Category: শিল্প-সাহিত্য-কবিতা

  • শ্রীপুরে খেলার মাঠ থেকে গল্প-কবিতার বই দিয়ে কিশোরদের ঘরে পাঠাচ্ছে পুলিশ

    শ্রীপুরে খেলার মাঠ থেকে গল্প-কবিতার বই দিয়ে কিশোরদের ঘরে পাঠাচ্ছে পুলিশ

    শ্রীপুরে খেলার মাঠ থেকে গল্প-কবিতার বই দিয়ে কিশোরদের ঘরে পাঠাচ্ছে পুলিশ

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর থেকেঃ
    বুধবার বেলা দেড়টা। গাজীপুরের শ্রীপুর উপজেলার সলিংমোড় এলাকায় মাওনা-কালিয়াকৈর সড়ক ঘেঁষে ক্রিকেট খেলায়রত কয়েক শিশু-কিশোর।

    করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকারের নির্দেশ সকল প্রকার বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। বিদ্যালয় বন্ধ, দীর্ঘ ছুটিতে ঘরে থাকার অনেকটা একঘেয়েমীর জড়তা কাটাতে বাড়ির পাশেই ক্রিকেট খেলছিল জোবায়ের, রাতুল, প্রান্ত, শান্ত, শিহাবসহ প্রায় পনের-বিশজন কোমলমতি শিশু-কিশোর। তারা সকলেই স্থানীয় বিদ্যালয়গুলোর শিক্ষার্থী।

    ওই খেলার মাঠে নজরে পড়লো গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আল মামুনের। সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে তিনি গেলেন খেলার মাঠে। ক্রিকেট খেলায়রত কোমলমতি শিশু-কিশোরদের ডেকে করোনা ভাইরাস সংক্রামনরোধে ঘরে থাকাসহ কয়েকটি সরকারী সিদ্ধান্তের কথা জানালেন। বিষন্্ন মনে মাঠ থেকে ঘরে ফেরা শিশুদের হাতে তুলে দিলেন দেশের খ্যাতনামা লেখকদের গল্প-কবিতার বই।

    সহকারী পুলিশ সুপার আল মামুন বলেন, মরণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীর অলস সময় পার করতে প্রতিটি খেলার মাঠে গিয়ে তাদেরকে বুঝিয়ে সবার হাতে একটি করে গল্প ও কবিতার বই দিয়ে তাদের বুঝিয়ে ঘরে ফেরাচ্ছি। আমি মনে করি তাতে করে কোমলমতি শিক্ষার্থীদের অলস সময় ভালোভাবে কাটবে এবং মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে পারবে।

    পুলিশের হাত থেকে গল্প-কবিতার বই পেয়ে দারুণ খুশি জোবায়ের-প্রান্ত। জোবায়ের-প্রান্ত জানান, আগে পুলিশ দেখে ভয় পেতাম। কিন্তু পুলিশ যে এত ভাল হতে পারে তা আজকে দেখলাম। এখন বাসায় গিয়ে পুলিশের দেয়া বই পড়ে সময় কাটাবো।

  • সাভারের হেমায়েতপুরে ওয়াসিল উদ্দিন পাঠাগারের আয়োজনে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর সপ্তাহব্যাপী বইমেলা শেষ

    সাভারের হেমায়েতপুরে ওয়াসিল উদ্দিন পাঠাগারের আয়োজনে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর সপ্তাহব্যাপী বইমেলা শেষ

    সাভারের হেমায়েতপুরে ওয়াসিল উদ্দিন পাঠাগারের আয়োজনে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর সপ্তাহব্যাপী বইমেলা শেষ

    ষ্টাফ রিপোর্টারঃ
    শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে সাভারের হেমায়েতপুরে ওয়াসিল উদ্দিন পাঠাগারের আয়োজনে সপ্তাহব্যাপী বইমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাভারে বই মেলার আয়োজন করা হয়।

    বুধবার ( ২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে বইমেলার সমাপ্ত ঘোষনা করেন তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের মা বেগম সামসুন্নাহার।

    ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের আয়োজনে গত ২০ ফেব্রুয়ারী থেকে সপ্তাহব্যাপী আয়োজনে এই বই মেলা শুরু হয়। সমামাপনি অনুষ্ঠানে তেতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন সরকারী বেসরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উপদেষ্টা মো: নাসিম, ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, কৃষিবিধ রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সাভার পৌরসভার প্যানেল মেয়র মানিক মোল্লা, সাভার কলেজের উপাধ্যক্ষ দিল আফরোজ শামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    বই মেলার পাশাপাশি সেখানে বঙ্গবন্ধুর দুর্লব ছবি প্রর্দশনী ও নাগর দোলার আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী এ মেলার শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও চিত্রাংকন কর্মশালার আয়োজন করা হয়। এছাড়াও কবিতা আবৃতি, পুতুল নাচ, গানের আসর, আলোকচিত্র প্রদর্শনী, বয়স্কদের সাক্ষরতা কর্মসূচি, জাগরণী থিয়েটারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বই মেলার ২৫ টি স্টলে বিভিন্ন প্রকাশনির বই পাওয়া গেছে।

    উল্লেখ্য, সপ্তাহ ব্যাপী এই বই মেলা ২০ ফেব্রয়ারী বিকেলে উদ্ধাধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, প্রধান আলাচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মন্জুরুল আলম রাজীব।এছাড়া আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, তেতুলঝোঁড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকরুল আলম সমরসহ সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ, ও কবি সাহিত্যিকরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • বই মেলায় হানিফ সংকেত এর বই ‘টনক নড়াতে টনিক’

    বই মেলায় হানিফ সংকেত এর বই ‘টনক নড়াতে টনিক’

    বই মেলায় হানিফ সংকেত এর বই

    ‘টনক নড়াতে টনিক’

    ষ্টাফ রিপোর্টারঃ
    এবারের অমর একুশের বইমেলায়ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক হানিফ সংকেত এর একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘টনক নড়াতে টনিক’। গভীর পর্যবেক্ষণ, রমণীয় বর্ণনা, ক্ষুরধার বুদ্ধিবৃত্তি তার উপস্থাপিত বিষয়গুলোকে করে তোলে জীবন্ত।
    আমাদের সাংসারিক বিষয়ে একটি প্রচলিত বচন, ‘খনক করে বাজলে কাঁকন টনক নড়ে কর্তার’ অর্থাৎ অমনযোগী কর্তার দৃষ্টি আর্কষণে কর্ত্রীর একটি কৌশল এই কাঁকন বাদন। সংসারের ছোট পরিসর থেকে বাইরে এলেও দেখা যাবে বিভিন্ন ক্ষেত্রে সময়মত আমাদের টনক নড়ে না। যখনই কোন দুর্ঘটনা ঘটে তখনই টনক বাবাজী নড়ে উঠে অর্থাৎ ধাক্কা না খেলে আমাদের হুঁশ হয় না। বিপথ, কুপথ থেকে সুপথে আসার জন্যেই প্রয়োজন সময়মত টনক নড়া। আর এসব বিষয় নিয়েই বিভিন্ন সময় পত্রিকায় প্রকাশিত কলামগুলো নিয়ে এবারের বই মেলায় হানিফ সংকেত এর প্রকাশিত গ্রন্থ ‘টনক নড়াতে টনিক’।

    সংগ্রহীত

  • সাভারের তেঁতুলঝোড়ায় সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে ৭ দিন ব্যাপী বইমেলা’র উদ্বোধন আজ

    সাভারের তেঁতুলঝোড়ায় সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে ৭ দিন ব্যাপী বইমেলা’র উদ্বোধন আজ

    সাভারের তেঁতুলঝোড়ায় সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে ৭ দিন ব্যাপী বইমেলা’র উদ্বোধন হতে যাচ্ছে আজ।

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সাভারে প্রথমবারের মতো সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে ‘তেঁতুলঝোড়া বইমেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনের মাধ্যমে এ মেলা অনুষ্ঠিত হবে।
    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। এসময় প্রধান আলোচক হিসেবে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব উস্থিত থেকে ৭ দিন ব্যাপী বই মেলা উদ্বোধন করবেন।

    আজ বৃহস্পতিবার ২০ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী এই বইমেলা চলবে হেমায়েতপুর জয়নাবাড়ি ঈদগাহের মাঠে। মেলায় দেশের স্বনামধন্য প্রায় অর্ধশতাধীক প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে । বই মেলায় থাকবে কবি, সাহিত্যিক ও লেখকদের সঙ্গে আড্ডা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল ও লোকগানের আসর, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ নানান আয়োজন। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

    তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর এ বই মেলার উদ্যোগ গ্রহন করেন। তিনি প্রতিদিন মেলার কাজের অগ্রগতি সম্পর্কে পরিদর্শন করেন।
    বইমেলার প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে।

    উল্লেখ্য,এ উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সাভারের কর্মরত মিডিয়াকর্মীদের সঙ্গে এক বিশেষ সংবাদ সম্মেলন করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। বইমেলা সাফল্য করতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

  • কবিতা-হলুদবসন্ত

    কবিতা-হলুদবসন্ত

    হলুদবসন্ত

    ডাঃ আমজাদুল হক
    কোন বসন্ত তোমাকে ডাকে
    সবকিছু মুছে ফেলেছি
    হতেপারে সেটা স্মৃতি
    হতেপারে সেটা প্রেম
    হতেপারে সেটা যৌবন রশ্মি
    হতেপারে সেটা একান্তই তুমি
    আমি চিরবসন্ত নিয়ে
    আজ বসে আছি…

  • মরণের অন্ধকার থেকে জীবনের আলোতে ফিরে আসে একজন শিক্ষক

    মরণের অন্ধকার থেকে জীবনের আলোতে ফিরে আসে একজন শিক্ষক

    মরণের অন্ধকার থেকে জীবনের আলোতে ফিরে আসে একজন আদর্শ শিক্ষক

    লেখক ও সাংবাদিক মোঃ খাদেমুল আজাদ

    আমাদের এই পৃথিবীতে কেউ অমর নয়। জীব মাত্রই মরণশীল। একটি অনির্দিষ্ট সময় পার করে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। এই মৃত্যুর মধ্য দিয়েই তার ইহজীবনের পরিসমাপ্তি ঘটে। দেহটা মাটিতে মিশে যায়। কয়েক বছর আত্মীয়-স্বজনরা মনে রাখে, তারপর ভুলে যায়। কিন্তু একজন শিক্ষক কখনো মরে না। সে তার অসংখ্য ছাত্র-ছাত্রীর মনে ও মগজে বেঁচে থাকে। শত বছর পার হলে যখন তার কোনো একজন ছাত্র বা ছাত্রী কোন শুভ মুহূর্তে তার প্রিয় শিক্ষকের কথা স্মরণ করে, আবেগে আপ্লুত হয়, কিংবা তার পরবর্তী প্রজন্মের কাছে গল্প করে, আমার মনে হয়, তখন সেই শিক্ষক বেঁচে উঠে। মরণের অন্ধকার থেকে জীবনের আলোতে ফিরে আসে।আমার স্মৃতিতে নুরুল ইসলাম স্যার এমনি একজন শিক্ষক। যিনি আমার মনে ও মগজে বেঁচে আছেন থাকবেন। অমর হয়ে আছেন। আজ থেকে প্রায় ১৪ বছর আগের কথা। আমি তখন ফয়জুননেছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।আর ছাত্র হিসেবেও ভালো ছিলাম না । যখন নবম শ্রেণীতে উঠলাম তখন নুরুল ইসলাম স্যার আমাদের ইংরেজি পড়াতেন। আর স্যার ক্লাশে এসে প্রথমেই বলতেন, যারা যারা পড়া শিখে আসো নাই তাঁরা তাঁরা দারাউ। পড়া না পেরেও বসে থাকতাম আর স্যার ও বুঝতেন কে ফাঁকি দিচ্ছে তাই স্যার একটু মনটা স্থির করে চোখের মাধ্যমে বলতেন এই যে তুমি আসো আর খুজে খুঁজে আমাকেই পড়া ধরতেন কারন তিনি জানতেন ও পড়া না শিখেও বসে আছে। আর আমাকে ডেকে নিত ব্ল্যাক বোর্ডের সামনে কারন উনার পড়া ধরার সিস্টেমটাই ছিল সামনে ডেকে নিয়ে পড়া ধরা। তখন মনে মনে সময়কে বলতাম সময় তুমি কখন যাবে আর সময়টা যেন ঘাপ্টি মেরে বসে থাকত । কি করার পড়া তো পারিনা হয় হাতের তালুতে তিনটি বেতের আঘাত নতুবা পিঠে তিনটি থাপ্পর আমি আবার দিতিও ধাপটাই বেঁছে নিতাম মানে পিঠে তিন থাপ্পর । থাপ্পর খেয়ে যখন সেই পেছনের বেঞ্চে বসতাম আর মনে মনে কতো কিছুই না বলেছি । মাঝে মাঝে একা বলতাম আমিও একদিন ইংরেজি আপনার চাইতে বেশি পারব। কিন্তু এখন বুঝতে পারছি তিনি আমাদের শিখিয়ে চলে গেলেন আজ না ফেরার দেশে।

    শিক্ষক মুরহুম মোঃ নুরুল ইসলাম-ফয়জুন নেছা উচ্চ বিদ্যালয়,বরাইদ,মানিকগঞ্জ।

    মৃত্যুর তারিখঃ ২৯-০১-২০২০ ইং।

     

    মোঃ খাদেমুল আজাদ

    শিক্ষার্থী,আইন বিভাগ

    সিটি ইউনিভার্সিটি,খাগান, সাভার ঢাকা।

  • অন্যধারা সাহিত্য সংসদের সাহিত্য আড্ডার মধ্যমণি কবি সৌমিত্র দেব

    অন্যধারা সাহিত্য সংসদের সাহিত্য আড্ডার মধ্যমণি কবি সৌমিত্র দেব

    অন্যধারা সাহিত্য সংসদের ২০৭ তম সাহিত্য আড্ডার মধ্যমণি হয়েছেন কবি সৌমিত্র দেব । সম্প্রতিশুক্রবার ২২ ইন্দিরা রোডে অনুষ্ঠিত সেই আড্ডায় প্রধান অতিথি ছিলেন বিলু কবির। সভাপতি ছিলেন কল্যাণ চক্রবর্তী।আলোচক ছিলেন মীনা মাশরাফি, সঞ্চালনায় ছিলেন ক্যামেলিয়া আহমেদ।উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, মির্জা আশ্রাফ, হুমায়ুন কবির, মোজ্জাফর বাবু, অনিকেত, হেলাল উদ্দিন, হামিদা পারভিন সম্পা, নুরুন্নাহার,কবি আহসান কবির সহ আরো অনেকে ।

  • কবিতা- শুধুই ভক্ত

    কবিতা- শুধুই ভক্ত

    সৌমিত্র দেব
    আমরা শুধুই ভক্ত
    প্রিয় নেতার জন্য না হয়
    নাই বা দিলাম রক্ত।

    মুখে বলি দেশের কথা
    মনের ভেতর বাস্তবতা

    লুটের পণ্য দখল করে
    কেমনে বাঁচাই তখ্ত

    আমরা শুধুই ভক্ত।

  • কবিতা-চলেশ রিছিল

    কবিতা-চলেশ রিছিল

    সৌমিত্র দেব

    চলেশ রিছিল চলেশ রিছিল
    তোমায় নিয়ে গাছের মিছিল
    চলছে
    মধুপুরের পাখপাখালি
    আজো দেখি তোমার কথা
    বলছে

    চলেশ রিছিল চলেশ রিছিল
    তোমায় নিয়ে পাখির মিছিল
    চলছে
    গাছের চোখে তোমার আগুন
    পাখির ঠোঁটে তোমার আগুন
    জ্বলছে।

  • কবিরা যেমন হয়

    কবিরা যেমন হয়

    ডাঃ আমজাদুল হক

    আঁধারে আঁধারে তুমি

    দু’চোখের আলো
    তবে চলে আসো
    গুটিয়ে ফেলো স্বপ্ন জাল….

    একবার কবি হবো
    একবার তোমাকে ছুবো
    এ পরম ইচ্ছা আমার…

    কি মোহাচ্ছন্ন, মায়া
    দুচোখ
    ভ্রু
    নাক
    কি অবিনাশী কন্ঠ তোমার
    তুমি বারবার আসো
    বারবার তুমি হাসো

    চোখে চোখে মায়া
    চেয়ে দেখো….
    কতটুকু যাতনা সয়ে
    আজ হৃদয়ের ক্ষরন…

    শুধু একবার কবি হবো
    শুধু একবার ছবি হবো
    শুধু একবার তোমাকে ছুবো
    শুধু একবার তোমার হব….
    এ আমার সুখ
    এ আমার প্রাচুর্য বিরহ কথা…

    (পর্ব-৪৬)