Category: ফটো গ্যালারি

  • সাভারের আমবাগানে ১১ বছরের শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত আসামী আদালতে স্বীকারক্তি

    সাভারের আমবাগানে ১১ বছরের শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত আসামী আদালতে স্বীকারক্তি

    • ষ্টাফ রিপোর্টার:

    সাভারের আশুলিয়া আমবাগানে রিকশা চালকের ১১ বছরের শিশুকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত কুদরত হোসেন (৩২) কে পুলিশ গ্রেফতার করে আদালতে জবানবন্দি দিয়েছে ধর্ষন কারী।

    বুধবারে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান। এর আগে আসামিকে (৭ জানুয়ারি) গভীর রাতে আশুলিয়ার গোকুলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মঙ্লবারে আদালতে প্রেরণ করে।

    গ্রেফতার আসামী কুদরত হোসেন মুনশিগঞ্জ জেলার শ্রীনগর থানার মৃত বাচ্চু মিয়িার ছেলে। বর্তমানে আশুলিয়ার গোকুলনগর এলাকার রাসেল মিয়ার ভাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতো। সে তিন সন্তানের জনক বলে জানা গেছে।

    আশুলিয়া থানার উপ-পরিদর্শক রকিবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার গোকুলনগর বাজার থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। বুধবার (৮ জানুয়ারি) তাকে আদালতে নেওয়া হলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে সে। একই সাথে অপরাধের বর্ণনা দেয়।

    গত ২ জানুয়ারি সন্ধ্যার দিকে আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমতলা এলাকায় এ ধর্ষনের ঘটনা ঘটে। আসামি ভুক্তভোগীর ভাড়া বাসার সামনে থেকে কৌশলে নিয়ে গিয়ে আকবর দিপুর নির্মাণাধীন ২তলা ভবনের নিচতলায় নিয়ে শিশুকে ধর্ষণ করে।
    এসময় কিশোরী অসুস্থ্য হয়ে পড়লে বসায় দিয়ে আসে ধর্ষক নিজে। এসময় ভুক্তভোগী তার দাদীকে দেখে চিৎকার দিয়ে ডাকলে আসামি পালিয়ে যায়। পরে ভুক্তভোগী কিশোরীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি করা হয়। গত ৪ জানুয়ারি শিশুর মা বাদী হয়ে অজ্ঞাত এক জনকে আসামি করে মামলা দায়ের করেন।

  • ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

    ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

    • ষ্টাফ রিপোর্টারঃ

    রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তার নাম মজনু (৩০)। তার কাছ থেকে ভিকটিম ছাত্রীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম আজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    সারওয়ার বিন কাশেম জানান, ধর্ষণের শিকার ছাত্রীকে গ্রেপ্তার করা ব্যক্তির ছবি দেখানো হয়েছে। তিনি তাকে ধর্ষক করে শনাক্ত করেছেন।

    এর আগে মঙ্গলবার রাতে র‌্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল বলেছিলেন, আমরা তিন জনকে শনাক্ত করেছি। তারা আমাদের নজরদারিতে রয়েছে। প্রকৃত ধর্ষক নিশ্চিত হওয়ার পর যেকোনো সময় অপরাধীকে গ্রেপ্তার করা হতে পারে।

  • মানুষের কল্যাণের জন্য আমি যে কোন পদক্ষেপ নিতে দ্বিধা করবো না জাতির উদ্দেশ্যে ভাষণেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    মানুষের কল্যাণের জন্য আমি যে কোন পদক্ষেপ নিতে দ্বিধা করবো না জাতির উদ্দেশ্যে ভাষণেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    • ষ্টাফ রিপোর্টারঃ

    দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আবারও সবাইকে সতর্ক করে দিতে চাই দুর্নীতিবাজ যে-ই হোক, যত শক্তিশালীই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।
    মানুষের কল্যাণের জন্য আমি যে কোন পদক্ষেপ নিতে দ্বিধা করবো না।

    আওয়ামী লীগের নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন।

    দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আমি আবারও সবাইকে সতর্ক করে দিতে চাই দুর্নীতিবাজ যে-ই হোক, যত শক্তিশালীই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। গত বছর সরকার গঠনের পর জাতির উদ্দেশে ভাষণে আমি দুর্নীতির সঙ্গে জড়িতদের শোধরানোর আহ্বান জানিয়েছিলাম। আমি সাধারণ মানুষের জন্য কাজ করি।দশ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। এদেশের মানুষ ভালো-কিছুর স্বপ্ন দেখা ভুলেই গিয়েছিল।
    স্বপ্ন দেখে উন্নত জীবনের। স্বপ্ন দেখে সুন্দরভাবে বাঁচার। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
    দশ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে বিরাট ব্যবধান। মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে।মানুষ আজ স্বপ্ন দেখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার ৭ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন

  • সাভারের সিআরপি এলাকায় র‌্যাব-৪ এর অভিযানে রেজাউল করিম (৪৭) নামে ধর্ষণের চেষ্টাকারী গ্রেফতার

    সাভারের সিআরপি এলাকায় র‌্যাব-৪ এর অভিযানে রেজাউল করিম (৪৭) নামে ধর্ষণের চেষ্টাকারী গ্রেফতার

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক সাভার থেকেঃ

    সাভারের সিআরপি এলাকায় থেকে মোঃ রেজাউল করিম (৪৭) নামে ১ জন ধর্ষণের চেষ্টাকারীকে সিপিসি-২, র‌্যাব-৪ এর অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

    র‍্যাব জানায়, সোমবার দুপুরে সিআরপি হাবিবুর রহমান এর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতো ধর্ষণের চেষ্টাকারী মোঃ রেজাউল করিম।গ্রেফতারের পর আসামীকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
    ঐ নারী সাভারের সিআরপি এলাকায় ভাড়া বাসা খোঁজার জন্য গেলে ঐ নারীকে ভাড়া বাসা খোঁজার এক পর্যায়ে
    বাসা দেখানোর কথা বলে তাকে তার রুমে নিয়ে ধর্ষনের চেষ্টা করে তাকে জোরপূর্বক শ্লীলতাহানী করে।
    নারী বাঁচার জন্য ধর্ষনকারীকে তা হাতের কোনুই দ্বারা আঘাত করে ও পা দ্বারা লাথি মেরে দৌড়ে পালিয়ে আসলে রাস্তায় র‍্যাব-৪ এর টহলরত দ্বায়িত্বপালন করা র‍্যাবের একটি গাড়ী দেখলে তাদেরকে বিষয়টি জানায়।
    পরে টহলরত দ্বায়িত্বপালন করা র‍্যাব-৪ এর দল ঐ সময় সিআরপি হাসপাতালের পার্শ্বে ভাড়া বাসা হতে অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী মোঃ রেজাউল করিমকে গ্রেফতার করে সাভার মডেল থানায় হস্তান্তর করে।

    র‍্যাব-৪ এর কোম্পানী অধিনায়ক,উপ- পরিচালক মেজর শিবলী মোস্তফা জানান,গ্রেফতারকৃত ধর্ষণের চেষ্টাকারী মোঃ রেজাউল করিমকে সাভার মডেল থানায় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) আইনে ৬ জানুয়াী ১২ নম্বর মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এইরুপ করলে অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে।

  • শোক সংবাদঃ সাভার পৌর সাবেক জনপ্রিয় কাউন্সিলর মরহুম কাদের মিয়ার ছেলে ফরিদ হোসেন টুটুল মৃত্যবরণ করেছেন ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন”

    শোক সংবাদঃ সাভার পৌর সাবেক জনপ্রিয় কাউন্সিলর মরহুম কাদের মিয়ার ছেলে ফরিদ হোসেন টুটুল মৃত্যবরণ করেছেন ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন”

    ফরিদ হোসেন টুটুল আর নেই।তিনি প্যানেল মেয়র ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং জনপ্রিয় কমিশনার মরহুম আলহাজ্ব আব্দুল কাদের মিয়ার বড় ছেলে ফরিদ হোসেন টুটুল। (৬ জানুয়ারি)২০২০ ইং সোমবার গভীর রাত ১২ টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেছেন।’ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন” পরিবার সূত্রে তার স্ট্রোক জনিত ইন্তেকাল হতে পারে।” ফরিদ হোসেন টুটুলের অকাল মৃত্যুতে সাভার পৌর ৮ নম্বর ওয়ার্ডে সাধারন মানুষের শোকের ছায়া নেমে আসে।মৃত্যেুকালে তার বয়স আনুমানিক ৩৫ বছর হয়েছিলো।

    মরহুমের নামাজের জানাজা হবে মঙ্গলবার সকাল ১০ টায় সাভারের রাজাশন প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গনে।

    সাভার পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়াসহ আওয়ামীলীগের অংগসংগঠনের নেতা-কর্মীরা ফরিদ হোসেন টুটুলের অকাল মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের মাঝে সমাবেদনা জ্ঞাপন করছেন তিনি ।

    সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির পক্ষে আহবায়ক শেখ এ কে আজাদ তার এ মৃত্যতে গভীরভাবে শোকাহত ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।-বিজ্ঞপ্তি

  • অবৈধ আয় এক ধরনের মানসিক রোগ..

    অবৈধ আয় এক ধরনের মানসিক রোগ..

    লেখক,হাফিজুর রহমান।

    ঘুষ বা অবৈধ আয় এক ধরনের মানসিক রোগ। এসব রোগীরা আস্তে আস্তে নেশাগ্রস্ত হয়ে যায়। এ নেশার জগত থেকে আর বের হতে পারেনা। জীবনে অনেক দেখেছি। যে ছেলেটা একটা চাকুরির আশায় দুয়ারে দুয়ারে ঘুরেছে, আর বলেছে একটা চাকুরি পেলে আর কিছু চাই না। সেই চাকুরি পাওয়ার পর প্রথম ঘুষ খাওয়া শুরু করলো ছেলেটি। বললো একটা বাড়ী হলে আর কিছু চাই না। বাড়ী হ‌ওয়ার পর গাড়ী। এখন সে বিশাল বিত্ত বৈভবের মালিক। তবুও থামেনি তার অবৈধ আয়ের নেশা।

    মানুষের অর্থ বিত্তের প্রয়োজন আছে। কিন্তু তার একটা লিমিট থাকা চাই। কিন্তু আমাদের এ আনলিমিটেড চাওয়া সয়ং সৃষ্টিকর্তাও মিটাতে ব্যর্থ। আমাদের সবচেয়ে বড় সমস্যা এখানেই। এরা অবৈধ আয়ের নেশায় এমনভাবে নিমজ্জিত হয় যে শেষে এ সম্পদ ভোগের সময় পায় না। তার আগেই পটল তুলে।

    তারপর পরবর্তী প্রজন্ম নতুন নেশায় বাবার রেখে যাওয়া অর্থ খরচ করে নতুন ইতিহাস গড়ে। অথচ তার অবৈধ অর্থ অনর্থক হয়ে যায় শুধু নেশার কারণে।

    আমি কোন নির্দিষ্ট পেশার কথা বলছিনা। এ চিত্র সকল পেশার মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। যে অবৈধ পথে আয় করে নেশাগ্রস্ত হয়েছে সে ৫৯ বছর বয়সেও যেখানে অবৈধ আয়ের সুযোগ আছে সেখানেই পোস্টিং নিতে অবৈধ পন্থা খুঁজে বের করবেই। অথচ একবারও ভাবে না আমার কি ছিল, এখন কি হয়েছে। আমার আর কিছু দরকার নেই। চাকুরির শুরুতে যার কিছু ছিল না, এখন সে পাঁচ তলা বাড়ির মালিক। মাসে লক্ষাধিক টাকা বাসা ভাড়া পায়। সেও থামতে পারিনি এ অবৈধ আয়ের নেশা থেকে। চাকুরি শেষ হ‌ওয়ার আগের দিন‌ও শেষ অবৈধ আয়ের জন্য হাত বাড়িয়ে দেয়।

    এর জন্য প্রয়োজন চিকিৎসার। হ্যাঁ মানসিক চিকিৎসার প্রয়োজন এদের। মোটিভেশনের জন্য দির্ঘদিনের ছুটি, ভ্রমণ, মোটিভেশনাল প্রশিক্ষণ, বাধ্যতামূলকভাবে বস্তি বা অনগ্রসর জনগোষ্ঠীর সাথে কিছুদিনের জন্য বসবাস সহ সরকারিভাবে নানামুখী পদক্ষেপ নেয়া দরকার বলে মনে করি। শুধু আইন এবং রক্তচক্ষুর ভয়ে এরা নেশা মুক্ত হবেনা। নেশা কখনও ভয় বা ভীতি দিয়ে দমন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন চিকিৎসা। সে চিকিৎসা হতে হবে গতানুগতিক ধারার বাইরে।

    সকল মানুষ নেশা থেকে মুক্ত হোক। সে যে নেশাই হোক।

    হাফিজুর রহমান
    উপ-পুলিশ পরিদর্শক
    ঢাকা রেঞ্জ মিডিয়া
    বাংলাদেশ পুলিশ

  • ইটভাটা ভাঙ্গার প্রতিবাদে সাভারের আমিনবাজার এলাকায় মানববন্ধন কর্মসুচী পালন করছে মালিক ও শ্রমিক

    ইটভাটা ভাঙ্গার প্রতিবাদে সাভারের আমিনবাজার এলাকায় মানববন্ধন কর্মসুচী পালন করছে মালিক ও শ্রমিক

    বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় ইটভাটা ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করছে মালিক ও শ্রমিকগন।।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
    ইটভাটা ভাঙ্গার প্রতিবাদে সাভারে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা।
    বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে হাতে হাত ধরে এ মানববন্ধন এ কর্মসূচী পালন করেন তারা।

    মানববন্ধনে সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা অংশ গ্রহন করে এ প্রতিবাদ করেন।

    মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন ইটভাটার মালিকরা বলেন, সরকার অযৌক্তিক ভাবে তাদের ইটভাটা ভেঙ্গে দিচ্ছে। এতে করে হাজার হাজার ইটভাটার শ্রমিক বেকার হয়ে পড়েছে বলে দাবী তাদের। পরবর্তী নতুন করে ইটভাটা ভাঙ্গা হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।

    মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করেন। এসময় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ নিয়ন্ত্রনে আনে।

  • স্নিগ্ধতার বিকাল

    স্নিগ্ধতার বিকাল

    কবিতা-

    স্নিগ্ধতার প্রকৃতি
    ছন্দে গাঁথা আজ বিকাল
    শীতের প্রকৃতি রাঙ্গা মনটি
    শীতের হিমেল ছোয়ায় মন খানি
    সূর্য হাসির আলো আর সরিষা ফুলে
    পরসটি মন হারিয়ে যায়
    হিমেল হাওয়ায়।
    সৃষ্টিকর্তার অশেষ রহমতে
    আকাশ-জমিনের প্রকৃতি
    এক খোলা জানালায়
    মেলে দিলাম দুটি ডানা।
    দিনের শেষ বিকালে
    সকল হাসির আনন্দে-ছন্দে
    মনটি আজ রাঙ্গায় ভরা।

    লেখকঃ শেখ এ কে আজাদ,সাংবাদিক
    তাং-২.১.২০২০ ইং।

  • সাভারের আশুলিয়ায়  নিউ পার্সোনা বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে

    সাভারের আশুলিয়ায়  নিউ পার্সোনা বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে

    সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় নিউ পার্সোনা বিউটি পার্লার কেক কেটে শুভ উদ্বোধন  করা হয়েছে।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ
    সাভারের আশুলিয়ায় নিউ পার্সোনা বিউটি পার্লারের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া হেয়ন গার্মেন্টস সংলগ্ন হাসান টাওয়ারের নিচতলায় অত্যাধুনিক এ বিউটি পার্লারের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ বাদল শেখ বিউটি পার্লারটির উদ্বোধন করেন ।

    নিউ পার্সোনা বিউটি পার্লারের কর্ণধার জান্নাতুল ইসলাম সুমি জানান, আশুলিয়ায় নারী সাজের নতুন কিছু উপহার দিতেই আমাদের এ অগ্রযাত্রা তাদের। বিউটি পার্লারে সূদুর ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ প্রাপ্ত একদল দক্ষ কর্মী নিয়ে কাজ করবে। এছাড়া এখানে পাওয়া যাবে ইন্ডিয়া ও থাইল্যান্ড থেকে আমদানিকৃত উন্নতমানের কসমেটিকস্।

    তিনি আরও জানান, দক্ষ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ হিসেবে গড়ে তোলা হবে বিউটিশিয়ান পার্লারের মাধ্যমে।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
    এসময় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ঢাকা জেলা ব্যুরো চীফ সাংবাদিক আলমাস হোসেন, দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান, সাবেক যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মন্সুর ভূঁইয়া, মোহাম্মদ আমজাদ হোসেন, জুয়েল রানা, সোহেল রানা, সাইফুল ইসলাম, শাহাবুদ্দিনসহ আরো অনেকে ।

  • সাভার গেন্ডা বাসস্ট্যান্ডে ময়লা-আবর্জনার স্তূপ দূর্গন্ধে পথচারীরা

    সাভার গেন্ডা বাসস্ট্যান্ডে ময়লা-আবর্জনার স্তূপ দূর্গন্ধে পথচারীরা

    ছবিটি বুধবার সকাল ৭টায় গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে তোলা হয়েছে। ছবিঃ সত্যের সংবাদ

    নিজেস্ব প্রতিবেদক,সাভারঃ
    ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের পাশে ময়লা-আবর্জনার স্তূপ পরে আছে। ময়লা-আবর্জনার স্তূপে দূর্গন্ধে এলাকা হয়ে পড়েছে বিষময়। বুধবার (১) জানুয়ারি সকাল ৭টায় গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় এ ময়লা স্তুপ পরে থাকতে দেখা গেছে ।

    প্রতিদিনের মত এ বাসস্ট্যান্ড দিয়ে যাতায়াত করে হাজার হাজার সাধারন মানুষ, শিক্ষার্থী, পোশাক শ্রমিক, কর্মজীবী ও পথচারীরা। প্রতিদিন সকালে একাধিক স্কুল বাস এই বাসষ্ট্যান্ড থেকে শিক্ষার্থীদের তুলে স্কুলে নিয়ে যায়। ফলে বাসের অপেক্ষায় আবর্জনার স্তুপের পাশেই বাধ্য হয়ে শিক্ষার্থী-অভিভাবকদের দাঁড়িয়ে থাকতে হয়।
    পৌরসভা ভবনের সন্নিকটে হওয়া সত্বেও কর্তৃপক্ষ যেন দেখেও না দেখার ভান করছে অভিযোগ করছেন চলাচলকারী সাধারন মানুষ।