Category: জাতীয়

  • সাভারে মহাসড়ক মোটরবাইক দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

    সাভারে মহাসড়ক মোটরবাইক দূর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু

    ঢাকার সাভার ব্যাংকটাউন এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় পিতা ও পুত্র মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
    মঙ্গলবার ১৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-আরিচা মহসড়কের সাভারের ব্যাংকটাউন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, সাভারের ফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার আলাউদ্দিন (৬৫) ও তার ছেলে কাইয়ুম (৪৫)।সাভার মডেল থানার পুলিশ জানায়, আলাউদ্দিন ও তার ছেলে কাইয়ুম তাদের বাড়ি রাজাঘাটে যাচ্ছিলো। তারা ব্যাংক টাউন ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছলে পিছন একটি অজ্ঞাত পরিবহন ধাক্কা দেয়। এসময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পরে যায় এবং আলাউদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। সড়ক দুর্ঘটনায় সংবাদ ৯৯৯ থেকে মেসেজ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ব্যাংকটাউন ব্রিজ এলাকায় যায়। সেখানে দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তার পাশে পরে থাকতে দেখে পুলিশ। এদের মধ্যে আলাউদ্দিন আগেই মারা যায় ও কাইয়ুমকে হাসপাতালে নেওয়ার জন্য ভ্যানে উঠালে সেও মারা যায়।

    সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হলে পরিবারের লোকজনের কাছে খবর পাঠানো হয়েছে। তিনি আরও বলেন কোন পরিবহন ধাক্কা মেরে ফেলে রেখে যায় তা সনাক্ত করার চেষ্টা চলছে।

  • রাজাকারের তালিকায় মুক্তিযুদ্ধের নাম চলে আসলে প্রত্যাহার করা হবেঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

    রাজাকারের তালিকায় মুক্তিযুদ্ধের নাম চলে আসলে প্রত্যাহার করা হবেঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

    • ষ্টাফ রিপোর্টারঃ

    রাজাকারের তালিকায় মুক্তিযুদ্ধের নাম চলে আসলে প্রত্যাহার করা হবে। এসময় তিনি
    রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে আসায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি এ-ও বলেছেন, ভুলের পরিমাণ বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার করা হবে। আর ভুলের পরিমাণ কম হলে ভুলবশত যাদের নাম এ তালিকায় এসেছে, সেগুলো প্রত্যাহার করা হবে।
    এবংকি রাজাকারের তালিকায় মুক্তিযুদ্ধের নাম আসলে প্রত্যাহার করা হবে।

    মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে উৎসর্গকৃত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নুরুল ইসলাম খান রচিত ‘মুক্তিযুদ্ধ এবং আমি’ বইয়ের মোড়ক উন্মোচনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

  • সংসদ ভবনে প্রি-পেঃ মিটার বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

    সংসদ ভবনে প্রি-পেঃ মিটার বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

    ষ্টাফ রিপোর্টারঃ

    জাতীয় সংসদ ভবনে অবিলম্বে বিদ্যুৎ বিল গ্রহণের জন্য প্রি-পেইড মিটার বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত বর্তমান সরকারের ২২তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
    প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরতে গিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ ভবনের বিদ্যুৎ বিলের বিষয়ে প্রায়ই সমস্যা হয়। প্রধানমন্ত্রী বিদ্যুতের দায়িত্বে আছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ইমিডিয়েটলি (অবিলম্বে) এখানে (সংসদ ভবনে) সকল ভবনে বা সকল কারেকশনে প্রি-পেইড মিটার লাগান। প্রি-পেইড মিটার ইদানীং আমাদের অনেক জায়গায় লাগানো হচ্ছে। আমাদের সংসদ ভবনগুলোতে, অফিসগুলোতে, বাসভবনগুলোতে-সর্বত্র ফ্রি প্রি-পেইড মিটার লাগান, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।’

    ‘এমনিতেই সারাদেশে আমরা প্রি-পেইড মিটার দিচ্ছি। যেহেতু সারাদেশে প্রি-পেইড মিটার লাগাচ্ছি, তাহলে এখানে লাগাব না কেন, এখানেও লাগাব’, প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে বলেন পরিকল্পনামন্ত্রী।
    দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভাষা শিক্ষার প্রতিও জোর দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রী জানান, বিভিন্ন ভাষা শিক্ষার প্রতি জোর দেয়ার জন্য আইসিটি বিভাগকে বলেছেন প্রধানমন্ত্রী।
    এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘তোমরা (আইসিটি) তো শিখাচ্ছ দুটো ভাষা। আরবি, ফরাসি, জাপানি-এগুলো শিখাও।’

  • জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে লাখো বীর শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

    জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে লাখো বীর শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

    • ষ্টাফ রিপোর্টারঃ

    সূর্যোদয়ের সাথে সাথে মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ৬টা ৩৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

    মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সরকারের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

    এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    রাষ্ট্র ও সরকার প্রধানের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
    শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা এবং শহীদ সন্তানরা।। পরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সামাজিক ও সেবামূলক সংগঠন,সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালে স্মৃতিসৌধের শহীদ বেদীটি ফুুলে ফুলে পূর্ণ হয়।

  • বর্তমানে যারা দুর্নীতি করে  দেশের ক্ষতি করে তারাও রাজাকারের চেয়ে কোন অংশে কম না বলে মন্তব্য করেছেন-ব্যারিস্টার সুমন

    বর্তমানে যারা দুর্নীতি করে দেশের ক্ষতি করে তারাও রাজাকারের চেয়ে কোন অংশে কম না বলে মন্তব্য করেছেন-ব্যারিস্টার সুমন

    • সত্যেরসংবাদডেক্সঃ
      ১৯৭১ সালে যারা দেশের বিরুদ্ধে দাড়িয়েছিলো তারা ছিলো দেশদ্রোহী, রাজাকার। বর্তমানে যারা দুর্নীতি করে দেশের ক্ষতি করে তারাও রাজাকারের চেয়ে কোন অংশে কম না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন দুর্নীতির কারণে আমরা স্বাধীনতার সুফল পাচ্ছি না। দুর্নীতিবাজরা বঙ্গবন্ধুর আদর্শের সাথে গাদ্দারী করছে বলেও মতামত দেন তিনি।

    সোমবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর গবেষণা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত ধানমন্ডির ৩২ নং বাড়ির সামনে বিজয় র‍্যালী পরবর্তি এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে কল্পনা করতে হলে বঙ্গবন্ধুকে অবশ্যই ধারণ করতে হবে। যে দলই যে করুক না কেন, বাংলাদেশের উন্নতি চাইতে হলে অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করতে হবে।

    স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীরা এখনও বসে নেই দাবি করে তিনি বলেন, এখনও বাংলাদেশের প্রতিটি উন্নয়নে বাধা দিতে চায় স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীরা। যাদের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হয় বিশেষ করে দুর্নীতিবাজরা দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করে তারা দেশদ্রোহী এবং রাজাকারদের ভূমিকা পালন করছে।

    তিনি তার বক্তব্যে আরও বলেন, আজ মহান বিজয় দিবসে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে এবং দেশের উন্নয়নে সবাই সমান অংশীদার হতে হবে।

    সূত্র-অনলাইন

  • সাভারে মহান বিজয় দিবসে বীর মুক্তিযুদ্ধদের ও শহীদ পরিবারকে সংবর্ধনা

    সাভারে মহান বিজয় দিবসে বীর মুক্তিযুদ্ধদের ও শহীদ পরিবারকে সংবর্ধনা

    শেখ এ কে আজাদঃ

    বীর মুক্তিযুদ্ধা ও শহীদ পরিবারে সদস্যদের এক সংবর্ধনার আয়োজন করেন সাভার পৌরসভা ও সাভার উপজেলা প্রশাসন। সভা শুরুতে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান উপস্থিত থেকে সকল শহীদের স্বরনে এক মিনিটি নিরবতা পালন করেন। সোমবার সকালে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনাসভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

    এসময় আরো উপস্থিত ছিলেন,

    সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব,২১ শে গ্রেনেড হামলার আহত মাহবুবা খানম,সাভার পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাগর সাহা,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • বিভিন্ন আয়োজনে সাভার ও ধামরাইয়ে মহান বিজয় পালিত

    বিভিন্ন আয়োজনে সাভার ও ধামরাইয়ে মহান বিজয় পালিত

    • শেখ এ কে আজাদঃ সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় পালিত হয়েছে।

    সোমবার সকালে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পরে প্যারেড পরিদর্শন করেন ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। প্যারেডে সাভার উপজেলার ২৪ টি স্কুল,কলেজ,মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
    প্যারেড প্রদর্শন শেষে মুক্তিযুদ্ধু ভিত্তিক চেতনার নাটক,মুক্তিযুদ্ধের গান মাধ্যমে ৯ টি স্কুল ও কলেজ ডিসপ্লেতে অংশগ্রহন করে।
    এসময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা,সাভার উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষাকর্মকর্তা রানী বেগম, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইমরুল হাসান,বীর মুক্তিযুদ্ধা হোসেন আলী, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ সহ অনেকে।

    অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

    অপরদিকে ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ধামরাই সংসদীয় আসনের বেনজীর আহমেদ উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের পর প্যারেড পরিদর্শন করেন তিনি। এসময় প্রশাসনের কর্মকর্তাগন, বীরমুক্তিযুদ্ধা ও তাদের পরিবার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সাভারে বিভিন্ন প্রতিষ্ঠানেও ৪৮ তম মহান বিজয় দিবস করেছেন কর্তৃপক্ষ।

  • সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বসাধারণকে জাতীয় পতাকা উত্তোলনে বিধি মেনে চলতে আহ্বান- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

    সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বসাধারণকে জাতীয় পতাকা উত্তোলনে বিধি মেনে চলতে আহ্বান- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

    • নিজেস্ব প্রতিবেদক:

    সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তথা সর্বসাধারণকে জাতীয় পতাকা উত্তোলনে বিধি মেনে চলতে আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
    রোববার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ পতাকার সঠিক মর্যাদা রক্ষায় ‘পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)’ এ বর্ণিত পদ্ধতি যথাযথভবে অনুসরণ করে সঠিক মাপের মানসম্মত পতাকা উত্তোলনের জন্য সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তথা সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন কর্মসূচির অংশ হিসেবে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন, বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং কনস্যুলার অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
    ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)’ এর বিধি ৩ অনুযায়ী ‘জাতীয় পতাকা’ গাঢ় সবুজ রঙের হবে এবং ১০ : ৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে। লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে। পতাকার দৈর্ঘ্যের নয়-বিংশতিতম অংশ হতে অঙ্কিত উলম্ব রেখা এবং পতাকার প্রস্থের মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত আনুভূমিক রেখার পরস্পর ছেদ বিন্দুতে বৃত্তের কেন্দ্র বিন্দু হবে।
    জাতীয় পতাকার সঠিক মাপ ও যথাযথ নিয়ম অনুসরণ না করে অনেকে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন, যা জাতীয় পতাকার অবমাননার সামিল।

  • গাজীপুরে একটি ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত,আহত কমপক্ষে ১৫ জন

    গাজীপুরে একটি ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত,আহত কমপক্ষে ১৫ জন

    • নিজেস্ব প্রতিবেদক:

    গাজীপুরে একটি ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।দগ্ধ হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।রোববার সন্ধ্যায় সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোরিতা এলাকার লাক্সারি ফ্যান তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানাটিতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে কর্মচারীরা এদিক-সেদিক ছুটতে শুরু করেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বের হতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।
    এর আগে আগুনের খবর পেয়ে জয়‌দেবপুর ফায়ার সা‌র্ভি‌সের দু’টি ইউ‌নিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
    বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার কেশোরিতা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানার তিনতলায় সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এর মধ্যে ১০ জন নিহত হয়েছেন।পরে ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

  • সূর্যদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে ফুলে ফুলে শ্রদ্ধা দিয়ে ভরে উঠবে শহীদ বেদী

    সূর্যদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে ফুলে ফুলে শ্রদ্ধা দিয়ে ভরে উঠবে শহীদ বেদী

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ

    • মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি প্রদানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তারপর বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠান,বিশিষ্টজন,এনজিও,মুক্তিযোদ্ধা,সাংবাদিক সংগঠনসহ সমাজের ছোট বড় সকল মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
      শ্রদ্ধা আর ভালোবাসায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদী।

    দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এক নতুন রুপ ধারন করেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। নানা রঙ্গের বাহারী ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরের সিড়ি ও নানা স্থাপনায় পড়েছে রং-তুলির আঁচড়।

    দিবসটির প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, কূটনৈতিকসহ বিশিষ্ট জনেরা। এরপরই জাতির গৌরব আর অহংকারের এ-দিনটিতে সৌধ প্রাঙ্গণে ঢল নামবে লাখো মানুষের। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদী। সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে অপেক্ষায় গোটা জাতি। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য এরই মধ্যে শেষ করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের সকল কাজ।

    এদিকে দিবসটি উপলক্ষে নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে গার্ড অব অনার এর প্রস্তুতি সম্পন্ন করেছে বাহিনীটি।
    প্রতিবারের মত এবারও বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও মহান বিজয় দিবসকে ঘিরে সৌধ এলাকার পাশাপাশি ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কেও শেষ করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভা বর্ধনের কাজ। সড়কের দুই পাশের ঝোপঝাড় গুলো কেটে পরিষ্কার করা হয়েছে। একই সাথে সড়কের মাঝখানের আইল্যান্ড দৃষ্টিনন্দন করতে দেওয়া হয়েছে লাল ও সাদা রং।

    এছাড়াও স্মৃতিসৌধ এলাকার সামনে সড়কে লাগানো হয়েছে আলোকবাতি।
    জাতীয় স্মৃতি সৌধের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, দিনটিকে সামনে রেখে প্রায় শতাধিক পরিচ্ছন্নতাকর্মী গত এক মাস যাবৎ কাজ করে যাচ্ছেন। সৌধ এলাকার পরিচ্ছন্নতা কাজে যাতে বিঘ্ন না হয় সেজন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছিলো। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারনের জন্যে স্মৃতিসৌধের প্রদান ফটক উন্মুক্ত করে দেওয়া হবে।

    ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এছাড়া সাদা পোশাকে পুলিশের নজরদারী বাড়নোসহ নিরাপত্তার স্বার্থে সৌধ প্রাঙ্গনের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চৌকি, পর্যবেক্ষণ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজও শেষ হয়েছে। প্রতিবারের মত এবারও নির্বিঘ্নে বাঙ্গালি জাতি এই অহংকারের দিনটি উদযাপন করতে পারবেন বলেও জানান পুলিশ সুপার।

    সম্পাদনায়-সত্যের সংবাদ