Category: আইন-আদালত-প্রশাসন

  • সাভারে জমির মালিকানা দাবি করে নির্মান কাজ বন্ধ করলেন সৎ মা

    সাভারে জমির মালিকানা দাবি করে নির্মান কাজ বন্ধ করলেন সৎ মা

    নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:

    সাভারে জমির মালিকানা দাবি করে ওয়ারিশ সূত্রে জমিতে নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন জবেদা বেগম নামের এক নারী। তিনি ওয়ারিশদের সৎ মা বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সাভারের নামাবাজারের খালেক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ওয়ারিশ সূত্রে আদালতে দাবী করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন জবেদা বেগম(৬০)।

    ভুক্তভোগীরা বলেন, তিনি অন্য স্থানে ওয়ারিশের জমি বুঝিয়ে নেওয়ার পরও এই জমি দাবি করছেন। তিনি তার পাওনার পুরোটা নিয়েছেন। এর পরেও আবার মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করছেন।

    খোঁজ নিয়ে জানা যায়, সাভারের নামাবাজার এলাকায় প্রয়াত খালেক চেয়ারম্যানের মালিকানাধীন আরএস ৬৬ নং দাগের ৪৭ শতাংশের কাতে ৪ শতাংশ ও আরএস ৬৭ নং দাগের ৩৪ শতাংশের কাতে ৩ শতাংশসহ মোট ৭ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে বন্টন করা হয়। খালেক চেয়ারম্যানের স্ত্রী আমেনা খাতুন, মনোয়ারা বেগম ও তাদের সন্তান হাফিজুল ইসলাম, মনিরুল ইসলাম বাবু, সাখাওয়াত হোসেন, সাব্বির হোসেন ও মিলন নেছা ওয়ারিশ সূত্রে এই জমির মালিক হয়ে দখলে রয়েছেন পূর্বে থেকেই। কিন্তু মৃত খালেক চেয়ারম্যানের অপর স্ত্রী জবেদা বেগম আদালতে মিথ্যা মামলা দিয়ে সেই জমিতে নির্মান কাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে জমি দখলের পায়তারা করছেন। এতে করে অসহায় হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবারের ৭জন।

    এব্যাপারে জবেদা খাতুন বলেন, আমি এই সাত শতাংশতেও জায়গা পাবো। তাই আমি আদালতে মামলা করেছি।

    এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাব্বির আহমেদ বলেন, ওই জমিতে আদালতে মামলা রয়েছে তাই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কি বর্তমানে কাজ না করতে অনুরোধ করেছেন।

     

  • শিক্ষার্থীকে বই উপহার দিল সাভার মডেল থানা পুলিশ

    শিক্ষার্থীকে বই উপহার দিল সাভার মডেল থানা পুলিশ

    নিজস্ব প্রতিবেদক,সাভার: ঢাকা জেলার সাভার মডেল থানার পক্ষ থেকে অসচ্ছল এক শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়েছে। বুধবার রাতে বই শিক্ষার্থীর মায়ের হাতে তুলে দেন ওসি।

    জানা গেছে, অন্যদিনের মতই থানায় ব্যস্ত সময় কাটাচ্ছিলেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন। নিয়মিত এই কর্মতৎপরতার মাঝেই থানার এক পুলিশ সদস্যের মাধ্যমে জানতে পারেন একজন দরিদ্র শিক্ষার্থী সামর্থ্যের অভাবে বই কিনতে পারছে না।

    তিনি মূহুর্তেই তার শ্রেণী বিভাগ জেনে নিয়ে ওই শিক্ষার্থীর বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম,কে অবগত করলে থানার পক্ষ থেকে বই উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন । নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীটির পক্ষ থেকে তার মা থানায় আসলে অফিসার ইনচার্জ ওসি এবং পুলিশ পরিদর্শক অপারেশন তার হাতে তুলে দেন গাইড সহ নবম শ্রেণীর সব বই।

    বই দেয়ার সময় শিক্ষার্থীটির মাকে বলা হয়, যে কোন সমস্যায় সে যেন নিঃসংকোচে ওসির সাথে যোগাযোগ করেন এবং ছাত্রীটি যেন ভালো ভাবে পড়ালেখা করে দেশের সেবা করার যোগ্যতা অর্জন করে। এসময় ওই শিক্ষার্থীর মা আপ্লুত হয়ে উপস্থিত সাংবাদিকদের জানান, “শুনেছি পুলিশ জনগণের বন্ধু , আজ তার প্রমান পেলাম। মেয়ের পাশে দাড়ানোর জন্য তিনি ধণ্যবাদ জানান সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাকে”।

    প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক কাজের এমন নজির স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির প্রশংসা করেছেন অনেকে।

    এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন বলেন, এক পুলিশ সদস্যের মাধ্যমে জানা যায় সামর্থ্যের অভাবে একজন ছাত্রী বই কিনতে পারছে না। বিষয়টি ওসি স্যারকে জানালে তিনি থানার পক্ষ থেকে ওই শিক্ষার্থীর পুরো বইয়ের সেট উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। পরে ওই শিক্ষার্থীর পক্ষ থেকে তার মা বইগুলো সানন্দে গ্রহণ করেন।

  • সাভারে নয়াবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট ইসরাফিলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    সাভারে নয়াবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট ইসরাফিলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

    সাভার পৌর রেডিও কলোনী  নয়াবাড়ি এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট ইসরাফিলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

    শেখ এ কে আজাদ,প্রতিবেদক,সাভার:
    ঢাকার সাভারে দশ (১০) কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ মার্চ) গভীর রাতে সাভারের রেডিও কলোনী বাসস্ট্যান্ডে সংলগ্ন নয়াবাড়ি এলাকা থেকে মো. ইসরাফিল অপু (৩০) নামের ওই যুবককে গ্রেফতার করে ডিবি। মঙ্গলবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। গ্রেফতার মো. ইসরাফিল অপু ভোলা জেলার সদর উপজেলার মাঝিরহাট গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। বর্তমানে তিনি সাভারের মজিদপুর ইটখোলা এলাকায় ভাড়ায় বসবাস করতেন। ওসি রিয়াজ উদ্দিন জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে এবং আমার নেতৃত্বে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের এসআই মো. আনোয়ার হোসেন ডিবির ফোর্সসহ সাভার মডেল থানাধীন রেডিও কলোনী নয়াবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দশ (১০) কেজি গাঁজাসহ ইসরাফিল অপু নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানিয়েছে দীর্ঘদিন যাবৎ তিনি কুমিল্লা ও নারায়নগঞ্জ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার ও এর আশেপাশের এলাকায় খুচরা বিক্রি করতো। গ্রেফতার যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সাভারে ভ্রাম্যমাণ আদালতের তিনটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

    সাভারে ভ্রাম্যমাণ আদালতের তিনটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:

    ঢাকার অদূরে সাভারে তিনটি ইটভাটাকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১ লাখ টাকা জরিমানা করেছেন সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুর, বাহেরচর ও আউয়াল মার্কেট এলাকায় এবিএম, এবিএন ও বিসিএম ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে (রোববার) সাভারের ভাকুর্তা ইউনিয়নে তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অভিযানকালে দেখা যায়, এবিএন ইটভাটা কর্তৃপক্ষ তাদের লাইসেন্সে উল্লেখিত জমির চেয়ে বেশী জমি ব্যবহার করে তাদের ভাটা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, তারা কৃষিজমির ‘টপ সয়েল’ ব্যবহার করে ইট তৈরী করছে। এজন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    ভ্রাম্যমাণ আদালতেরনির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এবিএম নামের আরেকটি ইটভাটায় অভিযান পরিচালনা কালে দেখা গেছে, তাদের জমির পরিমাণ ১ একর থাকলেও তারা ৩ একর জায়গা নিয়ে ভাটা কার্যক্রম পরিচালনা করছে। এই অনিয়মের কারণে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, বিসিএম নামের ইটভাটা কর্তৃপক্ষ তাদের ভাটা কার্যক্রম পরিচালনায় মাটির উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে ব্যর্থ হয়। তাছাড়া তাদের কাগজপত্রের মেয়াদও শেষ হয়ে গেছে। উল্লেখিত কর্মকাণ্ডগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অপরাধের ফলে বিসিএম এর স্বত্বাধিকারীকে উক্ত আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন।

    অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • গাইবান্ধা  বাড়ি যাবার পথে গোবিন্দগঞ্জের দুই কলেজছাত্রী নিখোঁজ

    গাইবান্ধা  বাড়ি যাবার পথে গোবিন্দগঞ্জের দুই কলেজছাত্রী নিখোঁজ

     

    গাইবান্ধা শহরের ‘ছালমা মঞ্জিল’ নামের মেস থেকে গোবিন্দগঞ্জ নিজ বাড়িতে যাবার পথে দুই কলেজ ছাত্রী নিখোঁজের অভিযোগ উঠেছে। এ ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি তাদের।

    সোমবার (৬ ফেব্রুয়ারি) তাদের কোনো সন্ধান পায়নি বলে জানিয়েছে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।গত (২ ফেব্রুয়ারি) তারা নিখোঁজ হবার পর পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়রী করা হয়।

    নিখোঁজ দুই ছাত্রীর বাবা রউফ মন্ডল ও আব্দুল লতিফ সরকার জানান, রিফাত জান্নাত ও লাবিবা খাতুন দুজনই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। জান্নাত গাইবান্ধা সরকারি কলেজে এবং লাবিবা সরকারি মহিলা কলেজে পড়াশুনা করেন। তাদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও পাড় সোন্দইল গ্রামে। একই এলাকার হওয়ায় তারা একসঙ্গে গাইবান্ধা শহরের পলাশপাড়ার ‘ছালমা মঞ্জিল’ নামের মেসে থাকতেন।

    গত (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা বাড়ি যাওয়ার উদ্দেশে একসাথে মেস থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে রওনা হন। কিন্তু দীর্ঘসময় পরও বাড়ি গিয়ে না পৌঁছায় মোবাইলে যোগাযোগ করা হলে দুজনেরই মোবাইল তখন থেকে বন্ধ পাওয়া যায়।

    লাবিবা খাতুনের বাবা আব্দুল লতিফ সরকার বলেন, মেয়ে দুজনের কোন খোঁজ না পাওয়ায় বাড়িতে কান্নাকাটি চলছে। আমরা কোন কুলকিনারা পাচ্ছি না। আমরা দুই পরিবারের আত্নীয় স্বজন থেকে পরিচিত এমন কোন জায়গা নেই যে খোঁজ নেইনি। কোথায়ও পাওয়া যাচ্ছে না।

    এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ওই ছাত্রীদের নিখোঁজ দেখিয়ে থানায় দুটি পৃথক জিডি করেছে অভিভাবক। তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

  • সাভারে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,ঘাতক স্বামী গ্রেফতার

    সাভারে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,ঘাতক স্বামী গ্রেফতার

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে:

    সাভারে স্বামীর নির্যাতন সহ্য না করতে পেরে শুশুরবাড়ী বাড়িতে না যেতে চাওয়ায় স্ত্রী পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী। এঘটনায় দিবাগত রাতে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
    পুলিশ বলছে,আশুলিয়ার আনারকলি এলাকায় স্বামীর নির্যাতন সইতে না পেরে বৃহস্পতিবার বিকেলে স্ত্রী সুলতানা সাভারের আনন্দপুর এলাকায় খালুর বাড়িতে চলে আসে। এসময় রাতে স্বামী বাবু তার স্ত্রীকে নিতে খালুর বাড়িতে আসে স্ত্রী তাকে বলে আমি যাবো না। এ কথা বলার পরেই ঘাতক স্বামী বাবু কোমর থেকে ছুরি বের করে স্ত্রী সুলতানাকে এলোপাথারী ছুরিকাঘাত করে আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
    পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এঘটনায় স্থানীয়রা ঘাতক স্বামীকে গণপিটুনি দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

    এবিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ০৩.০২.২৩ ইং।

  • সাভারে জাল টাকার ছাপানোর সন্ধান, র‍্যাবের অভিযানে আটক-২

    সাভারে জাল টাকার ছাপানোর সন্ধান, র‍্যাবের অভিযানে আটক-২

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    সাভারে জাল টাকা ছাপানোর অপরাধে দুই জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় জাল টাকাসহ জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
    ৩০ জানুয়ারি সোমবার বিকেলে সাভারের মজিদপুর এলাকায় এ অভিযান চালায় র‍্যাব-৪। আটক ২ জন হলেন- ঝিনাইদহ জেলার মুহিবুল্লাহ ও রাজবাড়ি জেলার তুহিন। র‍্যাব-৪ জানায়, গত ১৪ জানুয়ারি সাভার পৌরসভার মজিদপুর এলাকায় সাইফুল ইসলামের দোতলা বাড়ির নিচতলা ভাড়া নেন মুহিবুল্লাহ ও তুহিন। তাদের মধ্যে মুহিবুল্লাহ ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করেছেন। তিনি জাল টাকা বানানোর ক্ষেত্রে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। আর তুহিন ছাপানো জাল টাকা বাজারে ডিস্ট্রিবিউশনের কাজ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে ওই বাসায় জাল টাকা ছাপানে হচ্ছে। পরে তারা বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার বিকেলে ওই বাসায় অভিযান চালিয়ে জাল নোট এবং তা তৈরির সরঞ্জামাদিসহ দুই জনকে আটক করা হয়।

    র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, অভিযানকালে ৫০০ টাকার ৯০টি জাল নোট জব্দ করা হয়েছে। এছাড়া ছাপানো অবস্থায় বেশ কিছু কাগজসহ বিপুল পরিমাণ জাল টাকা ছাপানোর কাগজ, ল্যাপটপ ও প্রিন্টার জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • সাভারে এক ভুূমি কর্মকর্তাকে হত্যার অভিযোগে মামলা দায়ের,গ্রেফতার-১

    সাভারে এক ভুূমি কর্মকর্তাকে হত্যার অভিযোগে মামলা দায়ের,গ্রেফতার-১

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামকে (৫০) হত্যার হুমকি দিয়েছে দুর্বৃওরা। এঘটনায় তিনি সাভার মডেল থানায় দুই জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় একজনকে গ্রেপ্তার করলেও মুল আসামীকে এখানো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    জানা যায় গেল ২৬ জানুয়ারি সাভারের বলিয়ারপুর এলাকায় সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামের কাছে অবৈধ ভাবে জাল ভূমি উন্নয়ন করের রশিদ চান সোহেল রানা নামের এক দালাল। এসময় ওই কর্মকর্তা অবৈধ ভাবে ভূমি উন্নয়ন করের রশিদ দিতে অস্বীকার করলে অভিযুক্ত সোহেল রানা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ওই কর্মকর্তার অফিসের ল্যাপটসসহ মুল্যবান মালামাল ভাঙচুর করে পালিয়ে যায়। অভিযুক্ত সোহেল রানাকে প্রধান আসামী ও তার সহযোগী নাইমুর রহমানকে দ্বিতীয় আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। এঘটনায় মামলার দ্বিতীয় আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এঘটনায় ওই দালালের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল দলিল উদ্ধার করেছে আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেজিষ্ট্রেট মাছুমা আক্তার।
    এঘটনায় ওই ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
    এবিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,মামলার প্রধান আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

  • সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ইন্টারনেট ও ডিস ব্যবসায়ী তাজিবুল মীরকে হত্যার অভিযোগ

    সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ইন্টারনেট ও ডিস ব্যবসায়ী তাজিবুল মীরকে হত্যার অভিযোগ

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    ঢাকার আশুলিয়ার জামগড়া উত্তর মীর বাড়ির বাসিন্দা মোঃ তাজিবুল মীর (৩০) কে মদ্য সেবন করিয়ে হত্যার চেষ্টার দায়ে সেচ্ছাসেবক লীগে নেতা সুমন মীর সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার।
    এলাকাবাসী বলছেন সুমন মীর একজন ইন্টারনেট ও ডিস ব্যবসায়ী তিনি আসলেই একজন সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির লোক ইতিপুর্বে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হেনস্থা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কাজেই ইন্টারনেট ও ডিস ব্যবসা দখল করা সহ উক্ত এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে মানুষের মধ্যে আতংক বিরাজ করা।
    তার বিরুদ্ধে এবিষয়ে একাধিক অভিযোগ সহ মামলা রয়েছে। এসকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবি জানিয়েছে তারা।
    জানা যায় ,গত ৬ জানুয়ারি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলে সুমন মিয়ার ইন্টারনেট অফিসে তাজিবুল মীর ও সুমন মীরসহ ৬-৭ জন এক সাথে বিদেশি মদ্য সেবন করে, মদ্য সেবন করার পর অন্যদের কোন সমস্যা না হলেও তাজিবুল মীর অসুস্থ হয়ে পড়েন, এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
    তাজিবুল মীরের অবস্থা অবনতি হলে তার বাবা মোঃ ওয়াহিদুল মীর বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন যার নং ৩৯, তারিখ ১৮/০১/২০২৩ ইং।
    মদ্যপানে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ৮ জানুয়ারি ২০২৩ ইং সকালে তাকে লাইফ সাফটে রাখা হয়।
    এঘটনার প্রায় ২১ দিনপর তাজিবুল মীরকে শনিবার বিকেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। পরে তার লাশ মর্গে প্রেরণ করে পুলিশ।
    এ ব্যাপারে ওয়াহিদুল মীর বলেন, আমার ছেলে অসুস্থ হওয়ার দুইদিন আগে তার ইন্টারনেট লাইন কেটে দখলে নিয়েছে মোর্শেদ ভুঁইয়ার ছেলে মোঃ মারুফ ভুঁইয়া (২৬) দুইদিন পর তাকে মদ্যপান করানো হয়েছে। আমার মনে হয় এটি একটি পরিকল্পিত হত্যা।
    তিনি আরও বলেন ৬,৭ জন একত্রে মদ্যপান করলো তাদের কিছুই হলো না আমার ছেলে অসুস্থ হয়ে মারা গেলে কিভাবে? আমার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ ওতাদের সবাইকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়াছেন তিনি।
    উক্ত ঘটনায় মারুফ ভুঁইয়া সুমন মীর সহ আরও অনেকেই জড়িত আছে বলে মনে করছেন তিনি তবে এঘটনার সাথে জরিত ছিলেন এমন কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
    এবিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক এস আই নোমান বলেন আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

     

  • সাভারে গাঁজাসহ দুই মাদকদ্রব্য কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চৌকশ দল

    সাভারে গাঁজাসহ দুই মাদকদ্রব্য কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চৌকশ দল

    শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ

    সাভারে রেডিকলোনী এলাকা থেকে ৫ কেজি মাদকদ্রব্যসহ দুই মাদকক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
    গত ২৭ জানুয়ারি শক্রবার গভীররাতে ঢাকা জেলা উত্তর ডিবির এএসআই (নিঃ) সুলতান মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পার্শ্বে সাভার পৌর রেডিও কলোনি এলাকার শামসুল এন্টারপ্রাইজের সামনে হতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্যসহ আসামীদের গ্রেফতার করে।
    গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মহিন উদ্দিন (৩৮), পিতা- জামিল উদ্দিন, মাতা- শামসুন্নাহার, গ্রামের বাড়ী জোরপুকুরিয়া, বরুড়া থানার কুমিল্লা জেলায় বাড়ী। তিনি ঢাকা মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি এলাকায় বসবাস করেন। মোঃ হাবিব উল্লাহ (৩১), পিতা- মোঃ রাশেদুল হক, মাতা- মোসাৎ বিলকিস বেগম, গ্রামের বাড়ী নাজিরপুর সাতবর বাড়ি, ভাংগা থানার ফরিদপুর জেলায় বাড়ী।
    ডিবির এএসআই (নিঃ) সুলতান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিকট হইতে অবৈধ মাদক দ্রব্য ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

    ডিবি পুলিশের ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার
    মোবাশশীরা হাবীব খান, পিপিএম-সেবা এর নির্দেশে ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ ডিবি (উত্তর) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) সাহেবের তত্ত্বাবধানে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত থেকে রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়েছে।