়ীদের হঠাৎই অর্থের প্রয়োজন হয়। সেটি কীভাবে সহজে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তারা যেন স্বাচ্ছন্দ্যে সেই অর্থ ব্যবহার করতে পারেন, সেটি মাথায় রেখেই এই ডিজিটাল ঋণের যাত্রা।’

    উদ্যোগটি সম্পর্কে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘প্রান্তিকসহ সব শ্রেণির মানুষের জীবনের মানোন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে আরও জোরালো ভূমিকা রাখতে বিকাশের মতো কার্যকর ডিজিটাল আর্থিক প্লাটফর্ম ও বিশাল গ্রাহক ভিত্তিকে ব্যবহার করে বাণিজ্যিক ব্যাংকগুলো সৃজনশীল নতুন নতুন সেবা প্রচলন করতে পারে। সিটি ব্যাংকের এই ডিজিটাল ঋণ প্রকল্প তারই একটি উদাহরণ।’