Category: বিজ্ঞপ্তি

  • সাভারের বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কে ঈদ আনন্দ জমে উঠেছে

    সাভারের বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কে ঈদ আনন্দ জমে উঠেছে

    শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার : ঢাকার অদূরে সাভার বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন নিয়ে বিনোদন নিতে আসায় পার্কটিতে উপচেপড়া ভিড়।বিনোদন পার্কটি ২০১৬ সালে ৪ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। মনোরম পরিবেশে এই পার্কটিতে রযয়েছে ক্যাবলকার, টয়া ট্রেন, জায়ান্ট হুইল, প্যাডেল বোট, ফুড কোর্টসহ বিনোদনের নানা ব্যবস্থা। এর মধ্যে শিশু-কিশোরদের পদচারণায় মুখর সবকটি রাইডের শিশু-কিশোররা হুমড়ি খেয়ে পড়েছে। এছাড়াাও রয়েছে নানা জীবজন্তু ও পশু-পাখির ভাস্কর্য। পার্কে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসা পরিবার-পরিজন বলেছেন তারা খুবই আনন্দ পেয়েছে আবার আগামীতেও পার্কটিতে বিনোদন নিতে আসবে বলে জানান তারা। পার্কটির মালিক ও তত্ববধানকারী বিশিষ্ট ব্যবসায়ী রইস উদ্দিন আহমেদ বলেন, করোনাকালীন ক্ষতি হয়েছে তবে ঢাকার নিকটে বিনোদন পার্ক হওয়ায় এবারে ঈদে দুর-দূরান্তের,নিকটের মানষগুলো বিেিনাদন নিতে আসছে,বিনোদন নিতে আসা পার্কে সকল রাইডার ঠিক আছে,রয়েছে নিরাপত্তার ব্যবস্থা।

  • ঈদে দর্শানার্থীদের ভিড় আলাদীন্স পার্কে

    ঈদে দর্শানার্থীদের ভিড় আলাদীন্স পার্কে

    শেখ এ কে আজাদ, প্রতিবেদক,সাভার:

    ঢাকার অদূরে ধামরাইয়ের সিথিতে আলাদীনস আমিউজমেন্ট পার্কে ঈদের দিন থেকেই দর্শানার্থীদের উপচেপড়া ভিড় বাড়ছে।এলাকায় নিরিবিলি শান্ত,সুন্দর আবহাওয়া পরিবেশে পরিবারের সকলকে নিয়ে একটু আনন্দে সময় কাটানোর জন্য পার্কটিতে এবারের ঈদে নতুন সাজে সেজেছে। দিনের পর দিন জনপ্রিয় হয়ে উঠেছে পার্কটি। ধামরাইয়ের কুল্ল্ াইউনিয়নের সিথি এলাকার ২৭ একর জমির উপর আলাদীনস নামে ধামরাইয়ের এক সৌখিন ব্যবসায়ী নির্মাণ করেছেন এ আলাদীনস আমিউজমেন্ট পার্ক এবং আলাদীনস ওয়াটার ওয়ার্ল্ড নামে বিনোদন কেন্দ্রটি জমে উঠেছে।এ পার্কটিতে বিনোদন ও আনন্দ দেয়ার জন্য ১২ডি ডায়নামিক সিনেমা হল, হাইড্রেলিক পেন্ডুলাম, স্পিড স্পিনিং কার, বাম্পার কার, বুল রাইডস, ট্রেন, ডাবল ডেক কেরোসেল, সুপার সুয়িং, মিনি সুইস ড্যান্সিং, ইনফ্লাটেবল কিংডম, জাম্পিং হর্স, কিডি বল গান, মিনি গেমস, কনি রাইডস জোন, প্যাডেল বোট, ভুতুড়ে বাড়ি ঝর্ণা। এছাড়াও রয়েছে আনন্দ দেয়ার জন্য বিভিন্ন নিদর্শন রয়েছে। এর মধ্যে শিশু-কিশোরদের পদচারণায় মুখর সবকটি রাইডের শিশু-কিশোররা হুমড়ি খেয়ে পড়েছে। পার্কে বেড়াতে আসা লোকজনদের একটি বাড়তি আনন্দ দিতে পার্কটিকে নতুনভাবে সাজিয়েছে বলে জানান পার্কের মালিক মো: আলাউদ্দীন। এ পার্কটি টিকিট মূল্যে-রাইডার নির্ধারণ করা হয়েছে ৩৫০টাকা থেকে ৫৫০ টাকা । তবে ড্রাই পার্ক ও ওয়াটার ওযাল্ডে প্রবেশ মূল্যে ভিন্ন রকম রয়েছে। পরিবার-পরিজনের জন্য রয়েছে রিসোর্ট সেন্টার। এখানে প্রতি ঈদেই প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়ে থাকে। এ পার্কটি ধামরাই ঢুলিভিটা ও জয়পুরা দক্ষিণ কেলিয়া হয়ে কার্পেটিং সড়ক দিয়ে, যে কোনো গাড়ি নিয়ে সহজে প্রবেশ করা এবং সাভার নামা থেকে ৮-১০ কিলোমিটারের পাকা রাস্তা সহজে যাওয়া যায়।

     

  • সাভার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বিলুপ্ত ঘোষনা করলেন:সভাপতি জাভেদ মোস্তফা

    সাভার প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বিলুপ্ত ঘোষনা করলেন:সভাপতি জাভেদ মোস্তফা

    সাভার প্রেসক্লাবে নতুন সদস্যপদ তালিকাভুক্তকরণ-নিবন্ধনসহ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষনা দিলেন সভাপতি জাভেদ মোস্তফা

    গত ১৯ মার্চ হ্যা না ভোটের মাধ্যমে আহবায়ক কমিটির মাধ্যমে সদস্যদের মাধ্যমে  একটি নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়। দীর্ঘ প্রায় দু- বছর পর ক্লাবটিতে সূর্য উদয়ের মত দিনের আলোতে সাংবাদিকদের পাদচারণে
    প্রান ফিরে পায় ক্লাবটি। সদস্যপদ বৃদ্ধির জন্য একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সদস্যপদ আহবান করে নতুন কার্যকরী কমিটি। বর্তমানে কমিটিও বিলুপ্ত ঘোষনা দিয়েছেন তিনি।

    -নিম্নে হুবহুব তুলে ধরা হলো তার ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তির ষ্ট্যাটাসটি!

    *** এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,গত ৬ এপ্রিল, ২০২৩ ইং তারিখে সাভার প্রেসক্লাবের ইফতার মাহফিলে সকল সাংবাদিক ও শুভাকাঙ্খিদের উপস্থিতে দেওয়া ঘোষনা অনুযায়ী আমি আমার প্রেসক্লাবের সকল কার্যক্রম বন্ধ করেছি। পরবর্তিতে সকল পক্ষের অংশ গ্রহনে একটি সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে অদ্য ০৭/০৪/২০২৩ ইং তারিখে আমার বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করলাম।
    সাভার প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবার কর্মকান্ডে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ১৯৮৬ইং সাল থেকে কর্মকান্ড চালিয়ে আসছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংগঠনের কার্য্যক্রম বৃদ্ধিসহ সদস্য সংখ্যা আশানুরুপভাবে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় সংগঠনের নির্বাচন, গঠনতন্ত্র ও সদস্য তালিকাভুক্তিকরন ও নবায়ন কর্মকান্ডসহ বিভিন্ন কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে জবাবদিহীতা ও স্বচ্ছতা নিশ্চিত করনে সাভার প্রেসক্লাবটি নিবন্ধন হওয়া অতীব জরুরী হয়ে পড়েছে। সে লক্ষ্যে ইতি মধ্যেই সাভার প্রেসক্লাবের নিবন্ধনের জন্য বিগত ০৪/০৪/২০২৩ ইং তারিখে সমাজ সেবা অধিদপ্তরে একটি আবেদন করেছি। সাভার প্রেসক্লাবটি নিবন্ধনের মাধ্যমে এর গঠনতন্ত্র ও সদস্য তালিকা নবায়ন করার মধ্য দিয়ে পরবর্তিতে সকল সাংবাদিকদের অংশ গ্রহনে একটি গ্রহনযোগ্য নির্বাচনের জন্য সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।

    জাভেদ মোস্তফা, সাবেক সভাপতি, সাভার প্রেসক্লাব,ঢাকা-১৩৪০

    ০৭.০৩.২৩ ইং।

  • সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী কমিটি গঠনে জাভেদ সভাপতি রুপক সাধারন সম্পাদক

    সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী কমিটি গঠনে জাভেদ সভাপতি রুপক সাধারন সম্পাদক

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার : বাংলা টিভির রিপোর্টার জাভেদ মোস্তফাকে সভাপতি ও এসএ টিভির রিপোর্টার রুপোকুর রহমানকে সাধারন সম্পাদক করে সাভার প্রেসক্লাবের (২০২৩-২০২৪ অর্থবছরের) নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

    রবিবার সকাল ১১টায় সাভার থানা রোডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
    সভায় ক্লাবের সাধারণী সদস্যরা সর্বসম্মতিক্রমে হাঁ/না ভোটের ম্যাধ্যমে প্রেসক্লাবের আহ্বায়ক জাভেদ মোস্তফাকে সভাপতি ও সদস্য সচিব রুপোকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
    প্রেসক্লাবের অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি গোলাম পারভেজ মুন্না ও মোখলেছুর রহমান ইলিয়াস শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার সাহা, অর্থ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আযম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন সানি, পাঠাগার সম্পাদক এসএ দুলাল, দপ্তর সম্পাদক শাহীন আলম চৌধুরী, নির্বাহী সদস্য আখতার হামিদ, নিায়ামত উল্লাহ এবং শামীম খান।
    ক্লাবের সাধারণ সদস্যরা এসময় উপস্হিত ছিলেন।
    আগামী দুই বছরের জন্য এ কমিটি নির্বাচন করা হলো।

  • সাভারে প্রথম সারির বাগানবাড়ি রেস্টুরেন্টে শুভ উদ্বোধন

    সাভারে প্রথম সারির বাগানবাড়ি রেস্টুরেন্টে শুভ উদ্বোধন

    সাভারে প্রথম সারির বাগানবাড়ি রেস্টুরেন্টে শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার ( ১৬) মার্চ বিকেল ৫ টার সময় শুভ উদ্বোধন হয়েছে বাগানবাড়ি রেস্টুরেন্ট।

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:
    সাভারে প্রথম সারির প্রাকৃতিক সাথে স্বাদের ছোঁয়ায় বাগানবাড়ী রেস্টুরেন্টে এর শুভ উদ্বোধন হয়েছে। সাভারের থানা রোড ও মোফাজ্জল মোমিনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজ গেটের সামনে
    বৃহস্পতিবার ( ১৬)মার্চ বিকেল ৫ টার সময় শুভ উদ্বোধন হয়েছে বাগানবাড়ি রেস্টুরেন্ট।
    এসময় প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান  এমপি’র উপস্থিত থেকে এ বাগানবাড়ী রেস্টুরেন্টটি ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর রেস্টুরেন্টটি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এসময় বিশেষ অতিথি হিসেবো আরো উপস্থিত ছিলেন বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র ও সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গনি,সাভার পৌর প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা,৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মশিউর রহমান খান সম্রাট, সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ দীপক চন্দ্র সাহাসহ আরো অনেকে।
    এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক গোবিন্দ আচার্য, সাংবাদিক শেখ বাশার,সাংবাদিক আব্দুল হালিমসহ সাংবাদিকবৃন্দ, কলাকৌশলী ।
    বাগানবাড়ী রেষ্টুরেন্ট’এর কর্ণধার
    মো: ওয়াকিলুর রহমানসহ পরিবারের সকলেই উপস্থিত ছিলেন।
    আধুনিক প্রাকৃতিক ছোয়ায় সাভারের বাগানবাড়ী রেষ্টুরেন্ট জগতের প্রথম সারির ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে শুভ উদ্বোধনে আশা প্রকাশ করেছেন অতিথিবৃন্দ ।।

  • ইসলামিক ফাউন্ডেশন প্রকল্পের ১৫০ জনকে পবিত্র কুরআনের ছবক প্রদান

    ইসলামিক ফাউন্ডেশন প্রকল্পের ১৫০ জনকে পবিত্র কুরআনের ছবক প্রদান

    ইসলামিক ফাউন্ডেশন প্রকল্পের ১৫০ জনকে পবিত্র কুরআনের ছবক প্রদান করা হয়েছে

    সাভার পৌর ৫নং ওয়ার্ড ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কমল মতি শিশুদের মাঝে পবিত্র কুরআনুল কারিম ছবক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাভার পৌরসভার মেয়র মহদোয় হাজী আব্দুল গনি,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ বদরুজ্জামান হাওলাদার-
    অনুষ্ঠানে আনুমানিক ১৫০ জন কে পবিত্র কুরআনের ছবক প্রদান করা হয়েছে।

  • আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্নমিলনী অনুষ্ঠান-২০২৩,অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে!

    আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্নমিলনী অনুষ্ঠান-২০২৩,অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে!

    মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্নমিলনী অনুষ্ঠান-২০২৩অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে!

    https://aachighschool.net/?page_id=3212

    এসো মিলি প্রাণের টানে, স্মৃতিচারণে প্রিয় শিক্ষাঙ্গনে

  • সাভার সরকারি কলেজ অধ্যক্ষের জন্মদিন আজ ৯ এপ্রিল

    সাভার সরকারি কলেজ অধ্যক্ষের জন্মদিন আজ ৯ এপ্রিল

    সাভার সরকারি কলেজ অধ্যক্ষের জন্মদিন আজ ৯ এপ্রিল

    শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
    ঢাকার অদূরে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমরুল হাসানের ৫৭তম জন্মদিন আজ ৯ এপ্রিল।

    ১৯৬৬ সালের এই দিনে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর গ্রামে তাঁর জন্ম।

    সাভার সরকারি কলেজ অধ্যক্ষ ও ডায়নামিক লিডার খ্যাত ইমরুল হাসানের জন্মদিনে দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অজস্র শুভ কামনা ও প্রীতি জানিয়েছেন তাঁকে।

    অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই সাভার সরকারি কলেজকে সরকারের লক্ষ্য অনুযায়ী শিক্ষার প্রসার ও মানোন্নয়নকল্পে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনায় আনেন। শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে নন্দিত হয়েছেন তিনি।

    আবদুল মাজিদ ও মাজেদা বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান মো. ইমরুল হাসান। বাবা আবদুল মজিদ দীর্ঘ কর্মজীবনে ১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত প্রায় দশ বছর সাভার ভূমি অফিসে কর্মরত ছিলেন। মা মাজেদা বেগম একজন রত্নগর্ভা মা। বিভিন্ন গৌরবোজ্জ্বল ভূমিকায় প্রতিষ্ঠিত নয় ভাইবোনের মধ্যে মো. ইমরুল হাসান সবার ছোট।

    প্রফেসর মো. ইমরুল হাসান গ্রামের ফরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

    তিনি ১৯৯৩ সালে ১৪শ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। এ পর্যন্ত বিভিন্ন কলেজ এবং সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে সাভার সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

  • মুসলিমদের বিপদ থেকে বাঁচতে ১০ কার্যকরী দোয়া

    মুসলিমদের বিপদ থেকে বাঁচতে ১০ কার্যকরী দোয়া

    মুসলিমদের বিপদ থেকে বাঁচতে ১০ কার্যকরী দোয়া

    ইসলামঃ
    বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে কুরআন-সুন্নায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়েছে। যা কার্যকর এবং পরীক্ষিত। নবি-পয়গাম্বরদের থেকে শুরু করে অসংখ্য নেককার বনি আদমের বাস্তব জীবনেই তা পরীক্ষিত ও প্রমাণিত।

    তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মুমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে এসব দোয়ার যথাযথ আমলেই সম্ভব বিপদমুক্ত হওয়া। বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য মুমিনের বিশেষ কার্যকরী ১০ দোয়া হচ্ছে-

    > সুরা আল-ফাতেহা
    الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ – الرَّحْمَنِ الرَّحِيمِ – مَالِكِ يَوْمِ الدِّينِ – إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ – اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ – صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
    এ সুরাটির বিশেষ একাধিক নাম হলো- আল-কাফিয়া বা যথেষ্টকারী, আশ-শাফিয়া বা আরোগ্যকারী। এটি আল্লাহর গুণ-প্রশংসার সুরা হওয়ায় এ সুরার আমলের দ্বারা ঝাঁড়-ফুক করাও হাদিস দ্বারা প্রমাণিত।

    > اَللهُ… اللهُ رَبِّىْ لَا اُشْرِكُ بِهِ شَيْئًا
    উচ্চারণ : ‘আল্লাহু… আল্লাহু রাব্বি; লা উশরিকু বিহি শাইআ।’
    অর্থ : ‘হে আল্লাহ!… আল্লাহ তুমিই আমার প্রভু। আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না।’ (আবু দাউদ)

    > لَا اِلَهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّى كَنْتُ مِنَ الظَّالِمِيْنَ
    উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বলিমিন।’
    অর্থ : হে আল্লাহ! তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই; আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত।’ (তিরমিজি)
    > প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুঃখ-কষ্ট, বিপদ-আপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানিতে উত্তীর্ণ হতে তাঁর উম্মতকে এ দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন-
    حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْل – نِعْمَ الْمَوْلِى وَ نِعْمَ النَّصِيْر
    উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল; নেমাল মাওলা ওয়া নেমান নাছির।’
    অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী। আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।’

    > لَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِالله
    উচ্চারণ : ‘লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।’
    অর্থ : ‘আল্লাহর সাহায্য ব্যতিত কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নেই।’ এ দোয়াটি জান্নাতের গোপন ভাণ্ডারসমূহের একটি। বিপদ ও সমস্যা থেকে মুক্তি পেতে বহু মানুষ থেকে পরিক্ষীত দোয়াও এটি।

    > أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ – أَستَغْفِرُ اللهَ
    উচ্চারণ : ‘আস্তাগফিরুল্লাহ; আস্‌তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি।’
    অর্থ : ‘আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছেই (তাওবাহ করে) ফিরে আসি।’

    > لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الْأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
    উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম; লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম; লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আ’রশিল কারিম।’
    অর্থ : ‘আল্লাহ্ ব্যতিত সত্য কোনো মাবুদ নেই, তিনি অতি মহান, অতি সহনশীল। আল্লাহ ব্যতিত কোনো সত্য ইলাহ বা উপাস্য নেই, তিনি বিশাল আরশের মালিক। আল্লাহ ব্যতিত সত্য কোনো মাবুদ নেই, তিনি আসমান-জমিনের এবং মহান আরশের মালিক।’ (বুখারি)

    > اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَ أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَ أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ، وَ أَعُوذُ بِكَ مِن ضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
    উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউজুবিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজুবিকা মিন দ্বালায়িদ দাইনি ওয়া ক্বাহরির রিজাল।’ (তিরমিজি)
    অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।’ ((বুখারি, মুসলিম, তিরমিজি ও মিশকাত)

    > হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো দুঃখ-কষ্ট বা চিন্তা, অস্থিরতা তথা হতাশাগ্রস্ত হতেন তখন বলতেন-
    يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ
    উচ্চারণ : ইয়া- হাইয়ু ইয়া- ক্বাইয়ূ-মু বিরাহমাতিকা আস্তাগিছ।
    অর্থ : ‘হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই।’ (তিরমিজি, মুসতাদরেকে হাকেম, মিশকাত)

    > হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বিপদগ্রস্তের দোয়া হচ্ছে-
    اَللّهُمَّ رَحْمَتَكَ أَرْجُوْ فَلَاتَكِلْنِىْ اِلَي نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ وَ أَصْلِحْ لِيْ شَانِي كُلُّهُ لا اِلَهَ اِلَّا أَنْتَ
    উচ্চারণ : ‘আল্লাহুম্মা রাহমাতাকা আরঝু ফালা তাকিলনি ইলা নাফসি; ত্বারফাতা আইন; ওয়া আসলিহলি শানি কুল্লুহু; লা ইলাহা ইল্লাহ আনতা। (আবু দাউদ, মিশকাত)
    অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার দয়া কামনা করি। তুমি আমাকে এক মুহূর্তের জন্যও আমার নিজের হাত ছেড়ে দিও না। বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপার ঠিক করে দাও। তুমি ব্যতীত কোনো মা’বুদ নাই।

    আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।

  • সত্যেরসংবাদে আপনার প্রতিষ্ঠানের স্বল্প মূল্যে নিয়মিত বিজ্ঞাপন দিন

    আপনার প্রতিষ্ঠানের স্বল্প মূল্যে নিয়মিত বিজ্ঞাপন দিন