Category: জাতীয়

  • সাভারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হলো

    সাভারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হলো

    সাভারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হলো

    শেখ এ কে আজাদ ও রফিকুল ইসলাম জিল্লুঃ
    সারা দেশের মতো সাভারের দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এই মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের পরেই মুসল্লিরা নামাজ আদায় করেন মডেল মসজিদে। মডেল মসজিদ উদ্বোধনে সাভারে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

    ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আজ গণভবন থেকে ভার্চুয়ালি সাভার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাভার ও আশুলিয়াবাসীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। নিঃসন্দেহে সাভারবাসীর জন্য আজকের দিনটি ঐতিহাসিক দিন। জাতীয় জীবনেও ইতিহাসে দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একসঙ্গে এত মসজিদ কেউ তৈরি করেনি, যা করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

    তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন ইসলামের একজন অন্যতম শ্রেষ্ঠ খাদেম শেখ হাসিনা।

    প্রতিমন্ত্রী বলেন, ইসলাম প্রচার ও প্রসারে এ এক অনন্য নজির। নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু হিসেবে মসজিদের ব্যবহার আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকেই মনেপ্রাণে লালন করেন আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে সরকারি জায়গা বরাদ্দ থেকে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। এভাবে ইসলামের খেদমতে যেভাবে নিয়োজিত ছিলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তেমনি তার যোগ্য উত্তরসূরি তথা একজন খাঁটি ঈমানদার মুসলমান হিসেবে আমরা পেয়েছি জননেত্রী শেখ হাসিনাকে।

    ডা. এনামুর রহমান মহান এই নেত্রীর হাত ধরেই আজ সাভার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসহ আটটি বিভাগের উদ্বোধন করা হলো ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। তিনি বলেন, আমাদের রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন।

    স্থান নির্বাচন, সব প্রতিবন্ধকতাকে জয় করে সাভারে এই নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটি নির্মাণে যারা আমার সঙ্গে ছিলেন, তাদের সবার প্রতি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।

    এসময় ঢাকা জেলা প্রশাসক (ডিসি) শহিদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণি, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিনসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও সাভারের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

    সাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

    সাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

    শেখ এ কে আজাদ ও মোঃ রফিকুল ইসলাম জিল্লু সাভার থেকেঃ
    সাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। শিশুদের খাওয়ানো হলো ভিটামিন-এ ক্যাপসুল।
    সাভারে ভিটমিন ‘এ’ প্লাস ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এই এই ক্যাপসুল খায়ানো হবে।

    শনিবার (৫ জুন) সকাল ১১টায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)।এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জাভেদ মোস্তফা সহ আরও অনেকে।

    এসময় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান , উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

    সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, আজ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ এর আমরা আশা করছি যে, সাভার উপজেলায় কোনো শিশু বাদ পড়বে না। আমরা বাড়ি বাড়ি গিয়েও খোঁজ নিয়ে ৬ মাস বয়স থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশুদেরকে এই ভিটামিন খাওয়াবো ইনশাআল্লাহ।

    এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা আরও জানান, আমরা ১ লাখ ৮৪ হাজার শিশুকে এই ক্যাপসুল খাওয়াবো।এবার ছয় থেকে ১১ মাস বয়সি ২৪ হাজার ৬৭৫ জন শিশুকে নীল ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা ধরা হয়েছে। যার সরবরাহ রয়েছে ২৪ হাজার ৮২৭ টি ক্যাপসুল। আর ১২ থেকে ৫৯ মাস বয়সি ১ লাখ ৬০ হাজার ২২৭ জন শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার সরবরাহ রয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৫০ টি ক্যাপসুল।

  • ঢামেক করোনা আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

    ঢামেক করোনা আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

    ঢামেক করোনা আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে নতুন ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।

     

    বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, আগুন লাগার পরই আইসিইউ থেকে রোগীদের বের করে আনেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের হাসপাতালটির অন্য আইসিইউতে স্থানান্তর করা হয়।

    স্থানান্তরের সময় ৩ জন রোগী মারা গেছেন জানিয়ে তিনি আরো বলেন, যারা মারা গেছেন তারা কেউই দগ্ধ হননি। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। অন্য রোগীরা ঠিক আছেন।

    হাসপাতালের অক্সিজেন লাইন থেকে আগুন দ্রুত ছড়িয়েছে উল্লেখ করে নাজমুল হক বলেন, আইসিইউর অনেক যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।

    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে ৫টি ইউনিট গিয়ে সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

  • সারা বাংলাদেের ন্যায় সাভার উপজেলা পাথালিয়া ইউনিয়নে ৪১ টি গৃহহীন পরিবারের মধ্যে দলিল হস্তান্তর

    সারা বাংলাদেের ন্যায় সাভার উপজেলা পাথালিয়া ইউনিয়নে ৪১ টি গৃহহীন পরিবারের মধ্যে দলিল হস্তান্তর

    সারা বাংলাদেের ন্যায় সাভার উপজেলা পাথালিয়া ইউনিয়নে ৪১ টি গৃহহীন পরিবারের মধ্যে দলিল হস্তান্তর

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    সারা বাংলাদেশের সাভার উপজেলায় ভূমিহীন পরিবারের মাঝে গৃহ ও জমি বরাদ্দ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করতে পারা নিজের সবচেয়ে বড় আনন্দের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    এদিন দেশের ৪৯২ উপজেলার প্রায় ৭০ হাজার পরিবারকে পাকাঘর হস্তান্তর করেন তিনি।

    সাভার উপজেলায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মাননীয় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পারভেজুর রহমান, সাভারব ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, সাভার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা সায়েমুল হুদা, ঢাকা জেলা যুবলীগের সাধারন সম্পাদক জিএস মিজানুর রহমানসহ অন্যন্য নেতৃবৃন্দ এবং সাভার উপজেলা বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা।
    সাভারে ৪২০ জন গৃহহীন পরিবারের মধ্যে ৪১ জন পরিবারকে জমি ও ঘরের দলিল বুঝিয়ে দেন অতিথিগন।

     

  • সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের আন্দোলে পদোন্নতির সুযোগ

    সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের আন্দোলে পদোন্নতির সুযোগ

    সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের আন্দোলে পদোন্নতির সুযোগ

    বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের জন্য সুখবর আসছে। মাঠ প্রশাসনে কাজ করা এসব পদের কর্মচারীরা পদোন্নতির সুযোগ তৈরি এবং বেতন বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। তবে সরকারের পক্ষ থেকে সাড়া মিলছিল না।

    গত ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত টানা কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানানোর পর এবার তাঁদের দাবি মানার উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে গত সপ্তাহে এসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
    উল্লিখিত পদের সমান গ্রেডে কাজ করা সচিবালয়ের কর্মচারীরা পদোন্নতির সুযোগ পান। একই রকম সুযোগ মাঠ প্রশাসনের কর্মচারীদেরও দাবি। শেষ পর্যন্ত মাঠপর্যায়ের কর্মচারীদের পদ-পদবি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।

    মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে এসংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

    মন্ত্রিপরিষদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। দ্রুতই সুখবর পাবেন মাঠ প্রশাসনের কর্মচারীরা।

  • যুবলীগকে মডেল সংগঠন করা হবে আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন

    যুবলীগকে মডেল সংগঠন করা হবে আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন

    যুবলীগকে মডেল সংগঠন করা হবে আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন

    সত্যেরসংবাদ ডেক্সঃ
    যুবলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়ে সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, যুবলীগকে মডেল সংগঠন করতে কাজ করবেন তিনি।

    শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির যে তালিকা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন, তাতে সুমনেরও নাম আছে।

    সুমন বলেন, ‘সকলের কাছে দোয়া চাই। বাংলাদেশ আওয়ামী যুবলীগকে কীভাবে একটি মডেল সংগঠনে পরিণত করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাব।’

    ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমন।

    যুবলীগের নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকায় পদ পাওয়ায় আনন্দিত সুমন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই দায়িত্বকে তিনি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।‘আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে, আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন সম্পাদক পদে দেয়া হয়েছে। আমি মনে করি এইটা আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ।’

    কী ভূমিকা পালন করতে চান, সেটিও তুলে ধরেন এই আইনজীবী। বলেন, ‘বাংলাদেশ যুবলীগকে আইনগত দিক থেকে আমি সহায়তা করার চেষ্টা করব।’

    এই পদ আলাদা কোনো সুবিধার বিষয় নয় উল্লেখ করে সুমন বলেন, ‘আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব লীগের সভাপতি ফজলে সামস পরশের সম্মান রক্ষার দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে।’

    যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সুুুমন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পীরবাজার গ্রামে জন্ম সুমনের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জনের পর ২০০৮ সালে তিনি লন্ডনে বার অ্যাট ল পড়া শুরু করেন। ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জনের পর তিনি দেশে ফিরে আসেন।

    বাংলাদেশের বেশ কিছু আলোচিত মামলায় সুমন আইনজীবী হিসেবে সম্পৃক্ত হয়ে দৃষ্টি আকর্ষণ করেন। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তিনি আইনজীবী ছিলেন। ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সুমন আইনি সহায়তা দেন।

    ফেসবুক লাইভের মাধ্যমে সুমন উল্লেখযোগ্য সাড়া জাগাতে সক্ষম হয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে চুনারুঘাট এলাকায় তিনি ছড়া-খালের উপর ২১টি সেতু নির্মাণ করেন। এছাড়াও সুমন নিজ এলাকায় ৪০টি রাস্তা তৈরিতে ভূমিকা পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সাথে জরিত রয়েছেন।

  • প্রবেশন আইনের অধীনে হাইকোর্টের প্রথম ঐতিহাসিক রায়

    প্রবেশন আইনের অধীনে হাইকোর্টের প্রথম ঐতিহাসিক রায়

    প্রবেশন আইনের অধীনে হাইকোর্টের প্রথম ঐতিহাসিক রায়

    ইয়াবার মামলায় ৫ বছরের দণ্ডিত আসামি মতি মাতবরকে দেড় বছর ধরে প্রবেশন অফিসারের অধীনে থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আদালত বলেছেন, প্রবেশনে থাকাকালে তাকে তার ৭৫ বছরের বৃদ্ধ মায়ের যত্ন নিতে হবে। দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ও দ্বিতীয় শ্রেণীতে পড়া ছেলের লেখাপড়া চালিয়ে যেতে হবে। আর এসব শর্ত না মানলে তাকে জেলে যেতে হবে। রবিবার (৮ নভেম্বর) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

  • প্রায় দুই যুগে পদোন্নতি বঞ্চিত ইউআরসি ইন্সট্রাক্টরদের মাঠ পর্যায়ে হতাশা, দাবী যৌক্তিক পদোন্নতি

    প্রায় দুই যুগে পদোন্নতি বঞ্চিত ইউআরসি ইন্সট্রাক্টরদের মাঠ পর্যায়ে হতাশা, দাবী যৌক্তিক পদোন্নতি

    প্রায় দুই যুগে পদোন্নতি বঞ্চিত ইউআরসি ইন্সট্রাক্টরদের মাঠ পর্যায়ে হতাশা, দাবী যৌক্তিক পদোন্নতি

    সত্যেরসংবাদডেক্সঃ
    প্রাথমিক শিক্ষায় ২২/২৩ বছর চাকুরী করেও পদোন্নতি পাচ্ছেন না উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) এর দক্ষ ও মেধাবী ইন্সট্রাক্টরগণ। শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তরধারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইউআরসি ইন্সট্রাক্টরগণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক সুপারভিশন. লিডারশীপ, একিভূত শিক্ষা, আইসিটি, ০৮টি বিষয়ের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, নবনিয়োগপ্রাপ্ত ও প্রাক-প্রাথমিক শিক্ষকদের প্রারম্ভিক প্রশিক্ষণ, চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ বাস্তবায়নে ম্যানুয়াল প্রণয়ন ও মনিটরিংসহ স্বল্পমেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ ও শ্রেণি কার্যক্রমে হাতে কলমে শিখন-শেখানো কার্যাবলী পরিচালনা করে শিক্ষকদের অধিক দক্ষ করে তু্লছেন। যার ফলে বেড়েছে শিক্ষার হার, বেড়েছে শিক্ষার মান, কমেছে ঝরে পড়া শিশু শিক্ষার্থীর হার। যা গুণগত ও মানসম্মত টেকসই প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউআরসি। অভিভাবক ও মা সমাবেশ (ঝরে পড়া রোধ, শিশুস্বাস্থ্য, পুষ্টি ও খাদ্য, উপস্থিতি বৃদ্ধি, শিখন পরিবেশ ইত্যাদি), শিক্ষকদের প্রযুক্তিগত সহায়তা, শিক্ষকদের ডাটাবেজ, এ্যাকশান রিসার্চ এর মাধ্যমে সমস্যা চিহ্নিত ও সমাধানের উপায় নিরুপণ, সমাপনি পরীক্ষায় দায়িত্বপালনসহ প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে ইন্সট্রাক্টরের নেতৃত্বে ইউআরসির নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কাজ (সরকারি কাজ তদারকি, নির্বাচন পরিচালনা, জাতীয় প্রোগ্রাম বাস্তবায়নসহ উর্ধতন কর্তৃপক্ষের আদিষ্ট কাজ) আন্তরিক ও সুনামের সাথে পালন করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারি করোনায় ও অন্যান্য দুর্যোগে উপজেলা প্রশাসনের নেতৃত্বে জনগনের সেবা করতে গিয়ে ইন্সট্রাক্টর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বজনদের কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। করোনার ভয়াল থাবায় যখন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তখন ইন্সট্রাক্টরের নেতৃত্বে ইউআরসি অনলাইন ক্লাশ পরিচালনায় শিক্ষকদের প্রশিক্ষিত করা, ইউটিউব চ্যানেল এ ক্লাসের ভিডিও আপলোড করা, বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ পরিচালনাসহ শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন। বর্তমান সরকারের চিন্তা থেকে সৃষ্ট ইউআরসি উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। উপজেলার শিক্ষকগণ নিজ উপজেলায় প্রশিক্ষণ গ্রহণ ও একাডেমিক সহযোগিতা পাওয়ায় সরকারের অনেক ব্যয় সংকোচন হয়েছে যা সরাসরি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে পরিপূর্ণ করতে প্রত্যক্ষ সহযোগিতা করছে।
    দুঃখজনক ভাবে বর্তমান সরকারের আমলে যেখানে প্রাথমিক শিক্ষার সকলেরই পদোন্নতি পাচ্ছে সেখানে শুধুমাত্র ইউআরসি ইন্সট্রাক্টরগণকে পদোন্নতি
    বঞ্চিত করা হচ্ছে। ফলে তাঁদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। ইউআরসি ইন্সট্রাক্টরের ফিডার পদ যেহেতু সহকারি সুপারিনটেনডেন্ট (পিটিআই) তাই দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে সম্প্রতি ৬৬টি সহকারি সুপারিনটেডেন্ট পদ সৃষ্টি ও পদায়নের অনুমোদন হয়েছে। উক্ত পদ সৃষ্টির ফলে পিটিআইতে সহকারি সুপারিনটেনডেন্ট পদটি একটির স্থলে দুটিতে উন্নীত হয়েছে। পিটিআই এবং ইউআরসি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পদ দুটির একটিকে সহকারি সুপারিনটেনডেন্ট (পিটিআই) এবং দ্বিতীয়টিকে সহকারি সুপারিনটেনডেন্ট (ইউআরসি) নামে চিহ্নিত করা যায়। সহকারি সুপারিনটেনডেন্ট পদে তাদের পদোন্নতিতে চলতি দায়িত্ব প্রদান করা হলে তাদের মধ্যে হতাশা দূর হবে এবং মাঠ পর্যায়ের কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে। উল্লেখ্য-প্রতি বছর বিশেষ কৃতিত্বের জন্য ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া সরকারের বৃত্তি নিয়ে প্রতিবছর অনেক ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরগণ বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে প্রাথমিক শিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। শিক্ষা গবেষণায় উচ্চতর ডিগ্রী অর্জনধারীদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে সহকারি বিশেষজ্ঞ, এবং এনসিটিবি পদে সংযুক্তি দেওয়া যেতে পারে।

    এ বিষয়ে বাংলাদেশ ইউআরসি ইন্সট্রাক্টর কল্যাণ সমিতির সভাপতি তরিকুল ইসলাম সেগুন বলেন, “ইন্সট্রাক্টর পদে প্রায় ২২ বছর যাবৎ চাকুরী করছি। শিক্ষক, সহকারি ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, পিটিআই ইন্সট্রাক্টরসহ সকলেরই পদোন্নতি হচ্ছে কিন্তু আমাদের কোন পদোন্নতি নেই বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি দ্রুত পদোন্নতিতে চলতি দায়িত্ব প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও উর্ধ্বতন কর্মকর্তা এবং মহাপরিচালক (প্রাশিঅ) এর প্রতি অনুরোধ জানান। সেই সাথে শূণ্যপদে জনবল নিয়োগ, অতি দ্রুত সমন্বিত নিয়োগ বিধিমালা ২০২০ অনুমোদন ও বাস্তবায়ন, প্রশিক্ষণ কক্ষ সম্প্রসারণ, একজন সহকারী ইন্সট্রাক্টর (আইসিটি), একজন অফিস সহকারী নিয়োগ, ইউআরসিতে বছরব্যাপী আইসিটি প্রশিক্ষণসহ অন্যান্য প্রশিক্ষণ প্রদানে তিনি জোর দাবী জানান।

  • সাভারে শিক্ষার্থী নীলা হত্যার অভিযুক্ত কিশোর গ্যাং মিজানুর রহমানসহ ২ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ

    সাভারে শিক্ষার্থী নীলা হত্যার অভিযুক্ত কিশোর গ্যাং মিজানুর রহমানসহ ২ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ

    সাভারে শিক্ষার্থী নীলা রায় হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমানসহ তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ

    শফিকুল ইসলাম জিল্লু,সাভারঃ
    সাভারে চাঞ্চল্যকর নীলা রায় নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমানসহ তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে রাত ১০টার দিকে রাজফুলবাড়িয়া কর্ণেল ব্রিকস ফিল্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    প্রধান আসামি মিজানুর সাভারের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

    গ্রেফতার বাকী দুই আসামিরা হলেন- সাকিব ও জয়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

    পুলিশ জানায়, সাভারে চাঞ্চল্যকর নীলা হত্যাকান্ডের ঘটনার পরদিন ২১ সেপ্টেম্বর নিহতের বাবা নারায়ণ রায় মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহারসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এরপর থেকে পলাতক ছিলেন আসামিরা। পরে গত মঙ্গলবার মিজানুরের সহযোগী সেলিম পালোয়ান ও পরে গতকাল রাতে মিজানুরের বাবা-মাকে গ্রেফতার করা হয়। এরপর আজ অভিযান চালিয়ে মিজানুর ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

    সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নীলা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মিজানুরকে গ্রেফতার করা হয়েছে।

    প্রসঙ্গত, গত রবিবার রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করে বখাটে মিজানুর রহমান। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে নিকটস্থ তার নিজ পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নীলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ আরও জানান আগামীকাল আসামীদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

  • দিকরা সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড’১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার, ৪৪ জন ভুক্তভোগী চাকুরীপ্রার্থী উদ্ধার করেছে-র‍্যাব-৪

    দিকরা সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড’১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার, ৪৪ জন ভুক্তভোগী চাকুরীপ্রার্থী উদ্ধার করেছে-র‍্যাব-৪

    দিকরা সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড’১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার, ৪৪ জন ভুক্তভোগী চাকুরীপ্রার্থী উদ্ধার করেছে-র‍্যাব-৪

    সত্যের সংবাদঃ
    রবিবার ২০ সেপ্টেম্বরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ‘দিকরা সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড” নামক একটি কোম্পানী চাকুরীপ্রার্থী মানুষের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল ২০/০৯/২০২০ তারিখ বিকাল ১৪.৩০ ঘটিকা হতে রাত ২২.৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় (ক) ‘‘দিকরা সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড”, পল্লবী, (খ) আনোয়ারা লজিস্টিক এন্ড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, সেনপাড়া, কাজীপাড়া (গ) আনোয়ার লজিস্টিক এন্ড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, আদাবর, মোহাম্মদপুর এ তিনটি শাখা হতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া চাকুরীদাতা প্রতারক চক্রের ১৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয় এবং ৪৪ জন ভুক্তভোগী চাকুরীপ্রার্থী উদ্ধার করা হয়।

    ১। মামুন হোসেন বিল্লাল (৩৬) জেলা-বরিশাল
    ২। মোঃ উজ্জল মিয়া (২৫), জেলা-নরসিংদী
    ৩। মোঃ শরিফুল ইসলাম (২২), জেলা-কুমিল্লা
    ৪। মোঃ সোহাগ খাঁন (২২) জেলা-টাংগাইল
    ৫। মোঃ আমানুল ইসলাম (২২) জেলা-পাবনা
    ৬। মোঃ জাকির হোসেন (২৪) জেলা-নোয়াখালী
    ৭। মোঃ রায়হান (২০) জেলা-ভোলা
    ৮। ফোরকান উদ্দীন (৩০) জেলা-চট্টগ্রাম
    ৯। মনিরুল ইসলাম (২৪) জেলা-ফরিদপুর
    ১০। মোঃ রাহাত হাওলাদার (২৪) জেলা-পটুয়াখালী
    ১১। মোঃ আহাদ (২৫) জেলা-লক্ষীপুর
    ১২। মোঃ আবু রায়হান (২২) জেলা-মুন্সিগঞ্জ
    ১৩। মোঃ সাহিবুর রহমান (২২) জেলা-রংপুর
    ১৪। মোঃ আলিফ হোসেন (২০) জেলা-বরিশাল

    র‍্যাব ঘটনাস্থল হতে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৪টি ভর্তি ফরম বই, ১০টি ভিডিটিং কার্ডের বক্স, ৭০ পাতার চাকুরির নিয়োগ ফরম,০৭টি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, নগদ মোট-৯৭,০০০/-টাকা, ৫ টি রেজিস্টার, ১ টি নোট বুক, ১ টি খাতা, ৫২ সেট চাকরীপ্রার্থীর জীবন বৃত্তান্ত, ৮ টি সিল, ২টি পরিচয়পত্র, ৫টি ভুয়া পোস্টিং ফরম জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন জায়গায় মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের চাকুরী দেয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন থেকে প্রতারক চক্রটি নিরীহ ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় এই প্রতারক চক্রের মুল হুতা মামুন হোসেন বিল্লাল (৩৬) জেলা-বরিশাল। তার তত্ত্বাবধানে উপরোক্ত ০৩টি ভুয়া প্রতিষ্ঠান পরিচালিত হত।
    মামুন ছাড়াও পলাতক আরও ৪/৫ জন এই প্রতারনার কাজে জড়িত। পলাতকদের গেস্খফতারে জোড় প্রচেষ্টা অব্যাহত আছে।
    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতারক চক্রদের বিরুদ্ধে তদন্ত এবং গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অদূর ভবিষ্যতেও এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।