Category: খেলা

  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গিয়ে সহ্য করতে না পেরে পতাকা কেড়ে নেয় ভারতের ক্রিকেটাররা,এনিয়ে তোলপার নেট দুনিয়া

    অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গিয়ে সহ্য করতে না পেরে পতাকা কেড়ে নেয় ভারতের ক্রিকেটাররা,এনিয়ে তোলপার নেট দুনিয়া

    • স্পোর্টস ডেক্স সংবাদঃ

    অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গিয়ে ক্ষেপে গিয়েছিল ভারতের ক্রিকেটাররা। বাংলাদেশি ক্রিকেটাররাও তাতে তাল দিয়ে গেছে। যে কারণে ম্যাচ শেষে তুমুল হট্টগোল শুরু হয় মাঠে। সম্প্রচার ক্যামেরায় তা পুরোপুরি দেখা না গেলেও মাঠে থাকা বেশ কিছু ক্যামেরায় এই ঘটনার ভিডিও ধরা পড়েছে। তাতে দেখা যায়, বাংলাদেশের পতাকা কেড়ে নিয়ে ফেলার চেষ্টা করছেন এক ভারতীয় ক্রিকেটার!

    ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। এখানে ট্রফি হাতছাড়া হলেও মেজাজ গরম করা মানায় না। কিন্তু বিশ্বকাপে হারের পর সেই ভদ্রতা ধরে রাখতে পারেনি ভারতের ক্রিকেটাররা। বাংলাদেশের উদযাপন সহ্য করতে না পেরে মেজাজ হারিয়ে ভারতীয় একজন খেলোয়াড় এক বাংলাদেশি ক্রিকেটারের থেকে লাল-সবুজের পতাকা ছিনিয়ে নেন! যা রীতিমতো জাতীয় পতাকার অবমাননা। ক্রিকেট মাঠে এমন দৃশ্য একেবারেই বিরল ঘটনা!

    পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশি ক্রিকেটারদের আজে-বাজে ভাষায় স্লেজিং করে গেছে ভারতীয় ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা বিসিবির জুনিয়র নির্বাচক কমিটির সদস্য হাসিবুল হোসেন কালের কণ্ঠকে ফোনে জানিয়েছেন, ‘ওরা পুরো ম্যাচজুড়েই প্রচুর স্লেজিং করেছে। আমরা জেতার পর তা মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের ক্রিকেটাররা যখন উৎসব করতে শুরু করল, তখনই ওরা এসে মা-বাপ তুলে গালিগালাজ শুরু করে। কত আর সহ্য করা যায়! ছেলেরা সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে যায়। এতেই শুরু হয় ধাক্কাধাক্কি।’

    ম্যাচের পরপরই ভারতীয়রা ভদ্রতাসূচক করমর্দনও করেননি। তারা রীতিমতো মা-বাপ তুলে গালাগাল করেছিল বলে জানা গেছে। পরে অবশ্য পরিস্থিতি ঠান্ডা হলে আনুষ্ঠানিকতা মেনে করমর্দন করেন দুই দলের ক্রিকেটাররা। এই ঘটনায় বাংলাদেশ অধিনায়ক আকবর আলী দুঃখ প্রকাশ করলেও ভারতীয় অধিনায়ক কোনো দুঃখপ্রকাশ করেনি। তারা বাংলাদেশের ওপর দোষ চাপিয়েই বসে আছেন। এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে আইসিসি। আজ বিকালেই এ বিষয়ে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে।

  • ৪ বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়লো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ

    ৪ বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়লো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ

    স্পোর্টস ডেক্সঃ

    আজ হাই বোল্টেজ যুব ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো অধিনায়ক আকবর আলীর দায়িত্বশীল ব্যাটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের হট ফেভারিট চারবারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। ক্ষণে ক্ষণে বাঁক পরিবর্তন। পেন্ডুলামের মত দুলতে দুলতে থাকা ম্যাচটিতে স্নায়ুর চাপ বাড়ছিল মুহূর্তে মুহূর্তে। উদ্বোধনী জুটিতে ৫০ ওঠার পর যেভাবে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ, সেখান থেকে জয় সম্ভব- এটাই ছিল যেন দুঃস্বপ্ন। অবশেষে চরম অনিশ্চয়তার ম্যাচটিকে সম্ভবে পরিণত করলেন বুদ্ধিমান অধিনায়ক আকবর আলির অসাধারণ ব্যাটিং।

    ৭৭ বলে ৪৩ রান করলেন অধিনায়ক  আকবর আলী। রাকিবুল হাসান ৯ রান করে অপরাজিত থাকেন। ম্যাচসেরা আকবর আলী।

    সত্যিকার একটি ফাইনাল ম্যাচ উপভোগ করলো পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কের সমর্থকরা।

    বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মত শক্তিশালী দলকে ২৩ বল হাতে রেভে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারেরমত যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের ট্রফি তুলে নিলো ঘরে। চারবারের চ্যাম্পিয়ন ভারত। সাতবার তারা খেলেছে ফাইনালে। তেমন একটি দলকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরলো বাংলাদেশের যুবারা। এ মুকুট যেন আজ ১৬ কোটি বাংলাদেশী মানুষের।

    অসাধারণ ব্যাটিংটা করলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি! একের পর এক যখন উইকেট পড়ছিল, তখন একপ্রান্ত থেকে আগলে রেখে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন তিনি।

  • অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে  শক্তিশালী ভারতকে অলআউট করে ১৭৭ রান,১৭৮ রানের টার্গেটে খেলবে যুব টাইগাররা 

    অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে  শক্তিশালী ভারতকে অলআউট করে ১৭৭ রান,১৭৮ রানের টার্গেটে খেলবে যুব টাইগাররা 

    অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে  শক্তিশালী ভারতকে অলআউট করে ১৭৭ রান,১৭৮ রানের টার্গেটে খেলবে যুব টাইগাররা

    স্পোর্টস সংবাদঃ
    দক্ষিন আফ্রিকার পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কে যুব বিশ্বকাপের ফাইনালে আজ বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ভারত, বেশ কয়েকবারের চ্যাম্পিয়ন ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়ে যে তিনি ভুল করেননি, সেটাও প্রমাণিত।ইতিহাসের প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপের ফাইনাল খেলছে যুব টাইগাররা।

    বাংলাদেশের বোলারদের সাঁড়াশি বোলিংয়ের সামনে যুব বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ভারত অলআউট মাত্র ১৭৭ রানে। বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশের যুবাদের করতে হবে ১৭৮ রান।
    টস জিতে বাংলাদেশ অধিনায়ক আকবর আলি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন, তা অবশেষে বোঝা গেল
    পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কে যুব বিশ্বকাপের ফাইনালে খেলায়।

    টসে জিতে বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই বাংলাদেশি পেসার শরিফুল ও সাকিব। প্রথম ৬ ওভারে দেন মাত্র ৮ রান। এরপর নিজের প্রথম ওভারে এসেই উইকেট তুলে নেন ফাইনালে একাদশে আসা অভিশেক দাস। ফিরিয়ে দেন ভয়ঙ্কর সাক্সেনাকে।

    খেলায় জেসওয়াল ও তিলাক ভার্মা ম্যাচে ফেরায় ভারতকে। দেখেশুনে গড়েন ৯৫ রানের দুর্দান্ত এক জুটি। এই জুটিতে ম্যাচে ফেরার প্রয়াস চালায় ভারত। তবে নিজের দ্বিতীয় স্পেলে এসে তিলাক ভার্মাকে ৩৮ রানে ফিরিয়ে দেন সাকিব।এর ফলে চাপে পড়ে ভারত।

    এর দুই ওভার পরে ভারতীয় দলে আঘাত হানেন রকিবুল। ভারতীয় অধিনায়ক প্রিয়াম গার্গকে ৭ রানে ফিরিয়ে দেন তিনি। অভিষেক দাস নেন ৩ উইকেট। শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব দুটি ও রাকিবুল হাসান নেন একটি করে উইকেট। দুটি হলো রান আউট।

    এদিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট মাশরাফি লেখেন, ‘প্রত্যাশা থাকেই,থাকবেই। ১৯ বছর বয়সে এগুলো ভাবার সময় কোথায়? চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক ছোট ভাইয়েরা’।
    নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে যুব টাইগারদের বার্তা দেন তিনি।

    উল্লেখ্য,আইসিসির আরেক ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৭ সালে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরটিই ছিল আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য।

    যুব বিশ্বকাপেও বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে। ২০১৬ সালে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শেষ চার থেকে ছিটকে পড়ে যুবারা। এতদিন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেটাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য।

  • ইতিহাসের প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপের ফাইনাল খেলছে যুব টাইগাররা,চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক মাশরাফি

    ইতিহাসের প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপের ফাইনাল খেলছে যুব টাইগাররা,চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক মাশরাফি

    ইতিহাসের প্রথমবারের মতো আইসিসির বিশ্বকাপের ফাইনাল খেলছে যুব টাইগাররা,চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক মাশরাফি

    ইতিহাসের প্রথমবারের মতো আইসিসির কোন বিশ্বকাপের ফাইনাল খেলছে টাইগাররা। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে যুব টাইগারদের বার্তা দেন তিনি।

    চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং স্কোর
    ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
    চ্যাম্পিয়নের লক্ষ্যে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ
    যেকোন পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে থাকায় মাশরাফির জুড়ি মেলা ভার। ম্যাশের অনুপ্রেরণায় সবাই আলাদা রকমের সাহস পায়, এক মাশরাফিতেই গর্জে উঠে গোটা দল। বাংলাদেশের যুব টাইগাররা যখন পচেফস্ট্রুমে ইতিহাস গড়তে নামবে তখন ওদের সাথে থাকা সম্ভব না হলেও দূর থেকে শুভ কামণা জানাতে ভুল করেননি মাশরাফি।

    নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট মাশরাফি লেখেন, ‘প্রত্যাশা থাকেই,থাকবেই। ১৯ বছর বয়সে এগুলো ভাবার সময় কোথায়? চাপ নয়, ফাইনালটা উপভোগ করুক ছোট ভাইয়েরা’।

    বাংলাদেশের যুবরা ১৭৮ রানের টার্গেটে ভারতের বিপক্ষে ব্যাট করতে নামবে মাঠে।
    আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় যুব বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতের মুখোমুখি হয় বাংলার যুবারা।

    উল্লেখ্য,আইসিসির আরেক ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৭ সালে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরটিই ছিল আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য।

    যুব বিশ্বকাপেও বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে। ২০১৬ সালে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শেষ চার থেকে ছিটকে পড়ে যুবারা। এতদিন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেটাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য।

  • সাভারে চাঁদাবাজ নেই  মুজিববর্ষে ব্যাডমিন্টন চেয়ারম্যান কাপ পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে ত্রান প্রতিমন্ত্রী  ডা.এনামুর

    সাভারে চাঁদাবাজ নেই  মুজিববর্ষে ব্যাডমিন্টন চেয়ারম্যান কাপ পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে ত্রান প্রতিমন্ত্রী ডা.এনামুর

    সাভারে চাঁদাবাজ নেই  মুজিববর্ষে সাভার উপজেলা মাঠে মাস ব্যাপী চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী ডা.এনামুর

    সত্যের সংবাদঃ বাংলাদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদক দমনে বর্তমান সরকারের সাফল্যয় বিশ্বনেতারাও আজ প্রশাংসা করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

    সাভার উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    খেলায় বিজয়ীদের মাঝে মোটরসাইকেল পুরুস্কার হিসেবে তুলে দেন ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, মুজিব বর্ষের শপথ হবে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন সাভারে এখন আর কোথাও জঙ্গিবাদ ও চাঁদাবাচ নেই উল্লেখ করে তিনি বলেন আন্দোলনের নামে দেশে কেউ অরজকতা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

    এ খেলায় আশুলিয়া মৎস্য ব্যবসায়ী সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।

    ম্যাসব্যাপি এ খেলায় সাভার উপজেলার ২৪ টি দল অংশ গ্রহন করেন। আশুলিয়া থানা মৎস ব্যবসায়ী মালিক সমিতির টিম ম্যানেজার ফারুক হোসেন এর হাতে তুলে দেওয়া হয় একটি মটর সাইকেল। এবং ৩য় স্থান হয়েছে আশুলিয়া ধামসোনা ইউনিয়ন পরিষদ তাদের কেউ পুরুস্কার দেওয়া হয় মটর সাইকেল।

    পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানসহ সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মাস ব্যাপি মুজিববর্ষ চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলাটি পরিচালনা করে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।

  • প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকা ফাইনালে উঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

    প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকা ফাইনালে উঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

    প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ যুবরা বিশ্বকাপ ফাইনালে উঠেছে বাংলাদেশ। ইতিহাস সৃষ্টি করায় যুব টাইগার বাহিনীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    গত বৃহস্পতিবার পচেফস্ট্রুমে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে ও ৩৫ বোলে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি থেকে অভিনন্দন বার্তায় বলেন, তোমাদের সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত ।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি ইতালি সফরে গেছেন। ৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি।

  • ইতিহাস গড়লো যুব টাইগাররা, বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    ইতিহাস গড়লো যুব টাইগাররা, বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

    সত্যের সংবাদ,স্পোর্টসঃবৃহস্পতিবার প্রথমবারের মতো ইতিহাস গড়লেন ১৯-অনূর্ধ্ব যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ পচেফস্ট্রুমে উড়িয়েছে বাংলার বিজয়ের লাল-সুবুজের পতাকা। সেঞ্চুরি করে

    মাহমুদুল হাসান জয় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত।

    বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৩৫ বল হাতে রেখে ৬ উইকেটের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। রবিবার ফাইনালে বাংলাদেশের বনাম ভারত।

    বাংলাদেশে যুবরা ভারতের সাথে ক্রিকেট খেলে বিজয় নিশ্চিত করবে বলে ১৬ কোটি বাংলার মানুষের প্রত্যাশা।আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে ভারতের সাথে বাংলাদেশ।

    স্কোর: বাংলাদেশ ২১৫/৪ (৪৪.১ ওভার)
    নিউজিল্যান্ড ২১১/৮ (৫০ ওভার)

    সেঞ্চুরি করেনঃ ৯৬ থেকে বাংলাদেশের রান একলাফে ১০০। সেঞ্চুরি। বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি জয়ের জয়ের পথে এগিয়ে রাখে বাংলাদেশ।

    মাহমুদুল হাসান জয় ১২৭ বলে ১৩ বাউন্ডারিতে শতরানের ইনিংসটি জয়ের নিন্ধনে পৌছে দেয়।
    ৭ম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যুব বিশ্বকাপে সেঞ্চুরি পেলেন জয়।

    শুরুতেই শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। ২১২ রান তাড়া করতে নেমে ৩২ রান তুলতে উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। তানজিদ ফেরার পরপরই পারভেজ হোসেন ইমন আউট হন। পেসার ডেভিড হ্যানককের দুর্দান্ত ডেলিভারীর কোনো উত্তর জানা ছিল না ইমনের। উইকেটের পেছনে ক্যাচ দেন ১৪ রানে। তার আউটের সময় বাংলাদেশের রান ২ উইকেটে ৩২।

    শেষটায় বিবর্ণ বাংলাদেশ, রঙিণ নিউজিল্যান্ড

    শেষ ৩ ওভারে ৩৭ রান তুলে নেয় নিউজিল্যান্ড। ৪৭ ওভারে তাদের রান ছিল ১৭৪। তাতে নিউজিল্যান্ড পেয়েছে ভালো ২১১ রানের একটি স্কোর ঘরে তুলে।

    ৩২ ওভারে শতরান নিউজিল্যান্ড:

    ৩২তম ওভারে দলীয় শতরানের মুখ দেখে নিউজিল্যান্ড। শতরানের আগেই বাংলাদেশের বোলিংয়ে তাদের চার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরে দেয়।
    শুরুতে পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি নিউজিল্যান্ড। বাংলাদেশের বোলিংয়ে ১০ ওভারে তারা তুলেছে ২৬ রান তুলে। ঘটে বিপর্যয়।

    বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান সাকিব, রাকিবুল হাসান, হাসান মুরাদ, শরীফুল ইসলাম।

    এবার শেষ চারে ১০৪ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। উড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে। পচেফস্ট্রুমে ব্যাট-বলের অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশ যুবদের।

    উল্লেখ্য, যুব বিশ্বকাপের কোনো আসরে ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের। ২০১৬ সালে ঘরের মাঠে বাংলাদেশ শেষবার উঠেছিল সেমিফাইনালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে শিরোপার স্বপ্ন ভাঙে স্বাগতিকদের। যুব বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান। ওই আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ।

  • আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে পাকিস্তান হার

    আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে পাকিস্তান হার

    আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সেমিফাইনালে ভারতের কাছে পাকিস্তান হার

    স্পোর্টস সংবাদডেক্সঃ
    বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সেই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে ভারতের বিপক্ষে ট্রফির লড়াইয়ে অংশ নেবে।
    সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। ব্যাটে বলে ব্যর্থ পাকিস্তান।
    মঙ্গলবার তাদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।
    আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সেনোস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়ে যায় পাকিস্তান। তৃতীয় উইকেটে অধিনায়ক রোহেল নাজিরের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে প্রাথমিক ধকল সামাল দেন ওপেনার হায়দার আলী।

    দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরা অধিনায়ক রোহেল নাজির অষ্টম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ১০২ বল খেলে ৬টি চারের সাহায্যে করেন ৬২ রান। ১০ বলে ২ রানে ফেরেন তাহির হোসেন, ৬ বলে ১ রান করেন মোহাম্মদ আমির খান। নিয়মিত উইকেট পতনের কারণে ৪৩.১ ওভারে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান।

    টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ভারতের জয় নিশ্চিত করেন দুই ওপেনার ইয়েসবি জয়েসওয়াল ও দিবাংশ সাকসেনা। দলকে জয় উপহার দিতে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন জয়েসওয়াল। ভারতীয় এ তরুণ ওপেনার ১১৩ বল খেলে ৮ চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ১০৫ রান করেন।

    এছাড়া ৯৯ বল খেলে ৬টি চারের সাহায্যে ৫৯ রান করেন অন্য ওপেনার সাকসেনা। জয়েসওয়াল ও সাকসেনার অনবদ্য ব্যাটিংয়ে নির্ধারিত ওভারের ৮৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

    সংক্ষিপ্ত স্কোরঃ
    ভারত: ৩৫.২ ওভারে ১৭৬/০ (জয়েসওয়াল ১০৫*, সাকসেনা ৫৯*)।

    পাকিস্তান: ৪৩.১ ওভারে ১৭২/১০ (রোহেল নাজির ৬২, হায়দার আলী ৫৬, হারিস ২১; সুশান্ত মিশ্রা ৩/২৮)।

  • যুব বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড

    যুব বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড

    • স্পোর্টস সংবাদঃ

    যুব বিশ্বকাপ ক্রিকেটে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালে লাইন আপ। ৮ দলের কোয়ার্টার ফাইনাল লড়াই শেষে সেমিতে উঠে এসেছে চার দল ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

    যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ৪ ফেব্রুয়ারী মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ৬ ফেব্রুয়ারী মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

    পচেফস্ট্রুমে সেমিফাইনালের দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। সেমির লড়াই শেষে ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ফাইনাল হাইভোল্টেজ ম্যাচ।

    তৃতীয় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিতে উঠে এসেছে বাংলাদেশ।
    দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উইন্ডিজদের হারিয়ে সেমিতে এসেছে নিউজিল্যান্ড আর প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে এসেছে ভারত। আর শেষ কোয়ার্টার ফাইনালে পাকিস্তান হারিয়েছে আফগানিস্তানের।১

  • অলরাউন্ডার হলেই নাকি তাঁর ক্যারিয়ারের জন্য ভালো:সৌম্য

    অলরাউন্ডার হলেই নাকি তাঁর ক্যারিয়ারের জন্য ভালো:সৌম্য

    অলরাউন্ডার হলেই নাকি তাঁর ক্যারিয়ারের জন্য ভালো:সৌম্য

    ছিলেন বোলার! সেখান থেকে হয়ে গিয়েছিলেন ব্যাটসম্যান। সেই সৌম্য এখন ধীরে ধীরে হচ্ছেন অলরাউন্ডার সৌম্য। নতুন দায়িত্ব উপভোগও করছেন জাতীয় দলের এই ক্রিকেটার। টপ অর্ডারে বিশ্বমানের বোলারদের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ের সামর্থ্য রাখেন সৌম্য সরকার।

    তিনি পাওয়ার প্লেতে ৩০ গজের সুবিধাটা বাংলাদেশের যে কয়জন ব্যাটসম্যান খুব ভালো নিতে পারেন। কিন্তু গত কয়েক মাস ধরে সৌম্য যেন বদলে ফেলছেন নিজের ‘ব্যাটসম্যান’ পরিচয়। ব্যাটিংয়ের সঙ্গে সমানতালে তিনি করে যাচ্ছেন বোলিংও। নিজেকে অলরাউন্ডার হিসেবে পরিচিত করে যাচ্ছেন তিনি।

    সবশেষ পাকিস্তান সফরেও টি-টোয়েন্টিতে দেখা গেছে ‘অলরাউন্ডার’সৌম্যকে। সৌম্য এখন নিজেকে অলরাউন্ডার হলেই নাকি তাঁর ক্যারিয়ারের জন্য ভালো হবে। আজ মিরপুর একাডেমি মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল ওয়ালটন মধ্যাঞ্চলের অনুশীলন শেষে তিনি বলছিলেন, ‘অবশ্যই, আমার জন্য ভালো হবে। আগে এক দিক (ব্যাটিং) নিয়ে চিন্তা করতাম। এখন দুই দিক পাচ্ছি। শুধু ব্যাটিংয়ে খারাপ করলে মনে হয় দিনটা শেষ হয়ে গেল আজ। এখন সুযোগ বেশি থাকবে ভালো করার।’

    পাকিস্তান সফরে অবশ্য ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। সে সুযোগও ছিল না তাঁর। দুই ইনিংসেই নেমেছেন ইনিংসের শেষ দিকে। বোলিংটাও খুব ভালো হয়নি। বাংলাদেশ সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে।