Category: কৃষি ও শিল্প-বাণিজ্য

  • সাভারে তিতাস গ্যাসের বকেয়া বিল আদায়ে বিশেষ অভিযান শুরু

    সাভারে তিতাস গ্যাসের বকেয়া বিল আদায়ে বিশেষ অভিযান শুরু

    সাভারে তিতাস গ্যাসের বকেয়া বিল আদায়ে বিশেষ অভিযান শুরু

    রফিকুল ইসলাম জিল্লুঃ

    সাভারে বকেয়া গ্যাস বিল আদায় উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে সাভার জোনাল নিপণন অফিস ।

    ৩১শে আগস্ট ২০২১ মঙ্গলবার বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ডের পার্বতীনগর, ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

    সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে তিতাস গ্যাসের ৩০ লক্ষ টাকা বকেয়া বিল আদায়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
    এসময় বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালিয়ে নগদ ১২ লক্ষ টাকা বকেয়া গ্যাস বিল আদায় করাসহ ৪২ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, ব্যাংক কলোনি এলাকায় তিতাস গ্যাসের ৩০ লক্ষ টাকা বকেয়া বিল আদায় উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে নগদ ১২ লক্ষ টাকা বকেয়া গ্যাস বিল আদায় করা হয়েছে। এছাড়াও বৈধ গ্রাহকেরা অবৈধভাবে বেশি চলা ব্যবহার করা সহ বকেয়া বিল পরিশোধ না করায় মোট ৪২ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিনি।

    সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।

  • সাভারে ইলেকট্রনিক পণ্য সিঙ্গারের কারখানার গোডাউনে আগুন

    সাভারে ইলেকট্রনিক পণ্য সিঙ্গারের কারখানার গোডাউনে আগুন

    সাভারে ইলেকট্রনিক পণ্য সিঙ্গারের কারখানার গোডাউনে আগুন

    রফিকুল ইসলাম জিলুঃ সাভার ঢাকা
    ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়িয়া জোড়পুল এলাকায় ইলেকট্রনিক পণ্য সিঙ্গারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা আরিচা মহাসড়ক থেকেই সিঙ্গার ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

    সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, সকাল ৮টা ২০ মিনিটে সিঙ্গার কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাই আমরা।

    শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার ফায়ার সার্ভিস, ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিস, হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীসহ বিভিন্ন স্থান থেকে মোট ১২টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছেন। ৩ ঘণ্টার চেষ্টাতেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

    এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গোডাউনটি সিঙ্গারের মূল কারখানা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত।

    প্রাথমিকভাবে জানা গেছে, সাভারে সিঙ্গারের এই কারখানায় এয়ার কন্ডিশন (এসি) মেশিন তৈরি করা হতো। এখনো অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য জানাতে পারেনি সাভার ফায়ার সার্ভিস।

  • সাভারে রশিদ গ্রুপের পরিচালক মুরহুম খোকনের মাগফিরাত কামনায় কুলখানি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    সাভারে রশিদ গ্রুপের পরিচালক মুরহুম খোকনের মাগফিরাত কামনায় কুলখানি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    সাভারে রশিদ গ্রুপের পরিচালক মুরহুম খোকনের মাগফিরাত কামনায় কুলখানি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম জিল্লু, সাভার থেকেঃ
    সাভার হেমায়েতপুর ট্যানারি এলাকায় অবস্থিত রশিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক জয়নাল আবেদীন ভূইয়া খোকনের কুলখানী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ঢাকা হাইর্ড এন্ড স্কীনস লিমিটেড কারখানায় এ কুলখানী ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
    এতে অংশ গ্রহণ করেন রশিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ ভূইয়া,বাংলাদেশ ট্যানাস এসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ,বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিভিন্ন কারখানার মালিক ও শ্রমিকসহ আত্মীয় ম্বজন ও নিহতের বন্ধু বান্ধব অংশ গ্রহণ করেন।
    উল্লেখ্য,গত ২৬ জুলাই কিডনি জনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন রশিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক জয়নাল আবেদীন ভূইয়া খোকন। পরে তাকে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি পিতা মাতা ভাই বোন স্ত্রী ও এক সন্তানসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • সাভার থানা রোডে যাত্রা শুরু করলো সুপার শপ স্বপ্ন উদ্বোধন করলেন ত্রান প্রতিমন্ত্রী

    সাভার থানা রোডে যাত্রা শুরু করলো সুপার শপ স্বপ্ন উদ্বোধন করলেন ত্রান প্রতিমন্ত্রী

    সাভার থানা রোডে যাত্রা শুরু করলো সুপার শপ স্বপ্ন উদ্বোধন করলেন ত্রান প্রতিমন্ত্রী

    শেখ এ কে আজাদ,রফিকুল ইসলাম জিল্লুঃ

    সাভার থানা রোডে যাত্রা শুরু করলো এসি আই লজিষ্টিক লিঃ এর সুপার শপ স্বপ্ন ।
    ৮ মে দুপুরে ফিতা কেটে উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান । সাথে ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী আঃ গনি , সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ ও প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমানের একান্ত সচিব শামীম আহমেদ । সুপার শপ স্বপ্নের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল হাসান,হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফ্রানচেইজি , উক্ত সুপার শপ এর ম্যানেজার সিদ্দীকুর রহমান প্রমুখ । ক্রেতারা বাসায় বসে ফোনে অর্ডার করলে , পৌঁছে যাবে প্রয়োজনীয় পন্য সামগ্রী । উল্লেখ্য , সাভার নিউ মার্কেটে স্বপ্ন সুপার শপ এর আরো একটি শো রুম রয়েছে ।

  • সাভারে ১২টি ইটভাটার মালিককে ৬১ লাখ টাকা জরিমানা

    সাভারে ১২টি ইটভাটার মালিককে ৬১ লাখ টাকা জরিমানা

    সাভারে ১২টি ইটভাটার মালিককে ৬১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর 

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারে ১২ ইটভাটাকে ৬১ লাখ টাকা জরিমানা
    সাভারে পরিবেশ দূষণ ও অবৈধভাবে জমি থেকে মাটি কাটার অভিযোগে ১২টি ইটভাটা ও একটি রিসাইক্লিলিং কারখানায় অভিযান চালিয়ে ৬১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।গত ৮ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমিনবাজার, সালেহপুর ও চাঁনপুর এলাকায় অবস্থিত ভাটাগুলোতে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

    অভিযানে পরিবেশ অধিদফতরের ঢাকা জেলার উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে অংশ নেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব ও হায়াত মাহমুদ রকিব এবং পরিদর্শক প্রতীক ইসলাম।

    পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার জানান, রাজধানীর পাশে আমিনবাজার ও আশপাশের এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা অন্তত ৫০টি ইটভাটায় দীর্ঘদিন ধরে ইট পোড়ানো হচ্ছে। পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে আজ ১২টি ইটভাটায় অভিযান চালিয়ে মিথুন রিসাইক্লিং সেন্টারকে ২ লাখ, মেসার্স নুর ব্রিকসকে ৫ লাখ, মেসার্স এইচ এম ব্রিকস-২কে ৫ লাখ, মেসার্স একেবি ব্রিকসকে ৬ লাখ, মেসার্স এমএএইচ ব্রিকসকে ৫ লাখ, মেসার্স সোনার বাংলা ব্রিকসকে ৬ লাখ, মেসার্স ইউসুফ ব্রিকসকে ৬ লাখ, মেসার্স এমএইচএম ব্রিকসকে ৫ লাখ, মেসার্স এবিসি-১ ব্রিকসকে ৫ লাখ, মেসার্স এবিসি-২ ব্রিকসকে ৪ লাখ, মেসার্স এমআরবি ব্রিকসকে ৪ লাখ, মেসার্স মিতালী ব্রিকসকে ৫ লাখ এবং মেসার্স এমএসএম ব্রিকসকে ৪ লাখ টাকাসহ মোট ৬১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকার চারপাশের বিভিন্ন জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চলছে। এর অংশ হিসেবে সাভারে অভিযান চালিয়ে অবৈধ এসব ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়।

    সাভার ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আশরাফ ইফতেখার জানান, পরিবেশ অধিদফতরের সব ধরনের কাগজপত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র মাটিকাটার অভিযোগ এনে আমার ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    তিনি বলেন, করোনাকালীন ইটভাটার মালিকরা এমনিতেই ক্ষতিগ্রস্ত। তার ওপর পরিবেশ অধিদফতরের হঠাৎ এ ধরনের অভিযান আমাদের জন্য মরার ওপর খাড়ার ঘাঁ করে দিল। মাটি কাটার ক্ষেত্রে অলাদা অনুমোদনের বিষয়টি পরিবেশ অধিদফতর আমাদের আগে কখনো জানায়নি।

  • ধামরাইয়ে বছরে হাজারো এসি-নন এসি লাক্সারি বাস তৈরি করবে ইফাদ

    ধামরাইয়ে বছরে হাজারো এসি-নন এসি লাক্সারি বাস তৈরি করবে ইফাদ

    ধামরাইয়ে বছরে হাজারো এসি-নন এসি লাক্সারি বাস তৈরি করবে ইফাদ

    ধামরাইয়ের সংবাদঃ
    জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের গাড়ি দেশেই উৎপাদন করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এ কথা বলেন।
    তিনি আরো বলেন লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে অটোমোবাইল শিল্পের বিকাশে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে । এ শিল্পের উত্তরোত্তর উন্নয়ন এবং টেকসই বিকাশের লক্ষ্যে এ নীতি প্রণয়ন করা হচ্ছে ।
    তিনি আরো জানান, বর্তমানে অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতি প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে । শিঘ্রই এর খসড়া অনুমোদন করে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে পরামর্শক্রমে তা চূড়ান্ত করা হবে । এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে অস্থিলিক অটোমোবাইল শিল্প উৎপাদনের কেন্দ্রে উন্নীত হবে । এ লক্ষ্য অর্জনে সরকার অটোমোবাইল শিল্প উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে । এ লক্ষ্য অর্জনে তিনি সরকারের পাশাপাশি অটোমোবাইল শিল্প উদ্যোক্তাদেরকেও এগিয়ে আসার আহবান জানান । অটোমোবাইল শিল্পের বিকাশে প্রকৃত অর্থেই নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিক রাখবে । সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গাড়ি সংযোজনকারী দেশের গণ্ডি পেরিয়ে গাড়ি উৎপাদনকারী দেশের অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিল্পমন্ত্রী।
    মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ২০২০ সালকে লাইট ইঞ্জিনিয়ারিং বর্ষ হিসেবে ঘোষণা করেছেন । ২০৪১ সালে উন্নত আয় ও শিল্প সমৃদ্ধ দেশ গড়তে সরকার দেশে শিল্প কারখানা স্থাপনের উপর গুরুত্ব দিয়ে দেশি – বিদেশি বিনিযয়োগকারীদের সব ধরণের সহায়তা প্রদান করা হবে।
    বছরে এক হাজার বিশ্বমানের এসি, নন-এসি লাক্সারি বাস তৈরির লক্ষ্য নিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছে ইফাদ অটোস লিমিটেড। বছরে ১২ হাজার গাড়ি সংযােজনের লক্ষ্য নিয়ে ২০১৭ সালে ইফাদ অটোস লিমিটেডের সংযােজন কারখানা চালু হয় । কারখানাটিতে ভারতের অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি তৈরী হচ্ছে।
    বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাইয়ে ঢাকা – আরিচা মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত ইফাদের নিজস্ব কারখানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।এসময় ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
    উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান , ঢাকা -১০ আসনের এমপি বেনজির আহমেদ এবং বাংলাদেশ স্ট্রড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নুপী শাহাবুদ্দিন আহমেদ ।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইফাদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ, ইফাদ অটোসের ম্যানেজিং ডিরেক্টর তাসকিন আহমেদ, গ্রুপ ডিরেক্টর তাসফিন আহমেদ সহ বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ , ব্যবসায়ী নেতৃবৃন্দ , বাস – ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতা – কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন ।

    অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, বেসরকারী উদ্যোগে ইতিহাসে নব দিগন্তের সূচনা করেছে ইফাদ অটোস। এতদিন এই কারখানায় শুধু গাড়ি সংযোজন করা হতো । এখন বিলাসবহুল এসি, নন-এসি বাসের বডি তৈরী করা হবে। বর্তমানে বিদেশ থেকে গাড়ি আমদানী করতে বেশ সময় লাগে। এই কারখানা চালু হওয়ার ফলে ক্রেতার চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে গাড়ি সরবরাহ করা সম্ভব হবে । ইফতেখার আহমেদ টিপু বলেন , বাংলাদেশে বিগত কয়েক বছরে ভারী যানবাহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে । চাহিদা বাড়ার সাথে সাথে আমদানীকৃত গাড়িতে আমদানী বাবদ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে । বিষয়টি বিবেচনায় রেখে ইফাদ অটোস লিমিটেড বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশে শিল্প বান্ধব অবস্থার পরিপ্রেক্ষিতে এই কারখানা স্থাপন করেছে ।
    তিনি আরও জানান , ৪০ কোটি টাকা ব্যয়ে এই কারখানা গড়ে তোলা হয়েছে । যেখানে লাক্সারী এসি ও নন – এসি বাস তৈরী হবে । বছরে ১ হাজারেরও বেশী গাড়ির বডি তৈরী হৰে এবং ভবিষ্যতে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি । তিনি বলেন, যেহেতু এই কারখানায় বিভিন্ন মডেলের এসি – নন এসি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সংযোজন হবে, তাই তার উৎপাদন খরচ আমদানীকৃত তৈরী গাড়ির চেয়েও কম হবে। এর সুবিধা গাড়ীর মালিক ও যাত্রীরা ভোগ করবেন। দেশী – বিদেশী বিশেষজ্ঞের সমন্বয়ে তৈরী হবে নতুন গাড়ি। শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে না, দেশের অনেক ছোট ছোট বিশেষায়িত কারখানায় তাদের উৎপাদিত মানসম্পন্ন বিভিন্ন পণ্য এই সংযোজন কারখানায় সরবরাহের দ্বার উন্মোচন হবে । জাতীয় অর্থনীতিতে এই সংযোজন কারখানা বিশেষ ভুমিকা পালন করবে । যেমন- দেশীয় কাঁচামালের সঠিক ব্যবহার, দক্ষ কর্মী সৃষ্টি, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা। বিশেষ অতিথি ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বাইরে থেকে গাড়ি আমদানি করলে যে অতিরিক্ত ট্যাক্স দিতে হয়। কিন্তু আমাদের দেশে গাড়ি তৈরি হলে অনেক অল্প দামে কিনতে পারবে মানুষ। ইফাদ অটোস দেশে গাড়ি তৈরির খাতে বিপ্লব ঘটাবে বলে আশা তাদের।

     

  • সাভারে  অভিযান চালিয়ে বিভিন্ন বাসাবাড়ির পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    সাভারে  অভিযান চালিয়ে বিভিন্ন বাসাবাড়ির পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    সাভারে  অভিযান চালিয়ে বিভিন্ন বাসাবাড়ির পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

    মোঃ রফিকুল ইসলাম জিলু,সাভারঃ

    বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে আশুলিয়ার চারাবাগ ও গৌরীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    এসময় অভিযান চালিয়ে বিভিন্ন বাসাবাড়িতে দেয়া পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, বৈধ বিতরণ লাইন থেকে কিছু দুস্কৃতিকারীরা অবৈধ বিতরণ লাইন দিয়েছিল।

    আমরা খবর পেয়ে অভিযান পরিচালনা করে পাঁচ শতাধিক অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

    এ সময় তিনি আরো বলেন, অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সাথে যারা জড়িত রয়েছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

  • সাভারে অবৈধ গ্যাস সংযোগে প্রতারণা, ঠিকাদার রশিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

    সাভারে অবৈধ গ্যাস সংযোগে প্রতারণা, ঠিকাদার রশিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

    সাভারে অবৈধ গ্যাস সংযোগে অভিনবে প্রতারণা, ঠিকাদারের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও থানায় অভিযোগ দায়ের

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ সাভারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সাভার তিতাস গ্যাস এর ঠিকাদার হুমায়ুন কবির রশিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর জয়নাবাড়ী স্কুল পাড়া এলাকার রায়হান নামের এক ব্যক্তি সাভার মডেল থানায় ঠিকাদার রশিদের নামে এ অভিযোগ দায়ের করেন।
    সময় ভুক্তভোগী রায়হান বলেন গ্যাস অফিসের ঠিকাদার বৈধ সংযোগ দেয়ার কথা বলে খোকন এর মাধ্যমে তার কাছ থেকে দেড় লক্ষ টাকা নেয়।
    পরে তারা অবৈধ সংযোগ দিয়ে বিল পরিশোধের জন্য ডুবলিকেট একটি বই দিয়ে যান।
    এ সময় তারা গ্যাস বিল পরিশোধের জন্য ব্যাংকে গিয়ে জানতে পারেন তাদের সাথে প্রতারণা করা হয়েছে।

    এই ঘটনায় ভুক্তভোগী রায়হান বাদী হয়ে সাভার মডেল থানায় ঠিকাদার রশিদের নামে একটি অভিযোগ দায়ের করেন।

    ভুক্তভোগী রায়হান আরো বলেন,ঠিকাদার রশিদ বৈধ সংযোগ দেয়ার কথা বলে এলাকার বেশ কিছু বাসা বাড়ির মালিকদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

    এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি তদন্ত মোঃ সাইফুল ইসলাম বলেন, প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ঠিকাদার রশিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ঘটনার সত্যতা পেলে রশিদ যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

  • সাভারে অভিনব কায়দায় তিতাস গ্যাসের ঠিকাদার অবৈধ সংযোগে বাড়ির মালিকদের নিকট থেকে লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

    সাভারে অভিনব কায়দায় তিতাস গ্যাসের ঠিকাদার অবৈধ সংযোগে বাড়ির মালিকদের নিকট থেকে লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

    সাভারে অভিনব কায়দায় তিতাস গ্যাসের ঠিকাদার অবৈধ সংযোগে বাড়ির মালিকদের নিকট থেকে লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

    রফিকুল ইসলাম জিল্লু, শেখ এ কে আজাদ  সাভার থেকেঃ
    সাভার তিতাস গ্যাসের ঠিকাদার হুমায়ুন কবির ভূয়া রশিদ অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। প্রতরানা ফাঁদে পরার পরার পর স্থানীয়রা গ্যাস সংযোগ নিলে তারা এ অভিযোগ করে।

    অভিনব কায়দায় ভুয়া রশিদ দেখিয়ে তিতাস গ্যাসের বৈধ সংযোগ দেয়ার কথা বলে বেশকিছু বাসা বাড়ির মালিকদের কাছ থেকে, প্রায় ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

    উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী স্কুল পাড়া এলাকায় তিতাস গ্যাসের এসব অবৈধ সংযোগ বাণিজ্য করেন তিনি।

    এ সময় প্রতিটি সংযোগ দিয়ে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নেন তিনি।

    ঠিকাদার হুমায়ুন কবির রশিদের প্রতারণার ফাঁদে পড়ে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা।

    ভুক্তভোগীরা বলেন, তিতাস গ্যাসের বৈধ সংযোগ দেয়ার কথা বলে ওই ঠিকাদার সহযোগী খোকনের মাধ্যমে বাসা বাড়ির মালিকদের কাছ থেকে প্রায় পনের বিশ লাখ টাকা নিয়ে সংযোগ দেন হুমায়ুন কবির রশিদ।
    এ সময় গ্যাসের বিল পরিশোধের জন্য ভুক্তভোগীদেরকে গ্যাস বিলের বই ও দিয়ে যান তিনি।

    ভূয়া রশিদে টাকা আদায়

    পরে তারা গ্যাসের বিল পরিশোধের জন্য ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে জানতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তারা।

    এসময় ভুক্তভোগীরা আরও বলেন,বৈধতা যাচাই এর জন্য সাভার তিতাস গ্যাস অফিসে গিয়ে বিল পরিশোধ বইয়ের সদস্য নাম্বার দিলে দেখা যায় অন্য এলাকার আরেক জন গ্রাহকের সদস্য নাম্বার দিয়ে এই ভুয়া বই বানিয়েছেন ঠিকাদার রশিদ।

    এসব অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের ব্যাপারে ঠিকাদার রশিদ এর সহযোগী খোকনের কাছে জানতে চাইলে, ঘটনার সত্যতা শিকার করে বলেন, সংযোগ নেয়ার ব্যাপারে আমি নিজেও তাকে এক লক্ষ টাকা দিয়েছি। এছাড়া ঠিকাদার রশিদ বৈধ সংযোগ দেয়ার কথা বলে সে নিজেই বাসা বাড়ির মালিকদের কাছ থেকে টাকা নিয়েছেন।

    এ ঘটনায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের প্রকৌশলী সায়েম বলেন, তদন্তের মাধ্যমে ঠিকাদার রশিদ এর অবৈধ গ্যাস সংযোগ দেয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • আশুলিয়ায় ফার্মেসিতে হামলা, যুবককে কুপিয়ে জখম

    আশুলিয়ায় ফার্মেসিতে হামলা, যুবককে কুপিয়ে জখম

    আশুলিয়ায় ফার্মেসিতে হামলা, যুবককে কুপিয়ে জখম

    জিল্লু, প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক ফার্মেসিতে ঢুকে আনোয়ার হোসেন লকেট (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও ছুড়িকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী মুমূর্ষু অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে আশুলিয়ার পলাশবাড়ি কাঁঠালতলার এলাকার সাহীন ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

    ভুক্তোভোগী আনোয়ার হোসেন লকেট মানিকগঞ্জের দৌলতপুর চরকাটা ইউনিয়নের মোঃ সাজাহান আলীর ছেলে৷

    ভুক্তভোগীর ভাই সামসুল জানান, বিকালে তিনি ও তার ভাই লকেট তার পলাশবাড়ির দোকানে বসে ছিলো। এসময় ইমরান, হারেজ ও ঢুলি কালামসহ আরও ১০/১৫ জন অতর্কিত ভাবে তাদের উপর হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে কয়েকটি কোপ ও ছুরিকাঘাত করে লকেকটকে। পরে লকেটকে নিয়ে মুমূর্ষু অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে৷

    এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনা স্থলে যাই। পরিদর্শন শেষে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতিও চলছে।